ঢাকা ০৫:৪৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৭ মে ২০২৪, ২৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজঃ
সিলেট জেলায় ১৯ চেয়ারম্যান প্রার্থীর মধ্যে ১০ জনই প্রবাসী কুরিয়ার সার্ভিসে ফেনসিডিল পাচারকালে গ্রেফতার ১ উপজেলা নির্বাচনে অনিয়ম দেখলেই অভিযোগ করার আহ্বান ইসির উপজেলা নির্বাচন অবাধ, সুষ্ঠু ও সকলের কাছে গ্রহণযোগ্য হবে- ডিসি গাজীপুর শহীদ আহসান উল্লাহ মাস্টারের শাহাদাত বার্ষিকী উপলক্ষে স্মরণসভা কাল কালিয়াকৈরে বন বিভাগের জমি উদ্ধার ১ম জাতীয় ফুটসাল চ্যাম্পিয়নশীপ টুর্নামেন্টের উদ্বোধন জাতীয় কৃষি প্রশিক্ষণ একাডেমি (নাটা) তে “ইনোভেশন শোকেসিং” আয়োজন টঙ্গীতে বিনিয়োগকৃত অর্থ আদায়ের দাবীতে সংবাদ সম্মেলন পরিবেশ ও উন্নয়ন সাংবাদিকতায় হয়রানি হলে সুরক্ষা দেবে সরকার: তথ্য প্রতিমন্ত্রী

কোথায় আছেন পপি? জানালেন নিপুণ

নওরোজ বিনোদন ডেস্ক
  • Update Time : ০৭:১৮:২৯ অপরাহ্ন, বুধবার, ৩০ অগাস্ট ২০২৩
  • / ১১১ Time View

নব্বই দশকের শেষ দিকে সিনেমায় আসেন, পরবর্তী এক যুগ কাজ করেছেন দাপটের সঙ্গে। জনপ্রিয়তা, বাণিজ্যিক সাফল্য কিংবা পুরস্কার, সবেতেই তার দখল ছিল। সেই চিত্রনায়িকা পপি গত তিন বছর ধরে প্রায় ‘নিখোঁজ’! সাধারণ ভক্ত তো দূরের কথা, খোদ সিনেমার মানুষেরাও জানেন না, পপি কোথায় আছেন, কেমন আছেন! পপির এই ‘উধাও’ অধ্যায় নিয়ে অনেক গুঞ্জন শোনা যায়। অনেকে বলেন, তিনি বিয়ে করে সংসারী হয়েছেন।

সন্তানও এসেছে তার কোলে। তাই স্বামী, সংসার আর সন্তানকে নিয়েই কাটছে তার জীবন। কিন্তু কেউই পপি সম্পর্কে স্পষ্ট কোনো তথ্য দিতে নারাজ। দু’একটি খবর যা-ও সামনে আসে, সেটাও নাম প্রকাশে অনিচ্ছুক সূত্রে! তবে এবার প্রকাশ্যেই ‘নিখোঁজ’ পপির খবর জানালেন চিত্রনায়িকা নিপুণ। তিনি বলেন, ‘পপি যেহেতু আমাদেরও খুব পছন্দের একজন শিল্পী, আমারও খুব পছন্দের একজন মানুষ। তার আপডেট বলতে এতটুকু বলতে পারবো, নির্বাচনের সময় আসলেই ও যোগাযোগ করেছিল। ভালো আছে, সুস্থ আছে। এতটুকুই বলতে পারবো। এর বেশি কিছু বলতে পারবো না।’

মঙ্গলবার সন্ধ্যায় নিপুণ অভিনীত নতুন ওয়েব ফিল্ম ‘অপলাপ’র প্রিমিয়ার ছিল। সেখানে হাজির হয়েই গণমাধ্যমের মুখোমুখি হন তিনি। আর জানান, এটি তার প্রথম ওয়েব ফিল্ম নয়। এর আগে ‘গার্ডেন গেইম’ নামে একটি প্রজেক্টে কাজ করেছিলেন তিনি। যেখানে তার সহশিল্পী ছিলেন রিয়াজ ও পপি। ২০২২ সালের জানুয়ারিতে আড়াল ভেঙে হঠাৎ একটি ভিডিও বার্তা দেন পপি। ৫ মিনিট ৩৪ সেকেন্ডের সেই ভিডিওতে তিনি বলেছিলেন, ‘ভেবেছিলাম আর কখনোই ক্যামেরার সামনে আসব না।

কিন্তু একজন শিল্পী হিসেবে এবং নিজের কিছু দায়বদ্ধতার জায়গা থেকে আজকে কিছু কথা না বললেই নয়। দীর্ঘ ২৬ বছর ইন্ডাস্ট্রিতে সুনামের সঙ্গে কাজ করার চেষ্টা করেছি। তিনবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছি। আজকে অনেক কষ্ট নিয়ে কথাগুলো বলছি, আজ আমি কোথায়! আমি আছি আপনাদের মাঝেই, হয়তো ভাগ্য থাকলে আবারও ফিরব।’ ওই ভিডিও বার্তায় চলচ্চিত্র শিল্পী সমিতির এক নেতার দিকে অভিযোগের আঙুল তোলেন পপি।

জানান, ওই ব্যক্তির কারণে বারবার অপমানিত হতে হয়েছে তাকে। এমনকি তার সদস্য পদ বাতিলের নোটিশ পর্যন্ত দেওয়া হয়েছিল। এসব কারণেই নিজেকে গুটিয়ে নিয়েছেন বলে জানান এই নায়িকা। উল্লেখ্য, ১৯৯৭ সালের সুপারহিট সিনেমা ‘কুলি’ দিয়ে ঢালিউডে অভিষেক ঘটে পপির। এরপর সমসাময়িক প্রায় সব জনপ্রিয় নায়কের সঙ্গে কাজ করেছেন তিনি। ‘কারাগার’, ‘মেঘের কোলে রোদ’ ও ‘গঙ্গাযাত্রা’ সিনেমাগুলোর জন্য তিনবার শ্রেষ্ঠ অভিনেত্রী হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন তিনি।

 

Please Share This Post in Your Social Media

কোথায় আছেন পপি? জানালেন নিপুণ

Update Time : ০৭:১৮:২৯ অপরাহ্ন, বুধবার, ৩০ অগাস্ট ২০২৩

নব্বই দশকের শেষ দিকে সিনেমায় আসেন, পরবর্তী এক যুগ কাজ করেছেন দাপটের সঙ্গে। জনপ্রিয়তা, বাণিজ্যিক সাফল্য কিংবা পুরস্কার, সবেতেই তার দখল ছিল। সেই চিত্রনায়িকা পপি গত তিন বছর ধরে প্রায় ‘নিখোঁজ’! সাধারণ ভক্ত তো দূরের কথা, খোদ সিনেমার মানুষেরাও জানেন না, পপি কোথায় আছেন, কেমন আছেন! পপির এই ‘উধাও’ অধ্যায় নিয়ে অনেক গুঞ্জন শোনা যায়। অনেকে বলেন, তিনি বিয়ে করে সংসারী হয়েছেন।

সন্তানও এসেছে তার কোলে। তাই স্বামী, সংসার আর সন্তানকে নিয়েই কাটছে তার জীবন। কিন্তু কেউই পপি সম্পর্কে স্পষ্ট কোনো তথ্য দিতে নারাজ। দু’একটি খবর যা-ও সামনে আসে, সেটাও নাম প্রকাশে অনিচ্ছুক সূত্রে! তবে এবার প্রকাশ্যেই ‘নিখোঁজ’ পপির খবর জানালেন চিত্রনায়িকা নিপুণ। তিনি বলেন, ‘পপি যেহেতু আমাদেরও খুব পছন্দের একজন শিল্পী, আমারও খুব পছন্দের একজন মানুষ। তার আপডেট বলতে এতটুকু বলতে পারবো, নির্বাচনের সময় আসলেই ও যোগাযোগ করেছিল। ভালো আছে, সুস্থ আছে। এতটুকুই বলতে পারবো। এর বেশি কিছু বলতে পারবো না।’

মঙ্গলবার সন্ধ্যায় নিপুণ অভিনীত নতুন ওয়েব ফিল্ম ‘অপলাপ’র প্রিমিয়ার ছিল। সেখানে হাজির হয়েই গণমাধ্যমের মুখোমুখি হন তিনি। আর জানান, এটি তার প্রথম ওয়েব ফিল্ম নয়। এর আগে ‘গার্ডেন গেইম’ নামে একটি প্রজেক্টে কাজ করেছিলেন তিনি। যেখানে তার সহশিল্পী ছিলেন রিয়াজ ও পপি। ২০২২ সালের জানুয়ারিতে আড়াল ভেঙে হঠাৎ একটি ভিডিও বার্তা দেন পপি। ৫ মিনিট ৩৪ সেকেন্ডের সেই ভিডিওতে তিনি বলেছিলেন, ‘ভেবেছিলাম আর কখনোই ক্যামেরার সামনে আসব না।

কিন্তু একজন শিল্পী হিসেবে এবং নিজের কিছু দায়বদ্ধতার জায়গা থেকে আজকে কিছু কথা না বললেই নয়। দীর্ঘ ২৬ বছর ইন্ডাস্ট্রিতে সুনামের সঙ্গে কাজ করার চেষ্টা করেছি। তিনবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছি। আজকে অনেক কষ্ট নিয়ে কথাগুলো বলছি, আজ আমি কোথায়! আমি আছি আপনাদের মাঝেই, হয়তো ভাগ্য থাকলে আবারও ফিরব।’ ওই ভিডিও বার্তায় চলচ্চিত্র শিল্পী সমিতির এক নেতার দিকে অভিযোগের আঙুল তোলেন পপি।

জানান, ওই ব্যক্তির কারণে বারবার অপমানিত হতে হয়েছে তাকে। এমনকি তার সদস্য পদ বাতিলের নোটিশ পর্যন্ত দেওয়া হয়েছিল। এসব কারণেই নিজেকে গুটিয়ে নিয়েছেন বলে জানান এই নায়িকা। উল্লেখ্য, ১৯৯৭ সালের সুপারহিট সিনেমা ‘কুলি’ দিয়ে ঢালিউডে অভিষেক ঘটে পপির। এরপর সমসাময়িক প্রায় সব জনপ্রিয় নায়কের সঙ্গে কাজ করেছেন তিনি। ‘কারাগার’, ‘মেঘের কোলে রোদ’ ও ‘গঙ্গাযাত্রা’ সিনেমাগুলোর জন্য তিনবার শ্রেষ্ঠ অভিনেত্রী হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন তিনি।