ঢাকা ০৮:১০ অপরাহ্ন, শুক্রবার, ১০ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজঃ

একসঙ্গে ৩ সন্তানের জন্ম দিলেন রোজিনা

আব্দুল হান্নান, ব্রাহ্মণবাড়িয়া
  • Update Time : ১০:০০:৪৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৪ ডিসেম্বর ২০২৩
  • / ৭৪ Time View

রোজিনা আক্তার নামে এক প্রসূতি ৩ ছেলে সন্তান জন্ম দিয়েছেন। আজ সকাল সাড়ে ৬টায় ব্রাহ্মণবাড়িয়া শহরের পশ্চিম পাইকপাড়া (টেংকের) পূর্বপাড় দি মেঘনা জেনারেল হাসপাতাল এন্ড ডায়াগনষ্টিক সেন্টারে সিজারিয়ান অপারেশনের মাধ্যমে ৩ ছেলে সন্তান জন্ম হয়। রোজিনা আক্তার জেলার সরাইল উপজেলা বেতবাড়িয়া গ্রামের কৃষক লীল মিয়ার স্ত্রী।

রোজিনার স্বামী কৃষক লীল মিয়া জানান, বুধবার রাত অনুমান ৩টার দিকে আমার স্ত্রীর প্রস্রত ব্যথা শুরু হয়, বিভিন্ন দিক চিন্তা করে রাতেই দি মেঘনা জেনারেল হাসপাতাল এন্ড ডায়াগনষ্টিক সেন্টারে ভর্তি করি।

হাসপাতাল কর্তৃপক্ষ গাইনী বিশেষজ্ঞ ডাঃ শিবানী দেব (দীবা)’র মাধ্যমে আমার স্ত্রীর পরীক্ষা-নিরীক্ষা করে রোজিনার গর্ভে একাধিক সন্তান রয়েছে বলে জানান। ডাঃ শিবানী দেব এর পরামর্শক্রমে তিনি নিজেই দ্রুত সিজারিয়ান অপারেশনের মাধ্যমে ৩ ছেলে সন্তান ভূমিষ্ঠ হয়।

কৃষক লীল মিয়া বলেন, আমার স্ত্রী এবং ৩ পুত্র সন্তান অনেক ভাল রয়েছে, আপনারা তাদের জন্য দোয়া করবেন এবং ডাঃ শিবানী দেব এত অভিজ্ঞ ডাক্তার আমার জানা ছিল না। আমি ডাক্তার সাহেবের জন্য দোয়া করি।

ডাঃ শিবানী দেব (দীবা) বলেন, সিজারিয়ান অপারেশনটি অত্যন্ত জটিল ছিল, রোগীকে অনেক পরীক্ষা-নিরীক্ষার পর রিপোর্টে রোজিনার গর্ভে ২ সন্তান রয়েছে। কিন্তু তার গর্ভে ৩টি পুত্র সন্তান পাওয়া যায়। রোগী এবং তার ৩ সন্তান ভাল রয়েছে। তবে ২৪ ঘন্টা যাওয়ার পর তার শারীরিক অবস্থা বুঝা যাবে।

দি মেঘনা জেনারেল হাসপাতাল এন্ড ডায়াগনষ্টিক সেন্টারের চেয়ারম্যান আমজাদ হোসেন রনি বলেন, রোগীর অভিভাবক রাত ৩টার দিকে রোজিনাকে হাসপাতালে ভর্তি করেন, হাসপাতালের বিশেষজ্ঞরা তাকে পরীক্ষা নিরীক্ষার পর সিজারিয়ান অপারেশনের সিদ্ধান্ত গ্রহণ করে। তবে অপারেশন সফল হয়েছে বলে তিনি জানান।

তিনি আরো বলেন, আমরা রোগীর সংকটাপন্ন অবস্থায় ২৪ ঘন্টা নিয়োজিত আছি। আমাদের হাসপাতালে অনেক অভিজ্ঞ চিকিৎসক এবং অত্যাধুনিক যন্ত্রপাতি রয়েছে। অপারেশনের সময় ডাঃ শিবানী দেব (দীবা)কে সহযোগিতা করেন ডাঃ শুভজিৎ, ডাঃ মনির হোসেন এবং ওটি ইনচার্জ তপন সরকার।

Please Share This Post in Your Social Media

একসঙ্গে ৩ সন্তানের জন্ম দিলেন রোজিনা

Update Time : ১০:০০:৪৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৪ ডিসেম্বর ২০২৩

রোজিনা আক্তার নামে এক প্রসূতি ৩ ছেলে সন্তান জন্ম দিয়েছেন। আজ সকাল সাড়ে ৬টায় ব্রাহ্মণবাড়িয়া শহরের পশ্চিম পাইকপাড়া (টেংকের) পূর্বপাড় দি মেঘনা জেনারেল হাসপাতাল এন্ড ডায়াগনষ্টিক সেন্টারে সিজারিয়ান অপারেশনের মাধ্যমে ৩ ছেলে সন্তান জন্ম হয়। রোজিনা আক্তার জেলার সরাইল উপজেলা বেতবাড়িয়া গ্রামের কৃষক লীল মিয়ার স্ত্রী।

রোজিনার স্বামী কৃষক লীল মিয়া জানান, বুধবার রাত অনুমান ৩টার দিকে আমার স্ত্রীর প্রস্রত ব্যথা শুরু হয়, বিভিন্ন দিক চিন্তা করে রাতেই দি মেঘনা জেনারেল হাসপাতাল এন্ড ডায়াগনষ্টিক সেন্টারে ভর্তি করি।

হাসপাতাল কর্তৃপক্ষ গাইনী বিশেষজ্ঞ ডাঃ শিবানী দেব (দীবা)’র মাধ্যমে আমার স্ত্রীর পরীক্ষা-নিরীক্ষা করে রোজিনার গর্ভে একাধিক সন্তান রয়েছে বলে জানান। ডাঃ শিবানী দেব এর পরামর্শক্রমে তিনি নিজেই দ্রুত সিজারিয়ান অপারেশনের মাধ্যমে ৩ ছেলে সন্তান ভূমিষ্ঠ হয়।

কৃষক লীল মিয়া বলেন, আমার স্ত্রী এবং ৩ পুত্র সন্তান অনেক ভাল রয়েছে, আপনারা তাদের জন্য দোয়া করবেন এবং ডাঃ শিবানী দেব এত অভিজ্ঞ ডাক্তার আমার জানা ছিল না। আমি ডাক্তার সাহেবের জন্য দোয়া করি।

ডাঃ শিবানী দেব (দীবা) বলেন, সিজারিয়ান অপারেশনটি অত্যন্ত জটিল ছিল, রোগীকে অনেক পরীক্ষা-নিরীক্ষার পর রিপোর্টে রোজিনার গর্ভে ২ সন্তান রয়েছে। কিন্তু তার গর্ভে ৩টি পুত্র সন্তান পাওয়া যায়। রোগী এবং তার ৩ সন্তান ভাল রয়েছে। তবে ২৪ ঘন্টা যাওয়ার পর তার শারীরিক অবস্থা বুঝা যাবে।

দি মেঘনা জেনারেল হাসপাতাল এন্ড ডায়াগনষ্টিক সেন্টারের চেয়ারম্যান আমজাদ হোসেন রনি বলেন, রোগীর অভিভাবক রাত ৩টার দিকে রোজিনাকে হাসপাতালে ভর্তি করেন, হাসপাতালের বিশেষজ্ঞরা তাকে পরীক্ষা নিরীক্ষার পর সিজারিয়ান অপারেশনের সিদ্ধান্ত গ্রহণ করে। তবে অপারেশন সফল হয়েছে বলে তিনি জানান।

তিনি আরো বলেন, আমরা রোগীর সংকটাপন্ন অবস্থায় ২৪ ঘন্টা নিয়োজিত আছি। আমাদের হাসপাতালে অনেক অভিজ্ঞ চিকিৎসক এবং অত্যাধুনিক যন্ত্রপাতি রয়েছে। অপারেশনের সময় ডাঃ শিবানী দেব (দীবা)কে সহযোগিতা করেন ডাঃ শুভজিৎ, ডাঃ মনির হোসেন এবং ওটি ইনচার্জ তপন সরকার।