ঢাকা ০৯:৫৯ পূর্বাহ্ন, শুক্রবার, ০৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজঃ
অবিলম্বে ১০ম ওয়েজবোর্ড গঠন করুন: বিএফইউজে ও ডিইউজে নেতৃবৃন্দ অজ্ঞান করে স্বর্ণ ও টাকা চুরির রহস্য উদঘাটন ও চোরাই মালামালসহ গ্রেফতার ১ কয়েন প্রতারণার ফাঁদে ফেলে কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়া চক্রের দুই সদস্য গ্রেফতার ফেসবুকে অপপ্রচার: জবি শিক্ষককের বিচার চেয়ে ভিসির কাছে ডীনের অভিযোগ কুড়িগ্রামে ছাত্রীনিবাসের সামনে অশ্লীল অঙ্গভঙ্গির ভিডিও ধারণ, যুবকের কারাদণ্ড সাইকেল চালিয়ে টেকনাফ থেকে তেঁতুলিয়া পাড়ি দিয়েছেন “দিদার” টাঙ্গাইলে মেয়ে ও জামাতার বিরুদ্ধে বাবাকে নির্যাতনের অভিযোগ, বৃদ্ধের মৃত্যু আখেরী মোনাজাতের মধ্যে দিয়ে জাকের পার্টির বিশ্ব ইসলামি মহা সম্মেলন ও মহা পবিত্র ফাতেহা শরীফের সমাপ্তি টঙ্গীতে পরিবহনে চাঁদাবাজি, গ্রেফতার ৮ সম্মিলিত প্রচেষ্টায় ন্যায় বিচার প্রতিষ্ঠা সম্ভবঃ প্রধান বিচারপতি 

রাশিয়ার চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হবে ‘সাঁতাও’

নওরোজ বিনোদন ডেস্ক
  • Update Time : ০৮:৪০:১৮ অপরাহ্ন, বুধবার, ২ অগাস্ট ২০২৩
  • / ৭২ Time View

গণ-অর্থায়নে খন্দকার সুমন নির্মাণ করেছেন ‘সাঁতাও’ সিনেমা। আগামী ৫ থেকে ৯ সেপ্টেম্বর রাশিয়ার তাতারস্তানের রাজধানী কাজান শহরে উৎসবের ‘রাশিয়া-দ্যা ইসলামিক ওয়ার্ল্ড’ বিভাগে ‘সাঁতাও’ সিনেমাটি প্রদর্শিত হবে।

সিনেমাটি ১৯তম কাজান আন্তর্জাতিক মুসলিম চলচ্চিত্র উৎসবে মনোনীত হয়েছে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছেন ‘সাঁতাও’ সিনেমার পরিচালক। এ বছর ‘রাশিয়া-দ্যা ইসলামিক ওয়ার্ল্ড’ বিভাগে বাংলাদেশ, ইন্দোনেশিয়া, ভারত, ইরান, কাজাখস্তান, কিরগিজস্তান, তুরস্ক, রাশিয়া ও উজবেকিস্তান এ ৯টি দেশের দশটি সিনেমা মনোনীত হয়েছে। কাজান আন্তর্জাতিক মুসলিম চলচ্চিত্র উৎসবের নির্বাচন কমিটির চেয়ারম্যান এবং চলচ্চিত্র গবেষক নিনা কোচেলিয়েভা বলেন, এ বিভাগে পুরস্কারের অর্থের পরিমাণ তিন লাখ রুবল।

নির্বাচিত চলচ্চিত্রগুলো মানব সম্পর্ক, পারিবারিক সম্পর্ক, নৈতিক দর্শনের সমস্যা, চরম পরিস্থিতিতে মানুষের বেঁচে থাকা এবং যোগাযোগের উপর আলোকপাত করে। এছাড়াও নির্বাচন কমিটির সদস্য দর্শনের অধ্যাপক ডক্টর তৈমুর শাইখুলিন বলেন, ‘রাশিয়া-দ্যা ইসলামিক ওয়ার্ল্ড’ বিভাগের চলচ্চিত্রগুলোর পর্দায় মুসলিম আধ্যাত্মিক মূল্যবোধের মূর্ত রূপ দেখা যাবে। ‘সাঁতাও’ চলচ্চিত্রের পরিচালক খন্দকার সুমন বলেন, এমন একটি প্রেস্টিজিয়াস চলচ্চিত্র উৎসবে আমার প্রথম চলচ্চিত্র মনোনীত হওয়ায় আমি খুব আনন্দিত। এমন একটি আনন্দের সংবাদের সাথে আর একটি সংবাদ যোগ করতে চাই। গণ-অর্থায়নে নির্মিত ‘সাঁতাও’ চলচ্চিত্রটি শিগগির ‘ওটিটি’ প্ল্যাটফর্মে আসছে।

‘২১তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব’-এ বাংলাদেশ প্যানরমা বিভাগে সেরা চলচ্চিত্র ‘সাঁতাও’ সিনেমা হলে মুক্তি পেয়েছিল গত ২৭ জানুয়ারি। এরপর গত মার্চ থেকে দেশের বিভিন্ন জেলায় সিনেমাটির বিকল্প প্রদর্শনী হয়েছে। গত বছরের ২৪ নভেম্বর ভারতের ‘৫৩তম ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অব ইন্ডিয়া’ চলচ্চিত্র উৎসবের গোয়া প্রদেশের পাঞ্জি শহরে চলচ্চিত্রটির ‘ওয়ার্ল্ড প্রিমিয়ার’ হয়। ‘সাঁতাও’ ৩ মার্চ বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে ‘তৃতীয় বাংলাদেশ চলচ্চিত্র উৎসব’-এ ‘সেরা প্রযোজনা পরিকল্পনা’ পুরস্কারে পুরস্কৃত হয়। ৫ মার্চ ভারতের কেরালা প্রদেশের ত্রিশুল শহরে অনুষ্ঠিত চলচ্চিত্র উৎসব ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অব ত্রিশুল (ইন্ডিয়া)-এর ১৮তম আসরে চলচ্চিত্রটি প্রদর্শিত হয়।

এর আগে সিনেমাটি ২৩ জানুয়ারি ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বাংলাদেশ প্যানরমা বিভাগে সেরা চলচ্চিত্র পুরস্কার ‘ফিফরিসি অ্যাওয়ার্ড’ পেয়েছিল। ৬ষ্ঠ নেপাল আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ওয়ার্ল্ড প্যানরমা বিভাগে সেরা চলচ্চিত্র হিসেবে ‘গৌতম বুদ্ধ অ্যাওয়ার্ড’ অর্জন করে। লন্ডনে অনুষ্ঠিত ২৪তম রেইনবো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ‘রেইনবো ফিল্ম সোসাইটি স্পেশাল মেনশন অ্যাওয়ার্ড’ অর্জন করে। কৃষকের সংগ্রামী জীবন, নারীর মাতৃত্বের সর্বজনীন রূপ এবং সুরেলা জনগোষ্টির সুখ-দুঃখ, হাসি-কান্নায় গল্প চলচ্চিত্রের পর্দায় হাজির করেছে চলচ্চিত্র ‘সাঁতাও’।

‘সাঁতাও’ সিনেমার মূল চরিত্রে অভিনয় করেছেন আইনুন পুতুল ও ফজলুল হক। এর কাহিনি, চিত্রনাট্য এবং সংলাপ লিখেছেন খন্দকার সুমন।

Please Share This Post in Your Social Media

রাশিয়ার চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হবে ‘সাঁতাও’

Update Time : ০৮:৪০:১৮ অপরাহ্ন, বুধবার, ২ অগাস্ট ২০২৩

গণ-অর্থায়নে খন্দকার সুমন নির্মাণ করেছেন ‘সাঁতাও’ সিনেমা। আগামী ৫ থেকে ৯ সেপ্টেম্বর রাশিয়ার তাতারস্তানের রাজধানী কাজান শহরে উৎসবের ‘রাশিয়া-দ্যা ইসলামিক ওয়ার্ল্ড’ বিভাগে ‘সাঁতাও’ সিনেমাটি প্রদর্শিত হবে।

সিনেমাটি ১৯তম কাজান আন্তর্জাতিক মুসলিম চলচ্চিত্র উৎসবে মনোনীত হয়েছে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছেন ‘সাঁতাও’ সিনেমার পরিচালক। এ বছর ‘রাশিয়া-দ্যা ইসলামিক ওয়ার্ল্ড’ বিভাগে বাংলাদেশ, ইন্দোনেশিয়া, ভারত, ইরান, কাজাখস্তান, কিরগিজস্তান, তুরস্ক, রাশিয়া ও উজবেকিস্তান এ ৯টি দেশের দশটি সিনেমা মনোনীত হয়েছে। কাজান আন্তর্জাতিক মুসলিম চলচ্চিত্র উৎসবের নির্বাচন কমিটির চেয়ারম্যান এবং চলচ্চিত্র গবেষক নিনা কোচেলিয়েভা বলেন, এ বিভাগে পুরস্কারের অর্থের পরিমাণ তিন লাখ রুবল।

নির্বাচিত চলচ্চিত্রগুলো মানব সম্পর্ক, পারিবারিক সম্পর্ক, নৈতিক দর্শনের সমস্যা, চরম পরিস্থিতিতে মানুষের বেঁচে থাকা এবং যোগাযোগের উপর আলোকপাত করে। এছাড়াও নির্বাচন কমিটির সদস্য দর্শনের অধ্যাপক ডক্টর তৈমুর শাইখুলিন বলেন, ‘রাশিয়া-দ্যা ইসলামিক ওয়ার্ল্ড’ বিভাগের চলচ্চিত্রগুলোর পর্দায় মুসলিম আধ্যাত্মিক মূল্যবোধের মূর্ত রূপ দেখা যাবে। ‘সাঁতাও’ চলচ্চিত্রের পরিচালক খন্দকার সুমন বলেন, এমন একটি প্রেস্টিজিয়াস চলচ্চিত্র উৎসবে আমার প্রথম চলচ্চিত্র মনোনীত হওয়ায় আমি খুব আনন্দিত। এমন একটি আনন্দের সংবাদের সাথে আর একটি সংবাদ যোগ করতে চাই। গণ-অর্থায়নে নির্মিত ‘সাঁতাও’ চলচ্চিত্রটি শিগগির ‘ওটিটি’ প্ল্যাটফর্মে আসছে।

‘২১তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব’-এ বাংলাদেশ প্যানরমা বিভাগে সেরা চলচ্চিত্র ‘সাঁতাও’ সিনেমা হলে মুক্তি পেয়েছিল গত ২৭ জানুয়ারি। এরপর গত মার্চ থেকে দেশের বিভিন্ন জেলায় সিনেমাটির বিকল্প প্রদর্শনী হয়েছে। গত বছরের ২৪ নভেম্বর ভারতের ‘৫৩তম ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অব ইন্ডিয়া’ চলচ্চিত্র উৎসবের গোয়া প্রদেশের পাঞ্জি শহরে চলচ্চিত্রটির ‘ওয়ার্ল্ড প্রিমিয়ার’ হয়। ‘সাঁতাও’ ৩ মার্চ বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে ‘তৃতীয় বাংলাদেশ চলচ্চিত্র উৎসব’-এ ‘সেরা প্রযোজনা পরিকল্পনা’ পুরস্কারে পুরস্কৃত হয়। ৫ মার্চ ভারতের কেরালা প্রদেশের ত্রিশুল শহরে অনুষ্ঠিত চলচ্চিত্র উৎসব ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অব ত্রিশুল (ইন্ডিয়া)-এর ১৮তম আসরে চলচ্চিত্রটি প্রদর্শিত হয়।

এর আগে সিনেমাটি ২৩ জানুয়ারি ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বাংলাদেশ প্যানরমা বিভাগে সেরা চলচ্চিত্র পুরস্কার ‘ফিফরিসি অ্যাওয়ার্ড’ পেয়েছিল। ৬ষ্ঠ নেপাল আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ওয়ার্ল্ড প্যানরমা বিভাগে সেরা চলচ্চিত্র হিসেবে ‘গৌতম বুদ্ধ অ্যাওয়ার্ড’ অর্জন করে। লন্ডনে অনুষ্ঠিত ২৪তম রেইনবো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ‘রেইনবো ফিল্ম সোসাইটি স্পেশাল মেনশন অ্যাওয়ার্ড’ অর্জন করে। কৃষকের সংগ্রামী জীবন, নারীর মাতৃত্বের সর্বজনীন রূপ এবং সুরেলা জনগোষ্টির সুখ-দুঃখ, হাসি-কান্নায় গল্প চলচ্চিত্রের পর্দায় হাজির করেছে চলচ্চিত্র ‘সাঁতাও’।

‘সাঁতাও’ সিনেমার মূল চরিত্রে অভিনয় করেছেন আইনুন পুতুল ও ফজলুল হক। এর কাহিনি, চিত্রনাট্য এবং সংলাপ লিখেছেন খন্দকার সুমন।