ঢাকা ০২:৫৭ অপরাহ্ন, সোমবার, ০৬ মে ২০২৪, ২৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ

গোলাগুলিতে ভুবনের মৃত্যু, গ্রেপ্তার হিমেল দুই দিনের রিমান্ডে

নওরোজ অনলাইন ডেস্ক
  • Update Time : ০৫:২১:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর ২০২৩
  • / ৫৩ Time View

ঢাকার রাস্তায় দুর্বৃত্তদের এলোপাতাড়ি গুলিতে ভুবন চন্দ্র শীলের নিহতের ঘটনায় করা মামলায় গ্রেপ্তার আসামি মারুফ বিল্লাহ হিমেলের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

আজ (মঙ্গলবার) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শেখ সাদীর আদালত শুনানি শেষে এ রিমান্ড মঞ্জুর করেন।

এদিন আসামি হিমেলকে আদালতে হাজির করা হয়। এরপর মামলার তদন্তের স্বার্থে ১০ দিনের রিমান্ডে নিতে আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা তেজগাঁও শিল্পাঞ্চল থানার উপ-পরিদর্শক বিএম রানা।

অন্যদিকে আসামিপক্ষ রিমান্ড বাতিল ও জামিন চেয়ে আবেদন করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত জামিন নামঞ্জুর করে দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে গত ১৮ সেপ্টেম্বর রাতে তেজগাঁও বিজি প্রেস ও পেট্রোল পাম্পের মাঝামাঝি স্থানে শীর্ষ সন্ত্রাসী মামুনকে চারটি মোটরসাইকেলে আসা ৭-৮ জন যুবক ঘিরে ধরে। দৌড়ে পালানোর সময় তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে দুর্বৃত্তরা।

এ সময় ওই রাস্তা দিয়ে মোটরসাইকেলে যাচ্ছিলেন ভুবন চন্দ্র। অফিস থেকে ফকিরাপুল আরামবাগের মেসে ফিরছিলেন তিনি।

সন্ত্রাসীদের ছোড়া গুলি এসে লাগে তার মাথায়। এরপর ৮ দিন চিকিৎসাধীন থাকার পর সোমবার সকালে মারা যান ভুবন।

এ ঘটনায় নিহত ভুবনের স্ত্রী রত্না রানী শীল বাদী হয়ে তেজগাঁও থানায় অজ্ঞাত ৭-৮ জনকে আসামি করে মামলা করেন।

Please Share This Post in Your Social Media

গোলাগুলিতে ভুবনের মৃত্যু, গ্রেপ্তার হিমেল দুই দিনের রিমান্ডে

Update Time : ০৫:২১:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর ২০২৩

ঢাকার রাস্তায় দুর্বৃত্তদের এলোপাতাড়ি গুলিতে ভুবন চন্দ্র শীলের নিহতের ঘটনায় করা মামলায় গ্রেপ্তার আসামি মারুফ বিল্লাহ হিমেলের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

আজ (মঙ্গলবার) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শেখ সাদীর আদালত শুনানি শেষে এ রিমান্ড মঞ্জুর করেন।

এদিন আসামি হিমেলকে আদালতে হাজির করা হয়। এরপর মামলার তদন্তের স্বার্থে ১০ দিনের রিমান্ডে নিতে আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা তেজগাঁও শিল্পাঞ্চল থানার উপ-পরিদর্শক বিএম রানা।

অন্যদিকে আসামিপক্ষ রিমান্ড বাতিল ও জামিন চেয়ে আবেদন করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত জামিন নামঞ্জুর করে দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে গত ১৮ সেপ্টেম্বর রাতে তেজগাঁও বিজি প্রেস ও পেট্রোল পাম্পের মাঝামাঝি স্থানে শীর্ষ সন্ত্রাসী মামুনকে চারটি মোটরসাইকেলে আসা ৭-৮ জন যুবক ঘিরে ধরে। দৌড়ে পালানোর সময় তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে দুর্বৃত্তরা।

এ সময় ওই রাস্তা দিয়ে মোটরসাইকেলে যাচ্ছিলেন ভুবন চন্দ্র। অফিস থেকে ফকিরাপুল আরামবাগের মেসে ফিরছিলেন তিনি।

সন্ত্রাসীদের ছোড়া গুলি এসে লাগে তার মাথায়। এরপর ৮ দিন চিকিৎসাধীন থাকার পর সোমবার সকালে মারা যান ভুবন।

এ ঘটনায় নিহত ভুবনের স্ত্রী রত্না রানী শীল বাদী হয়ে তেজগাঁও থানায় অজ্ঞাত ৭-৮ জনকে আসামি করে মামলা করেন।