ঢাকা ০২:৩৭ অপরাহ্ন, রবিবার, ০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজঃ
জাতীয় কৃষি প্রশিক্ষণ একাডেমি (নাটা) তে “ইনোভেশন শোকেসিং” আয়োজন টঙ্গীতে বিনিয়োগকৃত অর্থ আদায়ের দাবীতে সংবাদ সম্মেলন পরিবেশ ও উন্নয়ন সাংবাদিকতায় হয়রানি হলে সুরক্ষা দেবে সরকার: তথ্য প্রতিমন্ত্রী আজ সেই ভয়াল ৩ মে! প্রবাসীদের সেবার মান বাড়াতে স্মার্ট কার্ড প্রদান করা হবে – ড. মোমেন গুচ্ছের ‘বি’ ইউনিটের উপস্থিতি হার ৯০ শতাংশ ইবিতে ‘বি’ ইউনিটের গুচ্ছ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত অবিলম্বে ১০ম ওয়েজবোর্ড গঠন করুন: বিএফইউজে ও ডিইউজে নেতৃবৃন্দ অজ্ঞান করে স্বর্ণ ও টাকা চুরির রহস্য উদঘাটন ও চোরাই মালামালসহ গ্রেফতার ১ কয়েন প্রতারণার ফাঁদে ফেলে কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়া চক্রের দুই সদস্য গ্রেফতার

ইউক্রেনে যুদ্ধ স্থায়ী হতে পারে কয়েক দশক : মেদভেদেভ

নওরোজ আন্তর্জাতিক ডেস্ক
  • Update Time : ০৮:২৭:০৪ অপরাহ্ন, রবিবার, ২০ অগাস্ট ২০২৩
  • / ৫০ Time View

ইউক্রেন যুদ্ধ মূলত রাশিয়ার ভৌগলিক অখণ্ডতা ও সার্বভৌমত্ব রক্ষার লড়াই। এ কারণে যতদিন পর্যন্ত ইউক্রেনে ‘নিষ্ঠুর শক্তি’ ক্ষমতাসীন থাকবে, ততদিন পর্যন্ত এই যুদ্ধ চলবে। ফলে বছরের পর বছর— এমনকি কয়েক দশক পর্যন্তও স্থায়ী হতে পারে এই সংঘাত।

রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট এবং বর্তমানে দেশটির সর্বোচ্চ নিরাপত্তা সংস্থা রাশিয়ান সিকিউরিটি কাউন্সিলের উপপ্রধান দিমিত্রি মেদভেদেভ শনিবার সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামে এক পোস্টে ফের এই যুদ্ধে তার দেশের অবস্থান স্পষ্ট করেছেন।

পোস্টে মেদভেদেভ বলেন, ‘রাশিয়ার অস্তিত্বের সঙ্গে এই যুদ্ধ সরাসরি সম্পর্কিত। আমাদের সামনে আর কোনো পথ নেই। যদি আমরা তাদের ষড়যন্ত্র ও নিষ্ঠুর পরিকল্পনা ধ্বংস করতে না পারি, সেক্ষেত্রে পশ্চিম ঐক্যবদ্ধভাবে রাশিয়াকে টুকরো টুকরো করবে।’

‘পশ্চিমের এই ষড়যন্ত্রের একমাত্র উদ্দেশ্য আমাদের ধ্বংস করা এবং আমরা তাদের এই নিষ্ঠুর পরিকল্পনা আমরা সফল হতে দিতে পারি না। এ কারণে যতদিন পর্যন্ত ইউক্রেনের বর্তমান সরকার, যা মূলত সন্ত্রাসবাদের পৃষ্ঠপোষক, ক্ষমতায় থাকবে— ততদিন এই লড়াই চলবে। এতে বছরের পর বছর, এমনকি দশকের পর দশকও চলে যেতে পারে,’ টেলিগ্রাম পোস্টে বলেন মেদভেদেভ।

কৃষ্ণ সাগরের উপদ্বীপ ক্রিমিয়াকে প্রতিশ্রুত সাংবিধানিক স্বীকৃতি না দেওয়া এবং উপদ্বীপটি ফের নিজেদের দখলে আনতে যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের সামরিক জোট নর্থ আটলান্টিক ট্রিটি অ্যালায়েন্সের (ন্যাটো) সদস্য হওয়ার জন্য চেষ্টা-তদবিরের অভিযোগে ২০২২ সালের ২৬ এপ্রিল ইউক্রেনে বিশেষ সামরিক অভিযান শুরু করে রুশ বাহিনী।

গত দেড় বছর ধরে চলতে থাকা এই যুদ্ধে ইতোমধ্যে নিহত হয়েছেন হাজার হাজার রুশ এবং ইউক্রেনীয় সেনা। এর বাইরে বেসামরিক লোকজনও নিহত হয়েছেন হাজারের অধিক। গত বছর অক্টোবরে ইউক্রেনের দনেৎস্ক, লুহানস্ক, ঝাপোরিজ্জিয়া এবং খেরসন প্রদেশকে রাশিয়ার অন্তর্ভুক্ত করেছে মস্কো।

শনিবারের পোস্টে মেদভেদেভ ইঙ্গিত দেন, প্রয়োজনে ইউক্রেনের রাষ্ট্রব্যবস্থা অচল করে দিয়ে দেশটিকে রাশিয়ার অন্তর্ভুক্ত করা হবে। তিনি বলেন, ‘রাশিয়া ও তার জনগণের ভবিষ্যৎকে নিরাপদ রাখতে যদি ইউক্রেনের রাষ্ট্রব্যবস্থা ধ্বংস করে সেটিকে রাশিয়ার অন্তর্ভুক্ত করতে হয়, তাহলে তা ই করতে হবে আমাদের।’

Please Share This Post in Your Social Media

ইউক্রেনে যুদ্ধ স্থায়ী হতে পারে কয়েক দশক : মেদভেদেভ

Update Time : ০৮:২৭:০৪ অপরাহ্ন, রবিবার, ২০ অগাস্ট ২০২৩

ইউক্রেন যুদ্ধ মূলত রাশিয়ার ভৌগলিক অখণ্ডতা ও সার্বভৌমত্ব রক্ষার লড়াই। এ কারণে যতদিন পর্যন্ত ইউক্রেনে ‘নিষ্ঠুর শক্তি’ ক্ষমতাসীন থাকবে, ততদিন পর্যন্ত এই যুদ্ধ চলবে। ফলে বছরের পর বছর— এমনকি কয়েক দশক পর্যন্তও স্থায়ী হতে পারে এই সংঘাত।

রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট এবং বর্তমানে দেশটির সর্বোচ্চ নিরাপত্তা সংস্থা রাশিয়ান সিকিউরিটি কাউন্সিলের উপপ্রধান দিমিত্রি মেদভেদেভ শনিবার সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামে এক পোস্টে ফের এই যুদ্ধে তার দেশের অবস্থান স্পষ্ট করেছেন।

পোস্টে মেদভেদেভ বলেন, ‘রাশিয়ার অস্তিত্বের সঙ্গে এই যুদ্ধ সরাসরি সম্পর্কিত। আমাদের সামনে আর কোনো পথ নেই। যদি আমরা তাদের ষড়যন্ত্র ও নিষ্ঠুর পরিকল্পনা ধ্বংস করতে না পারি, সেক্ষেত্রে পশ্চিম ঐক্যবদ্ধভাবে রাশিয়াকে টুকরো টুকরো করবে।’

‘পশ্চিমের এই ষড়যন্ত্রের একমাত্র উদ্দেশ্য আমাদের ধ্বংস করা এবং আমরা তাদের এই নিষ্ঠুর পরিকল্পনা আমরা সফল হতে দিতে পারি না। এ কারণে যতদিন পর্যন্ত ইউক্রেনের বর্তমান সরকার, যা মূলত সন্ত্রাসবাদের পৃষ্ঠপোষক, ক্ষমতায় থাকবে— ততদিন এই লড়াই চলবে। এতে বছরের পর বছর, এমনকি দশকের পর দশকও চলে যেতে পারে,’ টেলিগ্রাম পোস্টে বলেন মেদভেদেভ।

কৃষ্ণ সাগরের উপদ্বীপ ক্রিমিয়াকে প্রতিশ্রুত সাংবিধানিক স্বীকৃতি না দেওয়া এবং উপদ্বীপটি ফের নিজেদের দখলে আনতে যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের সামরিক জোট নর্থ আটলান্টিক ট্রিটি অ্যালায়েন্সের (ন্যাটো) সদস্য হওয়ার জন্য চেষ্টা-তদবিরের অভিযোগে ২০২২ সালের ২৬ এপ্রিল ইউক্রেনে বিশেষ সামরিক অভিযান শুরু করে রুশ বাহিনী।

গত দেড় বছর ধরে চলতে থাকা এই যুদ্ধে ইতোমধ্যে নিহত হয়েছেন হাজার হাজার রুশ এবং ইউক্রেনীয় সেনা। এর বাইরে বেসামরিক লোকজনও নিহত হয়েছেন হাজারের অধিক। গত বছর অক্টোবরে ইউক্রেনের দনেৎস্ক, লুহানস্ক, ঝাপোরিজ্জিয়া এবং খেরসন প্রদেশকে রাশিয়ার অন্তর্ভুক্ত করেছে মস্কো।

শনিবারের পোস্টে মেদভেদেভ ইঙ্গিত দেন, প্রয়োজনে ইউক্রেনের রাষ্ট্রব্যবস্থা অচল করে দিয়ে দেশটিকে রাশিয়ার অন্তর্ভুক্ত করা হবে। তিনি বলেন, ‘রাশিয়া ও তার জনগণের ভবিষ্যৎকে নিরাপদ রাখতে যদি ইউক্রেনের রাষ্ট্রব্যবস্থা ধ্বংস করে সেটিকে রাশিয়ার অন্তর্ভুক্ত করতে হয়, তাহলে তা ই করতে হবে আমাদের।’