ঢাকা ০৫:৪৯ পূর্বাহ্ন, শুক্রবার, ০৩ মে ২০২৪, ১৯ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজঃ
অবিলম্বে ১০ম ওয়েজবোর্ড গঠন করুন: বিএফইউজে ও ডিইউজে নেতৃবৃন্দ অজ্ঞান করে স্বর্ণ ও টাকা চুরির রহস্য উদঘাটন ও চোরাই মালামালসহ গ্রেফতার ১ কয়েন প্রতারণার ফাঁদে ফেলে কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়া চক্রের দুই সদস্য গ্রেফতার ফেসবুকে অপপ্রচার: জবি শিক্ষককের বিচার চেয়ে ভিসির কাছে ডীনের অভিযোগ কুড়িগ্রামে ছাত্রীনিবাসের সামনে অশ্লীল অঙ্গভঙ্গির ভিডিও ধারণ, যুবকের কারাদণ্ড সাইকেল চালিয়ে টেকনাফ থেকে তেঁতুলিয়া পাড়ি দিয়েছেন “দিদার” টাঙ্গাইলে মেয়ে ও জামাতার বিরুদ্ধে বাবাকে নির্যাতনের অভিযোগ, বৃদ্ধের মৃত্যু আখেরী মোনাজাতের মধ্যে দিয়ে জাকের পার্টির বিশ্ব ইসলামি মহা সম্মেলন ও মহা পবিত্র ফাতেহা শরীফের সমাপ্তি টঙ্গীতে পরিবহনে চাঁদাবাজি, গ্রেফতার ৮ সম্মিলিত প্রচেষ্টায় ন্যায় বিচার প্রতিষ্ঠা সম্ভবঃ প্রধান বিচারপতি 
রংপুরে শিল্প ও বানিজ্যমেলার উদ্বোধন

স্মার্ট বাংলাদেশে বাড়াতে হবে স্মার্ট কর্মসংস্থান: নৌ পরিবহন প্রতিমন্ত্রী

কামরুল হাসান‌ টিটু, রংপুর
  • Update Time : ০৭:৩৮:১৩ অপরাহ্ন, শনিবার, ৩ ফেব্রুয়ারী ২০২৪
  • / ৫৩ Time View

নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এমপি বলেছেন, বাংলাদেশ এগিয়ে যাচ্ছে স্মার্ট বাংলাদেশের দিকে। তাই স্মার্ট বাংলাদেশে বাড়াতে হবে স্মার্ট কর্মসংস্থান। এ লক্ষ্যে সরকার বিভিন্ন কর্মসূচী বাস্তবায়নের কর্মসূচী হাতে নিয়েছে। বাণিজ্যমেলায় শুধু বিনোদন নয় ব্যবসা বাড়াতে সমন্বিত উদ্যোগ নিতে পারে চেম্বার নেতারা।

তিনি আরো বলেন, প্রায় ৭০ ভাগ গার্মেন্টন্স শ্রমিক রংপুর অঞ্চলের। টঙ্গি, গাজিপুর ও নারায়নগঞ্জের বিনিয়োগকারী ব্যবসায়ীদের রংপুর অঞ্চলে বিনিয়োগ করতে উৎসাহিত করা হচ্ছে।

শনিবার (৩ ফেব্রুয়ারী) বিকেলে নগরীর পুলিশ লাইন্স মাঠে মাসব্যাপী শিল্প ও বানিজ্যমেলার উদ্বোধন শেষে তিনি এসব কথা বলেন।

খালিদ মাহমুদ চৌধুরী এমপি বলেন, মঙ্গার দেশ হিসেবে পরিচিত বর্তমান সরকার মঙ্গাকে এ অঞ্চল থেকে বিতারিত করেছে। এক সময় দারিদ্রের কারণে রংপুরবাসীকে মফিজ বলা হতো। সেই রংপুরকে এগিয়ে নিতে রংপুরে দেয়া হয়েছে ইন্ডাষ্ট্রিয়াল গ্যাস। প্রতি জ্বালানির জন্য বিকল্প ব্যবস্থা করা হয়েছে।

তিনি আরো বলেন, দেশ যখন উন্নয়নের রুপকার প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরে এগিয়ে যাচ্ছে, ঠিক তখনই করোনা অতিমারী দেখা দেয় বিশ্বে। প্রধানমন্ত্রীর দক্ষ দেশ পরিচালনায় সেই সংকট কাটিয়ে এগিয়ে যাওয়ার পথে বাধা হয়ে দাঁড়ায় ইউক্রেন রাশিয়া যুদ্ধ। সেই সংকট কাটতে না কাটতে মধ্যপ্রাচ্যের সংকট আমাদের সামনে। তারপরও আমরা এগিয়ে যাওয়ার প্রত্যয়ে এগিয়ে যাচ্ছি।

প্রতিমন্ত্রী বলেন, সমগ্র বিশ্বে চালের বাজার উর্ধমুখি। পণ্য পরিবহনে ঝুঁকি রয়েছে। বাজারে মুল্য বেড়েছে ঠিকই কিন্তু সরবরাহ কমেনি।সরকার চেষ্টা করছেন বাজার স্থিতিশীল করতে। এখন সবার সহযোগিতা দরকার। এসময় তিনি চেম্বার নেতৃবৃন্দকে উদ্যোক্তা তৈরী ও ক্ষুদ্র কুটির শিল্পায়নের দিকে নজর দেয়ার আহবান জানান।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রংপুর বিভাগীয় কমিশনার হাবিবুর রহমান, রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোঃ মনিরুজ্জামান, জেলা প্রশাসক মোহাম্মদ মোবাশ্বের হাসান, পুলিশ সুপার ফেরদৌস আলী চৌধুরী, জেলা পরিষদের চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা মোসাদ্দেক হোসেন বাবলু। সভাপতিত্ব করেন রংপুর চেস্বার অব কমার্স এন্ড ইন্ড্রাষ্ট্রিজের সভাপতি আকবর হোসেন। উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন রংপুর চেম্বারের সিনিয়র সহ-সভাপতি আবু হেনা মোঃ রেজওয়ানুল করিম। এছাড়াও উপস্থিত ছিলেন রংপুর জেলা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক অধ্যাপক মাজেদ আলী বাবুল, জয়নাল আবেদীন, এডভোকেট আনোয়ারুল ইসলাম, মহানগর আওয়ামী লীগের আহবায়ক ডাঃ দেলোয়ার হোসেন, যুগ্ম আহবায়ক আবুল কাশেম, প্রিন্স ইভেন্ট ম্যানেজম্যান্টের আঙ্গুর হোসেন।

রংপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ড্রাষ্টিজ আয়োজিত মাসব্যাপী রংপুর শিল্প ও বানিজ্যমেলায় স্টল রয়েছে শতাধিক এবং শিশুদের জন্য রাইড রয়েছে ২০ টি। বানিজ্যমেলা প্রতিদিনি দুপুর ১২ থেকে রাত ৯ টা পর্যন্ত চলবে। এবারে মেলার ইভেন্ট ম্যানেজমেন্ট হিসেবে সার্বিক ব্যবস্থাপনায় রয়েছে প্রিন্স ইভেন্ট ম্যানেজ।

এর আগে নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী ফিতা কেটে এই মেলার উদ্বোধন করেন।

Please Share This Post in Your Social Media

রংপুরে শিল্প ও বানিজ্যমেলার উদ্বোধন

স্মার্ট বাংলাদেশে বাড়াতে হবে স্মার্ট কর্মসংস্থান: নৌ পরিবহন প্রতিমন্ত্রী

Update Time : ০৭:৩৮:১৩ অপরাহ্ন, শনিবার, ৩ ফেব্রুয়ারী ২০২৪

নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এমপি বলেছেন, বাংলাদেশ এগিয়ে যাচ্ছে স্মার্ট বাংলাদেশের দিকে। তাই স্মার্ট বাংলাদেশে বাড়াতে হবে স্মার্ট কর্মসংস্থান। এ লক্ষ্যে সরকার বিভিন্ন কর্মসূচী বাস্তবায়নের কর্মসূচী হাতে নিয়েছে। বাণিজ্যমেলায় শুধু বিনোদন নয় ব্যবসা বাড়াতে সমন্বিত উদ্যোগ নিতে পারে চেম্বার নেতারা।

তিনি আরো বলেন, প্রায় ৭০ ভাগ গার্মেন্টন্স শ্রমিক রংপুর অঞ্চলের। টঙ্গি, গাজিপুর ও নারায়নগঞ্জের বিনিয়োগকারী ব্যবসায়ীদের রংপুর অঞ্চলে বিনিয়োগ করতে উৎসাহিত করা হচ্ছে।

শনিবার (৩ ফেব্রুয়ারী) বিকেলে নগরীর পুলিশ লাইন্স মাঠে মাসব্যাপী শিল্প ও বানিজ্যমেলার উদ্বোধন শেষে তিনি এসব কথা বলেন।

খালিদ মাহমুদ চৌধুরী এমপি বলেন, মঙ্গার দেশ হিসেবে পরিচিত বর্তমান সরকার মঙ্গাকে এ অঞ্চল থেকে বিতারিত করেছে। এক সময় দারিদ্রের কারণে রংপুরবাসীকে মফিজ বলা হতো। সেই রংপুরকে এগিয়ে নিতে রংপুরে দেয়া হয়েছে ইন্ডাষ্ট্রিয়াল গ্যাস। প্রতি জ্বালানির জন্য বিকল্প ব্যবস্থা করা হয়েছে।

তিনি আরো বলেন, দেশ যখন উন্নয়নের রুপকার প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরে এগিয়ে যাচ্ছে, ঠিক তখনই করোনা অতিমারী দেখা দেয় বিশ্বে। প্রধানমন্ত্রীর দক্ষ দেশ পরিচালনায় সেই সংকট কাটিয়ে এগিয়ে যাওয়ার পথে বাধা হয়ে দাঁড়ায় ইউক্রেন রাশিয়া যুদ্ধ। সেই সংকট কাটতে না কাটতে মধ্যপ্রাচ্যের সংকট আমাদের সামনে। তারপরও আমরা এগিয়ে যাওয়ার প্রত্যয়ে এগিয়ে যাচ্ছি।

প্রতিমন্ত্রী বলেন, সমগ্র বিশ্বে চালের বাজার উর্ধমুখি। পণ্য পরিবহনে ঝুঁকি রয়েছে। বাজারে মুল্য বেড়েছে ঠিকই কিন্তু সরবরাহ কমেনি।সরকার চেষ্টা করছেন বাজার স্থিতিশীল করতে। এখন সবার সহযোগিতা দরকার। এসময় তিনি চেম্বার নেতৃবৃন্দকে উদ্যোক্তা তৈরী ও ক্ষুদ্র কুটির শিল্পায়নের দিকে নজর দেয়ার আহবান জানান।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রংপুর বিভাগীয় কমিশনার হাবিবুর রহমান, রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোঃ মনিরুজ্জামান, জেলা প্রশাসক মোহাম্মদ মোবাশ্বের হাসান, পুলিশ সুপার ফেরদৌস আলী চৌধুরী, জেলা পরিষদের চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা মোসাদ্দেক হোসেন বাবলু। সভাপতিত্ব করেন রংপুর চেস্বার অব কমার্স এন্ড ইন্ড্রাষ্ট্রিজের সভাপতি আকবর হোসেন। উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন রংপুর চেম্বারের সিনিয়র সহ-সভাপতি আবু হেনা মোঃ রেজওয়ানুল করিম। এছাড়াও উপস্থিত ছিলেন রংপুর জেলা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক অধ্যাপক মাজেদ আলী বাবুল, জয়নাল আবেদীন, এডভোকেট আনোয়ারুল ইসলাম, মহানগর আওয়ামী লীগের আহবায়ক ডাঃ দেলোয়ার হোসেন, যুগ্ম আহবায়ক আবুল কাশেম, প্রিন্স ইভেন্ট ম্যানেজম্যান্টের আঙ্গুর হোসেন।

রংপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ড্রাষ্টিজ আয়োজিত মাসব্যাপী রংপুর শিল্প ও বানিজ্যমেলায় স্টল রয়েছে শতাধিক এবং শিশুদের জন্য রাইড রয়েছে ২০ টি। বানিজ্যমেলা প্রতিদিনি দুপুর ১২ থেকে রাত ৯ টা পর্যন্ত চলবে। এবারে মেলার ইভেন্ট ম্যানেজমেন্ট হিসেবে সার্বিক ব্যবস্থাপনায় রয়েছে প্রিন্স ইভেন্ট ম্যানেজ।

এর আগে নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী ফিতা কেটে এই মেলার উদ্বোধন করেন।