ঢাকা ০৯:৫৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৭ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজঃ
সিলেট জেলায় ১৯ চেয়ারম্যান প্রার্থীর মধ্যে ১০ জনই প্রবাসী কুরিয়ার সার্ভিসে ফেনসিডিল পাচারকালে গ্রেফতার ১ উপজেলা নির্বাচনে অনিয়ম দেখলেই অভিযোগ করার আহ্বান ইসির উপজেলা নির্বাচন অবাধ, সুষ্ঠু ও সকলের কাছে গ্রহণযোগ্য হবে- ডিসি গাজীপুর শহীদ আহসান উল্লাহ মাস্টারের শাহাদাত বার্ষিকী উপলক্ষে স্মরণসভা কাল কালিয়াকৈরে বন বিভাগের জমি উদ্ধার ১ম জাতীয় ফুটসাল চ্যাম্পিয়নশীপ টুর্নামেন্টের উদ্বোধন জাতীয় কৃষি প্রশিক্ষণ একাডেমি (নাটা) তে “ইনোভেশন শোকেসিং” আয়োজন টঙ্গীতে বিনিয়োগকৃত অর্থ আদায়ের দাবীতে সংবাদ সম্মেলন পরিবেশ ও উন্নয়ন সাংবাদিকতায় হয়রানি হলে সুরক্ষা দেবে সরকার: তথ্য প্রতিমন্ত্রী

মেঘদলের নতুন অ্যালবাম ‘অ্যালুনিমিয়ামের ডানা’

নওরোজ বিনোদন ডেস্ক
  • Update Time : ০৬:২৯:১৭ অপরাহ্ন, শনিবার, ১৯ অগাস্ট ২০২৩
  • / ৬২ Time View

ব্যতিক্রম ধাঁচের গান দিয়ে নিজস্ব পরিচিতি তৈরি করেছে ব্যান্ড মেঘদল। শ্রোতাদের মাঝে তাদের আলাদা গ্রহণযোগ্যতা রয়েছে। আর গেলো বছর ‘এ হাওয়া’ গান দিয়ে তো সর্বমহলেই তারা জনপ্রিয়তা কুড়িয়েছেন।

এই ব্যান্ডের নতুন অ্যালবাম ‘অ্যালুনিমিয়ামের ডানা’। যেটার পাঁচটি গান ইতোপূর্বে প্রকাশ হয়েছে। এবার এলো টাইটেল গান। গত শুক্রবার সন্ধ্যায় ব্যান্ডটির ইউটিউব চ্যানেলে ভিডিওসমেত গানটি উন্মুক্ত করা হয়েছে। রচনার পাশাপাশি এতে কণ্ঠ দিয়েছেন শিবু কুমার শীল ও মেজবাউর রহমান সুমন।

গানের শুরুটা এরকম- ‘দেখা হতে পারে, এমনও রৌদ্র ভেঙে/ একটা মরা পাখি, উড়ে যাবে বেদনাহতের মতো, অমরত্বের দিকে/’ নতুন এই গান এবং অ্যালবামের সৃষ্টির পেছনের গল্প শুনিয়েছেন ‘মেঘদল’র মূল ভোকাল শিবু কুমার শীল। বললেন, “২০০৯ সালের পরের কথা; তখনও মেঘদলের তৃতীয় অ্যালবামের ভাবনা মাথায় ছিল না।

অনেক সংগ্রামের ভেতর দিয়ে কেবল দ্বিতীয় অ্যালবামটা শেষ করেছি। এরকম সময়ে গল্পকার স্বপ্নময় চক্রবর্তীর একটা গল্প পড়েছিলাম, নাম ‘অ্যালুমিনিয়ামের ডানা’। একটা ফিউচারিস্টিক গল্প। কিন্তু আমার মনে গেঁথে গেলো শিরোনামটা। আমার মনে হলো এই শিরোনামের ভেতর একটা অদ্ভুত ধাতব আর নির্মম সময়ের রিফ্লেকশন আছে। আমার গানে আমি যে সময়ের গল্প বলতে চাই বা যে ভাঙাচোরা মানুষের কথা বলতে চাই, তার সঙ্গে এই শিরোনামের ঐক্য খুঁজে পেলাম।” শিবু জানান, ‘অ্যালুমিনিয়ামের ডানা’ গানের কথা অবশ্য ওই ঘটনার বহু আগেই লেখা।

তবে সেটি ছিল শিরোনামহীন অবস্থায়। এর ফাঁকে নতুন নতুন গানে ব্যান্ডটি শ্রোতাদের আকৃষ্ট করতে থাকে। আর আড়ালে পড়ে থাকে সেই গানটি। দীর্ঘ সময় পর অবশেষে এটি প্রাণ পেলো। শিবু কুমার শীলের ভাষ্য, ‘অ্যালুমিনিয়ামের ধাতব নির্দয়তার পাশাপাশি নেক্রপলিটিক্সের সাথে আমাদের পরিচয় ঘটে গেছে। আমরা এই দীর্ঘ সময়ের পাকে চক্করে আরও দেখলাম দলে দলে মানুষ পথে নেমেছে। কেউ কেউ হেরে যাচ্ছে, কেউ কেউ বাড়ি ফিরে গেছে।

ব্যক্তির মনোজগতের ডানা যেন আর উড়বার প্রেরণা দেয় না। তাই বলে মানুষ কি হাল ছাড়ে? গলিত স্থবির ব্যাঙ পর্যন্ত দুই মুহূর্তের ভিক্ষা মাগে। অবশেষে একজন হেডলেস আর একজন আহত ব্যালে ড্যান্সারের যৌথ রক্তপাতের ব্যালাড নিয়ে আমরা হাজির হলাম। এই ডুবো শহরে আবার একটা নতুন গান।’ বলা প্রয়োজন, ‘অ্যালুমিনিয়ামের ডানা’ হলো মেঘদলের তৃতীয় অ্যালবাম। এতে মোট ১০টি গান থাকছে।

এর মধ্যে ষষ্ঠ তথা টাইটেল গান সদ্য প্রকাশ হলো। বাকি চারটি গান এ বছরই বাজারে আনতে চায় ব্যান্ডটি। ব্যান্ডটির বর্তমান লাইনআপ- শিবু কুমার শীল (কথা, সুর, কণ্ঠ), মেজবাউর রহমান সুমন (কথা, সুর, কণ্ঠ), রাশিদ শরীফ শোয়েব (কণ্ঠ, সুর, গিটার), আমজাদ হোসেন (ড্রামস), এম জি কিবরিয়া (বেজ গিটার), তানভীর দাউদ রনি (কিবোর্ড) ও সৌরভ সরকার (বাঁশি, ক্লারিনেট, স্যাক্সোফোন)।

 

Please Share This Post in Your Social Media

মেঘদলের নতুন অ্যালবাম ‘অ্যালুনিমিয়ামের ডানা’

Update Time : ০৬:২৯:১৭ অপরাহ্ন, শনিবার, ১৯ অগাস্ট ২০২৩

ব্যতিক্রম ধাঁচের গান দিয়ে নিজস্ব পরিচিতি তৈরি করেছে ব্যান্ড মেঘদল। শ্রোতাদের মাঝে তাদের আলাদা গ্রহণযোগ্যতা রয়েছে। আর গেলো বছর ‘এ হাওয়া’ গান দিয়ে তো সর্বমহলেই তারা জনপ্রিয়তা কুড়িয়েছেন।

এই ব্যান্ডের নতুন অ্যালবাম ‘অ্যালুনিমিয়ামের ডানা’। যেটার পাঁচটি গান ইতোপূর্বে প্রকাশ হয়েছে। এবার এলো টাইটেল গান। গত শুক্রবার সন্ধ্যায় ব্যান্ডটির ইউটিউব চ্যানেলে ভিডিওসমেত গানটি উন্মুক্ত করা হয়েছে। রচনার পাশাপাশি এতে কণ্ঠ দিয়েছেন শিবু কুমার শীল ও মেজবাউর রহমান সুমন।

গানের শুরুটা এরকম- ‘দেখা হতে পারে, এমনও রৌদ্র ভেঙে/ একটা মরা পাখি, উড়ে যাবে বেদনাহতের মতো, অমরত্বের দিকে/’ নতুন এই গান এবং অ্যালবামের সৃষ্টির পেছনের গল্প শুনিয়েছেন ‘মেঘদল’র মূল ভোকাল শিবু কুমার শীল। বললেন, “২০০৯ সালের পরের কথা; তখনও মেঘদলের তৃতীয় অ্যালবামের ভাবনা মাথায় ছিল না।

অনেক সংগ্রামের ভেতর দিয়ে কেবল দ্বিতীয় অ্যালবামটা শেষ করেছি। এরকম সময়ে গল্পকার স্বপ্নময় চক্রবর্তীর একটা গল্প পড়েছিলাম, নাম ‘অ্যালুমিনিয়ামের ডানা’। একটা ফিউচারিস্টিক গল্প। কিন্তু আমার মনে গেঁথে গেলো শিরোনামটা। আমার মনে হলো এই শিরোনামের ভেতর একটা অদ্ভুত ধাতব আর নির্মম সময়ের রিফ্লেকশন আছে। আমার গানে আমি যে সময়ের গল্প বলতে চাই বা যে ভাঙাচোরা মানুষের কথা বলতে চাই, তার সঙ্গে এই শিরোনামের ঐক্য খুঁজে পেলাম।” শিবু জানান, ‘অ্যালুমিনিয়ামের ডানা’ গানের কথা অবশ্য ওই ঘটনার বহু আগেই লেখা।

তবে সেটি ছিল শিরোনামহীন অবস্থায়। এর ফাঁকে নতুন নতুন গানে ব্যান্ডটি শ্রোতাদের আকৃষ্ট করতে থাকে। আর আড়ালে পড়ে থাকে সেই গানটি। দীর্ঘ সময় পর অবশেষে এটি প্রাণ পেলো। শিবু কুমার শীলের ভাষ্য, ‘অ্যালুমিনিয়ামের ধাতব নির্দয়তার পাশাপাশি নেক্রপলিটিক্সের সাথে আমাদের পরিচয় ঘটে গেছে। আমরা এই দীর্ঘ সময়ের পাকে চক্করে আরও দেখলাম দলে দলে মানুষ পথে নেমেছে। কেউ কেউ হেরে যাচ্ছে, কেউ কেউ বাড়ি ফিরে গেছে।

ব্যক্তির মনোজগতের ডানা যেন আর উড়বার প্রেরণা দেয় না। তাই বলে মানুষ কি হাল ছাড়ে? গলিত স্থবির ব্যাঙ পর্যন্ত দুই মুহূর্তের ভিক্ষা মাগে। অবশেষে একজন হেডলেস আর একজন আহত ব্যালে ড্যান্সারের যৌথ রক্তপাতের ব্যালাড নিয়ে আমরা হাজির হলাম। এই ডুবো শহরে আবার একটা নতুন গান।’ বলা প্রয়োজন, ‘অ্যালুমিনিয়ামের ডানা’ হলো মেঘদলের তৃতীয় অ্যালবাম। এতে মোট ১০টি গান থাকছে।

এর মধ্যে ষষ্ঠ তথা টাইটেল গান সদ্য প্রকাশ হলো। বাকি চারটি গান এ বছরই বাজারে আনতে চায় ব্যান্ডটি। ব্যান্ডটির বর্তমান লাইনআপ- শিবু কুমার শীল (কথা, সুর, কণ্ঠ), মেজবাউর রহমান সুমন (কথা, সুর, কণ্ঠ), রাশিদ শরীফ শোয়েব (কণ্ঠ, সুর, গিটার), আমজাদ হোসেন (ড্রামস), এম জি কিবরিয়া (বেজ গিটার), তানভীর দাউদ রনি (কিবোর্ড) ও সৌরভ সরকার (বাঁশি, ক্লারিনেট, স্যাক্সোফোন)।