ঢাকা ০৬:২৯ অপরাহ্ন, সোমবার, ০৬ মে ২০২৪, ২৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ

ফরিদপুরে ছোট ভাইকে হত্যার দায়ে বড়ভাইকে যাবজ্জীবন

এম.এ মুঈদ হোসেন আরিফ
  • Update Time : ০৭:১০:৪৭ অপরাহ্ন, রবিবার, ১১ ফেব্রুয়ারী ২০২৪
  • / ৫১ Time View

ফরিদপুর মধুখালী উপজেলার দক্ষিণ চরবাগাট গ্রামের মোঃ ওহিদ মোল্যার বড় ছেলে নাজমুল তার আপন ছোট ভাই তামজিদ কে গলাটিপে হত্যার দায়ে বিজ্ঞ আদালত রবিবার ১১ই ফেব্রুয়ারী ২০২৪ ইং তারিখে ফরিদপুর অতিরিক্ত জেলা ও দায়রা জজ ১ম আদালতের বিচারক অশোক কুমার দত্ত দি প্যানালকোর্ট ১৮৬০ এর ৩০২/২০১ ধারায় বড় নাজমুল কে যাবজ্জীবন রায় প্রদান করেন এবং ১০,০০০/- (দশ হাজার) টাকার অর্থ দন্ডসহ অনাদায়ে ০২ (দুই) মাসের কারাদন্ড রায় দেন।

এজাহার সুত্রে জানা যায় নাজমুল তার ছোট ভাই তামজিদ কে পায়ের চর্মরোগের ডাক্তার দেখানোর কথা বলে গত ১২ই জুন ২০২০ ইং তারিখে আনুমানিক সকাল ০৮ ঘটিকায় বাড়ী থেকে বের হয়ে আসে এবং বেলা আনুমানিক ১০ ঘটিকার দিকে নাজমুল একাই তার নিজ বাড়ীতে ফিরে আসলে এজাহারকারীর স্ত্রী (মা) নাজমুল কে জিজ্ঞাস করে তামজিদ কোথায় তখন সে এলোমেলো কথা বলতে থাকে। পরে আশেপাশের লোকজন এসে তাকে আটকিয়ে জিজ্ঞাসাবাদ করলে আসামী নাজমুল স্বীকার করে ছোট ভাই তামজীদকে গলা টিপে মেরে চর বাগাট মাঠের পাটক্ষেতের পাশে ফেলে রেখেছি।

এ বিষয়ে তার বাবা অহিদ মোল্যা বাদী হয়ে ১২ই জুন ২০২০ইং তারিখে মধুখালী থানায় ৯২/২০২২ নং একটি হত্যা মামলা দায়ের করেন। বিজ্ঞ আদালত আসামী নাজমুলকে যাবজ্জীবন কারাদন্ড রায় ঘোষনা করেন। কিন্তু আসামী নাজমুল রায় ঘোষনার সময় বিজ্ঞ আদালতে উপস্থিত না থাকায় তার বিরুদ্ধে সাজা উল্লেখ্য পূর্বক গ্রেফতারী পরোয়ানা আদেশ প্রদান করে।

Please Share This Post in Your Social Media

ফরিদপুরে ছোট ভাইকে হত্যার দায়ে বড়ভাইকে যাবজ্জীবন

Update Time : ০৭:১০:৪৭ অপরাহ্ন, রবিবার, ১১ ফেব্রুয়ারী ২০২৪

ফরিদপুর মধুখালী উপজেলার দক্ষিণ চরবাগাট গ্রামের মোঃ ওহিদ মোল্যার বড় ছেলে নাজমুল তার আপন ছোট ভাই তামজিদ কে গলাটিপে হত্যার দায়ে বিজ্ঞ আদালত রবিবার ১১ই ফেব্রুয়ারী ২০২৪ ইং তারিখে ফরিদপুর অতিরিক্ত জেলা ও দায়রা জজ ১ম আদালতের বিচারক অশোক কুমার দত্ত দি প্যানালকোর্ট ১৮৬০ এর ৩০২/২০১ ধারায় বড় নাজমুল কে যাবজ্জীবন রায় প্রদান করেন এবং ১০,০০০/- (দশ হাজার) টাকার অর্থ দন্ডসহ অনাদায়ে ০২ (দুই) মাসের কারাদন্ড রায় দেন।

এজাহার সুত্রে জানা যায় নাজমুল তার ছোট ভাই তামজিদ কে পায়ের চর্মরোগের ডাক্তার দেখানোর কথা বলে গত ১২ই জুন ২০২০ ইং তারিখে আনুমানিক সকাল ০৮ ঘটিকায় বাড়ী থেকে বের হয়ে আসে এবং বেলা আনুমানিক ১০ ঘটিকার দিকে নাজমুল একাই তার নিজ বাড়ীতে ফিরে আসলে এজাহারকারীর স্ত্রী (মা) নাজমুল কে জিজ্ঞাস করে তামজিদ কোথায় তখন সে এলোমেলো কথা বলতে থাকে। পরে আশেপাশের লোকজন এসে তাকে আটকিয়ে জিজ্ঞাসাবাদ করলে আসামী নাজমুল স্বীকার করে ছোট ভাই তামজীদকে গলা টিপে মেরে চর বাগাট মাঠের পাটক্ষেতের পাশে ফেলে রেখেছি।

এ বিষয়ে তার বাবা অহিদ মোল্যা বাদী হয়ে ১২ই জুন ২০২০ইং তারিখে মধুখালী থানায় ৯২/২০২২ নং একটি হত্যা মামলা দায়ের করেন। বিজ্ঞ আদালত আসামী নাজমুলকে যাবজ্জীবন কারাদন্ড রায় ঘোষনা করেন। কিন্তু আসামী নাজমুল রায় ঘোষনার সময় বিজ্ঞ আদালতে উপস্থিত না থাকায় তার বিরুদ্ধে সাজা উল্লেখ্য পূর্বক গ্রেফতারী পরোয়ানা আদেশ প্রদান করে।