ঢাকা ০৫:০৭ অপরাহ্ন, সোমবার, ০৬ মে ২০২৪, ২৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ

বাণিজ্যের উন্নয়নে একসঙ্গে কাজ করতে চায় পোশাক মালিকদের সংগঠন

নওরোজ ডেস্ক
  • Update Time : ১০:২১:০৮ অপরাহ্ন, রবিবার, ২৭ অগাস্ট ২০২৩
  • / ৪৯ Time View

দ্বিপাক্ষিক বাণিজ্যের উন্নয়নে একসঙ্গে কাজ করতে চায় তৈরি পোশাক মালিকদের সংগঠন বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুত ও রফতানিকারক সমিতি (বিজিএমইএ) ও ইরাকের ইরবিল চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ।

বিজিএমইএ সভাপতি ফারুক হাসান ও ইরবিল চেম্বার চেয়ারম্যান মালা মাজীদ স্বরচির সাক্ষাৎকালে এ অভিমত জানান তারা।

শনিবার ২৬ আগস্ট সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, বিজিএমইএ সভাপতি ফারুক হাসানের নেতৃত্বে বিজিএমইএ’র একটি প্রতিনিধিদল ইরবিল চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালনা পর্ষদে ইরবিলের চেয়ারম্যান মালা মাজীদ স্বরচির সঙ্গে সাক্ষাৎ করেন।

বিজিএমইএ প্রতিনিধি দলে আরো ছিলেন জায়ান্ট গ্রুপের পরিচালক শারমিন হাসান তিথি, বাংলা পোশাক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ সোহেল, বাংলা পোশাক লিমিটেডের পরিচালক শওকত হোসেন এবং বণিকা ফ্যাশন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক নিশের খান।

বৈঠকে ইরাকে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ফজলুল বারী এবং কুর্দিস্তান-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের সভাপতি ড. আহমেদ জালালও উপস্থিত ছিলেন। ইরবিল চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির হেড অব রিলেশনস আজাদ আহমেদ শেরওয়ানি এবং ইরাকে সাইপ্রাসের অনারারি কনসাল ড. ইব্রাহিম সিন্দিও বৈঠকে উপস্থিত ছিলেন।

বৈঠকের মূল উদ্দেশ্য ছিল সহযোগিতা নিবিড় করার মাধ্যমে দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগের উন্নয়ন।

আলোচনার কেন্দ্রে ছিল কীভাবে উভয় সমিতি একসঙ্গে কাজ করে বাংলাদেশ ও ইরাকের, বিশেষ করে কুর্দিস্তানের ইরবিলের ব্যবসায়ীদের জন্য পারস্পরিক লাভজনক বাণিজ্য ও বিনিয়োগের সুযোগ অন্বেষণের পথ প্রশস্ত করতে পারে। তারা ব্যবসায়িক যোগাযোগ আরও অর্থপূর্ণ করার জন্য সম্ভাব্য সহযোগিতার বিষয়েও কথা বলেন।

বিজিএমইএ সভাপতি ফারুক হাসান বাংলাদেশের প্রতিশ্রুতিশীল শিল্প খাতগুলো তুলে ধরেন এবং কুর্দিস্তানের বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগের অনুকূল পরিবেশের সুবিধা নিতে আহ্বান জানান।

তিনি আরও বলেন যে, তারা বাংলাদেশ থেকে তৈরি পোশাক, ওষুধ, কৃষি পণ্য এবং চামড়াজাত পণ্যসহ আরও পণ্য আমদানি করতে পারে।

তিনি কুর্দিস্তানের ইরবিলের ক্রেতাদের কাছে বাংলাদেশি পোশাক প্রদর্শনের জন্য সফররত বিজিএমইএ প্রতিনিধি দলকে স্থানের ব্যবস্থা করে দেওয়ার জন্য ইরবিল চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিকে ধন্যবাদ জানান।

Please Share This Post in Your Social Media

বাণিজ্যের উন্নয়নে একসঙ্গে কাজ করতে চায় পোশাক মালিকদের সংগঠন

Update Time : ১০:২১:০৮ অপরাহ্ন, রবিবার, ২৭ অগাস্ট ২০২৩

দ্বিপাক্ষিক বাণিজ্যের উন্নয়নে একসঙ্গে কাজ করতে চায় তৈরি পোশাক মালিকদের সংগঠন বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুত ও রফতানিকারক সমিতি (বিজিএমইএ) ও ইরাকের ইরবিল চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ।

বিজিএমইএ সভাপতি ফারুক হাসান ও ইরবিল চেম্বার চেয়ারম্যান মালা মাজীদ স্বরচির সাক্ষাৎকালে এ অভিমত জানান তারা।

শনিবার ২৬ আগস্ট সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, বিজিএমইএ সভাপতি ফারুক হাসানের নেতৃত্বে বিজিএমইএ’র একটি প্রতিনিধিদল ইরবিল চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালনা পর্ষদে ইরবিলের চেয়ারম্যান মালা মাজীদ স্বরচির সঙ্গে সাক্ষাৎ করেন।

বিজিএমইএ প্রতিনিধি দলে আরো ছিলেন জায়ান্ট গ্রুপের পরিচালক শারমিন হাসান তিথি, বাংলা পোশাক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ সোহেল, বাংলা পোশাক লিমিটেডের পরিচালক শওকত হোসেন এবং বণিকা ফ্যাশন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক নিশের খান।

বৈঠকে ইরাকে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ফজলুল বারী এবং কুর্দিস্তান-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের সভাপতি ড. আহমেদ জালালও উপস্থিত ছিলেন। ইরবিল চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির হেড অব রিলেশনস আজাদ আহমেদ শেরওয়ানি এবং ইরাকে সাইপ্রাসের অনারারি কনসাল ড. ইব্রাহিম সিন্দিও বৈঠকে উপস্থিত ছিলেন।

বৈঠকের মূল উদ্দেশ্য ছিল সহযোগিতা নিবিড় করার মাধ্যমে দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগের উন্নয়ন।

আলোচনার কেন্দ্রে ছিল কীভাবে উভয় সমিতি একসঙ্গে কাজ করে বাংলাদেশ ও ইরাকের, বিশেষ করে কুর্দিস্তানের ইরবিলের ব্যবসায়ীদের জন্য পারস্পরিক লাভজনক বাণিজ্য ও বিনিয়োগের সুযোগ অন্বেষণের পথ প্রশস্ত করতে পারে। তারা ব্যবসায়িক যোগাযোগ আরও অর্থপূর্ণ করার জন্য সম্ভাব্য সহযোগিতার বিষয়েও কথা বলেন।

বিজিএমইএ সভাপতি ফারুক হাসান বাংলাদেশের প্রতিশ্রুতিশীল শিল্প খাতগুলো তুলে ধরেন এবং কুর্দিস্তানের বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগের অনুকূল পরিবেশের সুবিধা নিতে আহ্বান জানান।

তিনি আরও বলেন যে, তারা বাংলাদেশ থেকে তৈরি পোশাক, ওষুধ, কৃষি পণ্য এবং চামড়াজাত পণ্যসহ আরও পণ্য আমদানি করতে পারে।

তিনি কুর্দিস্তানের ইরবিলের ক্রেতাদের কাছে বাংলাদেশি পোশাক প্রদর্শনের জন্য সফররত বিজিএমইএ প্রতিনিধি দলকে স্থানের ব্যবস্থা করে দেওয়ার জন্য ইরবিল চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিকে ধন্যবাদ জানান।