ঢাকা ০৫:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ১৯ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজঃ
ফেসবুকে অপপ্রচার: জবি শিক্ষককের বিচার চেয়ে ভিসির কাছে ডীনের অভিযোগ কুড়িগ্রামে ছাত্রীনিবাসের সামনে অশ্লীল অঙ্গভঙ্গির ভিডিও ধারণ, যুবকের কারাদণ্ড সাইকেল চালিয়ে টেকনাফ থেকে তেঁতুলিয়া পাড়ি দিয়েছেন “দিদার” টাঙ্গাইলে মেয়ে ও জামাতার বিরুদ্ধে বাবাকে নির্যাতনের অভিযোগ, বৃদ্ধের মৃত্যু আখেরী মোনাজাতের মধ্যে দিয়ে জাকের পার্টির বিশ্ব ইসলামি মহা সম্মেলন ও মহা পবিত্র ফাতেহা শরীফের সমাপ্তি টঙ্গীতে পরিবহনে চাঁদাবাজি, গ্রেফতার ৮ সম্মিলিত প্রচেষ্টায় ন্যায় বিচার প্রতিষ্ঠা সম্ভবঃ প্রধান বিচারপতি  শত কোটি টাকা আত্মসাৎ: দেশত্যাগের সময় বিমানবন্দরে বিশ্বাস ফাউন্ডেশনের চেয়ারম্যান আটক লালপুরে আ,লীগ নেতাকে গুলি করে হত্যা ইবিতে নিরাপত্তা কর্মকর্তা ও আনসার কর্তৃক শিক্ষক হেনস্তার অভিযোগ

ভারত সফরে আওয়ামী লীগের পাঁচ সদস্যের প্রতিনিধি দল

স্টাফ রিপোর্টার
  • Update Time : ০৪:২৩:৩৩ অপরাহ্ন, রবিবার, ৬ অগাস্ট ২০২৩
  • / ৮৩ Time View

ভারতের ক্ষমতাসীন দল ভারতীয় জনতা পার্টির (বিজেপি)’র আমন্ত্রণে ভারত সফরে যাচ্ছে আওয়ামী লীগের পাঁচ সদস্যের প্রতিনিধি দল।

রবিবার ৬ আগস্ট বিকাল ৫টায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দিল্লির উদ্দেশে যাত্রা করবে দলটি।

এ সফরের নেতৃত্ব দিচ্ছেন দলের সভাপতিমণ্ডলীর সদস্য ও কৃষিমন্ত্রী আবদুর রাজ্জাক। আওয়ামী লীগের প্রতিনিধি দলে আরো আছেন দলের যুগ্ম সাধারণ সম্পাদক এবং তথ্য ও সম্প্রচারমন্ত্রী হাছান মাহমুদ, সাংগঠনিক সম্পাদক সুজিত রায় নন্দী, নির্বাহী কমিটির সদস্য মেরিনা জাহান ও সংসদ সদস্য আরমা দত্ত।

বিষয়টি নিশ্চিত করে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সুজিত রায় নন্দী বলেন, আমরা বিজেপির পক্ষ থেকে আগেই ভারত সফরের আমন্ত্রণ পেয়েছি। সে অনুযায়ী আমরা রোববার (আজ) বিকাল ৫টায় ভারতের রাজধানী দিল্লির উদ্দেশে রওনা হব। সফরে বিজেপির শীর্ষ পর্যায়ের নেতাদের সঙ্গে বৈঠক হবে।

প্রসংগত, ভারতীয় জনতা পার্টি (বিজেপি) বিভিন্ন দেশের রাজনৈতিক দলের সঙ্গে সম্পর্ক দৃঢ় করতে উদ্যোগ নিয়েছে। এতে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে প্রতিবেশী দেশগুলোর রাজনৈতিক দলকে। এরই অংশ হিসাবে মে মাসে আওয়ামী লীগের একটি প্রতিনিধিদলকে ভারত সফরের আমন্ত্রণ জানিয়েছিল বিজেপি। দলটির আন্তর্জাতিকবিষয়ক বিভাগের প্রধান বিজয় মুরলিধর চৌথাইওয়াল আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে চিঠি দিয়ে বিজেপির পক্ষ থেকে ‘পার্টি টু পার্টি’ এই সফরের আমন্ত্রণ জানানো হয়েছিল।

আওয়ামী লীগ সূত্রে জানা গেছে, তিনদিনের এ সফরে প্রতিনিধি দলটি ভারতের সরকার ও বিজেপি প্রতিনিধিদের সঙ্গে একাধিক বৈঠকে মিলিত হবে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গেও বৈঠক হওয়ার সম্ভাবনা রয়েছে। সরকারের অন্যদের মধ্যে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সঙ্গে বৈঠক হওয়ার কথা রয়েছে। ভারতীয় জনতা পার্টির (বিজেপি) সভাপতি জেপি নাড্ডাসহ রাজনৈতিক নেতাদের সঙ্গেও বৈঠক হবে।

এদিকে আগামী মাসে ভারতের নয়াদিল্লিতে অনুষ্ঠেয় জি২০ শীর্ষ সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অংশ নেয়ার কথা রয়েছে। বাংলাদেশকে অতিথি রাষ্ট্র হিসেবে সম্মেলনে আমন্ত্রণ জানিয়েছে ভারত।

বলা হচ্ছে, বিজেপির আমন্ত্রণে এটি একটি সৌজন্য সফর। কিন্তু আগামী জাতীয় সংসদ নির্বাচনের আর মাত্র পাঁচ মাসের মতো বাকি। এ সময়ে আওয়ামী লীগের প্রতিনিধি দলটির ভারত সফর ও সেখানকার নীতিনির্ধারকদের সঙ্গে বৈঠকের বিশেষ গুরুত্ব রয়েছে বলে মনে করেন আওয়ামী লীগের নেতারা। অন্যদিকে আগামী সংসদ নির্বাচন সামনে রেখে মার্কিন যুক্তরাষ্ট্রসহ পশ্চিমাদের তৎপরতা বেড়েছে। এ পরিস্থিতিতে ভারত এখনো প্রকাশ্যে ততটা তৎপর নয়। এই পরিপ্রেক্ষিতে তিনদিনের এ সফর বিশেষ গুরুত্ববহন করে।

Please Share This Post in Your Social Media

ভারত সফরে আওয়ামী লীগের পাঁচ সদস্যের প্রতিনিধি দল

Update Time : ০৪:২৩:৩৩ অপরাহ্ন, রবিবার, ৬ অগাস্ট ২০২৩

ভারতের ক্ষমতাসীন দল ভারতীয় জনতা পার্টির (বিজেপি)’র আমন্ত্রণে ভারত সফরে যাচ্ছে আওয়ামী লীগের পাঁচ সদস্যের প্রতিনিধি দল।

রবিবার ৬ আগস্ট বিকাল ৫টায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দিল্লির উদ্দেশে যাত্রা করবে দলটি।

এ সফরের নেতৃত্ব দিচ্ছেন দলের সভাপতিমণ্ডলীর সদস্য ও কৃষিমন্ত্রী আবদুর রাজ্জাক। আওয়ামী লীগের প্রতিনিধি দলে আরো আছেন দলের যুগ্ম সাধারণ সম্পাদক এবং তথ্য ও সম্প্রচারমন্ত্রী হাছান মাহমুদ, সাংগঠনিক সম্পাদক সুজিত রায় নন্দী, নির্বাহী কমিটির সদস্য মেরিনা জাহান ও সংসদ সদস্য আরমা দত্ত।

বিষয়টি নিশ্চিত করে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সুজিত রায় নন্দী বলেন, আমরা বিজেপির পক্ষ থেকে আগেই ভারত সফরের আমন্ত্রণ পেয়েছি। সে অনুযায়ী আমরা রোববার (আজ) বিকাল ৫টায় ভারতের রাজধানী দিল্লির উদ্দেশে রওনা হব। সফরে বিজেপির শীর্ষ পর্যায়ের নেতাদের সঙ্গে বৈঠক হবে।

প্রসংগত, ভারতীয় জনতা পার্টি (বিজেপি) বিভিন্ন দেশের রাজনৈতিক দলের সঙ্গে সম্পর্ক দৃঢ় করতে উদ্যোগ নিয়েছে। এতে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে প্রতিবেশী দেশগুলোর রাজনৈতিক দলকে। এরই অংশ হিসাবে মে মাসে আওয়ামী লীগের একটি প্রতিনিধিদলকে ভারত সফরের আমন্ত্রণ জানিয়েছিল বিজেপি। দলটির আন্তর্জাতিকবিষয়ক বিভাগের প্রধান বিজয় মুরলিধর চৌথাইওয়াল আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে চিঠি দিয়ে বিজেপির পক্ষ থেকে ‘পার্টি টু পার্টি’ এই সফরের আমন্ত্রণ জানানো হয়েছিল।

আওয়ামী লীগ সূত্রে জানা গেছে, তিনদিনের এ সফরে প্রতিনিধি দলটি ভারতের সরকার ও বিজেপি প্রতিনিধিদের সঙ্গে একাধিক বৈঠকে মিলিত হবে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গেও বৈঠক হওয়ার সম্ভাবনা রয়েছে। সরকারের অন্যদের মধ্যে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সঙ্গে বৈঠক হওয়ার কথা রয়েছে। ভারতীয় জনতা পার্টির (বিজেপি) সভাপতি জেপি নাড্ডাসহ রাজনৈতিক নেতাদের সঙ্গেও বৈঠক হবে।

এদিকে আগামী মাসে ভারতের নয়াদিল্লিতে অনুষ্ঠেয় জি২০ শীর্ষ সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অংশ নেয়ার কথা রয়েছে। বাংলাদেশকে অতিথি রাষ্ট্র হিসেবে সম্মেলনে আমন্ত্রণ জানিয়েছে ভারত।

বলা হচ্ছে, বিজেপির আমন্ত্রণে এটি একটি সৌজন্য সফর। কিন্তু আগামী জাতীয় সংসদ নির্বাচনের আর মাত্র পাঁচ মাসের মতো বাকি। এ সময়ে আওয়ামী লীগের প্রতিনিধি দলটির ভারত সফর ও সেখানকার নীতিনির্ধারকদের সঙ্গে বৈঠকের বিশেষ গুরুত্ব রয়েছে বলে মনে করেন আওয়ামী লীগের নেতারা। অন্যদিকে আগামী সংসদ নির্বাচন সামনে রেখে মার্কিন যুক্তরাষ্ট্রসহ পশ্চিমাদের তৎপরতা বেড়েছে। এ পরিস্থিতিতে ভারত এখনো প্রকাশ্যে ততটা তৎপর নয়। এই পরিপ্রেক্ষিতে তিনদিনের এ সফর বিশেষ গুরুত্ববহন করে।