ঢাকা ০২:৫৭ পূর্বাহ্ন, বুধবার, ০৮ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ

কুষ্টিয়া দৌলতপুর রামকৃষ্ণপুর ইউনিয়নের শীর্ষ মাদক ব্যবসায়ী সালাম মেম্বারের মাদক ব্যবসা

আব্দুস সবুর
  • Update Time : ১২:৫৬:৩৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ অক্টোবর ২০২৩
  • / ১৪৭ Time View

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ৫ নং রামকৃষ্ণপুর ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের বর্তমান মেম্বার আব্দুস সালাম ওরোফে সালাম মেম্বার নামে পরিচিত।

রামকৃষ্ণপুর ইউনিয়নের মোহাম্মদপুর গাংপাড়া(চরপাড়া)গ্রামের মৃত:ফড়ু মন্ডলের ৩ ছেলে আব্দুস সালাম(সালাম মেম্বার),গুলু ও নান্টু। সালাম মেম্বার ৩ ভায়ের মধ্যে বড়।সালাম মেম্বারের নেতৃত্বে তাঁর দুই ছোট ভাই গুলু ও নান্টু পার্শ্ববর্তী সীমান্ত এলাকা ভারত হতে অবৈধ মাদক ফেন্সিডিল,গাঁজা ও অস্ত্র আমদানী করে।

সালাম মেম্বার দৌলতপুর উপজেলার একজন নামকরা শীর্ষ মাদক ব্যবসায়ী ও মাদক আমদানি ব্যবসায়ীদের মধ্যে অন্যতম একজন। গত ০৮/১০/২০২৩ ইং তারিখ ভোরে পার্শ্ববর্তী সীমান্ত ভারত হতে সালাম মেম্বারের নেতৃত্বে তাঁর দুই ভাই ও তাঁদের সহযোগীসহ মাদক আমদানি করছিলো,ভারতীয় সীমানার অন্তর্ভুক্ত এলাকাতে অতর্কিত ভাবে ধাওয়ার কারনে কিছু মাদক হারিয়ে যায়, শুরু হয় দ্বন্দ্ব নিজেদের মধ্যে, এর-ই ধারাবাহিকতায় শীর্ষ মাদক ব্যবসায়ী সালাম মেম্বারের নেতৃত্বে মাদক হারানোর বিষয়ে সালাম মেম্বার,তার আপন ভাই গুলু,নান্টু এবং স্থানীয় আরেক মাদক ব্যবসায়ী নেহার,নেহারের পুত্র স্বজিব সহ আরো কয়েকজন মাদক ব্যবসায়ী সকলে বসে উক্ত মাদক নিয়ে দ্বন্দ্বের বিষয়টি ০৮/১০/২০২৩ ইং তারিখ সকালেই আপোষ হয়-সত্তর হাজার টাকা জরিমানার চুক্তিতে।

সালাম মেম্বারের বিষয়ে ও উক্ত ঘটনার অনুসন্ধানে নামে সাংবাদিক, বিষয়টি নিয়ে সাংবাদিক শীর্ষ মাদক ব্যবসায়ী সালাম মেম্বারের মুঠোফোনে ঘটনার মূল রহস্য উদঘাটনের জন্য কৌশলে জানতে চাইলে,মাদক সম্রাট সালাম মেম্বার বিষয়টির সত্যতা স্বীকার করে সাংবাদিকের কাছে।

সালাম মেম্বার আরো বলেন,আপনি মাদকের ঘটনাটি যা শুনেছেন সবই সত্য,আমার আপন ভাই গুলু,নেহার ও নেহারের ছেলের মাদক। উক্ত বিষয়টি নিয়ে শীর্ষ মাদক ব্যবসায়ী ও মাদক সিন্ডিকেটের অন্যতম মাদক সম্রাট সালাম মেম্বারের আত্মীয় কুষ্টিয়ার এক স্বনামধন্য কলেজের শিক্ষককে দিয়ে সাংবাদিককে ফোন করায় ও সেই শিক্ষক সাংবাদিককে বিষয়টি নিয়ে সংবাদ প্রকাশ না করা ও উক্ত বিষয়টি প্রশাসনকে অবগত না করার পরামর্শ দেন, সেই শিক্ষক আরো বলেন,সালাম মেম্বার বর্ডার অঞ্চলের লোক!খুব ভয়ংকর! বড় সিন্ডিকেটের মানুষ!

স্থানীয়সূত্রে নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন ব্যাক্তি সাংবাদিকদের বলেন, সালাম মেম্বার দৌলতপুর উপজেলার শীর্ষ মাদক ব্যবসায়ী ও মাদক ভারত থেকে আমদানিকারক। তবে শীর্ষ মাদক ব্যবসায়ী ও মাদক আমদানিরকারক সিন্ডিকেটের অন্যতম সদস্য বর্তমান স্থানীয় ইউ’পি সদস্য(মেম্বার)এর আড়ালে জনগন ও আইনশৃঙ্খলা বাহিনীদের চোখে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে রমরমা মাদক আমদানি করে ও পাইকারী মাদকের ব্যবসা করে,থাকে ধরা ছোঁয়ার বাইরে। সেলিম মেম্বারের নেতৃত্বে দীর্ঘদিন ধরে তাঁর এলাকা তথা কুষ্টিয়া জেলার অলি-গলিতে মরণ নেশা ফেন্সিডিল,গাঁজা,টাপেন্ডা, হিরোইন সহ অস্ত্র আমদানী করে পাইকারী সাপ্লাই করে বলে অভিযোগ আছে।

সালাম মেম্বারের এ মাদকের ভয়াবহতার ছোবলে ধ্বংস হচ্ছে যুবসমাজ,মাদকের নেশায় লন্ডভন্ড হচ্ছে নিন্মবিত্ত থেকে উচ্চবিত্ত পরিবারের ছেলে মেয়ে। সালাম মেম্বার ও তাঁর ভাইসহ মাদক আমদানি সিন্ডিকেটের সদস্যদের কারনে মাদকের ছোবলে অবিভাবকরা তাদের সন্তানদের নিয়ে রয়েছে চরম উদ্বেগ উৎকণ্ঠায়। বর্তমানে উপজেলা থেকে জেলা পর্যায় পুলিশ প্রশাসনের চোঁখ ফাকি দিয়ে চালিয়ে যাচ্ছে সালাম মেম্বার গংদের রমরমা মাদক ব্যবসা। সালাম মেম্বার এতটাই ভয়ংকর যে এলাকার কেউ তার বিরুদ্ধে প্রতিবাদ করতে সাহস পায়না।সালাম মেম্বারের অবৈধ মাদকের বিরুদ্ধে কেউ কথা বললে তাকেও মাদক দিয়ে পুলিশে ধরিয়ে দিবে ও রাতের অন্ধকারে তাঁর পরিবারের ক্ষতি করবে বলে একটি সূত্র নিশ্চিত করছে।

নাম প্রকাশ না করার শর্তে একাধিক ব্যক্তি প্রতিবেদককে বলেন,সালাম মেম্বারের মাদক ব্যবসার বিরুদ্ধে কেউ প্রতিবাদ করার সহস পায়না,সালাম মেম্বারের নিজস্ব ক্যাডার বাহীনীর ভয়ে, এছাড়া সালাম মেম্বার স্থানীয় ইউপি সদস্য এ পরিচয়ের প্রভাবে আইনশৃঙ্খলা বাহিনীকে ম্যানেজ করে চলে নাকি তার মাদকের ব্যবসা।

এলাকাবাসীর জোর দাবি সালাম মেম্বার গংদের বিরুদ্ধে প্রশাসনের জরুরী পদক্ষেপ নেওয়ার দরকার তা নাহলে এলাকার যুবসমাজ রসাতলে চলে যাবে এছাড়াও এলাকায় চুরি ছিনতাই বেড়েই চলেছে।

Please Share This Post in Your Social Media

কুষ্টিয়া দৌলতপুর রামকৃষ্ণপুর ইউনিয়নের শীর্ষ মাদক ব্যবসায়ী সালাম মেম্বারের মাদক ব্যবসা

Update Time : ১২:৫৬:৩৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ অক্টোবর ২০২৩

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ৫ নং রামকৃষ্ণপুর ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের বর্তমান মেম্বার আব্দুস সালাম ওরোফে সালাম মেম্বার নামে পরিচিত।

রামকৃষ্ণপুর ইউনিয়নের মোহাম্মদপুর গাংপাড়া(চরপাড়া)গ্রামের মৃত:ফড়ু মন্ডলের ৩ ছেলে আব্দুস সালাম(সালাম মেম্বার),গুলু ও নান্টু। সালাম মেম্বার ৩ ভায়ের মধ্যে বড়।সালাম মেম্বারের নেতৃত্বে তাঁর দুই ছোট ভাই গুলু ও নান্টু পার্শ্ববর্তী সীমান্ত এলাকা ভারত হতে অবৈধ মাদক ফেন্সিডিল,গাঁজা ও অস্ত্র আমদানী করে।

সালাম মেম্বার দৌলতপুর উপজেলার একজন নামকরা শীর্ষ মাদক ব্যবসায়ী ও মাদক আমদানি ব্যবসায়ীদের মধ্যে অন্যতম একজন। গত ০৮/১০/২০২৩ ইং তারিখ ভোরে পার্শ্ববর্তী সীমান্ত ভারত হতে সালাম মেম্বারের নেতৃত্বে তাঁর দুই ভাই ও তাঁদের সহযোগীসহ মাদক আমদানি করছিলো,ভারতীয় সীমানার অন্তর্ভুক্ত এলাকাতে অতর্কিত ভাবে ধাওয়ার কারনে কিছু মাদক হারিয়ে যায়, শুরু হয় দ্বন্দ্ব নিজেদের মধ্যে, এর-ই ধারাবাহিকতায় শীর্ষ মাদক ব্যবসায়ী সালাম মেম্বারের নেতৃত্বে মাদক হারানোর বিষয়ে সালাম মেম্বার,তার আপন ভাই গুলু,নান্টু এবং স্থানীয় আরেক মাদক ব্যবসায়ী নেহার,নেহারের পুত্র স্বজিব সহ আরো কয়েকজন মাদক ব্যবসায়ী সকলে বসে উক্ত মাদক নিয়ে দ্বন্দ্বের বিষয়টি ০৮/১০/২০২৩ ইং তারিখ সকালেই আপোষ হয়-সত্তর হাজার টাকা জরিমানার চুক্তিতে।

সালাম মেম্বারের বিষয়ে ও উক্ত ঘটনার অনুসন্ধানে নামে সাংবাদিক, বিষয়টি নিয়ে সাংবাদিক শীর্ষ মাদক ব্যবসায়ী সালাম মেম্বারের মুঠোফোনে ঘটনার মূল রহস্য উদঘাটনের জন্য কৌশলে জানতে চাইলে,মাদক সম্রাট সালাম মেম্বার বিষয়টির সত্যতা স্বীকার করে সাংবাদিকের কাছে।

সালাম মেম্বার আরো বলেন,আপনি মাদকের ঘটনাটি যা শুনেছেন সবই সত্য,আমার আপন ভাই গুলু,নেহার ও নেহারের ছেলের মাদক। উক্ত বিষয়টি নিয়ে শীর্ষ মাদক ব্যবসায়ী ও মাদক সিন্ডিকেটের অন্যতম মাদক সম্রাট সালাম মেম্বারের আত্মীয় কুষ্টিয়ার এক স্বনামধন্য কলেজের শিক্ষককে দিয়ে সাংবাদিককে ফোন করায় ও সেই শিক্ষক সাংবাদিককে বিষয়টি নিয়ে সংবাদ প্রকাশ না করা ও উক্ত বিষয়টি প্রশাসনকে অবগত না করার পরামর্শ দেন, সেই শিক্ষক আরো বলেন,সালাম মেম্বার বর্ডার অঞ্চলের লোক!খুব ভয়ংকর! বড় সিন্ডিকেটের মানুষ!

স্থানীয়সূত্রে নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন ব্যাক্তি সাংবাদিকদের বলেন, সালাম মেম্বার দৌলতপুর উপজেলার শীর্ষ মাদক ব্যবসায়ী ও মাদক ভারত থেকে আমদানিকারক। তবে শীর্ষ মাদক ব্যবসায়ী ও মাদক আমদানিরকারক সিন্ডিকেটের অন্যতম সদস্য বর্তমান স্থানীয় ইউ’পি সদস্য(মেম্বার)এর আড়ালে জনগন ও আইনশৃঙ্খলা বাহিনীদের চোখে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে রমরমা মাদক আমদানি করে ও পাইকারী মাদকের ব্যবসা করে,থাকে ধরা ছোঁয়ার বাইরে। সেলিম মেম্বারের নেতৃত্বে দীর্ঘদিন ধরে তাঁর এলাকা তথা কুষ্টিয়া জেলার অলি-গলিতে মরণ নেশা ফেন্সিডিল,গাঁজা,টাপেন্ডা, হিরোইন সহ অস্ত্র আমদানী করে পাইকারী সাপ্লাই করে বলে অভিযোগ আছে।

সালাম মেম্বারের এ মাদকের ভয়াবহতার ছোবলে ধ্বংস হচ্ছে যুবসমাজ,মাদকের নেশায় লন্ডভন্ড হচ্ছে নিন্মবিত্ত থেকে উচ্চবিত্ত পরিবারের ছেলে মেয়ে। সালাম মেম্বার ও তাঁর ভাইসহ মাদক আমদানি সিন্ডিকেটের সদস্যদের কারনে মাদকের ছোবলে অবিভাবকরা তাদের সন্তানদের নিয়ে রয়েছে চরম উদ্বেগ উৎকণ্ঠায়। বর্তমানে উপজেলা থেকে জেলা পর্যায় পুলিশ প্রশাসনের চোঁখ ফাকি দিয়ে চালিয়ে যাচ্ছে সালাম মেম্বার গংদের রমরমা মাদক ব্যবসা। সালাম মেম্বার এতটাই ভয়ংকর যে এলাকার কেউ তার বিরুদ্ধে প্রতিবাদ করতে সাহস পায়না।সালাম মেম্বারের অবৈধ মাদকের বিরুদ্ধে কেউ কথা বললে তাকেও মাদক দিয়ে পুলিশে ধরিয়ে দিবে ও রাতের অন্ধকারে তাঁর পরিবারের ক্ষতি করবে বলে একটি সূত্র নিশ্চিত করছে।

নাম প্রকাশ না করার শর্তে একাধিক ব্যক্তি প্রতিবেদককে বলেন,সালাম মেম্বারের মাদক ব্যবসার বিরুদ্ধে কেউ প্রতিবাদ করার সহস পায়না,সালাম মেম্বারের নিজস্ব ক্যাডার বাহীনীর ভয়ে, এছাড়া সালাম মেম্বার স্থানীয় ইউপি সদস্য এ পরিচয়ের প্রভাবে আইনশৃঙ্খলা বাহিনীকে ম্যানেজ করে চলে নাকি তার মাদকের ব্যবসা।

এলাকাবাসীর জোর দাবি সালাম মেম্বার গংদের বিরুদ্ধে প্রশাসনের জরুরী পদক্ষেপ নেওয়ার দরকার তা নাহলে এলাকার যুবসমাজ রসাতলে চলে যাবে এছাড়াও এলাকায় চুরি ছিনতাই বেড়েই চলেছে।