ঢাকা ০৮:৩১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৭ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজঃ
সিলেট জেলায় ১৯ চেয়ারম্যান প্রার্থীর মধ্যে ১০ জনই প্রবাসী কুরিয়ার সার্ভিসে ফেনসিডিল পাচারকালে গ্রেফতার ১ উপজেলা নির্বাচনে অনিয়ম দেখলেই অভিযোগ করার আহ্বান ইসির উপজেলা নির্বাচন অবাধ, সুষ্ঠু ও সকলের কাছে গ্রহণযোগ্য হবে- ডিসি গাজীপুর শহীদ আহসান উল্লাহ মাস্টারের শাহাদাত বার্ষিকী উপলক্ষে স্মরণসভা কাল কালিয়াকৈরে বন বিভাগের জমি উদ্ধার ১ম জাতীয় ফুটসাল চ্যাম্পিয়নশীপ টুর্নামেন্টের উদ্বোধন জাতীয় কৃষি প্রশিক্ষণ একাডেমি (নাটা) তে “ইনোভেশন শোকেসিং” আয়োজন টঙ্গীতে বিনিয়োগকৃত অর্থ আদায়ের দাবীতে সংবাদ সম্মেলন পরিবেশ ও উন্নয়ন সাংবাদিকতায় হয়রানি হলে সুরক্ষা দেবে সরকার: তথ্য প্রতিমন্ত্রী

ডলি সায়ন্তনীসহ ৩ জনের মনোনয়নপত্র বাতিল

পাবনা প্রতিনিধি
  • Update Time : ০৭:৪৩:৫৯ অপরাহ্ন, রবিবার, ৩ ডিসেম্বর ২০২৩
  • / ৯৩ Time View

পাবনা-২ (বেড়া-সুজানগর) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলনের (বিএনএম) প্রার্থী সংগীতশিল্পী ডলি সায়ন্তনীর মনোনয়ন বাতিল হয়েছে। ক্রেডিট কার্ডসংক্রান্ত খেলাপি ঋণের কারণে আজ রোববার সকালে মনোনয়নপত্রটি বাতিল করেছে জেলা রিটার্নিং কর্মকর্তা।

মনোনয়নপত্র বাছাইয়ের প্রথমদিনে পাবনার ৩টি আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন (বিএনএম) এর প্রার্থী কণ্ঠশিল্পী ডলি সায়ন্তনীসহ ৩ জনের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়েছে। বিকেলে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মু. আসাদুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।

জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মু. আসাদুজ্জামান বলেন, সংগীতশিল্পী ডলি সায়ন্তনী কয়েকটি ব্যাংক থেকে ক্রেডিট কার্ড নিয়েছেন। এই কার্ডগুলোর বিপরীতে নেওয়া ঋণখেলাপি রয়েছে বলে ব্যাংকগুলো থেকে তথ্য-প্রমাণ এসেছে। এ কারণে নির্বাচনী প্রার্থী যাচাই-বাছাই বিধিমালায় তাঁর মনোনয়নপত্র বাতিল হয়েছে। তবে তিনি প্রয়োজনীয় প্রমাণ উপস্থাপন করে আপিল করতে পারবেন।

এ প্রসঙ্গে জানতে চাইলে সংগীতশিল্পী ডলি সায়ন্তনী বলেন, ‘আমার ক্রেডিট কার্ডে কোনো বকেয়া নেই। সব বকেয়া পরিশোধ করা আছে। প্রয়োজনীয় প্রমাণ নিয়ে আপিল করব। আশা করি, এ বিষয়ে সঠিক বিচার পাব।’

গত ২০ নভেম্বর রাজধানীর গুলশানে বিএনএমের কার্যালয়ে বিভিন্ন শ্রেণি-পেশার নতুন কয়েকজন নেতা-কর্মী দলে যোগ দেন। তাঁদের মধ্যে ডলি সায়ন্তনী দলটিতে যোগ দিয়ে মনোনয়ন ফরম সংগ্রহ এবং বিএনএম থেকে পাবনা-২ (বেড়ার একাংশ ও সুজানগর) আসনে মনোনয়নপত্র জমা দেন।

রোববার (০৩ ডিসেম্বর) সকাল থেকে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে পাবনা-১, ২ ও ৩ আসনের মনোনয়নপত্র বাছাই করেন জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মু. আসাদুজ্জামান।

এ সময় অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট জাহাঙ্গীর আলম, সিনিয়র নির্বাচন কর্মকর্তা মাহুবুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আলম, বিভিন্ন ব্যাংক ও সেবা প্রতিষ্ঠানের কর্মকর্তাগণ এবং এ সকল আসনের প্রার্থীরা উপস্থিত ছিলেন।

বাছাইকালে পাবনা-১ আসনের ৭ জন প্রার্থীর মধ্যে সবগুলো প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। যাদের মনোনয়নপত্র বৈধ হিসেবে গণ্য করা হয় তারা হলেন, অ্যাডভোকেট শামসুল হক টুকু (আওয়ামীলীগ), অধ্যাপক আবু সাইয়িদ (স্বতন্ত্র), সরদার শাজাহান (জাতীয় পার্টি), শামসুল হক (ন্যাশনাল পিপলস পার্টি), সাংবাদিক পারভীন খাতুন (জাসদ), জয়নাল আবেদীন (তৃণমুল বিএনপি) ও মুকুল হোসেন (জাকের পার্টি)।

পাবনা-২ আসনের ৯ জন প্রার্থীর মধ্যে দুইজন প্রার্থীর মনোয়নপত্র বাতিল ঘোষণা করা হয়েছে।

ক্রেডিট কার্ড সংক্রান্ত খেলাপী ঋণের কারণে বিএনএম প্রার্থী সঙ্গীত শিল্পী ডলি সায়ন্তনী এবং শতকরা এক শতাংশ ও ক্রেডিট কার্ড জটিলতায় বেড়া উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহসভাপতি স্বতন্ত্র প্রার্থী আব্দুল আজিজ খানের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়।

এই আসনে বাকি যে ৭ জনের মনোনয়নপত্র বৈধ হিসেবে গণ্য করা হয় তারা হলেন, আহমেদ ফিরোজ কবির (আওয়ামীলীগ), খন্দকার আজিজুল হক আরজু (স্বতন্ত্র), মেহেদী হাসান রুবেল (জাতীয় পার্টি), আজিজুল হক (ন্যাশনাল পিপলস পার্টি), শেখ আনিসুজ্জামান (জাসদ), আবুল কালাম আজাদ (তৃণমুল বিএনপি), মমিনুল ইসলাম (বাংলাদেশ তরিকত ফেডারেশন)।

পাবনা-৩ আসনের ৯ জন প্রার্থীর মধ্যে একজন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়েছে। মোট ভোটারের এক শতাংশ স্বাক্ষর সম্বলিত ভোটারের নামের তালিকা সংযুক্ত না করায় স্বতন্ত্র প্রার্থী রবিউল করিমের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়।

এই আসনে বাকি যে ৮ জনের মনোনয়নপত্র বৈধ হিসেবে গণ্য করা হয় তারা হলেন, আলহাজ্ব মকবুল হোসেন (আওয়ামীলীগ), আব্দুল হামিদ মাস্টার (স্বতন্ত্র), মীর নাদিম মোহাম্মদ ডাবলু (জাতীয় পার্টি), মাহবুবুর রহমান জয় চৌধুরী (বাংলাদেশ সুপ্রীম পার্টি-বিএসপি), বেলাল মোল্লা (ন্যাশনাল পিপলস পার্টি), খায়রুল আলম (গণতন্ত্রী পার্টি), কামরুজ্জামান মো. হাদী (জাকের পার্টি) ও আবুল বাশার শেখ (জাসদ)।

সোমবার (০৪ ডিসেম্বর) পাবনার বাকি দুটি আসন পাবনা-৪ ও পাবনা-৫ (সদর) আসনের মনোনয়নপত্র বাছাই করা হবে।

এ বিষয়ে ডলি সায়ন্তনী বলেন, কার্ডের বিষয়টি আমার নলেজে ছিল না। বিষয়টি আমি দ্রুত সমাধান করে আপিল করবো। আপিলে আমার মনোনয়নপত্র ফিরে পাবো বলে আশা প্রকাশ করছি।

Please Share This Post in Your Social Media

ডলি সায়ন্তনীসহ ৩ জনের মনোনয়নপত্র বাতিল

Update Time : ০৭:৪৩:৫৯ অপরাহ্ন, রবিবার, ৩ ডিসেম্বর ২০২৩

পাবনা-২ (বেড়া-সুজানগর) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলনের (বিএনএম) প্রার্থী সংগীতশিল্পী ডলি সায়ন্তনীর মনোনয়ন বাতিল হয়েছে। ক্রেডিট কার্ডসংক্রান্ত খেলাপি ঋণের কারণে আজ রোববার সকালে মনোনয়নপত্রটি বাতিল করেছে জেলা রিটার্নিং কর্মকর্তা।

মনোনয়নপত্র বাছাইয়ের প্রথমদিনে পাবনার ৩টি আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন (বিএনএম) এর প্রার্থী কণ্ঠশিল্পী ডলি সায়ন্তনীসহ ৩ জনের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়েছে। বিকেলে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মু. আসাদুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।

জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মু. আসাদুজ্জামান বলেন, সংগীতশিল্পী ডলি সায়ন্তনী কয়েকটি ব্যাংক থেকে ক্রেডিট কার্ড নিয়েছেন। এই কার্ডগুলোর বিপরীতে নেওয়া ঋণখেলাপি রয়েছে বলে ব্যাংকগুলো থেকে তথ্য-প্রমাণ এসেছে। এ কারণে নির্বাচনী প্রার্থী যাচাই-বাছাই বিধিমালায় তাঁর মনোনয়নপত্র বাতিল হয়েছে। তবে তিনি প্রয়োজনীয় প্রমাণ উপস্থাপন করে আপিল করতে পারবেন।

এ প্রসঙ্গে জানতে চাইলে সংগীতশিল্পী ডলি সায়ন্তনী বলেন, ‘আমার ক্রেডিট কার্ডে কোনো বকেয়া নেই। সব বকেয়া পরিশোধ করা আছে। প্রয়োজনীয় প্রমাণ নিয়ে আপিল করব। আশা করি, এ বিষয়ে সঠিক বিচার পাব।’

গত ২০ নভেম্বর রাজধানীর গুলশানে বিএনএমের কার্যালয়ে বিভিন্ন শ্রেণি-পেশার নতুন কয়েকজন নেতা-কর্মী দলে যোগ দেন। তাঁদের মধ্যে ডলি সায়ন্তনী দলটিতে যোগ দিয়ে মনোনয়ন ফরম সংগ্রহ এবং বিএনএম থেকে পাবনা-২ (বেড়ার একাংশ ও সুজানগর) আসনে মনোনয়নপত্র জমা দেন।

রোববার (০৩ ডিসেম্বর) সকাল থেকে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে পাবনা-১, ২ ও ৩ আসনের মনোনয়নপত্র বাছাই করেন জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মু. আসাদুজ্জামান।

এ সময় অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট জাহাঙ্গীর আলম, সিনিয়র নির্বাচন কর্মকর্তা মাহুবুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আলম, বিভিন্ন ব্যাংক ও সেবা প্রতিষ্ঠানের কর্মকর্তাগণ এবং এ সকল আসনের প্রার্থীরা উপস্থিত ছিলেন।

বাছাইকালে পাবনা-১ আসনের ৭ জন প্রার্থীর মধ্যে সবগুলো প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। যাদের মনোনয়নপত্র বৈধ হিসেবে গণ্য করা হয় তারা হলেন, অ্যাডভোকেট শামসুল হক টুকু (আওয়ামীলীগ), অধ্যাপক আবু সাইয়িদ (স্বতন্ত্র), সরদার শাজাহান (জাতীয় পার্টি), শামসুল হক (ন্যাশনাল পিপলস পার্টি), সাংবাদিক পারভীন খাতুন (জাসদ), জয়নাল আবেদীন (তৃণমুল বিএনপি) ও মুকুল হোসেন (জাকের পার্টি)।

পাবনা-২ আসনের ৯ জন প্রার্থীর মধ্যে দুইজন প্রার্থীর মনোয়নপত্র বাতিল ঘোষণা করা হয়েছে।

ক্রেডিট কার্ড সংক্রান্ত খেলাপী ঋণের কারণে বিএনএম প্রার্থী সঙ্গীত শিল্পী ডলি সায়ন্তনী এবং শতকরা এক শতাংশ ও ক্রেডিট কার্ড জটিলতায় বেড়া উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহসভাপতি স্বতন্ত্র প্রার্থী আব্দুল আজিজ খানের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়।

এই আসনে বাকি যে ৭ জনের মনোনয়নপত্র বৈধ হিসেবে গণ্য করা হয় তারা হলেন, আহমেদ ফিরোজ কবির (আওয়ামীলীগ), খন্দকার আজিজুল হক আরজু (স্বতন্ত্র), মেহেদী হাসান রুবেল (জাতীয় পার্টি), আজিজুল হক (ন্যাশনাল পিপলস পার্টি), শেখ আনিসুজ্জামান (জাসদ), আবুল কালাম আজাদ (তৃণমুল বিএনপি), মমিনুল ইসলাম (বাংলাদেশ তরিকত ফেডারেশন)।

পাবনা-৩ আসনের ৯ জন প্রার্থীর মধ্যে একজন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়েছে। মোট ভোটারের এক শতাংশ স্বাক্ষর সম্বলিত ভোটারের নামের তালিকা সংযুক্ত না করায় স্বতন্ত্র প্রার্থী রবিউল করিমের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়।

এই আসনে বাকি যে ৮ জনের মনোনয়নপত্র বৈধ হিসেবে গণ্য করা হয় তারা হলেন, আলহাজ্ব মকবুল হোসেন (আওয়ামীলীগ), আব্দুল হামিদ মাস্টার (স্বতন্ত্র), মীর নাদিম মোহাম্মদ ডাবলু (জাতীয় পার্টি), মাহবুবুর রহমান জয় চৌধুরী (বাংলাদেশ সুপ্রীম পার্টি-বিএসপি), বেলাল মোল্লা (ন্যাশনাল পিপলস পার্টি), খায়রুল আলম (গণতন্ত্রী পার্টি), কামরুজ্জামান মো. হাদী (জাকের পার্টি) ও আবুল বাশার শেখ (জাসদ)।

সোমবার (০৪ ডিসেম্বর) পাবনার বাকি দুটি আসন পাবনা-৪ ও পাবনা-৫ (সদর) আসনের মনোনয়নপত্র বাছাই করা হবে।

এ বিষয়ে ডলি সায়ন্তনী বলেন, কার্ডের বিষয়টি আমার নলেজে ছিল না। বিষয়টি আমি দ্রুত সমাধান করে আপিল করবো। আপিলে আমার মনোনয়নপত্র ফিরে পাবো বলে আশা প্রকাশ করছি।