ঢাকা ১২:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ১৯ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজঃ
ফেসবুকে অপপ্রচার: জবি শিক্ষককের বিচার চেয়ে ভিসির কাছে ডীনের অভিযোগ কুড়িগ্রামে ছাত্রীনিবাসের সামনে অশ্লীল অঙ্গভঙ্গির ভিডিও ধারণ, যুবকের কারাদণ্ড সাইকেল চালিয়ে টেকনাফ থেকে তেঁতুলিয়া পাড়ি দিয়েছেন “দিদার” টাঙ্গাইলে মেয়ে ও জামাতার বিরুদ্ধে বাবাকে নির্যাতনের অভিযোগ, বৃদ্ধের মৃত্যু আখেরী মোনাজাতের মধ্যে দিয়ে জাকের পার্টির বিশ্ব ইসলামি মহা সম্মেলন ও মহা পবিত্র ফাতেহা শরীফের সমাপ্তি টঙ্গীতে পরিবহনে চাঁদাবাজি, গ্রেফতার ৮ সম্মিলিত প্রচেষ্টায় ন্যায় বিচার প্রতিষ্ঠা সম্ভবঃ প্রধান বিচারপতি  শত কোটি টাকা আত্মসাৎ: দেশত্যাগের সময় বিমানবন্দরে বিশ্বাস ফাউন্ডেশনের চেয়ারম্যান আটক লালপুরে আ,লীগ নেতাকে গুলি করে হত্যা ইবিতে নিরাপত্তা কর্মকর্তা ও আনসার কর্তৃক শিক্ষক হেনস্তার অভিযোগ

ময়মনসিংহে আওয়ামী লীগের দুই গ্রুপে সংঘর্ষ, আহত ৪৫

স্টাফ রিপোর্টার
  • Update Time : ০৬:৩৫:২৩ অপরাহ্ন, সোমবার, ৯ অক্টোবর ২০২৩
  • / ৪৭ Time View

‘প্রোগ্রামে দাওয়াত না দেওয়াকে কেন্দ্র করে’ ময়মনসিংহের নান্দাইলে উপজেলা আওয়ামী লীগ ও এমপির সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়েছে।

এ ঘটনায় শিক্ষার্থীসহ অন্তত ৪৫ জন আহত হয়েছেন দাবি করেছেন নেতাকর্মীরা।

সোমবার (৯ অক্টোবর) দুপুর ১২টার দিকে উপজেলা পরিষদের সামনে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বেলা ১১টার দিকে উপজেলা পরিষদে রোড টু স্মার্ট বাংলাদেশ প্রোগ্রাম উদ্ধোধন করার কথা ছিল আওয়ামী লীগের নির্বাচন প্রধান সমন্বয়ক আনোয়ার বিন কবিরের।

তবে, উদ্ধোধনী অনুষ্ঠানে উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মীদের দাওয়াত দেননি এমপি সমর্থকরা। এ নিয়ে দুই পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছিল।

দাওয়াত না দেয়ার কারণ জানতে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম শাহান তার নেতাকর্মীদের নিয়ে উপজেলা পরিষদের সামনে যান।

এসময় এমপি আনোয়ারুল আবেদীন খান তুহিনের সমর্থক উপজেলা চেয়ারম্যান হাসান মাহমুদ জুয়েলের লোকজন তাদের বাধা দেন। এতে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে।

এসময় পুলিশ টিয়ারসেল নিক্ষেপ করে দুই পক্ষকে নিয়ন্ত্রণ করে। এ ঘটনায় পাঁচ শিক্ষার্থীসহ অন্তত ৪৫ জন আহত হয়েছেন বলে জানা গেছে।

গুরুতর আহত দুই শিক্ষার্থীসহ আটজনকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম শাহান বলেন, ‘এমপির সমর্থক উপজেলা পরিষদের চেয়ারম্যান হাসান মাহমুদ জুয়েল ও তার লোকজন অন্ত্র নিয়ে আমাদের ওপর আক্রমণ করেন।

এসময় দৌড়ে পালানোর চেষ্টা করলে তারা পেছনে পেছন ধাওয়া করেন। তারা আমাদের ৩০ নেতাকর্মীকে কুপিয়ে ও পিটিয়ে আহত করেছেন।’

নান্দাইল উপজেলা স্বাস্থ কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক মাহমুদুল হাসান বলেন, সংঘর্ষে আহত ৪৫ জনকে চিকিৎসা দেওয়া হয়েছে।

এদের মধ্যে আটজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে। একজন এখানে ভর্তি আছেন। বাকিরা প্রাথমিক চিকিৎসা নিয়ে চলে গেছেন।

এ বিষয়ে জানতে উপজেলা পরিষদের চেয়ারম্যান হাসান মাহমুদ জুয়েলের নম্বরে কল দিলে তা বন্ধ পাওয়া যায়।

ময়মনসিংহ-৯ নান্দাইল আসনের সংসদ সদস্য আনোয়ারুল আবেদীনের তুহিনের নম্বরে একাধিকবার কল করলেও তিনি রিসিভ করেননি।

নান্দাইল সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সুমন মিয়া বলেন, দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটেছে। তাৎক্ষণিকভাবে পুলিশ দুই রাউন্ড টিয়ারসেল নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

Please Share This Post in Your Social Media

ময়মনসিংহে আওয়ামী লীগের দুই গ্রুপে সংঘর্ষ, আহত ৪৫

Update Time : ০৬:৩৫:২৩ অপরাহ্ন, সোমবার, ৯ অক্টোবর ২০২৩

‘প্রোগ্রামে দাওয়াত না দেওয়াকে কেন্দ্র করে’ ময়মনসিংহের নান্দাইলে উপজেলা আওয়ামী লীগ ও এমপির সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়েছে।

এ ঘটনায় শিক্ষার্থীসহ অন্তত ৪৫ জন আহত হয়েছেন দাবি করেছেন নেতাকর্মীরা।

সোমবার (৯ অক্টোবর) দুপুর ১২টার দিকে উপজেলা পরিষদের সামনে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বেলা ১১টার দিকে উপজেলা পরিষদে রোড টু স্মার্ট বাংলাদেশ প্রোগ্রাম উদ্ধোধন করার কথা ছিল আওয়ামী লীগের নির্বাচন প্রধান সমন্বয়ক আনোয়ার বিন কবিরের।

তবে, উদ্ধোধনী অনুষ্ঠানে উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মীদের দাওয়াত দেননি এমপি সমর্থকরা। এ নিয়ে দুই পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছিল।

দাওয়াত না দেয়ার কারণ জানতে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম শাহান তার নেতাকর্মীদের নিয়ে উপজেলা পরিষদের সামনে যান।

এসময় এমপি আনোয়ারুল আবেদীন খান তুহিনের সমর্থক উপজেলা চেয়ারম্যান হাসান মাহমুদ জুয়েলের লোকজন তাদের বাধা দেন। এতে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে।

এসময় পুলিশ টিয়ারসেল নিক্ষেপ করে দুই পক্ষকে নিয়ন্ত্রণ করে। এ ঘটনায় পাঁচ শিক্ষার্থীসহ অন্তত ৪৫ জন আহত হয়েছেন বলে জানা গেছে।

গুরুতর আহত দুই শিক্ষার্থীসহ আটজনকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম শাহান বলেন, ‘এমপির সমর্থক উপজেলা পরিষদের চেয়ারম্যান হাসান মাহমুদ জুয়েল ও তার লোকজন অন্ত্র নিয়ে আমাদের ওপর আক্রমণ করেন।

এসময় দৌড়ে পালানোর চেষ্টা করলে তারা পেছনে পেছন ধাওয়া করেন। তারা আমাদের ৩০ নেতাকর্মীকে কুপিয়ে ও পিটিয়ে আহত করেছেন।’

নান্দাইল উপজেলা স্বাস্থ কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক মাহমুদুল হাসান বলেন, সংঘর্ষে আহত ৪৫ জনকে চিকিৎসা দেওয়া হয়েছে।

এদের মধ্যে আটজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে। একজন এখানে ভর্তি আছেন। বাকিরা প্রাথমিক চিকিৎসা নিয়ে চলে গেছেন।

এ বিষয়ে জানতে উপজেলা পরিষদের চেয়ারম্যান হাসান মাহমুদ জুয়েলের নম্বরে কল দিলে তা বন্ধ পাওয়া যায়।

ময়মনসিংহ-৯ নান্দাইল আসনের সংসদ সদস্য আনোয়ারুল আবেদীনের তুহিনের নম্বরে একাধিকবার কল করলেও তিনি রিসিভ করেননি।

নান্দাইল সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সুমন মিয়া বলেন, দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটেছে। তাৎক্ষণিকভাবে পুলিশ দুই রাউন্ড টিয়ারসেল নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।