ঢাকা ১২:০০ অপরাহ্ন, বুধবার, ০১ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজঃ
শত কোটি টাকা আত্মসাৎ: দেশত্যাগের সময় বিমানবন্দরে বিশ্বাস ফাউন্ডেশনের চেয়ারম্যান আটক লালপুরে আ,লীগ নেতাকে গুলি করে হত্যা ইবিতে নিরাপত্তা কর্মকর্তা ও আনসার কর্তৃক শিক্ষক হেনস্তার অভিযোগ টেকনাফের বার্মিজ মার্কেটে সাবের হত্যা মামলার ৬ আসামী গ্রেফতার ইবিতে বৃষ্টির আশায় ইসতিসকার নামাজ আদায় সবাইকে সর্বজনীন পেনশনের আওতায় আনা হবে: ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক জমি নিয়ে বিরোধ, ভাতিজার বিরুদ্ধে চাচাকে অপহরণের অভিযোগ মেধা ও মানসিক বিকাশের জন্য বই পড়ার অভ্যাস গড়ে তুলতে হবে বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত কুষ্টিয়া দৌলতপুরে সাংবাদিকের উপর হামলার এজাহারভুক্ত দুই আসামী গ্রেফতার

বিদ্যুৎখাতে দুর্নীতি ও লুটপাটের প্রতিবাদে রংপুরে বিএনপি’র অবস্থান কর্মসূচি

কামরুল হাসান টিটু, রংপুর ব্যুরো
  • Update Time : ০৮:৩৪:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ জুন ২০২৩
  • / ১১২ Time View

সারাদেশে অসহনীয় লোডশেডিং, বিদ্যুৎখাতে অনিয়ম-দুর্নীতি ও লুটপাটের প্রতিবাদে বিদ্যুৎ অফিসের সামনে অবস্থান কর্মসূচি পালন করেছে রংপুর জেলা বিএনপি।

বৃহস্পতিবার (৮ জুন) দুপুরে মহানগরীর শাপলা চত্বর বটতলায় অনুষ্ঠিত কর্মসূচি থেকে অবিলম্বে ক্ষমতাসীন আওয়ামী সরকারের পদত্যাগ দাবি করা হয়।

প্রতিবাদ সমাবেশে জেলা বিএনপি’র আহ্বায়ক সাইফুল ইসলামের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন, বিএনপির রংপুর বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক, সদস্য সচিব আনিছুর রহমান লাকু, জেলা যুবদল সভাপতি নাজমুল আলম নাজু প্রমুখ।

বিএনপির নেতারা অভিযোগ করে বলেন, বিদ্যুৎ নিয়ে সরকার এতদিন জাতিকে অন্ধকারে রেখেছিল। তারা বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করে কোটি কোটি টাকা লুটপাট ও বিদেশে পাচার করেছে। এখন দেশে বিদ্যুৎ কেন্দ্র থাকলেও ডলারের ঘাটতির কারণে সরকার জ্বালানী আমদানী করতে পারছে না। অথচ সরকার জনগণের কাছে ঠিকই বিদ্যুতের বিল নিয়েছে। বিদ্যুৎ না থাকায় শিক্ষাপ্রতিষ্ঠান, হাসপাতাল, অফিস-আদালত, হাট-বাজারে স্থবিরতা নেমে এসেছে। মানুষ হিট স্ট্রোকে মারা যাচ্ছে। অথচ সরকার এনিয়ে আশ্বাস দিয়ে চুপ করে বসে রয়েছে।

নেতৃবৃন্দ বলেন, জনগণের কাছে জবাবদিহিতা নেই এ সরকারের। তাই তত্ত্বাবধায়ক সরকারের অধীনে জাতীয় নির্বাচনের মাধ্যমে আওয়ামী লীগ সরকারের পতন ঘটিয়ে দেশে সুশাসন ফিরিয়ে আনতে ঐক্যবদ্ধভাবে সকলকে আন্দোলন করতে হবে।

সমাবেশে শেষে শাপলা চত্বর সংলগ্ন বিদ্যুৎ অফিসে স্মারকলিপি প্রদান করেন বিএনপি নেতাকর্মীরা।

Please Share This Post in Your Social Media

বিদ্যুৎখাতে দুর্নীতি ও লুটপাটের প্রতিবাদে রংপুরে বিএনপি’র অবস্থান কর্মসূচি

Update Time : ০৮:৩৪:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ জুন ২০২৩

সারাদেশে অসহনীয় লোডশেডিং, বিদ্যুৎখাতে অনিয়ম-দুর্নীতি ও লুটপাটের প্রতিবাদে বিদ্যুৎ অফিসের সামনে অবস্থান কর্মসূচি পালন করেছে রংপুর জেলা বিএনপি।

বৃহস্পতিবার (৮ জুন) দুপুরে মহানগরীর শাপলা চত্বর বটতলায় অনুষ্ঠিত কর্মসূচি থেকে অবিলম্বে ক্ষমতাসীন আওয়ামী সরকারের পদত্যাগ দাবি করা হয়।

প্রতিবাদ সমাবেশে জেলা বিএনপি’র আহ্বায়ক সাইফুল ইসলামের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন, বিএনপির রংপুর বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক, সদস্য সচিব আনিছুর রহমান লাকু, জেলা যুবদল সভাপতি নাজমুল আলম নাজু প্রমুখ।

বিএনপির নেতারা অভিযোগ করে বলেন, বিদ্যুৎ নিয়ে সরকার এতদিন জাতিকে অন্ধকারে রেখেছিল। তারা বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করে কোটি কোটি টাকা লুটপাট ও বিদেশে পাচার করেছে। এখন দেশে বিদ্যুৎ কেন্দ্র থাকলেও ডলারের ঘাটতির কারণে সরকার জ্বালানী আমদানী করতে পারছে না। অথচ সরকার জনগণের কাছে ঠিকই বিদ্যুতের বিল নিয়েছে। বিদ্যুৎ না থাকায় শিক্ষাপ্রতিষ্ঠান, হাসপাতাল, অফিস-আদালত, হাট-বাজারে স্থবিরতা নেমে এসেছে। মানুষ হিট স্ট্রোকে মারা যাচ্ছে। অথচ সরকার এনিয়ে আশ্বাস দিয়ে চুপ করে বসে রয়েছে।

নেতৃবৃন্দ বলেন, জনগণের কাছে জবাবদিহিতা নেই এ সরকারের। তাই তত্ত্বাবধায়ক সরকারের অধীনে জাতীয় নির্বাচনের মাধ্যমে আওয়ামী লীগ সরকারের পতন ঘটিয়ে দেশে সুশাসন ফিরিয়ে আনতে ঐক্যবদ্ধভাবে সকলকে আন্দোলন করতে হবে।

সমাবেশে শেষে শাপলা চত্বর সংলগ্ন বিদ্যুৎ অফিসে স্মারকলিপি প্রদান করেন বিএনপি নেতাকর্মীরা।