ঢাকা ০৬:৪৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৭ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজঃ
সিলেট জেলায় ১৯ চেয়ারম্যান প্রার্থীর মধ্যে ১০ জনই প্রবাসী কুরিয়ার সার্ভিসে ফেনসিডিল পাচারকালে গ্রেফতার ১ উপজেলা নির্বাচনে অনিয়ম দেখলেই অভিযোগ করার আহ্বান ইসির উপজেলা নির্বাচন অবাধ, সুষ্ঠু ও সকলের কাছে গ্রহণযোগ্য হবে- ডিসি গাজীপুর শহীদ আহসান উল্লাহ মাস্টারের শাহাদাত বার্ষিকী উপলক্ষে স্মরণসভা কাল কালিয়াকৈরে বন বিভাগের জমি উদ্ধার ১ম জাতীয় ফুটসাল চ্যাম্পিয়নশীপ টুর্নামেন্টের উদ্বোধন জাতীয় কৃষি প্রশিক্ষণ একাডেমি (নাটা) তে “ইনোভেশন শোকেসিং” আয়োজন টঙ্গীতে বিনিয়োগকৃত অর্থ আদায়ের দাবীতে সংবাদ সম্মেলন পরিবেশ ও উন্নয়ন সাংবাদিকতায় হয়রানি হলে সুরক্ষা দেবে সরকার: তথ্য প্রতিমন্ত্রী

গ্রিন ইউনিভার্সিটিতে দিনব্যাপী ওয়ার্কশপ

নওরোজ অনলাইন ডেস্ক
  • Update Time : ০৬:৪৫:০৭ অপরাহ্ন, বুধবার, ২৩ অগাস্ট ২০২৩
  • / ৬৬ Time View

মানসম্মত শিক্ষাপ্রতিষ্ঠান গড়ার লক্ষ্যে নৈতিকতা ও মূল্যবোধ বৃদ্ধির পাশাপাশি প্রতিষ্ঠান-সংশ্লিষ্ট সবার মধ্যে বন্ধন জোরদার করতে ‘অর্গানাইজেশনাল ইথিকস, কালচার অ্যান্ড ভ্যালুস : স্ট্রেংদেনিং টুগেদারনেস’ শীর্ষক দিনব্যাপী ওয়ার্কশপ করেছে গ্রিন ইউনিভার্সিটি অব বাংলাদেশ।

সোমবার (২২ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের সেন্টার অব এক্সিলেন্স ফর টিচিং অ্যান্ড লার্নিংয়ের সহযোগিতায় পূর্বাচল আমেরিকান সিটির স্থায়ী ক্যাম্পাসে এ ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়। এতে বিশ্ববিদ্যালয়ের শতাধিক শিক্ষক অংশ নেন।

ওয়ার্কশপে বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ড. মো. গোলাম সামদানী ফকির মুখ্য ফ্যাসিলিটেটর হিসেবে সেশন পরিচালনা করেন।

এতে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য ও ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. খাজা ইফতেখার উদ্দিন আহমেদ, কোষাধ্যক্ষ অধ্যাপক কে এম ওয়াজেদ কবির, বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন অধ্যাপক ড. সাইফুল আজাদ, আইন অনুষদের ডিন অধ্যাপক ড. ফারহানা হেলাল মেহতাব, ডিন অধ্যাপক ড. মোহাম্মদ তারিক আজিজ ও রেজিস্ট্রার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মো. মাহবুব সরওয়ার, সিইটিএল ডিরেক্টর ও ইইই বিভাগের চেয়ারপারসন ড. এ এস এম শিহাবুদ্দিনসহ বিভাগীয় চেয়ারপারসন ও শিক্ষকরা।

ওয়ার্কশপে উপস্থিত সংশ্লিষ্টরা বলেন, একটি মানসম্মত বিশ্ববিদ্যালয় গড়তে শুধু শিক্ষাদানই যথেষ্ট নয়, এজন্য ইতিবাচক মূল্যবোধ ধারণ ও তা অনুশীলন করা জরুরি। আর এ কারণেই আন্তব্যক্তিক যোগাযোগ বৃদ্ধি এবং প্রয়োজনে রূপান্তরকামী নেতৃত্ব তৈরির মাধ্যমে প্রাতিষ্ঠানিক উন্নয়নে সবাইকে কাজ করতে হবে।

তারা বলেন, কার্যকর, দক্ষ একাডেমিক ও প্রশাসনিক নেতৃত্বের ঐক্যবদ্ধ শক্তিই গ্রিন ইউনিভার্সিটিকে তার কাঙ্ক্ষিত লক্ষ্য পূরণে সহায়তা করতে পারে। এ ব্যাপারে সবাইকে আন্তরিকতার সঙ্গে কাজ করার আহ্বান জানান বক্তারা।

দিনব্যাপী ওয়ার্কশপে লিডারশিপ ইথিকস, ভ্যালুস ও কালচার শীর্ষক আলোচনা, মোবাইল প্লেনারি, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ বিভিন্ন ধরনের সেশন পরিচালনা করা হয়।

Please Share This Post in Your Social Media

গ্রিন ইউনিভার্সিটিতে দিনব্যাপী ওয়ার্কশপ

Update Time : ০৬:৪৫:০৭ অপরাহ্ন, বুধবার, ২৩ অগাস্ট ২০২৩

মানসম্মত শিক্ষাপ্রতিষ্ঠান গড়ার লক্ষ্যে নৈতিকতা ও মূল্যবোধ বৃদ্ধির পাশাপাশি প্রতিষ্ঠান-সংশ্লিষ্ট সবার মধ্যে বন্ধন জোরদার করতে ‘অর্গানাইজেশনাল ইথিকস, কালচার অ্যান্ড ভ্যালুস : স্ট্রেংদেনিং টুগেদারনেস’ শীর্ষক দিনব্যাপী ওয়ার্কশপ করেছে গ্রিন ইউনিভার্সিটি অব বাংলাদেশ।

সোমবার (২২ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের সেন্টার অব এক্সিলেন্স ফর টিচিং অ্যান্ড লার্নিংয়ের সহযোগিতায় পূর্বাচল আমেরিকান সিটির স্থায়ী ক্যাম্পাসে এ ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়। এতে বিশ্ববিদ্যালয়ের শতাধিক শিক্ষক অংশ নেন।

ওয়ার্কশপে বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ড. মো. গোলাম সামদানী ফকির মুখ্য ফ্যাসিলিটেটর হিসেবে সেশন পরিচালনা করেন।

এতে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য ও ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. খাজা ইফতেখার উদ্দিন আহমেদ, কোষাধ্যক্ষ অধ্যাপক কে এম ওয়াজেদ কবির, বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন অধ্যাপক ড. সাইফুল আজাদ, আইন অনুষদের ডিন অধ্যাপক ড. ফারহানা হেলাল মেহতাব, ডিন অধ্যাপক ড. মোহাম্মদ তারিক আজিজ ও রেজিস্ট্রার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মো. মাহবুব সরওয়ার, সিইটিএল ডিরেক্টর ও ইইই বিভাগের চেয়ারপারসন ড. এ এস এম শিহাবুদ্দিনসহ বিভাগীয় চেয়ারপারসন ও শিক্ষকরা।

ওয়ার্কশপে উপস্থিত সংশ্লিষ্টরা বলেন, একটি মানসম্মত বিশ্ববিদ্যালয় গড়তে শুধু শিক্ষাদানই যথেষ্ট নয়, এজন্য ইতিবাচক মূল্যবোধ ধারণ ও তা অনুশীলন করা জরুরি। আর এ কারণেই আন্তব্যক্তিক যোগাযোগ বৃদ্ধি এবং প্রয়োজনে রূপান্তরকামী নেতৃত্ব তৈরির মাধ্যমে প্রাতিষ্ঠানিক উন্নয়নে সবাইকে কাজ করতে হবে।

তারা বলেন, কার্যকর, দক্ষ একাডেমিক ও প্রশাসনিক নেতৃত্বের ঐক্যবদ্ধ শক্তিই গ্রিন ইউনিভার্সিটিকে তার কাঙ্ক্ষিত লক্ষ্য পূরণে সহায়তা করতে পারে। এ ব্যাপারে সবাইকে আন্তরিকতার সঙ্গে কাজ করার আহ্বান জানান বক্তারা।

দিনব্যাপী ওয়ার্কশপে লিডারশিপ ইথিকস, ভ্যালুস ও কালচার শীর্ষক আলোচনা, মোবাইল প্লেনারি, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ বিভিন্ন ধরনের সেশন পরিচালনা করা হয়।