ঢাকা ০৫:১৭ অপরাহ্ন, সোমবার, ০৬ মে ২০২৪, ২৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ

স্বেচ্ছায় মৃত্যুর আবেদনে জার্মান আদালতের আপত্তি

নওরোজ আন্তর্জাতিক ডেস্ক
  • Update Time : ০৭:০৭:৩৯ অপরাহ্ন, বুধবার, ৮ নভেম্বর ২০২৩
  • / ৬৫ Time View

গুরুতর অসুস্থ দুই ব্যক্তি স্বেচ্ছায় মৃত্যুবরণের আবেদন জানিয়েছিলেন জার্মান আদালতে। কিন্তু মঙ্গলবার (৭ নভেম্বর) অত্যধিক মাত্রায় ঘুমের ওষুধ সেবনের মাধ্যমে মৃত্যুবরণের ওই আবেদন খারিজ করে দেন জার্মান ফেডারেল অ্যাডমিনিস্ট্রেশন আদালত।

জার্মান সংবাদ সংস্থা ডয়চে ভেলের এক প্রতিবেদনে জানানো হয়েছে, ওই দুই ব্যক্তির একজন ভুগছেন ক্যান্সার পরবর্তী সমস্যায় ও অন্যজন সিরোসিসের রোগী। দুজনই ডাক্তারের পরামর্শ ছাড়া সোডিয়াম পেন্টোবারবিটাল নামক ওষুধ সেবনের আবেদন জানিয়েছিলেন।

এমনকি, চিকিৎসকের পরামর্শ ছাড়াই যাতে ওষুধটি কিনতে পারেন সে জন্য জার্মানির ফেডারেল ইনস্টিটিউট ফর ড্রাগস অ্যান্ড মেডিকেল ডিভাইসেস (বিএফআরএম) এর কাছে আবেদন করেন তারা। কিন্তু দুই ব্যক্তির আবেদনে সাড়া দেয়নি বিএফআরএম।

এরপর জার্মানির নিম্ন আদালতে বিএফআরএম’র রায় চ্যালেঞ্জ করেন তারা। কিন্তু জার্মান আদালতও তাদের আবেদন খারিজ করে দেন।

এ বিষয়ে আদালতের বক্তব্য হলো, প্রয়োজন হলে আদালতের সঙ্গে চিকিৎসকের কথা বলতে হবে। স্বেচ্ছায় কাউকে এই সুযোগ দেওয়া হলে, আত্মহত্যার প্রবণতা বেড়ে যাবে। জার্মান আইনে স্বেচ্ছা মৃত্যুর বিধান থাকলেও ওই দুই ব্যক্তি চিকিৎসকের অনুমতি নেননি বলে সোডিয়াম পেন্টোবারবিটাল ব্যবহারের অনুমতি দেওয়া হয়নি।

আদালত আরও বলেন, সোডিয়াম পেন্টোবারবিটাল ক্রয় ও ব্যক্তি পর্যায়ে এই ওষুধের মজুত আরও বেশি বিপদ ডেকে আনতে পারে। জার্মান আইন আত্মহত্যার উদ্দেশ্যে এই ওষুধ কেনার অনুমোদন দেয় না।

এদিকে, নিম্ন আদালত এই রায় দিলেও স্বেচ্ছায় মৃত্যুবরণ করতে চাওয়া ওই দুই ব্যক্তি উচ্চ আদালতে আবেদন করতে পারবেন। জার্মানির ফেডারেল কনস্টিটিউশনাল কোর্টে তারা আবেদন করবেন বলে জানিয়েছেন, তাদের আইনজীবী রবার্ট রসরুচ।

সোডিয়াম পেন্টোবারবিটাল ওষুধটি মূলত ঘুমের ওষুধ। কিন্তু এটি অধিক মাত্রায় সেবন করলে মৃত্যু ঘটার সম্ভাবনা থাকে অনেক বেশি। আর এই ওষুধ দিয়েই মূলত যুক্তরাষ্ট্রে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়।

পৃথিবীর বিভিন্ন দেশে স্বেচ্ছায় মৃত্যুবরণের আইনি বৈধতা রয়েছে। কানাডা, সুইজারল্যান্ড, বেলজিয়াম, নেদারল্যান্ডস, স্পেন, অস্ট্রিয়া, অস্ট্রেলিয়া ও লুক্সেমবার্গে স্বেচ্ছামৃত্যুর বৈধতা রয়েছে। এর মধ্যে অন্য দেশের নাগরিকরা সুইজারল্যান্ডে গিয়ে স্বেচ্ছামৃত্যু বরণ করতে পারেন। অন্যদিকে, জার্মানি ও ফ্রান্সে আদালত স্বেচ্ছামৃত্যুকে আইনসঙ্গত করলেও, সরকার এ সংক্রান্ত কোনো আইন পাস করেনি।

সূত্র: ডয়েচে ভেলে

Please Share This Post in Your Social Media

স্বেচ্ছায় মৃত্যুর আবেদনে জার্মান আদালতের আপত্তি

Update Time : ০৭:০৭:৩৯ অপরাহ্ন, বুধবার, ৮ নভেম্বর ২০২৩

গুরুতর অসুস্থ দুই ব্যক্তি স্বেচ্ছায় মৃত্যুবরণের আবেদন জানিয়েছিলেন জার্মান আদালতে। কিন্তু মঙ্গলবার (৭ নভেম্বর) অত্যধিক মাত্রায় ঘুমের ওষুধ সেবনের মাধ্যমে মৃত্যুবরণের ওই আবেদন খারিজ করে দেন জার্মান ফেডারেল অ্যাডমিনিস্ট্রেশন আদালত।

জার্মান সংবাদ সংস্থা ডয়চে ভেলের এক প্রতিবেদনে জানানো হয়েছে, ওই দুই ব্যক্তির একজন ভুগছেন ক্যান্সার পরবর্তী সমস্যায় ও অন্যজন সিরোসিসের রোগী। দুজনই ডাক্তারের পরামর্শ ছাড়া সোডিয়াম পেন্টোবারবিটাল নামক ওষুধ সেবনের আবেদন জানিয়েছিলেন।

এমনকি, চিকিৎসকের পরামর্শ ছাড়াই যাতে ওষুধটি কিনতে পারেন সে জন্য জার্মানির ফেডারেল ইনস্টিটিউট ফর ড্রাগস অ্যান্ড মেডিকেল ডিভাইসেস (বিএফআরএম) এর কাছে আবেদন করেন তারা। কিন্তু দুই ব্যক্তির আবেদনে সাড়া দেয়নি বিএফআরএম।

এরপর জার্মানির নিম্ন আদালতে বিএফআরএম’র রায় চ্যালেঞ্জ করেন তারা। কিন্তু জার্মান আদালতও তাদের আবেদন খারিজ করে দেন।

এ বিষয়ে আদালতের বক্তব্য হলো, প্রয়োজন হলে আদালতের সঙ্গে চিকিৎসকের কথা বলতে হবে। স্বেচ্ছায় কাউকে এই সুযোগ দেওয়া হলে, আত্মহত্যার প্রবণতা বেড়ে যাবে। জার্মান আইনে স্বেচ্ছা মৃত্যুর বিধান থাকলেও ওই দুই ব্যক্তি চিকিৎসকের অনুমতি নেননি বলে সোডিয়াম পেন্টোবারবিটাল ব্যবহারের অনুমতি দেওয়া হয়নি।

আদালত আরও বলেন, সোডিয়াম পেন্টোবারবিটাল ক্রয় ও ব্যক্তি পর্যায়ে এই ওষুধের মজুত আরও বেশি বিপদ ডেকে আনতে পারে। জার্মান আইন আত্মহত্যার উদ্দেশ্যে এই ওষুধ কেনার অনুমোদন দেয় না।

এদিকে, নিম্ন আদালত এই রায় দিলেও স্বেচ্ছায় মৃত্যুবরণ করতে চাওয়া ওই দুই ব্যক্তি উচ্চ আদালতে আবেদন করতে পারবেন। জার্মানির ফেডারেল কনস্টিটিউশনাল কোর্টে তারা আবেদন করবেন বলে জানিয়েছেন, তাদের আইনজীবী রবার্ট রসরুচ।

সোডিয়াম পেন্টোবারবিটাল ওষুধটি মূলত ঘুমের ওষুধ। কিন্তু এটি অধিক মাত্রায় সেবন করলে মৃত্যু ঘটার সম্ভাবনা থাকে অনেক বেশি। আর এই ওষুধ দিয়েই মূলত যুক্তরাষ্ট্রে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়।

পৃথিবীর বিভিন্ন দেশে স্বেচ্ছায় মৃত্যুবরণের আইনি বৈধতা রয়েছে। কানাডা, সুইজারল্যান্ড, বেলজিয়াম, নেদারল্যান্ডস, স্পেন, অস্ট্রিয়া, অস্ট্রেলিয়া ও লুক্সেমবার্গে স্বেচ্ছামৃত্যুর বৈধতা রয়েছে। এর মধ্যে অন্য দেশের নাগরিকরা সুইজারল্যান্ডে গিয়ে স্বেচ্ছামৃত্যু বরণ করতে পারেন। অন্যদিকে, জার্মানি ও ফ্রান্সে আদালত স্বেচ্ছামৃত্যুকে আইনসঙ্গত করলেও, সরকার এ সংক্রান্ত কোনো আইন পাস করেনি।

সূত্র: ডয়েচে ভেলে