ঢাকা ১২:৩০ পূর্বাহ্ন, রবিবার, ১২ মে ২০২৪, ২৮ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজঃ
শ্বশুরবাড়িতে জামাইকে হত্যা, স্ত্রী-শ্বশুরসহ গ্রেপ্তার ৪ সিলেট সিটিতে ৫ থেকে ৫০০ গুণ বেড়েছে হোল্ডিং ট্যাক্স, জনমনে ক্ষোভ বাড়ছেই ঢাকা সাব-এডিটরস কাউন্সিলের সাথে ঝিকুট ফাউন্ডেশনের মতবিনিময় ও সৌজন্য সাক্ষাৎ রাত পোহালেই নির্বাচন সিলেটের ৪ উপজেলায় বিশ্বনাথে জয়ের পথে এগিয়ে ‘আনারস’ প্রতীকের অ্যাডভোকেট গিয়াস সিলেটের ১১ উপজেলায় নির্বাচনঃ সাধারণ ছুটি কাল সিলেট জেলায় ১৯ চেয়ারম্যান প্রার্থীর মধ্যে ১০ জনই প্রবাসী কুরিয়ার সার্ভিসে ফেনসিডিল পাচারকালে গ্রেফতার ১ উপজেলা নির্বাচনে অনিয়ম দেখলেই অভিযোগ করার আহ্বান ইসির উপজেলা নির্বাচন অবাধ, সুষ্ঠু ও সকলের কাছে গ্রহণযোগ্য হবে- ডিসি গাজীপুর

দৌলতপুরে “ভয়েস অফ ফিলিপনগর”এর উদ্যোগে বৃক্ষরোপন

আব্দুস সবুর
  • Update Time : ০৬:০৯:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১ অগাস্ট ২০২৩
  • / ১৮১ Time View

গাছ লাগিয়ে যত্ন করি, সুস্থ প্রজন্মের দেশ গড়ি’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে কুষ্টিয়া দৌলতপুর উপজেলার অন্যতম অরাজনৈতিক ও স্বেচ্ছাসেবী সংস্থা “ভয়েস অফ ফিলিপনগর” এর উদ্যোগে বৃক্ষরোপণ অভিযান-২০২৩ এর শুভ উদ্বোধন করেন কুষ্টিয়া দৌলতপুরের “ভয়েজ অফ ফিলিপনগর” এর সদস্যবৃন্দ।

এ বৃক্ষরোপন সার্বিক সহোযোগিতা করেন দৌলতপুরের কৃতি সন্তান মানবিক খ্যত ডাক্তার মুসা কবির।মানুষের মৌলিক চাহিদাগুলো, তথা প্রাকৃতিক ও পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষের ভূমিকা, জীব-বৈচিত্র্য সমৃদ্ধ টেকসই পরিবেশ ও প্রতিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তনের কারণে সৃষ্ট প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা ও আর্থসামাজিক উন্নয়নে বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ করেছেন।

বৃক্ষরোপণ-২০২৩,(আম সহ অন্যান্য) বৃক্ষের চারা রোপণ করা হয়েছে। বনজ সম্পদ বৃদ্ধি ও পরিবেশগত ভারসাম্য রক্ষার লক্ষ্যে সবাইকে স্ব-প্রণোদিত হয়ে বৃক্ষরোপণে উৎসাহিত করাই এ বৃক্ষরোপণ কর্মসূচির উদ্দেশ্য।

এই বর্ষায় কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ফিলিপনগর এর প্রাণ ও প্রকৃতির কথা ভেবে আমগাছ সহ অন্যান্য বৃক্ষ রোপণের মহৎপ্রাণ উদ্যোগ গ্রহন করেছেন”ভয়েস অফ ফিলিপনগর’’, উদ্যোগটির সফলতায় কাজ করছে দৌলতপুর উপজেলা ফিলিপনগর এর অন্যতম সামাজিক উন্নয়ন সংগঠক “ভয়েজ অফ ফিলিপনগর”।

এরই ধারাবাহিকতায় ২৯ জুলাই বৃক্ষরোপণ এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়।” ভয়েজ অফ ফিলিপনগর”এর সভাপতি ডা: রাশেদুল হাসান রিপন ও সাধারণ সম্পাদক ডা আরিফ রেজা সহ ভপ-কমিটির উপস্থিতে উদ্বোধনী আয়োজনটি আলোকিত ও স্মরণীয় করে রাখতে বৃক্ষরোপন করেন ফিলিপনগর মাধ্যমিক বিদ্যালয় চত্বর,ফিলিপনগর ইসলামীয়া মাদ্রাসা চত্বর,ফিলিপনগর দাখিল মাদ্রাসা সহ অত্র এলাকার বিভিন্ন স্থানে।

উপস্থিত ছিলেন “ভয়েজ অফ ফিলিপনগর” এর আবজাউল ইসলাম খাজা(সিনি: সহ সভাপতি),রোকনুজ্জামান খোকন(সহ সভাপতি),আমান উল্লাহ্(যুগ্ম সাধারণ সম্পাদক),ডা: আব্দুল হক তুরান(কার্য নির্বাহী সম্পাদক)ওয়াসিম কবিরাজ(কার্য নির্বাহী সম্পাদক),আল আমিন(সাংগঠনিক সম্পাদক)সহ আরো “ভয়েজ অফ ফিলিপনগর” এর দায়িত্বশীল সদস্য ও স্বেচ্ছাসেবকেরা।

এছাড়াও উপস্থিত ছিলেন পি এস এস মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি বিশিষ্ট সমাজসেবক মোঃ ইসাহক আলী বিএসসি,ফিলিপনগর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আসাদুজ্জামান বিএসসি,ফিলিপনগর দাখিল মাদ্রাসার সুপার-ইউনুস আলী,ইসলামপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহি উদ্দীন,শরিফুল ইসলাম (সহকারী শিক্ষক ফিলিপনগর মাধ্যমিক বিদ্যালয়),ফিলিপনগর ইউনিয়নের ১ নং ইউ’পি সদস্য মামুনুর রশীদ মামুন,ফজলুর রহমান ফজলু,তুষার,শাহিনুর রহমান(উদ্যোক্তা),শিহাব উদ্দীন(উদ্যোক্তা)।

বৃক্ষ রোপন কর্মসূচির মধ্যে সংক্ষিপ্ত আলোচনায়”ভয়েজ অফ ফিলিপনগর” এর সভাপতি ডাক্তার রাশেদুল ইসলাম রিপন ও সাধারণ সম্পাদক ডা : আরিফ রেজা বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষের ভূমিকা অপরিসীম। আমাদের প্রত্যেকেরই উচিত পরিকল্পিতভাবে বৃক্ষরোপণে অংশগ্রহণ করা। জনপ্রতিনিধি, শিক্ষক, সমাজ কর্মী, মসজিদের ইমাম প্রমুখ এর সমন্বয়ে বৃক্ষরোপণকে একটি সামাজিক আন্দোলনে রুপদান করতে হবে। বৃক্ষরোপণ পরবর্তী পরিচর্যাতে বেশি মনোনিবেশ করার জন্য সকলের প্রতি আহবান জানান।

Please Share This Post in Your Social Media

দৌলতপুরে “ভয়েস অফ ফিলিপনগর”এর উদ্যোগে বৃক্ষরোপন

Update Time : ০৬:০৯:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১ অগাস্ট ২০২৩

গাছ লাগিয়ে যত্ন করি, সুস্থ প্রজন্মের দেশ গড়ি’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে কুষ্টিয়া দৌলতপুর উপজেলার অন্যতম অরাজনৈতিক ও স্বেচ্ছাসেবী সংস্থা “ভয়েস অফ ফিলিপনগর” এর উদ্যোগে বৃক্ষরোপণ অভিযান-২০২৩ এর শুভ উদ্বোধন করেন কুষ্টিয়া দৌলতপুরের “ভয়েজ অফ ফিলিপনগর” এর সদস্যবৃন্দ।

এ বৃক্ষরোপন সার্বিক সহোযোগিতা করেন দৌলতপুরের কৃতি সন্তান মানবিক খ্যত ডাক্তার মুসা কবির।মানুষের মৌলিক চাহিদাগুলো, তথা প্রাকৃতিক ও পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষের ভূমিকা, জীব-বৈচিত্র্য সমৃদ্ধ টেকসই পরিবেশ ও প্রতিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তনের কারণে সৃষ্ট প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা ও আর্থসামাজিক উন্নয়নে বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ করেছেন।

বৃক্ষরোপণ-২০২৩,(আম সহ অন্যান্য) বৃক্ষের চারা রোপণ করা হয়েছে। বনজ সম্পদ বৃদ্ধি ও পরিবেশগত ভারসাম্য রক্ষার লক্ষ্যে সবাইকে স্ব-প্রণোদিত হয়ে বৃক্ষরোপণে উৎসাহিত করাই এ বৃক্ষরোপণ কর্মসূচির উদ্দেশ্য।

এই বর্ষায় কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ফিলিপনগর এর প্রাণ ও প্রকৃতির কথা ভেবে আমগাছ সহ অন্যান্য বৃক্ষ রোপণের মহৎপ্রাণ উদ্যোগ গ্রহন করেছেন”ভয়েস অফ ফিলিপনগর’’, উদ্যোগটির সফলতায় কাজ করছে দৌলতপুর উপজেলা ফিলিপনগর এর অন্যতম সামাজিক উন্নয়ন সংগঠক “ভয়েজ অফ ফিলিপনগর”।

এরই ধারাবাহিকতায় ২৯ জুলাই বৃক্ষরোপণ এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়।” ভয়েজ অফ ফিলিপনগর”এর সভাপতি ডা: রাশেদুল হাসান রিপন ও সাধারণ সম্পাদক ডা আরিফ রেজা সহ ভপ-কমিটির উপস্থিতে উদ্বোধনী আয়োজনটি আলোকিত ও স্মরণীয় করে রাখতে বৃক্ষরোপন করেন ফিলিপনগর মাধ্যমিক বিদ্যালয় চত্বর,ফিলিপনগর ইসলামীয়া মাদ্রাসা চত্বর,ফিলিপনগর দাখিল মাদ্রাসা সহ অত্র এলাকার বিভিন্ন স্থানে।

উপস্থিত ছিলেন “ভয়েজ অফ ফিলিপনগর” এর আবজাউল ইসলাম খাজা(সিনি: সহ সভাপতি),রোকনুজ্জামান খোকন(সহ সভাপতি),আমান উল্লাহ্(যুগ্ম সাধারণ সম্পাদক),ডা: আব্দুল হক তুরান(কার্য নির্বাহী সম্পাদক)ওয়াসিম কবিরাজ(কার্য নির্বাহী সম্পাদক),আল আমিন(সাংগঠনিক সম্পাদক)সহ আরো “ভয়েজ অফ ফিলিপনগর” এর দায়িত্বশীল সদস্য ও স্বেচ্ছাসেবকেরা।

এছাড়াও উপস্থিত ছিলেন পি এস এস মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি বিশিষ্ট সমাজসেবক মোঃ ইসাহক আলী বিএসসি,ফিলিপনগর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আসাদুজ্জামান বিএসসি,ফিলিপনগর দাখিল মাদ্রাসার সুপার-ইউনুস আলী,ইসলামপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহি উদ্দীন,শরিফুল ইসলাম (সহকারী শিক্ষক ফিলিপনগর মাধ্যমিক বিদ্যালয়),ফিলিপনগর ইউনিয়নের ১ নং ইউ’পি সদস্য মামুনুর রশীদ মামুন,ফজলুর রহমান ফজলু,তুষার,শাহিনুর রহমান(উদ্যোক্তা),শিহাব উদ্দীন(উদ্যোক্তা)।

বৃক্ষ রোপন কর্মসূচির মধ্যে সংক্ষিপ্ত আলোচনায়”ভয়েজ অফ ফিলিপনগর” এর সভাপতি ডাক্তার রাশেদুল ইসলাম রিপন ও সাধারণ সম্পাদক ডা : আরিফ রেজা বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষের ভূমিকা অপরিসীম। আমাদের প্রত্যেকেরই উচিত পরিকল্পিতভাবে বৃক্ষরোপণে অংশগ্রহণ করা। জনপ্রতিনিধি, শিক্ষক, সমাজ কর্মী, মসজিদের ইমাম প্রমুখ এর সমন্বয়ে বৃক্ষরোপণকে একটি সামাজিক আন্দোলনে রুপদান করতে হবে। বৃক্ষরোপণ পরবর্তী পরিচর্যাতে বেশি মনোনিবেশ করার জন্য সকলের প্রতি আহবান জানান।