ঢাকা ০৪:৩৩ অপরাহ্ন, শনিবার, ১৮ মে ২০২৪, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ

জাতীয় কৃষি প্রশিক্ষণ একাডেমি (নাটা) তে “ইনোভেশন শোকেসিং” আয়োজন

গাজীপুর প্রতিনিধি
  • Update Time : ১০:২২:৪৪ অপরাহ্ন, শনিবার, ৪ মে ২০২৪
  • / ২২ Time View

ছবি: ইনোভেশন শোকেসিং অনুষ্ঠানে পুরস্কার বিতরণ করছেন ড. মোঃ কামরুজ্জামান সেলিম, যুগ্ম সচিব, কৃষিমন্ত্রণালয় এবং নাটার মহাপরিচালক জনাব মোঃ আব্দুর রহিম।

জাতীয় কৃষি প্রশিক্ষণ একাডেমি (নাটা), গাজীপুর এ ০২ মে ২০২৪ তারিখ বৃহস্পতিবার “ইনোভেশন শোকেসিং” শীর্ষক স্মার্ট কৃষি অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এখানে মোট ০৭ (সাত) টি উদ্ভাবনী উদ্যোগ প্রদর্শন করা হয়। উদ্ভাবনী উদ্যোগ গুলো হলো: (১) IoT based Soilless Cultivation and Vertical Farming at Inspire Zone, (২) Smart Office Room Establishment, (৩) মালচিংফিল্ম পদ্ধতিতে ফসল চাষ, (৪) সবুজপদ চিহ্ন (Green Walkway), (৫) শস্য নিবিড়তা বৃদ্ধিতে আম বাগানে বস্তায় আদা চাষ, (৬) Soilless Indoor Plant Cultivation at Green House (৭) পরিবেশ উন্নয়নে পাখির অভয়ারণ্য স্থাপন।

অনুষ্ঠানের শুরুতে অতিথিবৃন্দ উদ্ভাবনী উদ্যোগসংশ্লিষ্ট স্টল গুলো পরিদর্শন করেন। উদ্ভাবক গণঅতিথি ও দর্শকদের সামনে তাদের উদ্যোগের বিস্তারিত বিবরণ তুলে ধরেন। সবশেষে সমাপনী অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি মন্ত্রণালয়ের প্রশাসন অধিশাখার দায়িত্ব প্রাপ্ত যুগ্ম সচিব ড. মোঃ কামরুজ্জামান সেলিম মহোদয়। তিনি উদ্ভাবনী উদ্যোগ গুলোর ভুয়সী প্রশংসা করে বলেন প্রতিটি উদ্যোগ জাতীয় পর্যায়ে বাস্তবায়ন যোগ্য। শীঘ্রই কৃষি মন্ত্রণালয় কর্তৃক আওতাধীন দপ্তর/সংস্থার উদ্ভাবনী উদ্যোগ সমূহ শোকেসিং এর ব্যবস্থা করবেন বলে উল্লেখ করেন।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন নাটার সম্মানিত মহাপরিচালক মোঃ আব্দুর রহিম মহোদয়। সভাপতি মহোদয় একটি সুন্দর ইনোভেশন শোকেসিং আয়োজন এবং সকলের অংশগ্রহনের জন্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।শুরুতে স্বাগত বক্তব্য পেশ করেন নাটার ই-গভর্ন্যান্স ও উদ্ভাবনী কর্মপরিকল্পনা বাস্তবায়টিমের ফোকাল পয়েন্ট এবং সিনিয়র সহকারী পরিচালক ড. মুহাম্মদ শাহাদৎ হোসাইন সিদ্দিকী। তিনি নাটার IoT কার্যক্রম সম্পর্কে সংক্ষিপ্ত ভাবে বক্তব্য পেশ করেন।

উদ্বোধন অনুষ্ঠানে নাটার সকল স্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। এই উদ্যোগের মাধ্যমে মাটি বিহীন চাষবাদ করা যাচ্ছে, ইন্টারনেট অবথিংকস (আইওটি) প্রযুক্তির মাধ্যমে পানি ও সার সরবরাহ করা হচ্ছে। উদ্যোগের আওতায় সম্পূর্ণ কোকোডাস্ট দিয়ে খোলা জায়গায় টমেটো, ক্যাপসিকাম ও স্ট্রবেরি চাষ করা হয়েছে। নির্দিষ্ট সময় পর পরযন্ত্র নিজে নিজেই চালু হয় এবং পরিমাণ মতো পানি ও সার সরবরাহ করে। পৃথিবীর যেকোন জায়গা থেকে মোবাইল এ্যাপের মাধ্যমে উক্তা কার্যা বলী পরিচালনা করা যায়। স্মার্ট কৃষি বিষয়ে ইনোভেশন উদ্যোগটি মাননীয় প্রধানমন্ত্রী ঘোষিত স্মার্ট বাংলাদেশ গড়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে আমার বিশ্বাস।

Please Share This Post in Your Social Media

জাতীয় কৃষি প্রশিক্ষণ একাডেমি (নাটা) তে “ইনোভেশন শোকেসিং” আয়োজন

Update Time : ১০:২২:৪৪ অপরাহ্ন, শনিবার, ৪ মে ২০২৪

জাতীয় কৃষি প্রশিক্ষণ একাডেমি (নাটা), গাজীপুর এ ০২ মে ২০২৪ তারিখ বৃহস্পতিবার “ইনোভেশন শোকেসিং” শীর্ষক স্মার্ট কৃষি অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এখানে মোট ০৭ (সাত) টি উদ্ভাবনী উদ্যোগ প্রদর্শন করা হয়। উদ্ভাবনী উদ্যোগ গুলো হলো: (১) IoT based Soilless Cultivation and Vertical Farming at Inspire Zone, (২) Smart Office Room Establishment, (৩) মালচিংফিল্ম পদ্ধতিতে ফসল চাষ, (৪) সবুজপদ চিহ্ন (Green Walkway), (৫) শস্য নিবিড়তা বৃদ্ধিতে আম বাগানে বস্তায় আদা চাষ, (৬) Soilless Indoor Plant Cultivation at Green House (৭) পরিবেশ উন্নয়নে পাখির অভয়ারণ্য স্থাপন।

অনুষ্ঠানের শুরুতে অতিথিবৃন্দ উদ্ভাবনী উদ্যোগসংশ্লিষ্ট স্টল গুলো পরিদর্শন করেন। উদ্ভাবক গণঅতিথি ও দর্শকদের সামনে তাদের উদ্যোগের বিস্তারিত বিবরণ তুলে ধরেন। সবশেষে সমাপনী অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি মন্ত্রণালয়ের প্রশাসন অধিশাখার দায়িত্ব প্রাপ্ত যুগ্ম সচিব ড. মোঃ কামরুজ্জামান সেলিম মহোদয়। তিনি উদ্ভাবনী উদ্যোগ গুলোর ভুয়সী প্রশংসা করে বলেন প্রতিটি উদ্যোগ জাতীয় পর্যায়ে বাস্তবায়ন যোগ্য। শীঘ্রই কৃষি মন্ত্রণালয় কর্তৃক আওতাধীন দপ্তর/সংস্থার উদ্ভাবনী উদ্যোগ সমূহ শোকেসিং এর ব্যবস্থা করবেন বলে উল্লেখ করেন।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন নাটার সম্মানিত মহাপরিচালক মোঃ আব্দুর রহিম মহোদয়। সভাপতি মহোদয় একটি সুন্দর ইনোভেশন শোকেসিং আয়োজন এবং সকলের অংশগ্রহনের জন্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।শুরুতে স্বাগত বক্তব্য পেশ করেন নাটার ই-গভর্ন্যান্স ও উদ্ভাবনী কর্মপরিকল্পনা বাস্তবায়টিমের ফোকাল পয়েন্ট এবং সিনিয়র সহকারী পরিচালক ড. মুহাম্মদ শাহাদৎ হোসাইন সিদ্দিকী। তিনি নাটার IoT কার্যক্রম সম্পর্কে সংক্ষিপ্ত ভাবে বক্তব্য পেশ করেন।

উদ্বোধন অনুষ্ঠানে নাটার সকল স্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। এই উদ্যোগের মাধ্যমে মাটি বিহীন চাষবাদ করা যাচ্ছে, ইন্টারনেট অবথিংকস (আইওটি) প্রযুক্তির মাধ্যমে পানি ও সার সরবরাহ করা হচ্ছে। উদ্যোগের আওতায় সম্পূর্ণ কোকোডাস্ট দিয়ে খোলা জায়গায় টমেটো, ক্যাপসিকাম ও স্ট্রবেরি চাষ করা হয়েছে। নির্দিষ্ট সময় পর পরযন্ত্র নিজে নিজেই চালু হয় এবং পরিমাণ মতো পানি ও সার সরবরাহ করে। পৃথিবীর যেকোন জায়গা থেকে মোবাইল এ্যাপের মাধ্যমে উক্তা কার্যা বলী পরিচালনা করা যায়। স্মার্ট কৃষি বিষয়ে ইনোভেশন উদ্যোগটি মাননীয় প্রধানমন্ত্রী ঘোষিত স্মার্ট বাংলাদেশ গড়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে আমার বিশ্বাস।