ঢাকা ১০:১৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ১৯ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজঃ
ফেসবুকে অপপ্রচার: জবি শিক্ষককের বিচার চেয়ে ভিসির কাছে ডীনের অভিযোগ কুড়িগ্রামে ছাত্রীনিবাসের সামনে অশ্লীল অঙ্গভঙ্গির ভিডিও ধারণ, যুবকের কারাদণ্ড সাইকেল চালিয়ে টেকনাফ থেকে তেঁতুলিয়া পাড়ি দিয়েছেন “দিদার” টাঙ্গাইলে মেয়ে ও জামাতার বিরুদ্ধে বাবাকে নির্যাতনের অভিযোগ, বৃদ্ধের মৃত্যু আখেরী মোনাজাতের মধ্যে দিয়ে জাকের পার্টির বিশ্ব ইসলামি মহা সম্মেলন ও মহা পবিত্র ফাতেহা শরীফের সমাপ্তি টঙ্গীতে পরিবহনে চাঁদাবাজি, গ্রেফতার ৮ সম্মিলিত প্রচেষ্টায় ন্যায় বিচার প্রতিষ্ঠা সম্ভবঃ প্রধান বিচারপতি  শত কোটি টাকা আত্মসাৎ: দেশত্যাগের সময় বিমানবন্দরে বিশ্বাস ফাউন্ডেশনের চেয়ারম্যান আটক লালপুরে আ,লীগ নেতাকে গুলি করে হত্যা ইবিতে নিরাপত্তা কর্মকর্তা ও আনসার কর্তৃক শিক্ষক হেনস্তার অভিযোগ

মির্জাগঞ্জে ট্রাকের ধাক্কায় ইউপি সদস্য নিহত, আহত ২

রফিকুল ইসলাম জোমাদ্দার, মির্জাগঞ্জ (পটুয়াখালী) প্রতিনিধি
  • Update Time : ০৬:১৬:০০ অপরাহ্ন, বুধবার, ৮ নভেম্বর ২০২৩
  • / ৮৮ Time View

পটুয়াখালীর মির্জাগঞ্জে ট্রাকের ধাক্কায় ইউপি সদস্য নিহত ও ইউপি চেয়ারম্যানসহ ২ জন আহত হয়েছে। বুধবার ( ৮ নভেম্বর) সকাল সাড়ে ৭ টায় উপজেলার কাকড়াবুনিয়া ইউনিয়নের সিংবাড়ী বরগুনা-বাকেরগঞ্জ মহাসড়কে এই ঘটনা ঘটে।

নিহত হলেন, কাকড়াবুনিয়া ইউনিয়ন পরিষদের ৩ নং ওয়ার্ড ইউপি সদস্য মনিন্দ্র হালদার ( ৫৫) এবং আহতরা হলেন, ওই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সেলিম মিয়া ( ৬৪) ও ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মো. নুরুজ্জামান ফকির ( ৩৫)।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, সেলিম মিয়া, মনিন্দ্র হালদার ও নুরুজ্জামান ফকির ঘটনার সময় সড়কের পাশে দাঁড়িয়ে তারা কথা বলছিল। এসময় বরগুনাগামী একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে তাদেরকে সজোরে ধাক্কা দিয়ে সড়কের অপর পাশে একটি বটগাছের সাথে ট্রাকটির সংঘর্ষ হয়। এতে ওই তিনজন গুরুতর আহত হয় এবং ট্রাকটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাদেরকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ওইদিন দুপুর সাড়ে ১২ টার দিকে ইউপি সদস্য মনিন্দ্র হালদারের মৃত্যু হয়।

এব্যাপারে মির্জাগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান বলেন, ঘটনাস্থল পরিদর্শন করে ট্রাকটি জব্দ করা হয়েছে। তবে এ ব্যাপারে এখন পর্যন্ত কোন লিখিত অভিযোগ পাইনি, অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

Please Share This Post in Your Social Media

মির্জাগঞ্জে ট্রাকের ধাক্কায় ইউপি সদস্য নিহত, আহত ২

Update Time : ০৬:১৬:০০ অপরাহ্ন, বুধবার, ৮ নভেম্বর ২০২৩

পটুয়াখালীর মির্জাগঞ্জে ট্রাকের ধাক্কায় ইউপি সদস্য নিহত ও ইউপি চেয়ারম্যানসহ ২ জন আহত হয়েছে। বুধবার ( ৮ নভেম্বর) সকাল সাড়ে ৭ টায় উপজেলার কাকড়াবুনিয়া ইউনিয়নের সিংবাড়ী বরগুনা-বাকেরগঞ্জ মহাসড়কে এই ঘটনা ঘটে।

নিহত হলেন, কাকড়াবুনিয়া ইউনিয়ন পরিষদের ৩ নং ওয়ার্ড ইউপি সদস্য মনিন্দ্র হালদার ( ৫৫) এবং আহতরা হলেন, ওই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সেলিম মিয়া ( ৬৪) ও ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মো. নুরুজ্জামান ফকির ( ৩৫)।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, সেলিম মিয়া, মনিন্দ্র হালদার ও নুরুজ্জামান ফকির ঘটনার সময় সড়কের পাশে দাঁড়িয়ে তারা কথা বলছিল। এসময় বরগুনাগামী একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে তাদেরকে সজোরে ধাক্কা দিয়ে সড়কের অপর পাশে একটি বটগাছের সাথে ট্রাকটির সংঘর্ষ হয়। এতে ওই তিনজন গুরুতর আহত হয় এবং ট্রাকটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাদেরকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ওইদিন দুপুর সাড়ে ১২ টার দিকে ইউপি সদস্য মনিন্দ্র হালদারের মৃত্যু হয়।

এব্যাপারে মির্জাগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান বলেন, ঘটনাস্থল পরিদর্শন করে ট্রাকটি জব্দ করা হয়েছে। তবে এ ব্যাপারে এখন পর্যন্ত কোন লিখিত অভিযোগ পাইনি, অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।