ঢাকা ০২:১৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৯ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজঃ

জি-২০ সম্মেলনকে বিজয় বললেন লাভরভ

নওরোজ আন্তর্জাতিক ডেস্ক
  • Update Time : ০৭:১৯:৪৯ অপরাহ্ন, রবিবার, ১০ সেপ্টেম্বর ২০২৩
  • / ৪৬ Time View

ভারতে অনুষ্ঠিত বিশ্বের বৃহৎ অর্থনীতির দেশগুলোর জোট জি-২০ এর সম্মেলন আনুষ্ঠানিকভাবে শেষ হয়েছে। এ সম্মেলনে বিশ্বের অন্যতম পরাশক্তি রাশিয়াকে প্রতিনিধিত্ব করেছে দেশটির পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ।

এই সম্মেলনকে কুটনৈতিক বিজয় বলে দাবি করেছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী। গতকাল রোববার এ তথ্য জানিয়েছে এএফপি। আজ শেষ হওয়া সম্মেলনে একটি যৌথ ঘোষণা দিয়েছেন বিশ্বনেতারা। এতে সরাসরি ইউক্রেন আগ্রাসনের জন্য রাশিয়ার সমালোচনা করা হয়নি। এমনকি, রাশিয়া-ইউক্রেন যুদ্ধের মানুষের কষ্ট ও ইউক্রেন যুদ্ধের জেরে বৈশ্বিক খাদ্য সংকট তৈরি হয়েছে সে বিষয়ে আলোচনা হয়েছে।

ঘোষণায় ‘দ্য ওয়ার এগানস্ট ইউক্রেন (ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ) এর পরিবর্তে ‘দ্য ওয়ার ইন ইউক্রেন’ (ইউক্রেন যুদ্ধ) বলা হয়েছে। দুদিনের সম্মেলন শেষে সের্গেই ল্যাভরভ বলেন, “আমরা শীর্ষ সম্মেলনের এজেন্ডা ‘ইউক্রেনাইজ’ করার পশ্চিমাদের প্রচেষ্টা ঠেকাতে সক্ষম হয়েছি। যৌথ ঘোষণায় রাশিয়ার নাম উল্লেখ নেই।” রুশ পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘ভারতের সভাপতিত্বে হওয়া সম্মেলনে জোটের দক্ষিণ বিশ্বের দেশগুলোকে একত্র করা গেছে।’ ব্রাজিল, দক্ষিণ আফ্রিকা, চীন, ভারতসহ রাশিয়ার মিত্ররা আওয়াজ তুলেছে। গত বছর বালিতে হওয়া জি-২০ সম্মেলনে ইউক্রেনকে আমন্ত্রণ জানানো হলেও এবার তেমনটি করা হয়নি। আর এতেই ঘোষণায় পরিবর্তন পরিলক্ষিত হয়েছে।

বালিতে জোটটির সদস্যরা ঘোষণায় মস্কোর বিরুদ্ধে কঠোর ভাষা ব্যবহার করেছিল। ইউক্রেনের বিরুদ্ধে চলা আগ্রাসনের রাশিয়ান ফেডারেশনের তীব্র সমালোচনাও করেছিল। তবে, এবারের সম্মেলনে রাশিয়ার বিরুদ্ধে নিন্দা জানানো হয়নি। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে (সাবেক টুইটরা) এক পোস্টে ইউক্রেনের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ‘ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার আগ্রাসনের বিষয়টি পরিবর্তন করে জি-২০ জোটের কোনো লাভ হবে না। এ নিয়ে তারা গর্ব করতে পারে না।’

Please Share This Post in Your Social Media

জি-২০ সম্মেলনকে বিজয় বললেন লাভরভ

Update Time : ০৭:১৯:৪৯ অপরাহ্ন, রবিবার, ১০ সেপ্টেম্বর ২০২৩

ভারতে অনুষ্ঠিত বিশ্বের বৃহৎ অর্থনীতির দেশগুলোর জোট জি-২০ এর সম্মেলন আনুষ্ঠানিকভাবে শেষ হয়েছে। এ সম্মেলনে বিশ্বের অন্যতম পরাশক্তি রাশিয়াকে প্রতিনিধিত্ব করেছে দেশটির পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ।

এই সম্মেলনকে কুটনৈতিক বিজয় বলে দাবি করেছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী। গতকাল রোববার এ তথ্য জানিয়েছে এএফপি। আজ শেষ হওয়া সম্মেলনে একটি যৌথ ঘোষণা দিয়েছেন বিশ্বনেতারা। এতে সরাসরি ইউক্রেন আগ্রাসনের জন্য রাশিয়ার সমালোচনা করা হয়নি। এমনকি, রাশিয়া-ইউক্রেন যুদ্ধের মানুষের কষ্ট ও ইউক্রেন যুদ্ধের জেরে বৈশ্বিক খাদ্য সংকট তৈরি হয়েছে সে বিষয়ে আলোচনা হয়েছে।

ঘোষণায় ‘দ্য ওয়ার এগানস্ট ইউক্রেন (ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ) এর পরিবর্তে ‘দ্য ওয়ার ইন ইউক্রেন’ (ইউক্রেন যুদ্ধ) বলা হয়েছে। দুদিনের সম্মেলন শেষে সের্গেই ল্যাভরভ বলেন, “আমরা শীর্ষ সম্মেলনের এজেন্ডা ‘ইউক্রেনাইজ’ করার পশ্চিমাদের প্রচেষ্টা ঠেকাতে সক্ষম হয়েছি। যৌথ ঘোষণায় রাশিয়ার নাম উল্লেখ নেই।” রুশ পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘ভারতের সভাপতিত্বে হওয়া সম্মেলনে জোটের দক্ষিণ বিশ্বের দেশগুলোকে একত্র করা গেছে।’ ব্রাজিল, দক্ষিণ আফ্রিকা, চীন, ভারতসহ রাশিয়ার মিত্ররা আওয়াজ তুলেছে। গত বছর বালিতে হওয়া জি-২০ সম্মেলনে ইউক্রেনকে আমন্ত্রণ জানানো হলেও এবার তেমনটি করা হয়নি। আর এতেই ঘোষণায় পরিবর্তন পরিলক্ষিত হয়েছে।

বালিতে জোটটির সদস্যরা ঘোষণায় মস্কোর বিরুদ্ধে কঠোর ভাষা ব্যবহার করেছিল। ইউক্রেনের বিরুদ্ধে চলা আগ্রাসনের রাশিয়ান ফেডারেশনের তীব্র সমালোচনাও করেছিল। তবে, এবারের সম্মেলনে রাশিয়ার বিরুদ্ধে নিন্দা জানানো হয়নি। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে (সাবেক টুইটরা) এক পোস্টে ইউক্রেনের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ‘ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার আগ্রাসনের বিষয়টি পরিবর্তন করে জি-২০ জোটের কোনো লাভ হবে না। এ নিয়ে তারা গর্ব করতে পারে না।’