ঢাকা ০৫:৩৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ মে ২০২৪, ২ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ

সবাইকে সর্বজনীন পেনশনের আওতায় আনা হবে: ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক

আঃ হান্নান, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
  • Update Time : ১০:৪১:১৪ অপরাহ্ন, সোমবার, ২৯ এপ্রিল ২০২৪
  • / ৩৩ Time View

ব্রাহ্মণবাড়িয়ায়‭ ‬সদর‭ ‬উপজেলা‭ ‬প্রশাসনের‭ ‬আয়োজনে‭ ‬ ‭ ‬সর্বজনীন পেনশন স্কিম উদ্বুদ্ধকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার, ২৯ এপ্রিল দুপুরে‭ ‬‬সদর‭ ‬উপজেলা‭ ‭পরিষদ‭ ‬ ‭ ‬মিলনায়তনে‭ ‬অনুষ্ঠিত‭ ‬‬উদ্বুদ্ধকরণ কর্মশালায়‭‭ ‬প্রধান‭ ‬অতিথির‭ ‬ ‭ ‬বক্তব্য‭ ‬রাখেন‭ ‬ব্রাহ্মণবাড়িয়া‭ ‬জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান। ‭

‬সদর‭ ‬উপজেলা‭ ‬নির্বাহী অফিসার মোহাম্মদ সেলিম শেখের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বুদ্ধকরণ কর্মশালায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম ভূইয়া, সদর উপজেলা কৃষি অফিসার‭ ‬শাহানা‭ ‬বেগম,‭ ‬সদর‭ ‭উপজেলা‭ ‬স্বাস্থ্য‭ ‬ও‭ ‬পরিবার‭ ‬পরিকল্পনা কর্মকর্তা ডঃ ‭শামিমা ‭সুলতানা,‭ ‬ব্রাহ্মণবাড়িয়া ‭ প্রেসক্লাবের সাধারণ ‭সম্পাদক‭ ‬মোঃ‭ ‬বাহারুল ‭ইসলাম ‬মোল্লা, উপজেলা‭ ‬প্রাণী সম্পদ কর্মকর্তা ডঃ মোঃ ইমরান ভূইয়া ও সুহিলপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুর রশিদ ভূইয়া।

কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান বলেন, দেশের কোন নাগরিক পিছিয়ে থাকবে না। যে চাকরিতে পেনশনের সুযোগ নেই, সে চাকরির ‭প্রত্যেককে পেনশনের আওতায় আনা হবে।‭ ‬

জেলা প্রশাসক বলেন, প্রধানমন্ত্রী শেখ‭ ‬ ‭হাসিনার‭ ‬নির্দেশে‭ ‬সবাইকে‭‭ ‬সর্বজনীন‭ ‬পেনশনের‭ ‬আওতায় আনা হবে। সর্বজনীন পেনশন স্কীম বর্তমান সরকারের একটি অন্যতম কার্যক্রম।‭ ‬

তিনি‭ ‬আরো‭ ‬বলেন,‭ ‬সর্বজনীন‭ ‬পেনশন‭‭ ‬স্কীমে অংশগ্রহণকারী চাঁদাদাতাগণ নিরবিচ্ছিন্নভাবে চাঁদা প্রদানের শর্তে ৬০ বছর পূর্তিতে আজীবন মাসিক নির্ধারিত হারে পেনশন পাবেন।‭ ‬স্কীমের‭ ‬চাঁদা‭ ‬‬দাতা‭ ‬স্কিমে‭ ‬‬জমাকৃত‭‭ ‬বা‭ ‬জমার বিপরিতে প্রাপ্ত পেনশন বাবদ অর্থ তার মৃত্যুর পর গ্রহণ বা উত্তোলনের নিমিত্ত‭‭ ‬এক‭ ‬বা‭ একাধিক‭ ‬নমিনি‭  ‬মনোনয়ন‭ করতে‭ ‬পারবেন।‭ তবে চাঁদাদাতা কমপক্ষে ১০ বছর চাঁদা প্রদান করার পূর্বে মৃত্যুবরণ করলে জমাকৃত অর্থ মুনাফাসহ নমিনীকে ফেরত দেয়া হবে। ব্যাংকে সরাসরি‭ ‬গিয়ে,‭মোবাইল‭ ফাইন্যান্সিয়াল‭ সার্ভিস‭ ‬ও‭ ‬ ‭ ‬অনলাইন ব্যাংকিংয়ের‭ মাধ্যমে‭ ‬এবং‭ ‬ডেভিট‭ ‬ও‭ ‬ক্রেডিট‭ ‬কার্ড‭ ব্যবহার‭ ‬করে চাঁদার‭ ‬টাকা‭ ‬জমা‭ ‬দেয়া‭ ‬‬যাবে। ‭প্রবাসী‭ ‬ ‭ ‬স্কিমে‭ ‬অংশগ্রহণকারী বাংলাদেশি নাগরিকগণ ক্রেডিটকার্ড বা ডেভিট কার্ডের বৈধ চ্যানেলে‭ ‭ ‬বৈদেশিক‭ ‬ ‭ ‬মুদ্রায়‭ ‬ ‭মাসিক‭ ‬ ‭ ‬চাঁদা‭ ‬ ‭ ‬জমা‭ ‬ দিতে‭ ‬পারবেন।

তিনি সর্বজনীন পেনশন স্কিমের সুফল সম্পর্কে বিভিন্ন দিক তুলে‭‬ ‭ ‬ধরে‭ ‬সবাইকে‭‭ ‬সর্বজনীন‭ ‬পেনশন‭ ‬স্কিমের‭ ‬আওতায়‭ ‬ ‭ ‬আসার আহবান‭‭ ‬জানান।‭ ‬ ‭ ‬

কর্মশালায়‭ ‬‬সদর‭ ‬ ‬উপজেলার‭ বিভিন্ন‭ ‬‬দপ্তরের কর্মকর্তা-কর্মচারীগন,‭ ‬সাংবাদিক‭ ‬সদর‭ ‬উপজেলার‭ ‬বিভিন্ন ইউনিয়নের‭ ‬ ‭ ‬চেয়ারম্যান-মেম্বারগন‭‭ ‬বিভিন্ন‭ শ্রেনীপেশার‭‭ ‬মানুষ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

সবাইকে সর্বজনীন পেনশনের আওতায় আনা হবে: ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক

Update Time : ১০:৪১:১৪ অপরাহ্ন, সোমবার, ২৯ এপ্রিল ২০২৪

ব্রাহ্মণবাড়িয়ায়‭ ‬সদর‭ ‬উপজেলা‭ ‬প্রশাসনের‭ ‬আয়োজনে‭ ‬ ‭ ‬সর্বজনীন পেনশন স্কিম উদ্বুদ্ধকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার, ২৯ এপ্রিল দুপুরে‭ ‬‬সদর‭ ‬উপজেলা‭ ‭পরিষদ‭ ‬ ‭ ‬মিলনায়তনে‭ ‬অনুষ্ঠিত‭ ‬‬উদ্বুদ্ধকরণ কর্মশালায়‭‭ ‬প্রধান‭ ‬অতিথির‭ ‬ ‭ ‬বক্তব্য‭ ‬রাখেন‭ ‬ব্রাহ্মণবাড়িয়া‭ ‬জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান। ‭

‬সদর‭ ‬উপজেলা‭ ‬নির্বাহী অফিসার মোহাম্মদ সেলিম শেখের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বুদ্ধকরণ কর্মশালায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম ভূইয়া, সদর উপজেলা কৃষি অফিসার‭ ‬শাহানা‭ ‬বেগম,‭ ‬সদর‭ ‭উপজেলা‭ ‬স্বাস্থ্য‭ ‬ও‭ ‬পরিবার‭ ‬পরিকল্পনা কর্মকর্তা ডঃ ‭শামিমা ‭সুলতানা,‭ ‬ব্রাহ্মণবাড়িয়া ‭ প্রেসক্লাবের সাধারণ ‭সম্পাদক‭ ‬মোঃ‭ ‬বাহারুল ‭ইসলাম ‬মোল্লা, উপজেলা‭ ‬প্রাণী সম্পদ কর্মকর্তা ডঃ মোঃ ইমরান ভূইয়া ও সুহিলপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুর রশিদ ভূইয়া।

কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান বলেন, দেশের কোন নাগরিক পিছিয়ে থাকবে না। যে চাকরিতে পেনশনের সুযোগ নেই, সে চাকরির ‭প্রত্যেককে পেনশনের আওতায় আনা হবে।‭ ‬

জেলা প্রশাসক বলেন, প্রধানমন্ত্রী শেখ‭ ‬ ‭হাসিনার‭ ‬নির্দেশে‭ ‬সবাইকে‭‭ ‬সর্বজনীন‭ ‬পেনশনের‭ ‬আওতায় আনা হবে। সর্বজনীন পেনশন স্কীম বর্তমান সরকারের একটি অন্যতম কার্যক্রম।‭ ‬

তিনি‭ ‬আরো‭ ‬বলেন,‭ ‬সর্বজনীন‭ ‬পেনশন‭‭ ‬স্কীমে অংশগ্রহণকারী চাঁদাদাতাগণ নিরবিচ্ছিন্নভাবে চাঁদা প্রদানের শর্তে ৬০ বছর পূর্তিতে আজীবন মাসিক নির্ধারিত হারে পেনশন পাবেন।‭ ‬স্কীমের‭ ‬চাঁদা‭ ‬‬দাতা‭ ‬স্কিমে‭ ‬‬জমাকৃত‭‭ ‬বা‭ ‬জমার বিপরিতে প্রাপ্ত পেনশন বাবদ অর্থ তার মৃত্যুর পর গ্রহণ বা উত্তোলনের নিমিত্ত‭‭ ‬এক‭ ‬বা‭ একাধিক‭ ‬নমিনি‭  ‬মনোনয়ন‭ করতে‭ ‬পারবেন।‭ তবে চাঁদাদাতা কমপক্ষে ১০ বছর চাঁদা প্রদান করার পূর্বে মৃত্যুবরণ করলে জমাকৃত অর্থ মুনাফাসহ নমিনীকে ফেরত দেয়া হবে। ব্যাংকে সরাসরি‭ ‬গিয়ে,‭মোবাইল‭ ফাইন্যান্সিয়াল‭ সার্ভিস‭ ‬ও‭ ‬ ‭ ‬অনলাইন ব্যাংকিংয়ের‭ মাধ্যমে‭ ‬এবং‭ ‬ডেভিট‭ ‬ও‭ ‬ক্রেডিট‭ ‬কার্ড‭ ব্যবহার‭ ‬করে চাঁদার‭ ‬টাকা‭ ‬জমা‭ ‬দেয়া‭ ‬‬যাবে। ‭প্রবাসী‭ ‬ ‭ ‬স্কিমে‭ ‬অংশগ্রহণকারী বাংলাদেশি নাগরিকগণ ক্রেডিটকার্ড বা ডেভিট কার্ডের বৈধ চ্যানেলে‭ ‭ ‬বৈদেশিক‭ ‬ ‭ ‬মুদ্রায়‭ ‬ ‭মাসিক‭ ‬ ‭ ‬চাঁদা‭ ‬ ‭ ‬জমা‭ ‬ দিতে‭ ‬পারবেন।

তিনি সর্বজনীন পেনশন স্কিমের সুফল সম্পর্কে বিভিন্ন দিক তুলে‭‬ ‭ ‬ধরে‭ ‬সবাইকে‭‭ ‬সর্বজনীন‭ ‬পেনশন‭ ‬স্কিমের‭ ‬আওতায়‭ ‬ ‭ ‬আসার আহবান‭‭ ‬জানান।‭ ‬ ‭ ‬

কর্মশালায়‭ ‬‬সদর‭ ‬ ‬উপজেলার‭ বিভিন্ন‭ ‬‬দপ্তরের কর্মকর্তা-কর্মচারীগন,‭ ‬সাংবাদিক‭ ‬সদর‭ ‬উপজেলার‭ ‬বিভিন্ন ইউনিয়নের‭ ‬ ‭ ‬চেয়ারম্যান-মেম্বারগন‭‭ ‬বিভিন্ন‭ শ্রেনীপেশার‭‭ ‬মানুষ উপস্থিত ছিলেন।