ঢাকা ১০:০৫ পূর্বাহ্ন, সোমবার, ০৬ মে ২০২৪, ২৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ

‘ব্যালন ডি’অরের যোগ্য দাবিদার এমবাপে’

নওরোজ স্পোর্টস ডেস্ক
  • Update Time : ০৯:০০:৫৮ অপরাহ্ন, রবিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৩
  • / ৪৩ Time View

চ্যাম্পিয়ন্স লিগের চলতি মৌসুম বেশ দারুণভাবেই শুরু করেছে প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি) তারকা কিলিয়ান এমবাপে। সবশেষ গত মঙ্গলবার বরুশিয়া ডর্টমুন্ডকে ২-০ গোলে হারিয়েছে ফরাসি ক্লাবটি। গোল পেয়েছেন এমবাপে নিজেও। সব মিলিয়ে এই মৌসুমে বেশ ভালো ফর্মে রয়েছেন ফ্রান্সের এই তারকা ফুটবলার।

চলতি বছর এখনো ফুটবলের সবচেয়ে সম্মানজনক পুরস্কার ব্যালন ডি’অরের ঘোষণা দেওয়া হয়নি। সবকিছু ঠিক থাকলে আগামী ৩০ অক্টোবর প্যারিসে এক জমকালো অনুষ্ঠানের মাধ্যমে এই পুরস্কারের বিজয়ীর নাম ঘোষণা করা হবে। কে পাবে এবারের ব্যালন ডি’অর? তা নিয়ে এখন আলোচনায় সরগরম ফুটবলপাড়া।

তবে এমবাপের সাম্প্রতিক পারফরম্যান্স বিবেচনায় তাকে ব্যালন ডি’অরের যোগ্য দাবিদার মনে করছেন পিএসজিতে তার মরক্কান সতীর্থ আশরাফ হাকিমি। মরক্কোর জাতীয় দলের এই ফুটবলার মনে করেন, লিওনেল মেসি কিংবা আরলিং হালান্ডের চেয়ে এমবাপে এই স্বীকৃতি পাওয়ার যোগ্য দাবিদার।

বিইআইএনকে দেওয়া এক সাক্ষাৎকারে পিএসজির এই ডিফেন্ডার বলেন, ‘গত বছর ফুটবল মাঠে তার পারফরম্যান্স বিবেচনায় তিনি ব্যালন ডি’অরের যোগ্য দাবিদার। সে এই সম্মান ডিজার্ভ করে। সে একজন মহাতারকা। আমি আশা করি, সে এবারের পুরস্কারটি পাবে।’

তবে বছরের সেরা ফুটবলারের স্বীকৃতি প্রাপ্তির দৌড়ে সবার আগে রয়েছেন বিশ্বকাপজয়ী আর্জেন্টাইন তারকার লিওনেল মেসি। তারপরই আলোচনায় রয়েছেন নরওয়ের তারকা ও ম্যানচেস্টার সিটির ফরোয়ার্ড আর্লিং হালান্ড। গত মৌসুমে সিটির হয়ে তিনি ৫৬টি গোল করেছেন।

অপরদিকে বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার কাছে হেরে শিরোপা বঞ্চিত হয়েছেন কিলিয়ান এমবাপে। তবে আসরে সর্বোচ্চ গোল করে জিতেছেন গোল্ডেন বুট। এছাড়া ২০২২-২৩ মৌসুমে পিএসজির জার্সিতে মাঠে নেমে করেছেন ৪৬টি গোল করেছেন এই গতি তারকা।

Please Share This Post in Your Social Media

‘ব্যালন ডি’অরের যোগ্য দাবিদার এমবাপে’

Update Time : ০৯:০০:৫৮ অপরাহ্ন, রবিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৩

চ্যাম্পিয়ন্স লিগের চলতি মৌসুম বেশ দারুণভাবেই শুরু করেছে প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি) তারকা কিলিয়ান এমবাপে। সবশেষ গত মঙ্গলবার বরুশিয়া ডর্টমুন্ডকে ২-০ গোলে হারিয়েছে ফরাসি ক্লাবটি। গোল পেয়েছেন এমবাপে নিজেও। সব মিলিয়ে এই মৌসুমে বেশ ভালো ফর্মে রয়েছেন ফ্রান্সের এই তারকা ফুটবলার।

চলতি বছর এখনো ফুটবলের সবচেয়ে সম্মানজনক পুরস্কার ব্যালন ডি’অরের ঘোষণা দেওয়া হয়নি। সবকিছু ঠিক থাকলে আগামী ৩০ অক্টোবর প্যারিসে এক জমকালো অনুষ্ঠানের মাধ্যমে এই পুরস্কারের বিজয়ীর নাম ঘোষণা করা হবে। কে পাবে এবারের ব্যালন ডি’অর? তা নিয়ে এখন আলোচনায় সরগরম ফুটবলপাড়া।

তবে এমবাপের সাম্প্রতিক পারফরম্যান্স বিবেচনায় তাকে ব্যালন ডি’অরের যোগ্য দাবিদার মনে করছেন পিএসজিতে তার মরক্কান সতীর্থ আশরাফ হাকিমি। মরক্কোর জাতীয় দলের এই ফুটবলার মনে করেন, লিওনেল মেসি কিংবা আরলিং হালান্ডের চেয়ে এমবাপে এই স্বীকৃতি পাওয়ার যোগ্য দাবিদার।

বিইআইএনকে দেওয়া এক সাক্ষাৎকারে পিএসজির এই ডিফেন্ডার বলেন, ‘গত বছর ফুটবল মাঠে তার পারফরম্যান্স বিবেচনায় তিনি ব্যালন ডি’অরের যোগ্য দাবিদার। সে এই সম্মান ডিজার্ভ করে। সে একজন মহাতারকা। আমি আশা করি, সে এবারের পুরস্কারটি পাবে।’

তবে বছরের সেরা ফুটবলারের স্বীকৃতি প্রাপ্তির দৌড়ে সবার আগে রয়েছেন বিশ্বকাপজয়ী আর্জেন্টাইন তারকার লিওনেল মেসি। তারপরই আলোচনায় রয়েছেন নরওয়ের তারকা ও ম্যানচেস্টার সিটির ফরোয়ার্ড আর্লিং হালান্ড। গত মৌসুমে সিটির হয়ে তিনি ৫৬টি গোল করেছেন।

অপরদিকে বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার কাছে হেরে শিরোপা বঞ্চিত হয়েছেন কিলিয়ান এমবাপে। তবে আসরে সর্বোচ্চ গোল করে জিতেছেন গোল্ডেন বুট। এছাড়া ২০২২-২৩ মৌসুমে পিএসজির জার্সিতে মাঠে নেমে করেছেন ৪৬টি গোল করেছেন এই গতি তারকা।