ঢাকা ০৯:৫৩ অপরাহ্ন, রবিবার, ০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজঃ

হামাসের চারশর বেশি যোদ্ধাকে হত্যার দাবি ইসরায়েলের

নওরোজ আন্তর্জাতিক ডেস্ক
  • Update Time : ০৫:০৭:৫৮ অপরাহ্ন, রবিবার, ৮ অক্টোবর ২০২৩
  • / ৫৩ Time View

বিমান হামলা ও সম্মুখ যুদ্ধে হামাসের চারশর বেশি যোদ্ধাকে হত্যা করার দাবি করেছে ইসরায়েলের প্রতিরক্ষা বিভাগ (আইডিএফ)।

গতকাল শনিবার (৭ অক্টোবর) ইসরায়েলের বিভিন্ন শহরে প্রতিশোধমূলক হামলা চালাতে যান হামাসের এক হাজারেরও বেশি সেনা।

ইসরায়েলে ঢুকে হামাসের এসব যোদ্ধা বেশ কয়েকজন ইসরায়েলি সেনা ও বেসামরিক মানুষকে অবরুদ্ধ গাজা উপত্যকায় ধরে নিয়ে আসেন।

আবার অনেকে ইসরায়েলেই অবস্থান নেন এবং বিভিন্ন সামরিক অবকাঠামোর নিয়ন্ত্রণ নেন। আর ইসরায়েলি শহরগুলোতে অবস্থান নেওয়া হামাসের যোদ্ধাদের সঙ্গে ইসরায়েলি বাহিনীর সম্মুখ লড়াই হয়।

ধারণা করা হচ্ছে, এ লড়াইয়েই প্রাণ হারিয়েছেন তারা। চারশোরও বেশি যোদ্ধাকে হত্যার পাশাপাশি বেশ কয়েকজনকে আটক করার দাবিও করেছে ইসরায়েল।

এছাড়া ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকাতে হামলা চালিয়ে হামাসের কিছু সেনাকে হত্যা করা হয়েছে বলে জানিয়েছেন আইডিএফের মুখপাত্র ড্যানিয়েল হাগারি।

সামরিক বাহিনীর এ কর্মকর্তা রোববার সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েলকে বলেছেন, ‘এ মুহূর্তে, সেনারা কাফার আজায় লড়াই করছে, শহরের বড় অংশজুড়ে তল্লাশি অভিযান চলছে। আইডিএফের সেনারা শহরের সব জায়গায় আছে। এমন কোনো শহর নেই যেখানে আইডিএফের সেনারা নেই।’

এর আগে ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স রোববার সকালে এক প্রতিবেদনে জানিয়েছিল, ইসরায়েলে অতর্কিত হামলা চালানোর পর থেকে এখন পর্যন্ত স্বাধীনতাকামী এ সশস্ত্র গোষ্ঠীর কয়েকশ সদস্য নিহত হয়েছে।

Please Share This Post in Your Social Media

হামাসের চারশর বেশি যোদ্ধাকে হত্যার দাবি ইসরায়েলের

Update Time : ০৫:০৭:৫৮ অপরাহ্ন, রবিবার, ৮ অক্টোবর ২০২৩

বিমান হামলা ও সম্মুখ যুদ্ধে হামাসের চারশর বেশি যোদ্ধাকে হত্যা করার দাবি করেছে ইসরায়েলের প্রতিরক্ষা বিভাগ (আইডিএফ)।

গতকাল শনিবার (৭ অক্টোবর) ইসরায়েলের বিভিন্ন শহরে প্রতিশোধমূলক হামলা চালাতে যান হামাসের এক হাজারেরও বেশি সেনা।

ইসরায়েলে ঢুকে হামাসের এসব যোদ্ধা বেশ কয়েকজন ইসরায়েলি সেনা ও বেসামরিক মানুষকে অবরুদ্ধ গাজা উপত্যকায় ধরে নিয়ে আসেন।

আবার অনেকে ইসরায়েলেই অবস্থান নেন এবং বিভিন্ন সামরিক অবকাঠামোর নিয়ন্ত্রণ নেন। আর ইসরায়েলি শহরগুলোতে অবস্থান নেওয়া হামাসের যোদ্ধাদের সঙ্গে ইসরায়েলি বাহিনীর সম্মুখ লড়াই হয়।

ধারণা করা হচ্ছে, এ লড়াইয়েই প্রাণ হারিয়েছেন তারা। চারশোরও বেশি যোদ্ধাকে হত্যার পাশাপাশি বেশ কয়েকজনকে আটক করার দাবিও করেছে ইসরায়েল।

এছাড়া ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকাতে হামলা চালিয়ে হামাসের কিছু সেনাকে হত্যা করা হয়েছে বলে জানিয়েছেন আইডিএফের মুখপাত্র ড্যানিয়েল হাগারি।

সামরিক বাহিনীর এ কর্মকর্তা রোববার সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েলকে বলেছেন, ‘এ মুহূর্তে, সেনারা কাফার আজায় লড়াই করছে, শহরের বড় অংশজুড়ে তল্লাশি অভিযান চলছে। আইডিএফের সেনারা শহরের সব জায়গায় আছে। এমন কোনো শহর নেই যেখানে আইডিএফের সেনারা নেই।’

এর আগে ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স রোববার সকালে এক প্রতিবেদনে জানিয়েছিল, ইসরায়েলে অতর্কিত হামলা চালানোর পর থেকে এখন পর্যন্ত স্বাধীনতাকামী এ সশস্ত্র গোষ্ঠীর কয়েকশ সদস্য নিহত হয়েছে।