ঢাকা ১১:৩৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৭ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজঃ
সিলেট জেলায় ১৯ চেয়ারম্যান প্রার্থীর মধ্যে ১০ জনই প্রবাসী কুরিয়ার সার্ভিসে ফেনসিডিল পাচারকালে গ্রেফতার ১ উপজেলা নির্বাচনে অনিয়ম দেখলেই অভিযোগ করার আহ্বান ইসির উপজেলা নির্বাচন অবাধ, সুষ্ঠু ও সকলের কাছে গ্রহণযোগ্য হবে- ডিসি গাজীপুর শহীদ আহসান উল্লাহ মাস্টারের শাহাদাত বার্ষিকী উপলক্ষে স্মরণসভা কাল কালিয়াকৈরে বন বিভাগের জমি উদ্ধার ১ম জাতীয় ফুটসাল চ্যাম্পিয়নশীপ টুর্নামেন্টের উদ্বোধন জাতীয় কৃষি প্রশিক্ষণ একাডেমি (নাটা) তে “ইনোভেশন শোকেসিং” আয়োজন টঙ্গীতে বিনিয়োগকৃত অর্থ আদায়ের দাবীতে সংবাদ সম্মেলন পরিবেশ ও উন্নয়ন সাংবাদিকতায় হয়রানি হলে সুরক্ষা দেবে সরকার: তথ্য প্রতিমন্ত্রী

পাকিস্তানে ব্লাসফেমিতে অভিযুক্ত শিক্ষককে গুলি করে হত্যা

নওরোজ আন্তর্জাতিক ডেস্ক
  • Update Time : ১০:০৪:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ অগাস্ট ২০২৩
  • / ৪০ Time View

পাকিস্তানের বেলুচিস্তানে ব্লাসফেমির অভিযোগে এক শিক্ষককে গুলি চালিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। গত শনিবার কেচ জেলার তুরবাত শহরে এ ঘটনা ঘটে। তবে বিষয়টি প্রকাশ্যে আসে গতকাল সোমবার (০৭ আগস্ট)।

দ্য ডন জানিয়েছে, আবদুল রউফ নামের ওই শিক্ষক তুরবাত বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন। এছাড়া একটি ভাষাকেন্দ্রের সঙ্গে যুক্ত ছিলেন তিনি। সেখানে খণ্ডকালীন ইংরেজি শেখাতেন।

পুলিশ জানিয়েছে, একটি কবরস্থানের কাছে আবদুল রউফকে লক্ষ্য করে গুলি চালানো হয়। তিনি সে সময় কয়েকজন লোকের সঙ্গে আলেমদের একটি বৈঠকে যোগ দিতে যাচ্ছিলেন।

সূত্র জানায়, ভাষাকেন্দ্রের শিক্ষার্থীরা স্থানীয় আলেমদের কাছে আবদুল রউফের বিরুদ্ধে একটি বক্তৃতায় ব্লাসফেমি করার অভিযোগ এনেছিল।

ভাষাকেন্দ্রের অধ্যক্ষ সুধীর আহমেদ বলেন, গত শুক্রবার একদল আলেম ভাষা কেন্দ্র পরিদর্শন করেন। এ সময় তারা শিক্ষার্থীদের অভিযোগ ও শিক্ষক আবদুল রউফের কথা শোনেন। আবদুল রউফ তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেন এবং জোর দিয়ে বলেন তিনি ব্লাসফেমি করেননি।

পরে আলেমরা জানান, তারা বিষয়টির সমাধান করবেন। আবদুল রউফকে তার অবস্থান ব্যাখ্যা করার জন্য একটি মাদ্রাসায় অনুষ্ঠিত বৈঠকে যোগ দিতে বলেন।

মুফতি শাহ মীর বলেন, আমি আবদুল রউফকে বৈঠকে আমন্ত্রণ জানিয়েছিলাম। সেখানে শহরের শতাধিক আলেম বিষয়টির শান্তিপূর্ণ সমাধানের জন্য উপস্থিত ছিলেন। কিন্তু মাদ্রাসায় পৌঁছানোর আগেই দুর্বৃত্তরা তাকে হত্যা করে। হত্যাকাণ্ডের পর বিষয়টি পুলিশকে জানানো হয়।

এদিকে নিহত শিক্ষকের পরিবার থানায় কোনও মামলা দায়ের করেনি। তারা লাশ গ্রহণ করে দাফনের জন্য তাদের নিজ শহরে নিয়ে যায়। তবে পুলিশ দুর্বৃত্তদের বিরুদ্ধে মামলা দায়ের করেছে। জেলা পুলিশ কর্মকর্তা মোহাম্মদ বালুচ বলেছেন, সব দিক বিবেচনা করে ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের জন্য একটি বিশেষ দল গঠন করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

পাকিস্তানে ব্লাসফেমিতে অভিযুক্ত শিক্ষককে গুলি করে হত্যা

Update Time : ১০:০৪:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ অগাস্ট ২০২৩

পাকিস্তানের বেলুচিস্তানে ব্লাসফেমির অভিযোগে এক শিক্ষককে গুলি চালিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। গত শনিবার কেচ জেলার তুরবাত শহরে এ ঘটনা ঘটে। তবে বিষয়টি প্রকাশ্যে আসে গতকাল সোমবার (০৭ আগস্ট)।

দ্য ডন জানিয়েছে, আবদুল রউফ নামের ওই শিক্ষক তুরবাত বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন। এছাড়া একটি ভাষাকেন্দ্রের সঙ্গে যুক্ত ছিলেন তিনি। সেখানে খণ্ডকালীন ইংরেজি শেখাতেন।

পুলিশ জানিয়েছে, একটি কবরস্থানের কাছে আবদুল রউফকে লক্ষ্য করে গুলি চালানো হয়। তিনি সে সময় কয়েকজন লোকের সঙ্গে আলেমদের একটি বৈঠকে যোগ দিতে যাচ্ছিলেন।

সূত্র জানায়, ভাষাকেন্দ্রের শিক্ষার্থীরা স্থানীয় আলেমদের কাছে আবদুল রউফের বিরুদ্ধে একটি বক্তৃতায় ব্লাসফেমি করার অভিযোগ এনেছিল।

ভাষাকেন্দ্রের অধ্যক্ষ সুধীর আহমেদ বলেন, গত শুক্রবার একদল আলেম ভাষা কেন্দ্র পরিদর্শন করেন। এ সময় তারা শিক্ষার্থীদের অভিযোগ ও শিক্ষক আবদুল রউফের কথা শোনেন। আবদুল রউফ তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেন এবং জোর দিয়ে বলেন তিনি ব্লাসফেমি করেননি।

পরে আলেমরা জানান, তারা বিষয়টির সমাধান করবেন। আবদুল রউফকে তার অবস্থান ব্যাখ্যা করার জন্য একটি মাদ্রাসায় অনুষ্ঠিত বৈঠকে যোগ দিতে বলেন।

মুফতি শাহ মীর বলেন, আমি আবদুল রউফকে বৈঠকে আমন্ত্রণ জানিয়েছিলাম। সেখানে শহরের শতাধিক আলেম বিষয়টির শান্তিপূর্ণ সমাধানের জন্য উপস্থিত ছিলেন। কিন্তু মাদ্রাসায় পৌঁছানোর আগেই দুর্বৃত্তরা তাকে হত্যা করে। হত্যাকাণ্ডের পর বিষয়টি পুলিশকে জানানো হয়।

এদিকে নিহত শিক্ষকের পরিবার থানায় কোনও মামলা দায়ের করেনি। তারা লাশ গ্রহণ করে দাফনের জন্য তাদের নিজ শহরে নিয়ে যায়। তবে পুলিশ দুর্বৃত্তদের বিরুদ্ধে মামলা দায়ের করেছে। জেলা পুলিশ কর্মকর্তা মোহাম্মদ বালুচ বলেছেন, সব দিক বিবেচনা করে ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের জন্য একটি বিশেষ দল গঠন করা হয়েছে।