ঢাকা ০৯:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ১৯ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজঃ
অজ্ঞান করে স্বর্ণ ও টাকা চুরির রহস্য উদঘাটন ও চোরাই মালামালসহ গ্রেফতার ১ কয়েন প্রতারণার ফাঁদে ফেলে কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়া চক্রের দুই সদস্য গ্রেফতার ফেসবুকে অপপ্রচার: জবি শিক্ষককের বিচার চেয়ে ভিসির কাছে ডীনের অভিযোগ কুড়িগ্রামে ছাত্রীনিবাসের সামনে অশ্লীল অঙ্গভঙ্গির ভিডিও ধারণ, যুবকের কারাদণ্ড সাইকেল চালিয়ে টেকনাফ থেকে তেঁতুলিয়া পাড়ি দিয়েছেন “দিদার” টাঙ্গাইলে মেয়ে ও জামাতার বিরুদ্ধে বাবাকে নির্যাতনের অভিযোগ, বৃদ্ধের মৃত্যু আখেরী মোনাজাতের মধ্যে দিয়ে জাকের পার্টির বিশ্ব ইসলামি মহা সম্মেলন ও মহা পবিত্র ফাতেহা শরীফের সমাপ্তি টঙ্গীতে পরিবহনে চাঁদাবাজি, গ্রেফতার ৮ সম্মিলিত প্রচেষ্টায় ন্যায় বিচার প্রতিষ্ঠা সম্ভবঃ প্রধান বিচারপতি  শত কোটি টাকা আত্মসাৎ: দেশত্যাগের সময় বিমানবন্দরে বিশ্বাস ফাউন্ডেশনের চেয়ারম্যান আটক

বিএসএমএমইউতে জীব সুরক্ষা ও নিরাপত্তায় বায়োসেফটি কমিটি গঠন

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : ০৩:৫৬:২০ অপরাহ্ন, সোমবার, ১৮ সেপ্টেম্বর ২০২৩
  • / ৫৮ Time View

ছবিঃ- সংগৃহীত

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) সেবা প্রদানকারী ল্যাবগুলোতে জীব সুরক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করতে ইনস্টিটিউটশনাল বায়োসেফটি কমিটি গঠন করা হয়েছে।

কমিটিতে উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদকে সভাপতি ও মাইক্রোবায়োলজি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. চন্দন কুমার রায়কে সদস্য সচিব করা হয়।

সোমবার (১৮ সেপ্টেম্বর) বাংলাদেশ বায়োসেফটি ও বায়োসিকিউরিটি সোসাইটির সহযোগীতায় বিশ্ববিদ্যালয়ে উপাচার্যের সম্মেলন কক্ষে আয়োজিত এক সভায় এ কমিটি গঠিত হয়।

জানা গেছে, দেশের প্রথম মেডিকেল বিশ্ববিদ্যালয় হিসেবে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় অতি প্রয়োজনীয় এই কমিটি গঠিত হলো।

বিশ্ববিদ্যালয়ে গবেষণা ও সেবা প্রদানকারী ল্যাবগুলোতে জীব-সুরক্ষা ও জীব-নিরাপত্তা নিশ্চিত করাই এই কমিটির প্রধান কাজ।

সভায় সভাপতির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ডা. মো. শরফুদ্দিন আহমেদ বলেন, মেডিকেল ওয়েস্ট ম্যানেজমেন্ট, ফুড সেফটি ও ল্যাবরেটোরি সেফটির ব্যাপারে এই কমিটি যথাযথ ভূমিকা পালন করবে। এ কমিটিকে সংশ্লিষ্টরা সর্বাত্মক সহযোগীতা করবে বলে আশা করছি।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মো. মনিরুজ্জামান খান, সার্জারি অনুষদের ডিন অধ্যাপক ডা. মোহাম্মদ হোসেন, রেজিস্ট্রার অধ্যাপক ডা. মোহাম্মদ হাফিজুর রহমান, প্রক্টর অধ্যাপক ডা. মো. হাবিবুর রহমান দুলাল, বাংলাদেশ বায়োসেফটি ও বায়োসিকিউরিটি সোসাইটির চেয়ারম্যান ড. আসাদুল গনি ও হাসপাতাল সমূহের পরিচালক ও সংশ্লিষ্ট বিভাগসমূহের চেয়ারম্যানরা।

Please Share This Post in Your Social Media

বিএসএমএমইউতে জীব সুরক্ষা ও নিরাপত্তায় বায়োসেফটি কমিটি গঠন

Update Time : ০৩:৫৬:২০ অপরাহ্ন, সোমবার, ১৮ সেপ্টেম্বর ২০২৩

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) সেবা প্রদানকারী ল্যাবগুলোতে জীব সুরক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করতে ইনস্টিটিউটশনাল বায়োসেফটি কমিটি গঠন করা হয়েছে।

কমিটিতে উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদকে সভাপতি ও মাইক্রোবায়োলজি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. চন্দন কুমার রায়কে সদস্য সচিব করা হয়।

সোমবার (১৮ সেপ্টেম্বর) বাংলাদেশ বায়োসেফটি ও বায়োসিকিউরিটি সোসাইটির সহযোগীতায় বিশ্ববিদ্যালয়ে উপাচার্যের সম্মেলন কক্ষে আয়োজিত এক সভায় এ কমিটি গঠিত হয়।

জানা গেছে, দেশের প্রথম মেডিকেল বিশ্ববিদ্যালয় হিসেবে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় অতি প্রয়োজনীয় এই কমিটি গঠিত হলো।

বিশ্ববিদ্যালয়ে গবেষণা ও সেবা প্রদানকারী ল্যাবগুলোতে জীব-সুরক্ষা ও জীব-নিরাপত্তা নিশ্চিত করাই এই কমিটির প্রধান কাজ।

সভায় সভাপতির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ডা. মো. শরফুদ্দিন আহমেদ বলেন, মেডিকেল ওয়েস্ট ম্যানেজমেন্ট, ফুড সেফটি ও ল্যাবরেটোরি সেফটির ব্যাপারে এই কমিটি যথাযথ ভূমিকা পালন করবে। এ কমিটিকে সংশ্লিষ্টরা সর্বাত্মক সহযোগীতা করবে বলে আশা করছি।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মো. মনিরুজ্জামান খান, সার্জারি অনুষদের ডিন অধ্যাপক ডা. মোহাম্মদ হোসেন, রেজিস্ট্রার অধ্যাপক ডা. মোহাম্মদ হাফিজুর রহমান, প্রক্টর অধ্যাপক ডা. মো. হাবিবুর রহমান দুলাল, বাংলাদেশ বায়োসেফটি ও বায়োসিকিউরিটি সোসাইটির চেয়ারম্যান ড. আসাদুল গনি ও হাসপাতাল সমূহের পরিচালক ও সংশ্লিষ্ট বিভাগসমূহের চেয়ারম্যানরা।