ঢাকা ০৪:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ১৯ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজঃ
ফেসবুকে অপপ্রচার: জবি শিক্ষককের বিচার চেয়ে ভিসির কাছে ডীনের অভিযোগ কুড়িগ্রামে ছাত্রীনিবাসের সামনে অশ্লীল অঙ্গভঙ্গির ভিডিও ধারণ, যুবকের কারাদণ্ড সাইকেল চালিয়ে টেকনাফ থেকে তেঁতুলিয়া পাড়ি দিয়েছেন “দিদার” টাঙ্গাইলে মেয়ে ও জামাতার বিরুদ্ধে বাবাকে নির্যাতনের অভিযোগ, বৃদ্ধের মৃত্যু আখেরী মোনাজাতের মধ্যে দিয়ে জাকের পার্টির বিশ্ব ইসলামি মহা সম্মেলন ও মহা পবিত্র ফাতেহা শরীফের সমাপ্তি টঙ্গীতে পরিবহনে চাঁদাবাজি, গ্রেফতার ৮ সম্মিলিত প্রচেষ্টায় ন্যায় বিচার প্রতিষ্ঠা সম্ভবঃ প্রধান বিচারপতি  শত কোটি টাকা আত্মসাৎ: দেশত্যাগের সময় বিমানবন্দরে বিশ্বাস ফাউন্ডেশনের চেয়ারম্যান আটক লালপুরে আ,লীগ নেতাকে গুলি করে হত্যা ইবিতে নিরাপত্তা কর্মকর্তা ও আনসার কর্তৃক শিক্ষক হেনস্তার অভিযোগ

মৃত্যুর আগে প্রেমিকার জন্য হাজার কোটি রেখে গেলেন বারলুসকোনি

নওরোজ আন্তর্জাতিক ডেস্ক
  • Update Time : ০৪:৫০:৪৩ অপরাহ্ন, সোমবার, ১০ জুলাই ২০২৩
  • / ১৩৬ Time View

প্রেমিকা মার্টা ফ্যাসিনার সঙ্গে ইতালির সাবেক প্রধানমন্ত্রী সিলভিও বারলুসকোনি। ছবি: সংগৃহীত

ইতালির সাবেক প্রধানমন্ত্রী সিলভিও বারলুসকোনি মৃত্যুর আগে ৩৩ বছর বয়সী প্রেমিকা মার্টা ফ্যাসিনাকে ১ হাজার ১৮৩ কোটি ২৬ লাখ টাকার (১০ কোটি ইউরো) সম্পদ লিখে দিয়ে গেছেন। খবর দ্য গার্ডিয়ানের।

সিলভিও বারলুসকোনি জুন মাসের ১২ তারিখ মারা গেছেন। তিনি ১৯৯৪ সালে প্রথম ইতালির প্রধানমন্ত্রী হন। এরপর ২০১১ সাল পর্যন্ত দেশটির চারটি সরকারের নেতৃত্ব দেন। তার মোট সম্পত্তির মূল্য ৬ বিলিয়ন ইউরো বা প্রায় ৭১ হাজার কোটি টাকার বেশি বলে ধারণা করা হচ্ছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ২০২০ সালের মার্চ থেকে বারলুসকোনির সঙ্গে সম্পর্ক শুরু হয় ফ্যাসিনার। তবে তারা বিয়ে না করলেও বারলুসকোনি মৃত্যুশয্যায় ফ্যাসিনাকে স্ত্রী বলে ডেকেছেন।

আরও পড়ুনঃ যেসব খাতে পাওয়া যাবে ইতালির স্পন্সর ভিসা

২০১৮ সালের সাধারণ নির্বাচনের পর থেকে ফ্যাসিনা ইতালির সংসদের নিম্নকক্ষের সদস্য। তিনি রাজনৈতিক দল ফোরজা ইতালিয়ার ডেপুটি। ১৯৪৪ সালে বারলুসকোনি রাজনীতিতে প্রবেশকালে দলটি প্রতিষ্ঠা করেছিলেন।

বারলুসকোনির সব ব্যবসা তার দুই বড় সন্তান মেরিনা এবং পিয়ের সিলভিওর মাধ্যমে নিয়ন্ত্রিত হচ্ছে। তাদের কাছে পরিবারের হোল্ডিংয়ের ৫৩ শতাংশ শেয়ার থাকবে।

এছাড়া তিনি মৃত্যুর আগে তার ভাই পাওলোর জন্য ১০০ মিলিয়ন ইউরো এবং ফোরজা ইতালিয়া পার্টির একজন সাবেক সিনেটর মার্সেলো ডেল’উত্রির জন্য ৩০ মিলিয়ন ইউরো রেখে গেছেন।
বারলুসকোনি মধ্য-ডান ফোরজা ইতালিয়া পার্টির নেতৃত্বে ছিলেন। গত সেপ্টেম্বরে নির্বাচনে তিনি উচ্চকক্ষ সিনেটে নির্বাচিত হন এবং তার দল প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির অধীনে জোটে যায়।

বারলুসকোনির জন্ম ১৯৩৬ সালে মিলানে। ভ্যাকুয়াম ক্লিনার বিক্রির মধ্য দিয়ে তার কর্মজীবন শুরু হয়। তিনি ইতালির বৃহত্তম গণমাধ্যম কোম্পানির প্রতিষ্ঠাতা। পরে ইতালির রাজনীতিতে যোগ দিয়ে অত্যন্ত প্রভাবশালী নেতায় পরিণত হন এবং পরে দেশটির প্রধানমন্ত্রী হন।

আরও পড়ুনঃ ইতালির সাবেক প্রধানমন্ত্রী বারলুসকোনি আর নেই

Please Share This Post in Your Social Media

মৃত্যুর আগে প্রেমিকার জন্য হাজার কোটি রেখে গেলেন বারলুসকোনি

Update Time : ০৪:৫০:৪৩ অপরাহ্ন, সোমবার, ১০ জুলাই ২০২৩

ইতালির সাবেক প্রধানমন্ত্রী সিলভিও বারলুসকোনি মৃত্যুর আগে ৩৩ বছর বয়সী প্রেমিকা মার্টা ফ্যাসিনাকে ১ হাজার ১৮৩ কোটি ২৬ লাখ টাকার (১০ কোটি ইউরো) সম্পদ লিখে দিয়ে গেছেন। খবর দ্য গার্ডিয়ানের।

সিলভিও বারলুসকোনি জুন মাসের ১২ তারিখ মারা গেছেন। তিনি ১৯৯৪ সালে প্রথম ইতালির প্রধানমন্ত্রী হন। এরপর ২০১১ সাল পর্যন্ত দেশটির চারটি সরকারের নেতৃত্ব দেন। তার মোট সম্পত্তির মূল্য ৬ বিলিয়ন ইউরো বা প্রায় ৭১ হাজার কোটি টাকার বেশি বলে ধারণা করা হচ্ছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ২০২০ সালের মার্চ থেকে বারলুসকোনির সঙ্গে সম্পর্ক শুরু হয় ফ্যাসিনার। তবে তারা বিয়ে না করলেও বারলুসকোনি মৃত্যুশয্যায় ফ্যাসিনাকে স্ত্রী বলে ডেকেছেন।

আরও পড়ুনঃ যেসব খাতে পাওয়া যাবে ইতালির স্পন্সর ভিসা

২০১৮ সালের সাধারণ নির্বাচনের পর থেকে ফ্যাসিনা ইতালির সংসদের নিম্নকক্ষের সদস্য। তিনি রাজনৈতিক দল ফোরজা ইতালিয়ার ডেপুটি। ১৯৪৪ সালে বারলুসকোনি রাজনীতিতে প্রবেশকালে দলটি প্রতিষ্ঠা করেছিলেন।

বারলুসকোনির সব ব্যবসা তার দুই বড় সন্তান মেরিনা এবং পিয়ের সিলভিওর মাধ্যমে নিয়ন্ত্রিত হচ্ছে। তাদের কাছে পরিবারের হোল্ডিংয়ের ৫৩ শতাংশ শেয়ার থাকবে।

এছাড়া তিনি মৃত্যুর আগে তার ভাই পাওলোর জন্য ১০০ মিলিয়ন ইউরো এবং ফোরজা ইতালিয়া পার্টির একজন সাবেক সিনেটর মার্সেলো ডেল’উত্রির জন্য ৩০ মিলিয়ন ইউরো রেখে গেছেন।
বারলুসকোনি মধ্য-ডান ফোরজা ইতালিয়া পার্টির নেতৃত্বে ছিলেন। গত সেপ্টেম্বরে নির্বাচনে তিনি উচ্চকক্ষ সিনেটে নির্বাচিত হন এবং তার দল প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির অধীনে জোটে যায়।

বারলুসকোনির জন্ম ১৯৩৬ সালে মিলানে। ভ্যাকুয়াম ক্লিনার বিক্রির মধ্য দিয়ে তার কর্মজীবন শুরু হয়। তিনি ইতালির বৃহত্তম গণমাধ্যম কোম্পানির প্রতিষ্ঠাতা। পরে ইতালির রাজনীতিতে যোগ দিয়ে অত্যন্ত প্রভাবশালী নেতায় পরিণত হন এবং পরে দেশটির প্রধানমন্ত্রী হন।

আরও পড়ুনঃ ইতালির সাবেক প্রধানমন্ত্রী বারলুসকোনি আর নেই