ঢাকা ১০:২৭ অপরাহ্ন, বুধবার, ০১ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজঃ
সাইকেল চালিয়ে টেকনাফ থেকে তেঁতুলিয়া পাড়ি দিয়েছেন “দিদার” টাঙ্গাইলে মেয়ে ও জামাতার বিরুদ্ধে বাবাকে নির্যাতনের অভিযোগ, বৃদ্ধের মৃত্যু আখেরী মোনাজাতের মধ্যে দিয়ে জাকের পার্টির বিশ্ব ইসলামি মহা সম্মেলন ও মহা পবিত্র ফাতেহা শরীফের সমাপ্তি টঙ্গীতে পরিবহনে চাঁদাবাজি, গ্রেফতার ৮ সম্মিলিত প্রচেষ্টায় ন্যায় বিচার প্রতিষ্ঠা সম্ভবঃ প্রধান বিচারপতি  শত কোটি টাকা আত্মসাৎ: দেশত্যাগের সময় বিমানবন্দরে বিশ্বাস ফাউন্ডেশনের চেয়ারম্যান আটক লালপুরে আ,লীগ নেতাকে গুলি করে হত্যা ইবিতে নিরাপত্তা কর্মকর্তা ও আনসার কর্তৃক শিক্ষক হেনস্তার অভিযোগ টেকনাফের বার্মিজ মার্কেটে সাবের হত্যা মামলার ৬ আসামী গ্রেফতার ইবিতে বৃষ্টির আশায় ইসতিসকার নামাজ আদায়

সাঈদীর বিচার আন্তর্জাতিক মানদণ্ডে হয়নি: ফখরুল

মেহেদি হাসান, ঠাকুরগাঁও প্রতিনিধি
  • Update Time : ০৮:২৩:৩১ অপরাহ্ন, বুধবার, ১৬ অগাস্ট ২০২৩
  • / ৫৭ Time View

মানবতাবিরোধী অপরাধে আমৃত্যু দণ্ডিত জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর বিচার আন্তর্জাতিক মানদণ্ডে হয়নি বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বুধবার দুপুরে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ঠাকুরগাঁওয়ে আয়োজিত দোয়া ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

মির্জা ফখরুল বলেন, সাঈদী একজন আন্তর্জাতিক মানসম্পন্ন আলেম ছিলেন। তার বিচার আন্তর্জাতিক মানদণ্ডের ভিত্তি হয়নি।

শহরের মির্জা রুহুল আমীন মিলনায়তনে জেলা বিএনপি আয়োজিত সভায় ফখরুল বলেন, বিএনপির জনপ্রিয় নেতাদের মিথ্যা মামলায় সাজা দিয়ে নির্বাচনী নীলনকশা করছে সরকার। সরকারের লুটপাট সীমাহীন, তাই দ্রব্যমূল্যের লাগাম টানতে ব্যর্থতার পরিচয় দিয়েছে।

তিনি বলেন, কুমিল্লা নাঙ্গলকোট থানার ওসি ফারুক হোসেন অর্থমন্ত্রীর জন্য আগামী জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত করতে এক অনুষ্ঠানে সাধারণ মানুষের কাছে ভোট চেয়েছেন। ক্ষমতাসীন দল যে সব প্রতিষ্ঠানকে দলীয়করণ করেছে এটাই তার প্রমাণ।

মির্জা ফখরুল বলেন, চাকরি বিধিতে বলা আছে, সরকারি কর্মচারীরা কোনো রাজনৈতিক দলের পক্ষপাতিত্ব করতে পারবে না। ন্যায়বিচারের ভিত্তিতে তাদের কাজ করতে হবে। চাকরিতে প্রবেশের আগে তারা যে শপথ নিয়েছিল, সেই শপথ ভঙ্গ করে আমলাদের অনেকে এখন আওয়ামী লীগের কর্মী।

বিএনপি মহাসচিব আশঙ্কা প্রকাশ করে বলেন, এবারের নির্বাচনে যদি আওয়ামী লীগ নিয়ে যেতে পারে, তাহলে আমাদের নেতাকর্মীদের কচুকাটা করবে।

বক্তৃতার একপর্যায়ে আবেগ আপ্লুত হয়ে কেঁদে বলেন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া একজন মহীয়সী নারী। ১৯৭১ সালে চট্টগ্রাম থেকে কোলের দুই শিশু সন্তান নিয়ে বোরকা পরে নিরাপদ আশ্রয়ের জন্য ঢাকায় আসেন। তবে ঢাকায় এসে তিনি পাক হানাদার বাহিনীর হাতে গ্রেপ্তার হয়ে নয় মাস বন্দী ছিলেন। সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান চট্টগ্রাম সার্কিট হাউসে নৃশংস হত্যাকাণ্ডের পর অনেকে ভেবেছিলেন বিএনপি নিশ্চিহ্ন হয়ে যাবে। তবে এ মহীয়সী নারীর হাত ধরে ঘুরে দাঁড়িয়েছে বিএনপি।

তিনি বলেন, বেগম খালেদা জিয়া রাজনীতিবিদ ছিলেন না, তিনি ছিলেন গৃহবধূ । স্বামীর মৃত্যুর পর তিনি রাজনীতিতে প্রবেশ করেন। বেগম খালেদা জিয়া হ্যামিলনের বাঁশিওয়ালা। তাকে মুক্তি দিতে আওয়ামী লীগ ভয় পাচ্ছে।

ফখরুল বলেন, সরকার ক্যাসিনো সম্রাট, লুটেরা ও টাকা পাচারকারীদের জামিন দিয়ে বিদেশ যাওয়ার সুযোগ করে দিচ্ছে। শুধু রাজনৈতিক প্রতিহিংসার কারণে বেগম খালেদা জিয়ার উন্নত চিকিৎসার জন্য বিদেশ যাওয়ার অনুমতি দিচ্ছে না। তিনি এখন চিকিৎসার অভাবে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে লড়াই করছেন।

মির্জা ফখরুল বলেন, দেশে এতগুলো টিভি চ্যানেলের সংবাদকর্মী, তারাও স্বাধীনভাবে কাজ করতে পারছেন না। কয়েকটি টিভি চ্যানেল বিএনপির বিষোদ্‌গার করতে এখন উঠেপড়ে লেগেছে।

ফখরুল বলেন, আওয়ামী লীগ পার্লামেন্টকে ধ্বংস করে, একটি সিলেকশন পার্লামেন্ট করে রেখেছে। এই পার্লামেন্টে এমপিরা ডুগডুগি বাজায়। আলোচনা হয় না জনগণের কোনো কথা।

পরে তিনি বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনা করে দোয়া মাহফিলে অংশ নেন ।

অনুষ্ঠানে জেলা বিএনপির সভাপতি তৈমুর রহমান, সহসভাপতি নুর করিম, আল মামুন আলম, সাধারণ সম্পাদক মির্জা ফয়সল আমীন, যুগ্ম সাধারণ সম্পাদক মো. পয়গাম আলী, আনসারুল হক, সাংগঠনিক সম্পাদক মো. দেলোয়ার হোসেন, মো. জাফরুল্লাহ, পৌর বিএনপির সভাপতি শরিফুল ইসলাম শরিফ, উপজেলা বিএনপির সভাপতি আব্দুল হামিদসহ দলীয় নেতাকর্মীরা।

Please Share This Post in Your Social Media

সাঈদীর বিচার আন্তর্জাতিক মানদণ্ডে হয়নি: ফখরুল

Update Time : ০৮:২৩:৩১ অপরাহ্ন, বুধবার, ১৬ অগাস্ট ২০২৩

মানবতাবিরোধী অপরাধে আমৃত্যু দণ্ডিত জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর বিচার আন্তর্জাতিক মানদণ্ডে হয়নি বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বুধবার দুপুরে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ঠাকুরগাঁওয়ে আয়োজিত দোয়া ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

মির্জা ফখরুল বলেন, সাঈদী একজন আন্তর্জাতিক মানসম্পন্ন আলেম ছিলেন। তার বিচার আন্তর্জাতিক মানদণ্ডের ভিত্তি হয়নি।

শহরের মির্জা রুহুল আমীন মিলনায়তনে জেলা বিএনপি আয়োজিত সভায় ফখরুল বলেন, বিএনপির জনপ্রিয় নেতাদের মিথ্যা মামলায় সাজা দিয়ে নির্বাচনী নীলনকশা করছে সরকার। সরকারের লুটপাট সীমাহীন, তাই দ্রব্যমূল্যের লাগাম টানতে ব্যর্থতার পরিচয় দিয়েছে।

তিনি বলেন, কুমিল্লা নাঙ্গলকোট থানার ওসি ফারুক হোসেন অর্থমন্ত্রীর জন্য আগামী জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত করতে এক অনুষ্ঠানে সাধারণ মানুষের কাছে ভোট চেয়েছেন। ক্ষমতাসীন দল যে সব প্রতিষ্ঠানকে দলীয়করণ করেছে এটাই তার প্রমাণ।

মির্জা ফখরুল বলেন, চাকরি বিধিতে বলা আছে, সরকারি কর্মচারীরা কোনো রাজনৈতিক দলের পক্ষপাতিত্ব করতে পারবে না। ন্যায়বিচারের ভিত্তিতে তাদের কাজ করতে হবে। চাকরিতে প্রবেশের আগে তারা যে শপথ নিয়েছিল, সেই শপথ ভঙ্গ করে আমলাদের অনেকে এখন আওয়ামী লীগের কর্মী।

বিএনপি মহাসচিব আশঙ্কা প্রকাশ করে বলেন, এবারের নির্বাচনে যদি আওয়ামী লীগ নিয়ে যেতে পারে, তাহলে আমাদের নেতাকর্মীদের কচুকাটা করবে।

বক্তৃতার একপর্যায়ে আবেগ আপ্লুত হয়ে কেঁদে বলেন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া একজন মহীয়সী নারী। ১৯৭১ সালে চট্টগ্রাম থেকে কোলের দুই শিশু সন্তান নিয়ে বোরকা পরে নিরাপদ আশ্রয়ের জন্য ঢাকায় আসেন। তবে ঢাকায় এসে তিনি পাক হানাদার বাহিনীর হাতে গ্রেপ্তার হয়ে নয় মাস বন্দী ছিলেন। সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান চট্টগ্রাম সার্কিট হাউসে নৃশংস হত্যাকাণ্ডের পর অনেকে ভেবেছিলেন বিএনপি নিশ্চিহ্ন হয়ে যাবে। তবে এ মহীয়সী নারীর হাত ধরে ঘুরে দাঁড়িয়েছে বিএনপি।

তিনি বলেন, বেগম খালেদা জিয়া রাজনীতিবিদ ছিলেন না, তিনি ছিলেন গৃহবধূ । স্বামীর মৃত্যুর পর তিনি রাজনীতিতে প্রবেশ করেন। বেগম খালেদা জিয়া হ্যামিলনের বাঁশিওয়ালা। তাকে মুক্তি দিতে আওয়ামী লীগ ভয় পাচ্ছে।

ফখরুল বলেন, সরকার ক্যাসিনো সম্রাট, লুটেরা ও টাকা পাচারকারীদের জামিন দিয়ে বিদেশ যাওয়ার সুযোগ করে দিচ্ছে। শুধু রাজনৈতিক প্রতিহিংসার কারণে বেগম খালেদা জিয়ার উন্নত চিকিৎসার জন্য বিদেশ যাওয়ার অনুমতি দিচ্ছে না। তিনি এখন চিকিৎসার অভাবে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে লড়াই করছেন।

মির্জা ফখরুল বলেন, দেশে এতগুলো টিভি চ্যানেলের সংবাদকর্মী, তারাও স্বাধীনভাবে কাজ করতে পারছেন না। কয়েকটি টিভি চ্যানেল বিএনপির বিষোদ্‌গার করতে এখন উঠেপড়ে লেগেছে।

ফখরুল বলেন, আওয়ামী লীগ পার্লামেন্টকে ধ্বংস করে, একটি সিলেকশন পার্লামেন্ট করে রেখেছে। এই পার্লামেন্টে এমপিরা ডুগডুগি বাজায়। আলোচনা হয় না জনগণের কোনো কথা।

পরে তিনি বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনা করে দোয়া মাহফিলে অংশ নেন ।

অনুষ্ঠানে জেলা বিএনপির সভাপতি তৈমুর রহমান, সহসভাপতি নুর করিম, আল মামুন আলম, সাধারণ সম্পাদক মির্জা ফয়সল আমীন, যুগ্ম সাধারণ সম্পাদক মো. পয়গাম আলী, আনসারুল হক, সাংগঠনিক সম্পাদক মো. দেলোয়ার হোসেন, মো. জাফরুল্লাহ, পৌর বিএনপির সভাপতি শরিফুল ইসলাম শরিফ, উপজেলা বিএনপির সভাপতি আব্দুল হামিদসহ দলীয় নেতাকর্মীরা।