ঢাকা ০৬:৪৬ পূর্বাহ্ন, শনিবার, ০৪ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজঃ
আজ সেই ভয়াল ৩ মে! প্রবাসীদের সেবার মান বাড়াতে স্মার্ট কার্ড প্রদান করা হবে – ড. মোমেন গুচ্ছের ‘বি’ ইউনিটের উপস্থিতি হার ৯০ শতাংশ ইবিতে ‘বি’ ইউনিটের গুচ্ছ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত অবিলম্বে ১০ম ওয়েজবোর্ড গঠন করুন: বিএফইউজে ও ডিইউজে নেতৃবৃন্দ অজ্ঞান করে স্বর্ণ ও টাকা চুরির রহস্য উদঘাটন ও চোরাই মালামালসহ গ্রেফতার ১ কয়েন প্রতারণার ফাঁদে ফেলে কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়া চক্রের দুই সদস্য গ্রেফতার ফেসবুকে অপপ্রচার: জবি শিক্ষককের বিচার চেয়ে ভিসির কাছে ডীনের অভিযোগ কুড়িগ্রামে ছাত্রীনিবাসের সামনে অশ্লীল অঙ্গভঙ্গির ভিডিও ধারণ, যুবকের কারাদণ্ড সাইকেল চালিয়ে টেকনাফ থেকে তেঁতুলিয়া পাড়ি দিয়েছেন “দিদার”

যুবককে পিটিয়ে হত্যা, কারাগারে স্ত্রী-শাশুড়ি

স্টাফ রিপোর্টার
  • Update Time : ০৫:০৮:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ অক্টোবর ২০২৩
  • / ৫১ Time View

কুষ্টিয়ার কুমারখালীতে রুবেল (২১) নামের এক যুবকের মরদেহ উদ্ধারের ঘটনায় স্ত্রী মারজিয়া খাতুন ও শাশুড়ি মর্জিনা খাতুনকে মঙ্গলবার (১০ অক্টোবর) দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ।

এর আগে সোমবার (৯ অক্টোবর) রাতে ছয়জনের নাম উল্লেখ ও অজ্ঞাত পাঁচজনকে আসামি করে হত্যা মামলা করেন রুবেলের বাবা রফিকুল ইসলাম।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, প্রায় দেড় বছর আগে উপজেলার শিলাইদহ ইউনিয়নের কল্যাণপুর গ্রামে মেজবার শেখের মেয়ে মর্জিনার সঙ্গে রুবেলের দ্বিতীয় বিয়ে হয়।

রোববার তার স্ত্রী বাবার বাড়িতে একটি মৃত মেয়ের জন্ম দেন। সন্ধ্যায় রুবেলের স্ত্রীর মেজো ভাই মিঠু শেখ তাকে ফোনে তার স্ত্রীর অসুস্থতার কথা জানিয়ে ডেকে নিয়ে যায়। পরের দিন সোমবার সকালে পুলিশ তার মরদেহ উদ্ধার করে।

মামলার বাদী রফিকুল ইসলাম বলেন, আমার ছেলেকে ডেকে নিয়ে পরিকল্পিতভাবে হত্যা করেছে শ্বশুর বাড়ির লোকজন। সঠিক বিচারের আশায় থানায় মামলা করেছি।

কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.আকিবুল ইসলাম বলেন, রুবেলের বাবা বাদী হয়ে রাতে থানায় একটি হত্যা মামলা করেন। মামলার এজাহারে আটক স্ত্রী ও শাশুড়ির নাম থাকায় তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

অন্যান্য আসামিদের গ্রেফতারে পুলিশ অভিযান চালাচ্ছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা জানিয়েছেন যে পারিবারিক কলহের জেরে তারা রুবেলকে পিটিয়ে হত্যা করেছেন।

Please Share This Post in Your Social Media

যুবককে পিটিয়ে হত্যা, কারাগারে স্ত্রী-শাশুড়ি

Update Time : ০৫:০৮:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ অক্টোবর ২০২৩

কুষ্টিয়ার কুমারখালীতে রুবেল (২১) নামের এক যুবকের মরদেহ উদ্ধারের ঘটনায় স্ত্রী মারজিয়া খাতুন ও শাশুড়ি মর্জিনা খাতুনকে মঙ্গলবার (১০ অক্টোবর) দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ।

এর আগে সোমবার (৯ অক্টোবর) রাতে ছয়জনের নাম উল্লেখ ও অজ্ঞাত পাঁচজনকে আসামি করে হত্যা মামলা করেন রুবেলের বাবা রফিকুল ইসলাম।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, প্রায় দেড় বছর আগে উপজেলার শিলাইদহ ইউনিয়নের কল্যাণপুর গ্রামে মেজবার শেখের মেয়ে মর্জিনার সঙ্গে রুবেলের দ্বিতীয় বিয়ে হয়।

রোববার তার স্ত্রী বাবার বাড়িতে একটি মৃত মেয়ের জন্ম দেন। সন্ধ্যায় রুবেলের স্ত্রীর মেজো ভাই মিঠু শেখ তাকে ফোনে তার স্ত্রীর অসুস্থতার কথা জানিয়ে ডেকে নিয়ে যায়। পরের দিন সোমবার সকালে পুলিশ তার মরদেহ উদ্ধার করে।

মামলার বাদী রফিকুল ইসলাম বলেন, আমার ছেলেকে ডেকে নিয়ে পরিকল্পিতভাবে হত্যা করেছে শ্বশুর বাড়ির লোকজন। সঠিক বিচারের আশায় থানায় মামলা করেছি।

কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.আকিবুল ইসলাম বলেন, রুবেলের বাবা বাদী হয়ে রাতে থানায় একটি হত্যা মামলা করেন। মামলার এজাহারে আটক স্ত্রী ও শাশুড়ির নাম থাকায় তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

অন্যান্য আসামিদের গ্রেফতারে পুলিশ অভিযান চালাচ্ছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা জানিয়েছেন যে পারিবারিক কলহের জেরে তারা রুবেলকে পিটিয়ে হত্যা করেছেন।