ঢাকা ০৩:৫৫ অপরাহ্ন, শনিবার, ০৪ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজঃ
আজ সেই ভয়াল ৩ মে! প্রবাসীদের সেবার মান বাড়াতে স্মার্ট কার্ড প্রদান করা হবে – ড. মোমেন গুচ্ছের ‘বি’ ইউনিটের উপস্থিতি হার ৯০ শতাংশ ইবিতে ‘বি’ ইউনিটের গুচ্ছ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত অবিলম্বে ১০ম ওয়েজবোর্ড গঠন করুন: বিএফইউজে ও ডিইউজে নেতৃবৃন্দ অজ্ঞান করে স্বর্ণ ও টাকা চুরির রহস্য উদঘাটন ও চোরাই মালামালসহ গ্রেফতার ১ কয়েন প্রতারণার ফাঁদে ফেলে কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়া চক্রের দুই সদস্য গ্রেফতার ফেসবুকে অপপ্রচার: জবি শিক্ষককের বিচার চেয়ে ভিসির কাছে ডীনের অভিযোগ কুড়িগ্রামে ছাত্রীনিবাসের সামনে অশ্লীল অঙ্গভঙ্গির ভিডিও ধারণ, যুবকের কারাদণ্ড সাইকেল চালিয়ে টেকনাফ থেকে তেঁতুলিয়া পাড়ি দিয়েছেন “দিদার”

মধুর ক্যান্টিনে ছাত্রলীগ সম্পাদককে সালাম দেওয়া নিয়ে দু’পক্ষের সংঘর্ষ

ঢাবি প্রতিনিধি
  • Update Time : ০৫:৪৫:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ জানুয়ারী ২০২৪
  • / ৮৪ Time View

এবার ছাত্রলীগের ২ পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটলো খোদ বাংলাদেশ ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনানকে সালাম দেওয়া নিয়ে। ছাত্রলীগ সম্পাদকের উপস্থিতিতেই এরূপ ঘটনা ঘটেছে।

মঙ্গলবার (২৩ জানুয়ারি) দুপুর ১টার পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) মধুর ক্যান্টিনে এ ঘটনা ঘটে। এসময় ছাত্রলীগ সম্পাদক শেখ ইনান সহ সেন্ট্রাল ছাত্রলীগের সিনিয়র নেতারা উপস্থিত থাকলেও দুই দফায় সংঘর্ষে জড়িয়ে পড়েন অনুসারী নেতাকর্মীরা। সংঘর্ষে লিপ্ত হওয়া দুই পক্ষই শেখ ইনানের অনুসারী । এতে ৩ জন আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে।

গুরুতরভাবে আহত কামরুল হাসানকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করা হয়েছে। তিনি ঢাবির সূর্যসেন হল ছাত্রলীগের উপ-দপ্তর সম্পাদক। এছাড়া আরও আহত হয়েছেন তৃতীয় বর্ষের শিক্ষার্থী ও ছাত্রলীগ কর্মী সাইদুর রহমান শান্ত এবং তিতুমীর কলেজ ছাত্রলীগের এক কর্মী।

ঘটনাস্থলে উপস্থিত ছাত্রলীগ কর্মীরা জানান, আজ বাংলাদেশ ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান মধুর ক্যান্টিনে উপস্থিত হন। এসময় তাকে সালাম দেওয়া নিয়ে বিজয় একাত্তর হল ও মাস্টার’দা সূর্যসেন হল ছাত্রলীগের নেতাকর্মীদের মাঝে হাতাহাতির ঘটনা ঘটে। পরে বিজয় একাত্তর হল সেখান থেকে বের হয়ে হকিস্টিক ও লাঠিসোটা নিয়ে প্রস্তুত থাকে। বিজয় একাত্তর হল ছাত্রলীগের ছাত্রবৃত্তি উপসম্পাদক আবদুল্লাহ আল মারুফ, প্রশিক্ষণ বিষয়ক উপসম্পাদক ফিরোজ আলম অপি, কর্মসূচি ও পরিকল্পনা বিষয়ক উপসম্পাদক মাশফিউর রহমান, কর্মী ফজলে নাভিদ অনন, সামাজিক বিজ্ঞান অনুষদ ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক নিঝুমসহ বেশ কয়েকজন হামলায় অংশ নেন । পরে কয়েকজন সেন্ট্রাল নেতার হস্তক্ষেপে হামলা বন্ধ হয়।

এদিকে গুরুতরভাবে আহত হওয়ায় কামরুলকে ঢাকা মেডিকেলে পাঠানো হয়। এসময় ছাত্রলীগ সম্পাদক ঘটনাস্থলেই অবস্থান করছিলেন।

ঘটনাস্থলে উপস্থিত নাম প্রকাশে অনিচ্ছুক এক নেতা বলেন, মধুতে(মধুর ক্যান্টিন) ইনান ভাইকে সালাম দেওয়া নিয়ে ২টি হলের মধ্যে রেষারেষি হয়। পরে এর জের ধরে কামরুলকে লাথি দিয়ে ফেলে তার উপর লাঠিসোটা দিয়ে আঘাত করা হয়।

এ বিষয়ে শেখ ইনানের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত কেন্দ্রীয় ছাত্রলীগের সহসভাপতি খাদিমুল বাশার জয় গণমাধ্যমকে বলেন, আমি নিজেই কামরুলকে হাসপাতালে পাঠিয়েছি এবং সাধারণ সম্পাদককে বিষয়টি অবগত করেছি। তিনি জানিয়েছেন- যারা এ ঘটনায় জড়িত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

এ বিষয়ে ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনানের মন্তব্য জানার জন্য একাধিকবার চেষ্টা করা হলেও তার সঙ্গে যোগাযোগ করা যায় নি।

Please Share This Post in Your Social Media

মধুর ক্যান্টিনে ছাত্রলীগ সম্পাদককে সালাম দেওয়া নিয়ে দু’পক্ষের সংঘর্ষ

Update Time : ০৫:৪৫:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ জানুয়ারী ২০২৪

এবার ছাত্রলীগের ২ পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটলো খোদ বাংলাদেশ ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনানকে সালাম দেওয়া নিয়ে। ছাত্রলীগ সম্পাদকের উপস্থিতিতেই এরূপ ঘটনা ঘটেছে।

মঙ্গলবার (২৩ জানুয়ারি) দুপুর ১টার পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) মধুর ক্যান্টিনে এ ঘটনা ঘটে। এসময় ছাত্রলীগ সম্পাদক শেখ ইনান সহ সেন্ট্রাল ছাত্রলীগের সিনিয়র নেতারা উপস্থিত থাকলেও দুই দফায় সংঘর্ষে জড়িয়ে পড়েন অনুসারী নেতাকর্মীরা। সংঘর্ষে লিপ্ত হওয়া দুই পক্ষই শেখ ইনানের অনুসারী । এতে ৩ জন আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে।

গুরুতরভাবে আহত কামরুল হাসানকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করা হয়েছে। তিনি ঢাবির সূর্যসেন হল ছাত্রলীগের উপ-দপ্তর সম্পাদক। এছাড়া আরও আহত হয়েছেন তৃতীয় বর্ষের শিক্ষার্থী ও ছাত্রলীগ কর্মী সাইদুর রহমান শান্ত এবং তিতুমীর কলেজ ছাত্রলীগের এক কর্মী।

ঘটনাস্থলে উপস্থিত ছাত্রলীগ কর্মীরা জানান, আজ বাংলাদেশ ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান মধুর ক্যান্টিনে উপস্থিত হন। এসময় তাকে সালাম দেওয়া নিয়ে বিজয় একাত্তর হল ও মাস্টার’দা সূর্যসেন হল ছাত্রলীগের নেতাকর্মীদের মাঝে হাতাহাতির ঘটনা ঘটে। পরে বিজয় একাত্তর হল সেখান থেকে বের হয়ে হকিস্টিক ও লাঠিসোটা নিয়ে প্রস্তুত থাকে। বিজয় একাত্তর হল ছাত্রলীগের ছাত্রবৃত্তি উপসম্পাদক আবদুল্লাহ আল মারুফ, প্রশিক্ষণ বিষয়ক উপসম্পাদক ফিরোজ আলম অপি, কর্মসূচি ও পরিকল্পনা বিষয়ক উপসম্পাদক মাশফিউর রহমান, কর্মী ফজলে নাভিদ অনন, সামাজিক বিজ্ঞান অনুষদ ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক নিঝুমসহ বেশ কয়েকজন হামলায় অংশ নেন । পরে কয়েকজন সেন্ট্রাল নেতার হস্তক্ষেপে হামলা বন্ধ হয়।

এদিকে গুরুতরভাবে আহত হওয়ায় কামরুলকে ঢাকা মেডিকেলে পাঠানো হয়। এসময় ছাত্রলীগ সম্পাদক ঘটনাস্থলেই অবস্থান করছিলেন।

ঘটনাস্থলে উপস্থিত নাম প্রকাশে অনিচ্ছুক এক নেতা বলেন, মধুতে(মধুর ক্যান্টিন) ইনান ভাইকে সালাম দেওয়া নিয়ে ২টি হলের মধ্যে রেষারেষি হয়। পরে এর জের ধরে কামরুলকে লাথি দিয়ে ফেলে তার উপর লাঠিসোটা দিয়ে আঘাত করা হয়।

এ বিষয়ে শেখ ইনানের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত কেন্দ্রীয় ছাত্রলীগের সহসভাপতি খাদিমুল বাশার জয় গণমাধ্যমকে বলেন, আমি নিজেই কামরুলকে হাসপাতালে পাঠিয়েছি এবং সাধারণ সম্পাদককে বিষয়টি অবগত করেছি। তিনি জানিয়েছেন- যারা এ ঘটনায় জড়িত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

এ বিষয়ে ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনানের মন্তব্য জানার জন্য একাধিকবার চেষ্টা করা হলেও তার সঙ্গে যোগাযোগ করা যায় নি।