ঢাকা ০১:৩৯ পূর্বাহ্ন, শনিবার, ০৪ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজঃ
আজ সেই ভয়াল ৩ মে! প্রবাসীদের সেবার মান বাড়াতে স্মার্ট কার্ড প্রদান করা হবে – ড. মোমেন গুচ্ছের ‘বি’ ইউনিটের উপস্থিতি হার ৯০ শতাংশ ইবিতে ‘বি’ ইউনিটের গুচ্ছ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত অবিলম্বে ১০ম ওয়েজবোর্ড গঠন করুন: বিএফইউজে ও ডিইউজে নেতৃবৃন্দ অজ্ঞান করে স্বর্ণ ও টাকা চুরির রহস্য উদঘাটন ও চোরাই মালামালসহ গ্রেফতার ১ কয়েন প্রতারণার ফাঁদে ফেলে কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়া চক্রের দুই সদস্য গ্রেফতার ফেসবুকে অপপ্রচার: জবি শিক্ষককের বিচার চেয়ে ভিসির কাছে ডীনের অভিযোগ কুড়িগ্রামে ছাত্রীনিবাসের সামনে অশ্লীল অঙ্গভঙ্গির ভিডিও ধারণ, যুবকের কারাদণ্ড সাইকেল চালিয়ে টেকনাফ থেকে তেঁতুলিয়া পাড়ি দিয়েছেন “দিদার”

হরতালে সড়কে গণপরিবহন কম, প্রভাব নেই জনজীবনে

নওরোজ ডেস্ক
  • Update Time : ১১:২০:৪৪ পূর্বাহ্ন, শনিবার, ৬ জানুয়ারী ২০২৪
  • / ৪২ Time View

দ্বাদশ জাতীয় নির্বাচন বর্জন ও অসহযোগ আন্দোলনের দাবিতে বিএনপির ডাকা ৪৮ ঘণ্টার হরতাল চলছে। শনিবার (৬ জানুয়ারি) সকাল সকাল ছয়টা থেকে দেশব্যাপী হরতাল শুরু হয়েছে। হরতালের শুরু থেকেই ঢাকায় গণপরিবহনের ব্যাপক সঙ্কট দেখা গেছে। এদিকে ভোটের আগের দিন হরতালে সড়কে পরিবহন কম থাকলেও এর প্রভাব দেখা যায়নি জনজীবনে।

সকাল ১০টা পর্যন্ত রাজধানীর রামপুরা, বাড্ডা, মালিবাগ, বাসাবো, মৌচাক, বাংলামোটর, কাওরানবাজার, ফার্মগেট, আগারগাঁওসহ বিভিন্ন এলাকায় এই চিত্র দেখা গেছে। এছাড়া বিভিন্ন পয়েন্টে পুলিশের উপস্থিতি দেখা গেছে।

শাহবাগ যাওয়ার জন্য দাঁড়িয়ে থাকা সোহেল নাম এক যাত্রী বলেন, আজকে সরকারি ছুটির দিন, এমনিতেই সকালে মানুষ রাস্তায় কম থাকে। তার ওপর আগামীকাল জাতীয় নির্বাচন হওয়ায় অনেকেই ঢাকা ছেড়েছেন। ফলে রাস্তায় এমনিতেই ভিড় কম। তার ওপর হরতালের ঘোষণায় মানুষ অপ্রয়োজনে রাস্তায় বের হবে না। সে কারণে সড়কে ভিড় নেই বলে মনে করছি।

রামপুরা বাজারের ট্রাফিকের দায়িত্বে থাকা এক পুলিশ সদস্য বলেন, সকাল থেকে ডিউটি করছি। এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনা চোখে পড়েনি। আমার কাছে যানবাহন চলাচল স্বাভাবিকই মনে হচ্ছে। সরকারি ছুটির দিন হওয়ায় এমনিতে ব্যক্তিগত গাড়ি কম। অন্যদিকে গণপরিবহনও কিছুটা কম। আমরা সতর্ক অবস্থায় রয়েছি।

এদিকে খোঁজ নিয়ে জানা গেছে, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে রাজধানীর বিভিন্ন কোম্পানির বাস রিকুইজিশনে নেওয়া হয়েছে। ফলে গণপরিবহণের সংকট দেখা দিয়েছে। আবার বিএনপিসহ বিরোধী দলগুলোর হরতালের কারণে অনেকে রাস্তায় বাস বের করছেন না। সব মিলিয়ে যানবাহন কম।

প্রসঙ্গত, বিরোধপূর্ণ রাজনৈতিক পরিস্থিতিতে আগামীকাল রোববার সারা দেশে অনুষ্ঠিত হতে যাচ্ছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত একটানা ভোটগ্রহণ করা হবে। ভোট নিয়ে উচ্ছ্বাসের পাশাপাশি উদ্বেগ-উত্কণ্ঠারও কমতি নেই। নির্বাচনের সার্বিক প্রস্তুতি শেষ করেছে নির্বাচন কমিশন (ইসি)। এখন কেবল ভোটের জন্য অপেক্ষা।

নওরোজ/এসএইচ

Please Share This Post in Your Social Media

হরতালে সড়কে গণপরিবহন কম, প্রভাব নেই জনজীবনে

Update Time : ১১:২০:৪৪ পূর্বাহ্ন, শনিবার, ৬ জানুয়ারী ২০২৪

দ্বাদশ জাতীয় নির্বাচন বর্জন ও অসহযোগ আন্দোলনের দাবিতে বিএনপির ডাকা ৪৮ ঘণ্টার হরতাল চলছে। শনিবার (৬ জানুয়ারি) সকাল সকাল ছয়টা থেকে দেশব্যাপী হরতাল শুরু হয়েছে। হরতালের শুরু থেকেই ঢাকায় গণপরিবহনের ব্যাপক সঙ্কট দেখা গেছে। এদিকে ভোটের আগের দিন হরতালে সড়কে পরিবহন কম থাকলেও এর প্রভাব দেখা যায়নি জনজীবনে।

সকাল ১০টা পর্যন্ত রাজধানীর রামপুরা, বাড্ডা, মালিবাগ, বাসাবো, মৌচাক, বাংলামোটর, কাওরানবাজার, ফার্মগেট, আগারগাঁওসহ বিভিন্ন এলাকায় এই চিত্র দেখা গেছে। এছাড়া বিভিন্ন পয়েন্টে পুলিশের উপস্থিতি দেখা গেছে।

শাহবাগ যাওয়ার জন্য দাঁড়িয়ে থাকা সোহেল নাম এক যাত্রী বলেন, আজকে সরকারি ছুটির দিন, এমনিতেই সকালে মানুষ রাস্তায় কম থাকে। তার ওপর আগামীকাল জাতীয় নির্বাচন হওয়ায় অনেকেই ঢাকা ছেড়েছেন। ফলে রাস্তায় এমনিতেই ভিড় কম। তার ওপর হরতালের ঘোষণায় মানুষ অপ্রয়োজনে রাস্তায় বের হবে না। সে কারণে সড়কে ভিড় নেই বলে মনে করছি।

রামপুরা বাজারের ট্রাফিকের দায়িত্বে থাকা এক পুলিশ সদস্য বলেন, সকাল থেকে ডিউটি করছি। এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনা চোখে পড়েনি। আমার কাছে যানবাহন চলাচল স্বাভাবিকই মনে হচ্ছে। সরকারি ছুটির দিন হওয়ায় এমনিতে ব্যক্তিগত গাড়ি কম। অন্যদিকে গণপরিবহনও কিছুটা কম। আমরা সতর্ক অবস্থায় রয়েছি।

এদিকে খোঁজ নিয়ে জানা গেছে, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে রাজধানীর বিভিন্ন কোম্পানির বাস রিকুইজিশনে নেওয়া হয়েছে। ফলে গণপরিবহণের সংকট দেখা দিয়েছে। আবার বিএনপিসহ বিরোধী দলগুলোর হরতালের কারণে অনেকে রাস্তায় বাস বের করছেন না। সব মিলিয়ে যানবাহন কম।

প্রসঙ্গত, বিরোধপূর্ণ রাজনৈতিক পরিস্থিতিতে আগামীকাল রোববার সারা দেশে অনুষ্ঠিত হতে যাচ্ছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত একটানা ভোটগ্রহণ করা হবে। ভোট নিয়ে উচ্ছ্বাসের পাশাপাশি উদ্বেগ-উত্কণ্ঠারও কমতি নেই। নির্বাচনের সার্বিক প্রস্তুতি শেষ করেছে নির্বাচন কমিশন (ইসি)। এখন কেবল ভোটের জন্য অপেক্ষা।

নওরোজ/এসএইচ