ঢাকা ১১:৫২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ মে ২০২৪, ৩১ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজঃ
টঙ্গী রেলওয়ে জংশনে ছাউনি না থাকায় যাত্রীদের দুর্ভোগ চরমে লন্ডনে আগামী ২ জুন থেকে শুরু হবে রেইনবো’র আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ধর্ম অবমাননার দায়ে জবি শিক্ষার্থীর ৫ বছরের কারাদন্ড সিলেটে কমেছে পাসের হার ও জিপিএ ৫ আনোয়ার-আরিফের ‘গোপন বৈঠক’ ঘিরে সিলেটে জনকৌতূহল শ্বশুরবাড়িতে জামাইকে হত্যা, স্ত্রী-শ্বশুরসহ গ্রেপ্তার ৪ সিলেট সিটিতে ৫ থেকে ৫০০ গুণ বেড়েছে হোল্ডিং ট্যাক্স, জনমনে ক্ষোভ বাড়ছেই ঢাকা সাব-এডিটরস কাউন্সিলের সাথে ঝিকুট ফাউন্ডেশনের মতবিনিময় ও সৌজন্য সাক্ষাৎ রাত পোহালেই নির্বাচন সিলেটের ৪ উপজেলায় বিশ্বনাথে জয়ের পথে এগিয়ে ‘আনারস’ প্রতীকের অ্যাডভোকেট গিয়াস

সালথায় প্রথম‌ দিনের এসএস‌সি ও সমমানের প‌রিক্ষা সম্পন্ন: অনুপ‌স্থিত ২১

Reporter Name
  • Update Time : ০৫:১৯:১৫ অপরাহ্ন, রবিবার, ৩০ এপ্রিল ২০২৩
  • / ১৬২ Time View

জাকির হোসেন, সালথা (ফ‌রিদপুর) প্রতি‌নি‌ধিঃ ফ‌রিদপু‌রের সালথা উপ‌জেলায় এসএস‌সি ও সমমা‌নের প্রথম দি‌নের প‌রিক্ষা সুষ্ঠু, সুন্দর ও ম‌নো‌রম প‌রি‌বে‌শে অনু‌ষ্ঠিত হ‌য়ে‌ছে।

প্রথম‌দি‌নের প‌রিক্ষায় এসএস‌সি বাংলা প্রথমপত্র ও দা‌খি‌লের কোরআন মা‌জিদ প‌রিক্ষায় মোট ১৪১১ জ‌নের ম‌ধ্যে ২১জন প‌রিক্ষার্থী অনুপ‌স্থিত থাকার খবর পাওয়া যায়। সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হওয়ায় সন্তুষ্টি প্রকাশ ক‌রে‌ছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

রোববার (৩০ এ‌প্রিল) সকাল ১০টায় শুরু হওয়া পরীক্ষায় কেন্দ্রগুলোতে অভিভাবকদের ব্যাপক উপস্থিতি লক্ষ করা যায়। তবে কোথাও কোন ধরনের অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। উপজেলার ১টি ভেন্যুসহ ২টি কেন্দ্রে এসএসসি ও দাখিল পরীক্ষা অনুষ্ঠিত হয়। মোট পরীক্ষার্থীর সংখ্যা ১৪১১ জন। এদের মধ্যে এসএসসি‌ তে অংশগ্রহণ করে ১১৯০ জন এবং দাখিল পরীক্ষায় অংশ গ্রহণ করে ২১১ জন পরীক্ষার্থী। এর ম‌ধ্যে এস‌সি‌তে ১২ দা‌খি‌লে ৯ জন মি‌লে মোট ২১জন অনুপ‌স্থিত থা‌কে।

পরীক্ষা চলাকালীন সময়ে উপজেলা নির্বাহী অফিসার (অ:দা:) ও নির্বাহী ম‌্যা‌জি‌স্ট্রেট মোঃ সালাহউদ্দিন আইয়ূবী এবং সালথা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ও‌সি) মোঃ শেখ সাদিক প্রতি‌টি কেন্দ্র পরিদর্শন করেন। কঠোর নজরদারিতে পরীক্ষার কেন্দ্র গুলোতে নকল মুক্ত পরিবেশ, সুষ্ঠু ব্যবস্থাপনা ও কঠোর নিরাপত্তা নিশ্চিত করায় সর্বমহলে ব্যাপক প্রশংসা কুড়িয়েছেন তারা।

উপজেলা নির্বাহী অফিসার (অ:দা:) ও নির্বাহী ম‌্যা‌জি‌স্ট্রেট মোঃ সালাহউদ্দিন আইয়ূবী জানান, সংশ্লিষ্ট অধিদপ্তরের নির্দেশনা অনুযায়ী সুষ্ঠু ও নকলমুক্ত পরিবেশে ১ম পরীক্ষা অনু‌ষ্ঠিত হ‌য়ে‌ছে। প্রায় প্রতিটি কে‌ন্দ্রে য‌থেষ্ঠ নিরাপত্তায় প‌রিক্ষা অনু‌ষ্ঠিত হ‌য়ে‌ছে। পরিক্ষায় কোনো অসদুপায় অবলম্বন করার সাথে কাউকে জড়িত পাওয়া গেলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। প্রতি‌টি প‌রিক্ষাই প্রথম‌দি‌নের মত সুষ্ঠু ও শা‌ন্তিপূর্ণ অনু‌ষ্ঠিত হ‌বে।

Please Share This Post in Your Social Media

সালথায় প্রথম‌ দিনের এসএস‌সি ও সমমানের প‌রিক্ষা সম্পন্ন: অনুপ‌স্থিত ২১

Update Time : ০৫:১৯:১৫ অপরাহ্ন, রবিবার, ৩০ এপ্রিল ২০২৩

জাকির হোসেন, সালথা (ফ‌রিদপুর) প্রতি‌নি‌ধিঃ ফ‌রিদপু‌রের সালথা উপ‌জেলায় এসএস‌সি ও সমমা‌নের প্রথম দি‌নের প‌রিক্ষা সুষ্ঠু, সুন্দর ও ম‌নো‌রম প‌রি‌বে‌শে অনু‌ষ্ঠিত হ‌য়ে‌ছে।

প্রথম‌দি‌নের প‌রিক্ষায় এসএস‌সি বাংলা প্রথমপত্র ও দা‌খি‌লের কোরআন মা‌জিদ প‌রিক্ষায় মোট ১৪১১ জ‌নের ম‌ধ্যে ২১জন প‌রিক্ষার্থী অনুপ‌স্থিত থাকার খবর পাওয়া যায়। সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হওয়ায় সন্তুষ্টি প্রকাশ ক‌রে‌ছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

রোববার (৩০ এ‌প্রিল) সকাল ১০টায় শুরু হওয়া পরীক্ষায় কেন্দ্রগুলোতে অভিভাবকদের ব্যাপক উপস্থিতি লক্ষ করা যায়। তবে কোথাও কোন ধরনের অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। উপজেলার ১টি ভেন্যুসহ ২টি কেন্দ্রে এসএসসি ও দাখিল পরীক্ষা অনুষ্ঠিত হয়। মোট পরীক্ষার্থীর সংখ্যা ১৪১১ জন। এদের মধ্যে এসএসসি‌ তে অংশগ্রহণ করে ১১৯০ জন এবং দাখিল পরীক্ষায় অংশ গ্রহণ করে ২১১ জন পরীক্ষার্থী। এর ম‌ধ্যে এস‌সি‌তে ১২ দা‌খি‌লে ৯ জন মি‌লে মোট ২১জন অনুপ‌স্থিত থা‌কে।

পরীক্ষা চলাকালীন সময়ে উপজেলা নির্বাহী অফিসার (অ:দা:) ও নির্বাহী ম‌্যা‌জি‌স্ট্রেট মোঃ সালাহউদ্দিন আইয়ূবী এবং সালথা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ও‌সি) মোঃ শেখ সাদিক প্রতি‌টি কেন্দ্র পরিদর্শন করেন। কঠোর নজরদারিতে পরীক্ষার কেন্দ্র গুলোতে নকল মুক্ত পরিবেশ, সুষ্ঠু ব্যবস্থাপনা ও কঠোর নিরাপত্তা নিশ্চিত করায় সর্বমহলে ব্যাপক প্রশংসা কুড়িয়েছেন তারা।

উপজেলা নির্বাহী অফিসার (অ:দা:) ও নির্বাহী ম‌্যা‌জি‌স্ট্রেট মোঃ সালাহউদ্দিন আইয়ূবী জানান, সংশ্লিষ্ট অধিদপ্তরের নির্দেশনা অনুযায়ী সুষ্ঠু ও নকলমুক্ত পরিবেশে ১ম পরীক্ষা অনু‌ষ্ঠিত হ‌য়ে‌ছে। প্রায় প্রতিটি কে‌ন্দ্রে য‌থেষ্ঠ নিরাপত্তায় প‌রিক্ষা অনু‌ষ্ঠিত হ‌য়ে‌ছে। পরিক্ষায় কোনো অসদুপায় অবলম্বন করার সাথে কাউকে জড়িত পাওয়া গেলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। প্রতি‌টি প‌রিক্ষাই প্রথম‌দি‌নের মত সুষ্ঠু ও শা‌ন্তিপূর্ণ অনু‌ষ্ঠিত হ‌বে।