ঢাকা ০৩:২৯ অপরাহ্ন, রবিবার, ০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজঃ
জাতীয় কৃষি প্রশিক্ষণ একাডেমি (নাটা) তে “ইনোভেশন শোকেসিং” আয়োজন টঙ্গীতে বিনিয়োগকৃত অর্থ আদায়ের দাবীতে সংবাদ সম্মেলন পরিবেশ ও উন্নয়ন সাংবাদিকতায় হয়রানি হলে সুরক্ষা দেবে সরকার: তথ্য প্রতিমন্ত্রী আজ সেই ভয়াল ৩ মে! প্রবাসীদের সেবার মান বাড়াতে স্মার্ট কার্ড প্রদান করা হবে – ড. মোমেন গুচ্ছের ‘বি’ ইউনিটের উপস্থিতি হার ৯০ শতাংশ ইবিতে ‘বি’ ইউনিটের গুচ্ছ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত অবিলম্বে ১০ম ওয়েজবোর্ড গঠন করুন: বিএফইউজে ও ডিইউজে নেতৃবৃন্দ অজ্ঞান করে স্বর্ণ ও টাকা চুরির রহস্য উদঘাটন ও চোরাই মালামালসহ গ্রেফতার ১ কয়েন প্রতারণার ফাঁদে ফেলে কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়া চক্রের দুই সদস্য গ্রেফতার

কুষ্টিয়া ভেড়ামারায় মান্নান ব্যাপারীর বাড়িতে হামলা ভাংচুর-লুটপাট, থানায় অভিযোগ

আবদুস সবুর, কুষ্টিয়া
  • Update Time : ০৭:১৯:১৯ অপরাহ্ন, বুধবার, ৫ জুলাই ২০২৩
  • / ৩৩০ Time View

কুষ্টিয়া ভেড়ামারা বাহিরচর মসলেমপুর মান্নান ব্যাপারীর বাড়িতে হামলা করে ভাঙচুর ও লুটপাট করেছে কিছু দুর্বৃত্তরা।

স্থানীয় সূত্রে জানা যায়-গত ০৪/০৭/২০২৩ ইং তারিখ বিকেল ৪ ঘটিকার সময় একই গ্রামের বাসিন্দা মৃত আব্দুল জব্বারের ছেলে সবুজ এর সাথে ব্যক্তিগত ঝগড়া বিবাদের কারণে সবুজকে আক্রমানত্বক ধাওয়া করে একই গ্রামের জিল্লুরের দুই ছেলে আলামিন ও জিয়ারুল,মৃত সালাম মাঝির ছেলে মনিরুজ্জামান ওরোফে মনিরুল সহ আরো ৪-৫ জন। পরে সবুজ প্রাণ রক্ষার ভয়ে ধরে পালিয়ে সাময়িকভাবে আশ্রয় নেয় মান্নান ব্যাপারীর বাড়িতে।

সবুজের পিছু পিছু ধাওয়া করা উল্লেখিত ব্যক্তিরা দেশীয় ধারালো অস্ত্রসস্র, হকিস্টিক, লাঠি-সোটা নিয়ে মান্নান ব্যাপারীর বাড়িতে সবুজকে খোঁজাখুঁজি করার এক পর্যায়ে মান্নান ব্যাপারীর স্ত্রী জুলেখা খাতুন ও তার বোনের মেয়ে বিলকিস ধাওয়াকারিদের জিজ্ঞেস করে ঘটনার বিষয়ে।

এর-ই মধ্যে সবুজকে আলামিন মান্নান ব্যাপারীর বসতঘরের ভেতরে আশ্রয় নেওয়া দেখে ওখানে উপুরি ঝুপরি মারধর শুরু করে ধাওয়াকারিরা।

অভিযোগের বিবাদী জুলেখা খাতুন ও তার বোনের মেয়ে বিলকিস সবুজের প্রতি আঘাতে বাধা দিলে আলামিনের নির্দেশে তাদের প্রতি প্রচন্ড আঘাত করে ও তাদের বাড়ি ভাঙচুর করে ঘরের ভিতরে ঢুকে নগদ ৩ লক্ষ ২৫ হাজার টাকা,১৬ আনা ওজনের গলার একটি চেইন,১০ আনা ওজনের ১ জোড়া হাতের চুড়ি,৮ আনা ওজনের কানের দুল, ৮ আনা ওজনের দুইটি হাতের আংটি(অভিযোগ উল্লেখ আছে),এগুলোর বর্তমান বাজার মূল্য আনুমানিক ২ লক্ষ ৫৭ হাজার টাকা।

ঘটনাস্থলে সরেজমিনে গিয়ে জানা যায় অভিযোগে উল্লেখিত জিল্লুরের ছেলে আলামিন বাংলাদেশ নৌবাহিনীতে সৈনিক(সি-ম্যান) পদে চাকরি করে,বর্তমান চাকরির স্থল নারায়ণগঞ্জ।

সে খেলাধুলায় অনেক ভালো,তবে চাকুরি পাওয়ার পরে বেশ বেপরোয়া হয়ে চলাফেরা করে এলাকাতে। চাকরি পেয়েছে ২০২১ সালে,বিয়ে করেছে স্থানীয় প্রভাবশালী বংশে।সেই শ্বশুর কুলের বংশের অবৈধ ক্ষমতা ও সে সরকারি ডিফেন্সে চাকরি করে এটাই তার মৌখিক বুলি। প্রতিবারই ছুটিতে গ্রামের বাড়িতে আসার পর বেপরোয়া চলাফেরা করে ও কোন না কোন ঝামেলা করে এলাকাতে, তারপর ছুটি শেষে চলে যাই চাকুরিস্থলে।

এ বিষয়ে ভারপ্রাপ্ত দায়িত্বরত ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ এর কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন, সবুজ নামের ব্যক্তিকে নিয়ে এই ঘটনা, সবুজের বিষয়ে আনীত অভিযোগ মূলে সবুজের বিরুদ্ধে ধর্ষণ চেষ্টা মামলা হয়েছে। কুষ্টিয়া ভেড়ামারা বাহিরচর মসলেমপুর মান্নান ব্যাপারীর বাড়িতে হামলা করে ভাঙচুর ও লুটপাট করেছে কিছু দুর্বৃত্তরা।

স্থানীয় সূত্রে জানা যায়-গত ০৪/০৭/২০২৩ ইং তারিখ বিকেল ৪ ঘটিকার সময় একই গ্রামের বাসিন্দা মৃত আব্দুল জব্বারের ছেলে সবুজ এর সাথে ব্যক্তিগত ঝগড়া বিবাদের কারণে সবুজকে আক্রমানত্বক ধাওয়া করে একই গ্রামের জিল্লুরের দুই ছেলে আলামিন ও জিয়ারুল, মৃত সালাম মাঝির ছেলে মনিরুজ্জামান ওরোফে মনিরুল সহ আরো ৪-৫ জন। পরে সবুজ প্রাণ রক্ষার ভয়ে ধরে পালিয়ে সাময়িকভাবে আশ্রয় নেয় মান্নান ব্যাপারীর বাড়িতে।

সবুজের পিছু পিছু ধাওয়া করা উল্লেখিত ব্যক্তিরা দেশীয় ধারালো অস্ত্রসস্ত্র, হকিস্টিক, লাঠি-সোটা নিয়ে মান্নান ব্যাপারীর বাড়িতে সবুজকে খোঁজাখুঁজি করার এক পর্যায়ে মান্নান ব্যাপারীর স্ত্রী জুলেখা খাতুন ও তার বোনের মেয়ে বিলকিস ধাওয়াকারিদের জিজ্ঞেস করে ঘটনার বিষয়ে।

এর-ই মধ্যে সবুজকে আলামিন মান্নান ব্যাপারীর বসতঘরের ভেতরে আশ্রয় নেওয়া দেখে ওখানে উপর্যপুরি মারধর শুরু করে ধাওয়াকারিরা।

অভিযোগের বিবাদী জুলেখা খাতুন ও তার বোনের মেয়ে বিলকিস সবুজের প্রতি আঘাতে বাধা দিলে আলামিনের নির্দেশে তাদের প্রতি প্রচন্ড আঘাত করে ও তাদের বাড়ি ভাঙচুর করে ঘরের ভিতরে ঢুকে নগদ ৩ লক্ষ ২৫ হাজার টাকা,১৬ আনা ওজনের গলার একটি চেইন,১০ আনা ওজনের ১ জোড়া হাতের চুড়ি,৮ আনা ওজনের কানের দুল, ৮ আনা ওজনের দুইটি হাতের আংটি (অভিযোগ উল্লেখ আছে),এগুলোর বর্তমান বাজার মূল্য আনুমানিক ২ লক্ষ ৫৭ হাজার টাকা।

ঘটনাস্থলে সরেজমিনে গিয়ে জানা যায় অভিযোগে উল্লেখিত জিল্লুরের ছেলে আলামিন বাংলাদেশ নৌবাহিনীতে সৈনিক(সি-ম্যান) পদে চাকরি করে,বর্তমান চাকরির স্থল নারায়ণগঞ্জ।

সে খেলাধুলায় অনেক ভালো,তবে চাকুরি পাওয়ার পরে বেশ বেপরোয়া হয়ে চলাফেরা করে এলাকাতে। চাকরি পেয়েছে ২০২১ সালে,বিয়ে করেছে স্থানীয় প্রভাবশালী বংশে।

সেই শ্বশুর কুলের বংশের অবৈধ ক্ষমতা ও সে সরকারি ডিফেন্সে চাকরি করে এটাই তার মৌখিক বুলি। প্রতিবারই ছুটিতে গ্রামের বাড়িতে আসার পর বেপরোয়া চলাফেরা করে ও কোন না কোন ঝামেলা করে এলাকাতে, তারপর ছুটি শেষে চলে যাই চাকুরিস্থলে।

এ বিষয়ে ভারপ্রাপ্ত দায়িত্বরত ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ এর কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন, সবুজ নামের ব্যক্তিকে নিয়ে এই ঘটনা, সবুজের বিষয়ে আনীত অভিযোগ মূলে সবুজের বিরুদ্ধে ধর্ষণ চেষ্টা মামলা হয়েছে।

Please Share This Post in Your Social Media

কুষ্টিয়া ভেড়ামারায় মান্নান ব্যাপারীর বাড়িতে হামলা ভাংচুর-লুটপাট, থানায় অভিযোগ

Update Time : ০৭:১৯:১৯ অপরাহ্ন, বুধবার, ৫ জুলাই ২০২৩

কুষ্টিয়া ভেড়ামারা বাহিরচর মসলেমপুর মান্নান ব্যাপারীর বাড়িতে হামলা করে ভাঙচুর ও লুটপাট করেছে কিছু দুর্বৃত্তরা।

স্থানীয় সূত্রে জানা যায়-গত ০৪/০৭/২০২৩ ইং তারিখ বিকেল ৪ ঘটিকার সময় একই গ্রামের বাসিন্দা মৃত আব্দুল জব্বারের ছেলে সবুজ এর সাথে ব্যক্তিগত ঝগড়া বিবাদের কারণে সবুজকে আক্রমানত্বক ধাওয়া করে একই গ্রামের জিল্লুরের দুই ছেলে আলামিন ও জিয়ারুল,মৃত সালাম মাঝির ছেলে মনিরুজ্জামান ওরোফে মনিরুল সহ আরো ৪-৫ জন। পরে সবুজ প্রাণ রক্ষার ভয়ে ধরে পালিয়ে সাময়িকভাবে আশ্রয় নেয় মান্নান ব্যাপারীর বাড়িতে।

সবুজের পিছু পিছু ধাওয়া করা উল্লেখিত ব্যক্তিরা দেশীয় ধারালো অস্ত্রসস্র, হকিস্টিক, লাঠি-সোটা নিয়ে মান্নান ব্যাপারীর বাড়িতে সবুজকে খোঁজাখুঁজি করার এক পর্যায়ে মান্নান ব্যাপারীর স্ত্রী জুলেখা খাতুন ও তার বোনের মেয়ে বিলকিস ধাওয়াকারিদের জিজ্ঞেস করে ঘটনার বিষয়ে।

এর-ই মধ্যে সবুজকে আলামিন মান্নান ব্যাপারীর বসতঘরের ভেতরে আশ্রয় নেওয়া দেখে ওখানে উপুরি ঝুপরি মারধর শুরু করে ধাওয়াকারিরা।

অভিযোগের বিবাদী জুলেখা খাতুন ও তার বোনের মেয়ে বিলকিস সবুজের প্রতি আঘাতে বাধা দিলে আলামিনের নির্দেশে তাদের প্রতি প্রচন্ড আঘাত করে ও তাদের বাড়ি ভাঙচুর করে ঘরের ভিতরে ঢুকে নগদ ৩ লক্ষ ২৫ হাজার টাকা,১৬ আনা ওজনের গলার একটি চেইন,১০ আনা ওজনের ১ জোড়া হাতের চুড়ি,৮ আনা ওজনের কানের দুল, ৮ আনা ওজনের দুইটি হাতের আংটি(অভিযোগ উল্লেখ আছে),এগুলোর বর্তমান বাজার মূল্য আনুমানিক ২ লক্ষ ৫৭ হাজার টাকা।

ঘটনাস্থলে সরেজমিনে গিয়ে জানা যায় অভিযোগে উল্লেখিত জিল্লুরের ছেলে আলামিন বাংলাদেশ নৌবাহিনীতে সৈনিক(সি-ম্যান) পদে চাকরি করে,বর্তমান চাকরির স্থল নারায়ণগঞ্জ।

সে খেলাধুলায় অনেক ভালো,তবে চাকুরি পাওয়ার পরে বেশ বেপরোয়া হয়ে চলাফেরা করে এলাকাতে। চাকরি পেয়েছে ২০২১ সালে,বিয়ে করেছে স্থানীয় প্রভাবশালী বংশে।সেই শ্বশুর কুলের বংশের অবৈধ ক্ষমতা ও সে সরকারি ডিফেন্সে চাকরি করে এটাই তার মৌখিক বুলি। প্রতিবারই ছুটিতে গ্রামের বাড়িতে আসার পর বেপরোয়া চলাফেরা করে ও কোন না কোন ঝামেলা করে এলাকাতে, তারপর ছুটি শেষে চলে যাই চাকুরিস্থলে।

এ বিষয়ে ভারপ্রাপ্ত দায়িত্বরত ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ এর কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন, সবুজ নামের ব্যক্তিকে নিয়ে এই ঘটনা, সবুজের বিষয়ে আনীত অভিযোগ মূলে সবুজের বিরুদ্ধে ধর্ষণ চেষ্টা মামলা হয়েছে। কুষ্টিয়া ভেড়ামারা বাহিরচর মসলেমপুর মান্নান ব্যাপারীর বাড়িতে হামলা করে ভাঙচুর ও লুটপাট করেছে কিছু দুর্বৃত্তরা।

স্থানীয় সূত্রে জানা যায়-গত ০৪/০৭/২০২৩ ইং তারিখ বিকেল ৪ ঘটিকার সময় একই গ্রামের বাসিন্দা মৃত আব্দুল জব্বারের ছেলে সবুজ এর সাথে ব্যক্তিগত ঝগড়া বিবাদের কারণে সবুজকে আক্রমানত্বক ধাওয়া করে একই গ্রামের জিল্লুরের দুই ছেলে আলামিন ও জিয়ারুল, মৃত সালাম মাঝির ছেলে মনিরুজ্জামান ওরোফে মনিরুল সহ আরো ৪-৫ জন। পরে সবুজ প্রাণ রক্ষার ভয়ে ধরে পালিয়ে সাময়িকভাবে আশ্রয় নেয় মান্নান ব্যাপারীর বাড়িতে।

সবুজের পিছু পিছু ধাওয়া করা উল্লেখিত ব্যক্তিরা দেশীয় ধারালো অস্ত্রসস্ত্র, হকিস্টিক, লাঠি-সোটা নিয়ে মান্নান ব্যাপারীর বাড়িতে সবুজকে খোঁজাখুঁজি করার এক পর্যায়ে মান্নান ব্যাপারীর স্ত্রী জুলেখা খাতুন ও তার বোনের মেয়ে বিলকিস ধাওয়াকারিদের জিজ্ঞেস করে ঘটনার বিষয়ে।

এর-ই মধ্যে সবুজকে আলামিন মান্নান ব্যাপারীর বসতঘরের ভেতরে আশ্রয় নেওয়া দেখে ওখানে উপর্যপুরি মারধর শুরু করে ধাওয়াকারিরা।

অভিযোগের বিবাদী জুলেখা খাতুন ও তার বোনের মেয়ে বিলকিস সবুজের প্রতি আঘাতে বাধা দিলে আলামিনের নির্দেশে তাদের প্রতি প্রচন্ড আঘাত করে ও তাদের বাড়ি ভাঙচুর করে ঘরের ভিতরে ঢুকে নগদ ৩ লক্ষ ২৫ হাজার টাকা,১৬ আনা ওজনের গলার একটি চেইন,১০ আনা ওজনের ১ জোড়া হাতের চুড়ি,৮ আনা ওজনের কানের দুল, ৮ আনা ওজনের দুইটি হাতের আংটি (অভিযোগ উল্লেখ আছে),এগুলোর বর্তমান বাজার মূল্য আনুমানিক ২ লক্ষ ৫৭ হাজার টাকা।

ঘটনাস্থলে সরেজমিনে গিয়ে জানা যায় অভিযোগে উল্লেখিত জিল্লুরের ছেলে আলামিন বাংলাদেশ নৌবাহিনীতে সৈনিক(সি-ম্যান) পদে চাকরি করে,বর্তমান চাকরির স্থল নারায়ণগঞ্জ।

সে খেলাধুলায় অনেক ভালো,তবে চাকুরি পাওয়ার পরে বেশ বেপরোয়া হয়ে চলাফেরা করে এলাকাতে। চাকরি পেয়েছে ২০২১ সালে,বিয়ে করেছে স্থানীয় প্রভাবশালী বংশে।

সেই শ্বশুর কুলের বংশের অবৈধ ক্ষমতা ও সে সরকারি ডিফেন্সে চাকরি করে এটাই তার মৌখিক বুলি। প্রতিবারই ছুটিতে গ্রামের বাড়িতে আসার পর বেপরোয়া চলাফেরা করে ও কোন না কোন ঝামেলা করে এলাকাতে, তারপর ছুটি শেষে চলে যাই চাকুরিস্থলে।

এ বিষয়ে ভারপ্রাপ্ত দায়িত্বরত ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ এর কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন, সবুজ নামের ব্যক্তিকে নিয়ে এই ঘটনা, সবুজের বিষয়ে আনীত অভিযোগ মূলে সবুজের বিরুদ্ধে ধর্ষণ চেষ্টা মামলা হয়েছে।