ঢাকা ০৬:১৮ অপরাহ্ন, বুধবার, ০১ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজঃ
সম্মিলিত প্রচেষ্টায় ন্যায় বিচার প্রতিষ্ঠা সম্ভবঃ প্রধান বিচারপতি  শত কোটি টাকা আত্মসাৎ: দেশত্যাগের সময় বিমানবন্দরে বিশ্বাস ফাউন্ডেশনের চেয়ারম্যান আটক লালপুরে আ,লীগ নেতাকে গুলি করে হত্যা ইবিতে নিরাপত্তা কর্মকর্তা ও আনসার কর্তৃক শিক্ষক হেনস্তার অভিযোগ টেকনাফের বার্মিজ মার্কেটে সাবের হত্যা মামলার ৬ আসামী গ্রেফতার ইবিতে বৃষ্টির আশায় ইসতিসকার নামাজ আদায় সবাইকে সর্বজনীন পেনশনের আওতায় আনা হবে: ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক জমি নিয়ে বিরোধ, ভাতিজার বিরুদ্ধে চাচাকে অপহরণের অভিযোগ মেধা ও মানসিক বিকাশের জন্য বই পড়ার অভ্যাস গড়ে তুলতে হবে বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত

রংপুরে যথাযোগ্য ভাবগাম্ভীর্যে পবিত্র ঈদুল আজহার নামাজ আদায় 

কামরুল হাসান টিটু, রংপুর
  • Update Time : ১১:৫৪:৩৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ জুন ২০২৩
  • / ৮৫ Time View

রংপুরে যথাযোগ্য ভাবগাম্ভীর্যে পবিত্র ঈদুল আজহার নামাজ আদায় করেছেন ধর্মপ্রাণ মুসল্লিরা।

বিশেষ মোনাজাতে বাংলাদেশে শান্তি-সমৃদ্ধি, স্থিতিশীলতাসহ সারাবিশ্বের মুসলমানদের ও বিশ্ব মুসলিম উম্মাহর ঐক্য, সম্প্রীতি কামনা করে মহান আল্লাহর কাছে অশ্রুসিক্ত প্রার্থনা করেন মুসল্লিরা।

নামাজ শেষে চিরাচরিত কোলাকুলি আর করমর্দনের মাধ্যমে একে অপরের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন তারা।

বৃহস্পতিবার (২৯ জুন) সকাল আটটায় প্রধান ঈদজামাত অনুষ্ঠিত হয় রংপুর জেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কমপ্লেক্স প্রাঙ্গণে।

এক ঘণ্টার পর একই মসজিদে দ্বিতীয় ঈদ জামাতে নামাজ আদায় করেন মুসল্লিরা।

এরপর অনুষ্ঠিত হয় ঈদের বিশেষ খুতবা। পরে দেশে শান্তি-সমৃদ্ধি ও বিশ্ব মুসলিম উম্মাহর সম্প্রীতি কামনায় মোনাজাত করা হয়। এতে কয়েক হাজার মুসল্লি শারীরিক দূরত্বে থেকে নামাজ আদায় করেন।

সেখানে জাতীয় সংসদের বিরোধী দলীয় উপনেতা ও জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জিএম) কাদের, রংপুর বিভাগীয় কমিশনার মো. হাবিবুর রহমান, রংপুর সিটি করপোরেশনের মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফাসহ জেলা ও পুলিশ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও রাজনৈতিক নেতা, বিশিষ্টজন এবং সর্বস্তরের ধর্মপ্রাণ মুসল্লি ঈদের নামাজ আদায় করেন।

এবার বৈরি আবহাওয়ার কারণে রংপুর কালেক্টরেট ঈদগাহ ময়দানের পরিবর্তে জেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রে ঈদজামাতে নামাজ আদায় করেন মুসল্লিরা।

নামাজ শুরুর আগে ঈদের শুভেচ্ছা জানিয়ে বক্তব্য রাখেন জাতীয় পার্টির চেয়ারম্যান, রংপুর বিভাগীয় কমিশনার ও সিটি মেয়র।

এ সময় সিটি মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা পরিচ্ছন্ন রংপুর মহানগর গড়তে সবাইকে নির্ধারিত স্থানে কোরবানির পশু জবাই করাসহ সঠিকভাবে বর্জ্য সংরক্ষণের আহ্বান জানান। তিনি বেলা দুইটা থেকে পরবর্তী ১২ ঘণ্টার মধ্যে বর্জ্য অপসারণের ঘোষণা দেন। এর জন্য নগরবাসীর সহযোগিতা কামনা করেন।

এর আগে সকাল সাড়ে ৭টায় রংপুর জেলা পুলিশ লাইন্স মসজিদে ঈদজামাত অনুষ্ঠিত হয়। জেলার সবচেয়ে বড় মসজিদ কারামতিয়া জামে মসজিদে সকাল নয়টায় ঈদের নামাজ আদায় করেন মুসল্লিরা। এছাড়াও রংপুর নগরের মহল্লাভিত্তিক মসজিদ ও বিভিন্ন ঈদগাহ মাঠে সকাল সাড়ে সাতটা থেকে সাড়ে দশটায় পর্যন্ত ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে।

এছাড়াও পীরগাছা, কাউনিয়া, মিঠাপুকুর, তারাগঞ্জ, পীরগঞ্জ, বদরগঞ্জ ও গঙ্গাচড়া উপজেলার স্থানীয় মসজিদ ও ঈদগাহ মাঠে সুবিধাজনক সময়ে ঈদের জামাতে নামাজ আদায় করেন মুসল্লিরা।

রংপুর জেলার প্রায় ৬ হাজার মসজিদে ঈদজামাত আদায়ের ব্যবস্থা করা হয়। এছাড়াও নগরীর ৩৩টি ওয়ার্ডের ৭৫টিসহ জেলার সহস্রাধিক  ঈদগাহ মাঠ ও পাড়ামহল্লার মসজিদ-মাদ্রাসাগুলোতে ঈদের জামাত অনুষ্ঠিত হয়। কোনো কোনো মসজিদে ছিল একাধিক ঈদ জামাতের ব্যবস্থা।

ঈদের জামাত শেষে মোনাজাতে মহান আল্লাহর কাছে চোখের পানি ফেলে শান্তি, সমৃদ্ধি ও সন্তুষ্টি অর্জনের ফরিয়াদ জানান ধর্মপ্রাণ মুসল্লিরা।

পরে সকল ভেদাভেদ ভুলে কোলাকুলি আর করমর্দন, সালামের মাধ্যমে ঈদের শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন ছোট-বড় বিভিন্ন বয়সী মানুষ ।

ঈদ উপলক্ষে সিটি করপোরেশন থেকে নগরীর সড়ক ও সড়ক দ্বীপসমূহ জাতীয় পতাকা ও ঈদ মোবারক লেখা পতাকা দিয়ে সজ্জিত করা হয়েছে।

এছাড়া ঈদ আনন্দ ভাগাভাগি করতে জেলার হাসপাতাল, এতিমখানা, কারাগার ও শিশু পরিবারগুলোতে বিশেষ খাবার পরিবেশন করা হবে। বাংলাদেশ বেতার রংপুর কেন্দ্রে তিন দিনব্যাপী ঈদের বিশেষ অনুষ্ঠান প্রচারিত হবে।

Please Share This Post in Your Social Media

রংপুরে যথাযোগ্য ভাবগাম্ভীর্যে পবিত্র ঈদুল আজহার নামাজ আদায় 

Update Time : ১১:৫৪:৩৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ জুন ২০২৩

রংপুরে যথাযোগ্য ভাবগাম্ভীর্যে পবিত্র ঈদুল আজহার নামাজ আদায় করেছেন ধর্মপ্রাণ মুসল্লিরা।

বিশেষ মোনাজাতে বাংলাদেশে শান্তি-সমৃদ্ধি, স্থিতিশীলতাসহ সারাবিশ্বের মুসলমানদের ও বিশ্ব মুসলিম উম্মাহর ঐক্য, সম্প্রীতি কামনা করে মহান আল্লাহর কাছে অশ্রুসিক্ত প্রার্থনা করেন মুসল্লিরা।

নামাজ শেষে চিরাচরিত কোলাকুলি আর করমর্দনের মাধ্যমে একে অপরের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন তারা।

বৃহস্পতিবার (২৯ জুন) সকাল আটটায় প্রধান ঈদজামাত অনুষ্ঠিত হয় রংপুর জেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কমপ্লেক্স প্রাঙ্গণে।

এক ঘণ্টার পর একই মসজিদে দ্বিতীয় ঈদ জামাতে নামাজ আদায় করেন মুসল্লিরা।

এরপর অনুষ্ঠিত হয় ঈদের বিশেষ খুতবা। পরে দেশে শান্তি-সমৃদ্ধি ও বিশ্ব মুসলিম উম্মাহর সম্প্রীতি কামনায় মোনাজাত করা হয়। এতে কয়েক হাজার মুসল্লি শারীরিক দূরত্বে থেকে নামাজ আদায় করেন।

সেখানে জাতীয় সংসদের বিরোধী দলীয় উপনেতা ও জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জিএম) কাদের, রংপুর বিভাগীয় কমিশনার মো. হাবিবুর রহমান, রংপুর সিটি করপোরেশনের মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফাসহ জেলা ও পুলিশ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও রাজনৈতিক নেতা, বিশিষ্টজন এবং সর্বস্তরের ধর্মপ্রাণ মুসল্লি ঈদের নামাজ আদায় করেন।

এবার বৈরি আবহাওয়ার কারণে রংপুর কালেক্টরেট ঈদগাহ ময়দানের পরিবর্তে জেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রে ঈদজামাতে নামাজ আদায় করেন মুসল্লিরা।

নামাজ শুরুর আগে ঈদের শুভেচ্ছা জানিয়ে বক্তব্য রাখেন জাতীয় পার্টির চেয়ারম্যান, রংপুর বিভাগীয় কমিশনার ও সিটি মেয়র।

এ সময় সিটি মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা পরিচ্ছন্ন রংপুর মহানগর গড়তে সবাইকে নির্ধারিত স্থানে কোরবানির পশু জবাই করাসহ সঠিকভাবে বর্জ্য সংরক্ষণের আহ্বান জানান। তিনি বেলা দুইটা থেকে পরবর্তী ১২ ঘণ্টার মধ্যে বর্জ্য অপসারণের ঘোষণা দেন। এর জন্য নগরবাসীর সহযোগিতা কামনা করেন।

এর আগে সকাল সাড়ে ৭টায় রংপুর জেলা পুলিশ লাইন্স মসজিদে ঈদজামাত অনুষ্ঠিত হয়। জেলার সবচেয়ে বড় মসজিদ কারামতিয়া জামে মসজিদে সকাল নয়টায় ঈদের নামাজ আদায় করেন মুসল্লিরা। এছাড়াও রংপুর নগরের মহল্লাভিত্তিক মসজিদ ও বিভিন্ন ঈদগাহ মাঠে সকাল সাড়ে সাতটা থেকে সাড়ে দশটায় পর্যন্ত ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে।

এছাড়াও পীরগাছা, কাউনিয়া, মিঠাপুকুর, তারাগঞ্জ, পীরগঞ্জ, বদরগঞ্জ ও গঙ্গাচড়া উপজেলার স্থানীয় মসজিদ ও ঈদগাহ মাঠে সুবিধাজনক সময়ে ঈদের জামাতে নামাজ আদায় করেন মুসল্লিরা।

রংপুর জেলার প্রায় ৬ হাজার মসজিদে ঈদজামাত আদায়ের ব্যবস্থা করা হয়। এছাড়াও নগরীর ৩৩টি ওয়ার্ডের ৭৫টিসহ জেলার সহস্রাধিক  ঈদগাহ মাঠ ও পাড়ামহল্লার মসজিদ-মাদ্রাসাগুলোতে ঈদের জামাত অনুষ্ঠিত হয়। কোনো কোনো মসজিদে ছিল একাধিক ঈদ জামাতের ব্যবস্থা।

ঈদের জামাত শেষে মোনাজাতে মহান আল্লাহর কাছে চোখের পানি ফেলে শান্তি, সমৃদ্ধি ও সন্তুষ্টি অর্জনের ফরিয়াদ জানান ধর্মপ্রাণ মুসল্লিরা।

পরে সকল ভেদাভেদ ভুলে কোলাকুলি আর করমর্দন, সালামের মাধ্যমে ঈদের শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন ছোট-বড় বিভিন্ন বয়সী মানুষ ।

ঈদ উপলক্ষে সিটি করপোরেশন থেকে নগরীর সড়ক ও সড়ক দ্বীপসমূহ জাতীয় পতাকা ও ঈদ মোবারক লেখা পতাকা দিয়ে সজ্জিত করা হয়েছে।

এছাড়া ঈদ আনন্দ ভাগাভাগি করতে জেলার হাসপাতাল, এতিমখানা, কারাগার ও শিশু পরিবারগুলোতে বিশেষ খাবার পরিবেশন করা হবে। বাংলাদেশ বেতার রংপুর কেন্দ্রে তিন দিনব্যাপী ঈদের বিশেষ অনুষ্ঠান প্রচারিত হবে।