ঢাকা ১২:৫৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৭ মে ২০২৪, ২৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজঃ
সিলেট জেলায় ১৯ চেয়ারম্যান প্রার্থীর মধ্যে ১০ জনই প্রবাসী কুরিয়ার সার্ভিসে ফেনসিডিল পাচারকালে গ্রেফতার ১ উপজেলা নির্বাচনে অনিয়ম দেখলেই অভিযোগ করার আহ্বান ইসির উপজেলা নির্বাচন অবাধ, সুষ্ঠু ও সকলের কাছে গ্রহণযোগ্য হবে- ডিসি গাজীপুর শহীদ আহসান উল্লাহ মাস্টারের শাহাদাত বার্ষিকী উপলক্ষে স্মরণসভা কাল কালিয়াকৈরে বন বিভাগের জমি উদ্ধার ১ম জাতীয় ফুটসাল চ্যাম্পিয়নশীপ টুর্নামেন্টের উদ্বোধন জাতীয় কৃষি প্রশিক্ষণ একাডেমি (নাটা) তে “ইনোভেশন শোকেসিং” আয়োজন টঙ্গীতে বিনিয়োগকৃত অর্থ আদায়ের দাবীতে সংবাদ সম্মেলন পরিবেশ ও উন্নয়ন সাংবাদিকতায় হয়রানি হলে সুরক্ষা দেবে সরকার: তথ্য প্রতিমন্ত্রী

‘জাওয়ান’ দেখা যাবে পৃথিবীর সবচেয়ে বড় আইম্যাক্স স্ক্রিনে

নওরোজ বিনোদন ডেস্ক
  • Update Time : ০৬:০৯:০৯ অপরাহ্ন, শনিবার, ২৬ অগাস্ট ২০২৩
  • / ১১৫ Time View

সিনেমা প্রদর্শনীর আধুনিকতম প্রযুক্তি আইম্যাক্স (ইমেজ ম্যাক্সিমাম)। এই প্রযুক্তিতে অত্যন্ত উন্নত ক্যামেরায় ধারণকৃত সিনেমা দেখানো হয় বিশাল পর্দায়। যেটা সাধারণ পর্দার চেয়ে অনেক বেশি আধুনিক এবং প্রশস্ত।

পৃথিবীর সবচেয়ে বড় আইম্যাক্স স্ক্রিন রয়েছে জার্মানির লিওনবার্গ শহরে। সেই পর্দাতেই দেখানো হবে বলিউড বাদশাহ শাহরুখ খানের নতুন সিনেমা ‘জাওয়ান’। খবর বলিউড হাঙ্গামার। মুক্তি যত ঘনিয়ে আসছে, বিশ্বব্যাপী ‘জাওয়ান’ নিয়ে উন্মাদনা ততই মাত্রা ছাড়াচ্ছে। ইউরোপ-আমেরিকার দেশগুলোতে অগ্রিম টিকিট বিক্রির ধুম পড়েছে।

ভারতে এখনও অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়নি, তবে ছবিটি ঘিরে দর্শকের আগ্রহ টের পাওয়া যাচ্ছে সোশ্যাল মিডিয়ায়। এর মধ্যেই খবর এলো, জার্মানির লিওনবার্গে অবস্থিত বৃহত্তম আইম্যাক্স স্ক্রিনে মুক্তি পাবে ‘জাওয়ান’। সেই পর্দার দৈর্ঘ্য ১২৫ ফুট এবং প্রস্থ ৭২ ফুট। এটিই প্রথম ভারতীয় সিনেমা, যেটি এই থিয়েটারে মুক্তি পেতে চলেছে।

এদিকে মুক্তির প্রথম দিন ছবিটি দেখার জন্য উন্মুখ হয়ে আছে আমেরিকার দর্শক। দেদার অগ্রিম টিকিট কিনছেন তারা। গত ২৩ আগস্ট পর্যন্ত সেখানে ‘জাওয়ান’র ১ লাখ ৫০ হাজার ডলারের অগ্রিম টিকিট বিক্রি হয়েছে। এর আগে ভারতের কোনো সিনেমার এত অগ্রিম টিকিট বিক্রি হয়নি মার্কিন মুলুকে। তাই বিশেষজ্ঞরা নির্দ্বিধায় বলছেন, শাহরুখ খান ফের ইতিহাস সৃষ্টি করতে চলেছেন! উল্লেখ্য, ‘জাওয়ান’ পরিচালনা করেছেন তামিল নির্মাতা অ্যাটলি কুমার।

এই প্রথম দক্ষিণী নির্মাতার পরিচালনায় কাজ করেছেন কিং খান। এতে তার নায়িকা নয়নতারা। এছাড়াও আছেন বিজয় সেথুপতি, সানিয়া মালহোত্রা, প্রিয়ামনি প্রমুখ। দীপিকা পাড়ুকোন ও থালাপতি বিজয়কে দেখা যাবে অতিথি চরিত্রে। আগামী ৭ সেপ্টেম্বর বিশ্বব্যাপী মুক্তি পাবে ছবিটি।

Please Share This Post in Your Social Media

‘জাওয়ান’ দেখা যাবে পৃথিবীর সবচেয়ে বড় আইম্যাক্স স্ক্রিনে

Update Time : ০৬:০৯:০৯ অপরাহ্ন, শনিবার, ২৬ অগাস্ট ২০২৩

সিনেমা প্রদর্শনীর আধুনিকতম প্রযুক্তি আইম্যাক্স (ইমেজ ম্যাক্সিমাম)। এই প্রযুক্তিতে অত্যন্ত উন্নত ক্যামেরায় ধারণকৃত সিনেমা দেখানো হয় বিশাল পর্দায়। যেটা সাধারণ পর্দার চেয়ে অনেক বেশি আধুনিক এবং প্রশস্ত।

পৃথিবীর সবচেয়ে বড় আইম্যাক্স স্ক্রিন রয়েছে জার্মানির লিওনবার্গ শহরে। সেই পর্দাতেই দেখানো হবে বলিউড বাদশাহ শাহরুখ খানের নতুন সিনেমা ‘জাওয়ান’। খবর বলিউড হাঙ্গামার। মুক্তি যত ঘনিয়ে আসছে, বিশ্বব্যাপী ‘জাওয়ান’ নিয়ে উন্মাদনা ততই মাত্রা ছাড়াচ্ছে। ইউরোপ-আমেরিকার দেশগুলোতে অগ্রিম টিকিট বিক্রির ধুম পড়েছে।

ভারতে এখনও অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়নি, তবে ছবিটি ঘিরে দর্শকের আগ্রহ টের পাওয়া যাচ্ছে সোশ্যাল মিডিয়ায়। এর মধ্যেই খবর এলো, জার্মানির লিওনবার্গে অবস্থিত বৃহত্তম আইম্যাক্স স্ক্রিনে মুক্তি পাবে ‘জাওয়ান’। সেই পর্দার দৈর্ঘ্য ১২৫ ফুট এবং প্রস্থ ৭২ ফুট। এটিই প্রথম ভারতীয় সিনেমা, যেটি এই থিয়েটারে মুক্তি পেতে চলেছে।

এদিকে মুক্তির প্রথম দিন ছবিটি দেখার জন্য উন্মুখ হয়ে আছে আমেরিকার দর্শক। দেদার অগ্রিম টিকিট কিনছেন তারা। গত ২৩ আগস্ট পর্যন্ত সেখানে ‘জাওয়ান’র ১ লাখ ৫০ হাজার ডলারের অগ্রিম টিকিট বিক্রি হয়েছে। এর আগে ভারতের কোনো সিনেমার এত অগ্রিম টিকিট বিক্রি হয়নি মার্কিন মুলুকে। তাই বিশেষজ্ঞরা নির্দ্বিধায় বলছেন, শাহরুখ খান ফের ইতিহাস সৃষ্টি করতে চলেছেন! উল্লেখ্য, ‘জাওয়ান’ পরিচালনা করেছেন তামিল নির্মাতা অ্যাটলি কুমার।

এই প্রথম দক্ষিণী নির্মাতার পরিচালনায় কাজ করেছেন কিং খান। এতে তার নায়িকা নয়নতারা। এছাড়াও আছেন বিজয় সেথুপতি, সানিয়া মালহোত্রা, প্রিয়ামনি প্রমুখ। দীপিকা পাড়ুকোন ও থালাপতি বিজয়কে দেখা যাবে অতিথি চরিত্রে। আগামী ৭ সেপ্টেম্বর বিশ্বব্যাপী মুক্তি পাবে ছবিটি।