ঢাকা ০৯:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ১৯ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজঃ
অজ্ঞান করে স্বর্ণ ও টাকা চুরির রহস্য উদঘাটন ও চোরাই মালামালসহ গ্রেফতার ১ কয়েন প্রতারণার ফাঁদে ফেলে কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়া চক্রের দুই সদস্য গ্রেফতার ফেসবুকে অপপ্রচার: জবি শিক্ষককের বিচার চেয়ে ভিসির কাছে ডীনের অভিযোগ কুড়িগ্রামে ছাত্রীনিবাসের সামনে অশ্লীল অঙ্গভঙ্গির ভিডিও ধারণ, যুবকের কারাদণ্ড সাইকেল চালিয়ে টেকনাফ থেকে তেঁতুলিয়া পাড়ি দিয়েছেন “দিদার” টাঙ্গাইলে মেয়ে ও জামাতার বিরুদ্ধে বাবাকে নির্যাতনের অভিযোগ, বৃদ্ধের মৃত্যু আখেরী মোনাজাতের মধ্যে দিয়ে জাকের পার্টির বিশ্ব ইসলামি মহা সম্মেলন ও মহা পবিত্র ফাতেহা শরীফের সমাপ্তি টঙ্গীতে পরিবহনে চাঁদাবাজি, গ্রেফতার ৮ সম্মিলিত প্রচেষ্টায় ন্যায় বিচার প্রতিষ্ঠা সম্ভবঃ প্রধান বিচারপতি  শত কোটি টাকা আত্মসাৎ: দেশত্যাগের সময় বিমানবন্দরে বিশ্বাস ফাউন্ডেশনের চেয়ারম্যান আটক

বিজিবির গাড়িতে হামলা করে আসামি ছিনতাই

স্টাফ রিপোর্টার
  • Update Time : ০৬:৩৪:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর ২০২৩
  • / ৫৪ Time View

খাগড়াছড়ির পানছড়িতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যদের ওপর হামলা চালিয়ে অভিযানে জব্দ সাড়ে ১২ লাখ টাকাসহ আটক দুই হুন্ডি ব্যবসায়ীকে ছিনিয়ে নিয়ে গেছে স্থানীয়রা।

রোববার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টার দিকে পানছড়ির পূজগাং এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় দুর্বৃত্তদের হামলায় ৯ বিজিবি সদস্য আহত হয়েছেন।

এ ঘটনার একদিন পর সোমবার (২৫ সেপ্টেম্বর) দুপুরের দিকে লোগাং বিজিবি ক্যাম্পের সুবেদার মোফাজ্জল হোসেন বাদী হয়ে মামলা দায়ের করেন। মামলায় ১৩ জনের নাম উল্লেখ করে আরো ৫-৬ শতাধিক অজ্ঞাত ব্যক্তিকে আসামি করা হয়েছে।

মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করে পানছড়ি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হারুনুর রশিদ জানান, আসামিদের গ্রেফতারে অভিযান চলছে।

বিজিবি ও স্থানীয় সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে রোববার সকাল ১০টার দিকে পানছড়ি ব্যাটালিয়ন (৩ বিজিবি) অধীন লোগাং বিজিবি ক্যাম্পের সদস্যরা একটি বস্তা ও দুই যাত্রীসহ রেজিস্ট্রেশন বিহীন একটি মোটরসাইকেল আটক করে।

এ সময় বস্তা তল্লাশি করে সাড়ে ১২ লাখ টাকা পাওয়া যায়। মোটরসাইকেল আরোহী রিংটু চাকমা ও ধনরঞ্জন চাকমাকে টাকার উৎস ও মালিকানা সম্পর্কে জিজ্ঞাসা করলে সঠিক তথ্য দিতে ব্যর্থ হন তারা।

পরে বিজিবি স্থানীয় তিন জনপ্রতিনিধির উপস্থিতিতে টাকাগুলো জব্দ করে। টাকাসহ আসামিদের পানছড়ি থানায় সোপর্দ করার জন্য নেওয়ার পথে পুজগাং বাজার এলাকায় পৌঁছালে স্থানীয় ৫-৬ শতাধিক লোক লাঠিসোটা নিয়ে বিজিবির দুটি গাড়ি বহর গতিরোধ করে। এ সময় তাদের ওপর হামলা চালিয়ে টাকা ও আটকদের ছিনিয়ে নিয়ে যায় তারা।

পানছড়ি ব্যাটালিয়নের (৩ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল একেএম আরিফুল ইসলাম জানান, রাষ্ট্রীয় ও জানমাল রক্ষার্থে বিজিবির সদস্যরা পরিস্থিতি মোকাবিলায় ১৩ রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে।

অতিরিক্ত বিজিবি সদস্যসহ অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

Please Share This Post in Your Social Media

বিজিবির গাড়িতে হামলা করে আসামি ছিনতাই

Update Time : ০৬:৩৪:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর ২০২৩

খাগড়াছড়ির পানছড়িতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যদের ওপর হামলা চালিয়ে অভিযানে জব্দ সাড়ে ১২ লাখ টাকাসহ আটক দুই হুন্ডি ব্যবসায়ীকে ছিনিয়ে নিয়ে গেছে স্থানীয়রা।

রোববার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টার দিকে পানছড়ির পূজগাং এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় দুর্বৃত্তদের হামলায় ৯ বিজিবি সদস্য আহত হয়েছেন।

এ ঘটনার একদিন পর সোমবার (২৫ সেপ্টেম্বর) দুপুরের দিকে লোগাং বিজিবি ক্যাম্পের সুবেদার মোফাজ্জল হোসেন বাদী হয়ে মামলা দায়ের করেন। মামলায় ১৩ জনের নাম উল্লেখ করে আরো ৫-৬ শতাধিক অজ্ঞাত ব্যক্তিকে আসামি করা হয়েছে।

মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করে পানছড়ি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হারুনুর রশিদ জানান, আসামিদের গ্রেফতারে অভিযান চলছে।

বিজিবি ও স্থানীয় সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে রোববার সকাল ১০টার দিকে পানছড়ি ব্যাটালিয়ন (৩ বিজিবি) অধীন লোগাং বিজিবি ক্যাম্পের সদস্যরা একটি বস্তা ও দুই যাত্রীসহ রেজিস্ট্রেশন বিহীন একটি মোটরসাইকেল আটক করে।

এ সময় বস্তা তল্লাশি করে সাড়ে ১২ লাখ টাকা পাওয়া যায়। মোটরসাইকেল আরোহী রিংটু চাকমা ও ধনরঞ্জন চাকমাকে টাকার উৎস ও মালিকানা সম্পর্কে জিজ্ঞাসা করলে সঠিক তথ্য দিতে ব্যর্থ হন তারা।

পরে বিজিবি স্থানীয় তিন জনপ্রতিনিধির উপস্থিতিতে টাকাগুলো জব্দ করে। টাকাসহ আসামিদের পানছড়ি থানায় সোপর্দ করার জন্য নেওয়ার পথে পুজগাং বাজার এলাকায় পৌঁছালে স্থানীয় ৫-৬ শতাধিক লোক লাঠিসোটা নিয়ে বিজিবির দুটি গাড়ি বহর গতিরোধ করে। এ সময় তাদের ওপর হামলা চালিয়ে টাকা ও আটকদের ছিনিয়ে নিয়ে যায় তারা।

পানছড়ি ব্যাটালিয়নের (৩ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল একেএম আরিফুল ইসলাম জানান, রাষ্ট্রীয় ও জানমাল রক্ষার্থে বিজিবির সদস্যরা পরিস্থিতি মোকাবিলায় ১৩ রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে।

অতিরিক্ত বিজিবি সদস্যসহ অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।