ঢাকা ১২:৫৪ পূর্বাহ্ন, রবিবার, ০৫ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজঃ
জাতীয় কৃষি প্রশিক্ষণ একাডেমি (নাটা) তে “ইনোভেশন শোকেসিং” আয়োজন টঙ্গীতে বিনিয়োগকৃত অর্থ আদায়ের দাবীতে সংবাদ সম্মেলন পরিবেশ ও উন্নয়ন সাংবাদিকতায় হয়রানি হলে সুরক্ষা দেবে সরকার: তথ্য প্রতিমন্ত্রী আজ সেই ভয়াল ৩ মে! প্রবাসীদের সেবার মান বাড়াতে স্মার্ট কার্ড প্রদান করা হবে – ড. মোমেন গুচ্ছের ‘বি’ ইউনিটের উপস্থিতি হার ৯০ শতাংশ ইবিতে ‘বি’ ইউনিটের গুচ্ছ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত অবিলম্বে ১০ম ওয়েজবোর্ড গঠন করুন: বিএফইউজে ও ডিইউজে নেতৃবৃন্দ অজ্ঞান করে স্বর্ণ ও টাকা চুরির রহস্য উদঘাটন ও চোরাই মালামালসহ গ্রেফতার ১ কয়েন প্রতারণার ফাঁদে ফেলে কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়া চক্রের দুই সদস্য গ্রেফতার

সাঈদীর জন্য মসজিদে দোয়া, ইমামকে কুপিয়ে জখম!

যশোর প্রতিনিধি
  • Update Time : ০১:৩৭:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ অগাস্ট ২০২৩
  • / ৫২ Time View

যশোরের শার্শায় মসজিদে দেলোয়ার হসোন সাঈদীর জন্য দোয়া করায় আশরাফুল ইসলাম আশা নামে এক ইমামকে কুপিয়ে মারাত্মক জখম করেছে দুর্বৃত্তরা। সোমবার (২১ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে যাদবপুর গ্রামের কামারবাড়ি মোড়ে এ ঘটনা ঘটে। আহত ওই ইমাম যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

আহত ইমাম আশরাফুল ইসলাম আশা উলাশী ইউনিয়নের গিলাপোল জামে মসজিদে দায়িত্ব পালন করছেন।

আহত ইমাম আশরাফুল ইসলাম আশা অভিযোগ করে বলেন, গত শুক্রবার (১৮ আগস্ট) জুম্মার নামাজের দিন গিলাপোল জামে মসজিদে মোনাজাতে যুদ্ধাপরাধ মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি দেলোয়ার হোসাইন সাঈদীর উদ্দেশ্যে দোয়া করি। দোয়ায় সাঈদীকে নিয়ে আমার একটু বেশি বলা হয়ে যায়। ওদিনই বিকালে আমাকে কিছু মাস্ক পরা যুবক পথের মাঝে বাঁধা দিয়ে হুমকি ধামকি দেয়।

ইমাম আরও বলেন, সোমবার মাগরিবের নামাজ পড়ানোর উদ্দেশ্যে নাভারণ বাজার থেকে গিলাপোল জামে মসজিদে যাচ্ছিলাম। পথিমধ্যে একটি মাঠ বরাবর রাস্তায় আমাকে মুখোশধারী ৭-৮ জন যুবক আটকায়। এরপর আমাকে মাঠের মধ্যে নিয়ে এলোপাতাড়ি চাকু ও ব্লেড দিয়ে কুপিয়ে জখম করে পালিয়ে যায়। পরবর্তীতে ওই এলাকার লোকজন আমাকে উদ্ধার করে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়। তারপর সেখান থেকে যশোর জেনারেল হাসপাতালে আমাকে রেফার করে।

যশোর জেনারেল হাসপাতালের সার্জারি বিভাগের দায়িত্বরত চিকিৎসক ডা. মুরসালিম বলেন, আশরাফুল ইসলাম নামে এক আহত ব্যক্তিকে ভর্তি করা হয়েছে। তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে কিছু ক্ষত জায়গায় ব্যান্ডেজ করে দেওয়া হয়েছিল। পরে এখানে আসার পর আরও কয়েক জায়গায় ব্যান্ডেজ করা হয়েছে। শরীরে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে।

শার্শা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকিকুল ইসলাম বলেন, ঘটনা শুনেছি। তবে এ ঘটনায় এখনো কোনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

সাঈদীর জন্য মসজিদে দোয়া, ইমামকে কুপিয়ে জখম!

Update Time : ০১:৩৭:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ অগাস্ট ২০২৩

যশোরের শার্শায় মসজিদে দেলোয়ার হসোন সাঈদীর জন্য দোয়া করায় আশরাফুল ইসলাম আশা নামে এক ইমামকে কুপিয়ে মারাত্মক জখম করেছে দুর্বৃত্তরা। সোমবার (২১ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে যাদবপুর গ্রামের কামারবাড়ি মোড়ে এ ঘটনা ঘটে। আহত ওই ইমাম যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

আহত ইমাম আশরাফুল ইসলাম আশা উলাশী ইউনিয়নের গিলাপোল জামে মসজিদে দায়িত্ব পালন করছেন।

আহত ইমাম আশরাফুল ইসলাম আশা অভিযোগ করে বলেন, গত শুক্রবার (১৮ আগস্ট) জুম্মার নামাজের দিন গিলাপোল জামে মসজিদে মোনাজাতে যুদ্ধাপরাধ মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি দেলোয়ার হোসাইন সাঈদীর উদ্দেশ্যে দোয়া করি। দোয়ায় সাঈদীকে নিয়ে আমার একটু বেশি বলা হয়ে যায়। ওদিনই বিকালে আমাকে কিছু মাস্ক পরা যুবক পথের মাঝে বাঁধা দিয়ে হুমকি ধামকি দেয়।

ইমাম আরও বলেন, সোমবার মাগরিবের নামাজ পড়ানোর উদ্দেশ্যে নাভারণ বাজার থেকে গিলাপোল জামে মসজিদে যাচ্ছিলাম। পথিমধ্যে একটি মাঠ বরাবর রাস্তায় আমাকে মুখোশধারী ৭-৮ জন যুবক আটকায়। এরপর আমাকে মাঠের মধ্যে নিয়ে এলোপাতাড়ি চাকু ও ব্লেড দিয়ে কুপিয়ে জখম করে পালিয়ে যায়। পরবর্তীতে ওই এলাকার লোকজন আমাকে উদ্ধার করে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়। তারপর সেখান থেকে যশোর জেনারেল হাসপাতালে আমাকে রেফার করে।

যশোর জেনারেল হাসপাতালের সার্জারি বিভাগের দায়িত্বরত চিকিৎসক ডা. মুরসালিম বলেন, আশরাফুল ইসলাম নামে এক আহত ব্যক্তিকে ভর্তি করা হয়েছে। তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে কিছু ক্ষত জায়গায় ব্যান্ডেজ করে দেওয়া হয়েছিল। পরে এখানে আসার পর আরও কয়েক জায়গায় ব্যান্ডেজ করা হয়েছে। শরীরে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে।

শার্শা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকিকুল ইসলাম বলেন, ঘটনা শুনেছি। তবে এ ঘটনায় এখনো কোনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।