ঢাকা ০৭:২৩ অপরাহ্ন, রবিবার, ০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ

ইসরায়েলিকে ধরে গাজায় নিয়ে গেছে হামাস

নওরোজ আন্তর্জাতিক ডেস্ক
  • Update Time : ০৫:১০:৪৩ অপরাহ্ন, সোমবার, ৯ অক্টোবর ২০২৩
  • / ৭২ Time View

গত তিন দিন ধরে ইসরায়েলে ব্যাপক হামলা চালাচ্ছে ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী হামাস।

শনিবার (৭ অক্টোবর) ইসরায়েলে আকস্মিকভাবে অভিযান শুরু করে তারা। স্বাধীনতাকামী সশস্ত্র এ গোষ্ঠী দাবি করেছে, আজ সোমবারও বেশ কয়েকজন ইসরায়েলিকে আটক করেছে তারা।

আর আটককৃতদের ধরে অবরুদ্ধ গাজা উপত্যকায় নিয়ে যাওয়া হয়েছে। হামাসের নেতা আব্দেল-লতিফ-আল-কানোয়া বার্তাসংস্থা এপির সঙ্গে এক টেলিসাক্ষাৎকারে এমন দাবি করেছেন।

এছাড়া তিনি জানিয়েছেন, তাদের এ অভিযানের লক্ষ্য হলো— আল-আকসা মসজিদে ইসরায়েলিদের আগ্রাসন বন্ধ করা এবং ইসরায়েলি কারাগার থেকে সকল ফিলিস্তিনি বন্দিকে মুক্ত করা।

তিনি বলেছেন, ‘আমরা আমাদের জনগণ ও আল-আকসা মসজিদকে রক্ষায় উন্মুক্ত লড়াইয়ে আছি। এ যুদ্ধ সকল ফিলিস্তিনির মুক্তি এবং জেরুজালেমে এই ফ্যাসিস্ট সরকারের কর্মকাণ্ডের সমাপ্তি ঘটানোর সঙ্গে যুক্ত।’

হামাসের এ জ্যেষ্ঠ নেতা বলেছেন, গাজায় বর্তমানে অনেক ইসরায়েলি বন্দি আছে। তবে ঠিক কতজনকে জিম্মি করে রাখা হয়েছে সে বিষয়টি জানাননি তিনি।

এই সংখ্যাটি হামাসের সামরিক ইউনিট আল-কাসেম ব্রিগেড জানাবে বলে জানিয়েছেন তিনি। অপরদিকে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা অ্যারাবিক এক টুইট বার্তায় জানিয়েছে, সোমবারও বেশ কয়েকজন ইসরায়েলি সেনাকে আটক করতে সমর্থ হয়েছে হামাস।

এদিকে পবিত্র আল-আকসা মসজিদকে অপবিত্রকরণ ও সাধারণ ফিলিস্তিনের উপর নির্যাতনের জবাব দিতে শনিবার ‘অপারেশন আল-আকসা ফ্লাড’ নামে সামরিক অভিযান শুরু করে হামাস।

তাদের এ অভিযান শুরুর পর ইসরায়েল ও ফিলিস্তিন মিলে ১ হাজার ২০০ জনেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে।

Please Share This Post in Your Social Media

ইসরায়েলিকে ধরে গাজায় নিয়ে গেছে হামাস

Update Time : ০৫:১০:৪৩ অপরাহ্ন, সোমবার, ৯ অক্টোবর ২০২৩

গত তিন দিন ধরে ইসরায়েলে ব্যাপক হামলা চালাচ্ছে ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী হামাস।

শনিবার (৭ অক্টোবর) ইসরায়েলে আকস্মিকভাবে অভিযান শুরু করে তারা। স্বাধীনতাকামী সশস্ত্র এ গোষ্ঠী দাবি করেছে, আজ সোমবারও বেশ কয়েকজন ইসরায়েলিকে আটক করেছে তারা।

আর আটককৃতদের ধরে অবরুদ্ধ গাজা উপত্যকায় নিয়ে যাওয়া হয়েছে। হামাসের নেতা আব্দেল-লতিফ-আল-কানোয়া বার্তাসংস্থা এপির সঙ্গে এক টেলিসাক্ষাৎকারে এমন দাবি করেছেন।

এছাড়া তিনি জানিয়েছেন, তাদের এ অভিযানের লক্ষ্য হলো— আল-আকসা মসজিদে ইসরায়েলিদের আগ্রাসন বন্ধ করা এবং ইসরায়েলি কারাগার থেকে সকল ফিলিস্তিনি বন্দিকে মুক্ত করা।

তিনি বলেছেন, ‘আমরা আমাদের জনগণ ও আল-আকসা মসজিদকে রক্ষায় উন্মুক্ত লড়াইয়ে আছি। এ যুদ্ধ সকল ফিলিস্তিনির মুক্তি এবং জেরুজালেমে এই ফ্যাসিস্ট সরকারের কর্মকাণ্ডের সমাপ্তি ঘটানোর সঙ্গে যুক্ত।’

হামাসের এ জ্যেষ্ঠ নেতা বলেছেন, গাজায় বর্তমানে অনেক ইসরায়েলি বন্দি আছে। তবে ঠিক কতজনকে জিম্মি করে রাখা হয়েছে সে বিষয়টি জানাননি তিনি।

এই সংখ্যাটি হামাসের সামরিক ইউনিট আল-কাসেম ব্রিগেড জানাবে বলে জানিয়েছেন তিনি। অপরদিকে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা অ্যারাবিক এক টুইট বার্তায় জানিয়েছে, সোমবারও বেশ কয়েকজন ইসরায়েলি সেনাকে আটক করতে সমর্থ হয়েছে হামাস।

এদিকে পবিত্র আল-আকসা মসজিদকে অপবিত্রকরণ ও সাধারণ ফিলিস্তিনের উপর নির্যাতনের জবাব দিতে শনিবার ‘অপারেশন আল-আকসা ফ্লাড’ নামে সামরিক অভিযান শুরু করে হামাস।

তাদের এ অভিযান শুরুর পর ইসরায়েল ও ফিলিস্তিন মিলে ১ হাজার ২০০ জনেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে।