ঢাকা ০৬:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ১৯ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজঃ
ফেসবুকে অপপ্রচার: জবি শিক্ষককের বিচার চেয়ে ভিসির কাছে ডীনের অভিযোগ কুড়িগ্রামে ছাত্রীনিবাসের সামনে অশ্লীল অঙ্গভঙ্গির ভিডিও ধারণ, যুবকের কারাদণ্ড সাইকেল চালিয়ে টেকনাফ থেকে তেঁতুলিয়া পাড়ি দিয়েছেন “দিদার” টাঙ্গাইলে মেয়ে ও জামাতার বিরুদ্ধে বাবাকে নির্যাতনের অভিযোগ, বৃদ্ধের মৃত্যু আখেরী মোনাজাতের মধ্যে দিয়ে জাকের পার্টির বিশ্ব ইসলামি মহা সম্মেলন ও মহা পবিত্র ফাতেহা শরীফের সমাপ্তি টঙ্গীতে পরিবহনে চাঁদাবাজি, গ্রেফতার ৮ সম্মিলিত প্রচেষ্টায় ন্যায় বিচার প্রতিষ্ঠা সম্ভবঃ প্রধান বিচারপতি  শত কোটি টাকা আত্মসাৎ: দেশত্যাগের সময় বিমানবন্দরে বিশ্বাস ফাউন্ডেশনের চেয়ারম্যান আটক লালপুরে আ,লীগ নেতাকে গুলি করে হত্যা ইবিতে নিরাপত্তা কর্মকর্তা ও আনসার কর্তৃক শিক্ষক হেনস্তার অভিযোগ
কোটি টাকার অবৈধ সম্পদ

বিআইডব্লিউটিএ কর্মকর্তা ও তার স্ত্রীর নামে মামলা

স্টাফ রিপোর্টার
  • Update Time : ০৬:৫২:৫৪ অপরাহ্ন, বুধবার, ২০ সেপ্টেম্বর ২০২৩
  • / ১১৩ Time View

পৌনে দুই কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) শুল্ক আদায়কারী কর্মকর্তা রফিকুল ইসলাম ও তার স্ত্রী শাহিদা বেগমের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বুধবার (২০ সেপ্টেম্বর) দুদকের সহকারী সাঈদ মোহাম্মদ ইমরান হোসেন নারায়ণগঞ্জ সমন্বিত জেলা কার্যালয়ে দুটি মামলা করেন।

আসামিদের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ২৬(২) ও ২৭(১) ধারায় অভিযোগ আনা হয়েছে।

প্রথম মামলায় আসামি করা হয়েছে রফিকুল ইসলামকে। তার বিরুদ্ধে দুদকে দাখিল করা সম্পদ বিবরণীতে ১২ লাখ ৫০ হাজার টাকা মূল্যের সম্পদ অর্জনের তথ্য গোপন এবং এক কোটি ১৯ লাখ ৬১ হাজার ৫৩৩ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে।

আরেক মামলায় আসামি করা হয়েছে রফিকুল ইসলামের স্ত্রী শাহিদা বেগমকে। তার বিরুদ্ধে ৫০ লাখ টাকা মূল্যের সম্পদ অর্জনের তথ্য প্রদর্শন না করার অভিযোগ আনা হয়েছে।

এছাড়া ৫৮ লাখ ৭৮ হাজার ৯০০ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে।

সব মিলিয়ে এ দুজনের বিরুদ্ধে এক কোটি ৭৮ লাখ ৪০ হাজার ৪৩৩ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে আনা হয়েছে।

এর আগে দুর্নীতির অভিযোগ অনুসন্ধানে চলতি বছরের ২৯ মার্চ রফিকুল ইসলামকে তলব করে দুদক। বর্তমানে তিনি পিআরএল বা অবসরোত্তর ছুটিতে আছেন।

Please Share This Post in Your Social Media

কোটি টাকার অবৈধ সম্পদ

বিআইডব্লিউটিএ কর্মকর্তা ও তার স্ত্রীর নামে মামলা

Update Time : ০৬:৫২:৫৪ অপরাহ্ন, বুধবার, ২০ সেপ্টেম্বর ২০২৩

পৌনে দুই কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) শুল্ক আদায়কারী কর্মকর্তা রফিকুল ইসলাম ও তার স্ত্রী শাহিদা বেগমের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বুধবার (২০ সেপ্টেম্বর) দুদকের সহকারী সাঈদ মোহাম্মদ ইমরান হোসেন নারায়ণগঞ্জ সমন্বিত জেলা কার্যালয়ে দুটি মামলা করেন।

আসামিদের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ২৬(২) ও ২৭(১) ধারায় অভিযোগ আনা হয়েছে।

প্রথম মামলায় আসামি করা হয়েছে রফিকুল ইসলামকে। তার বিরুদ্ধে দুদকে দাখিল করা সম্পদ বিবরণীতে ১২ লাখ ৫০ হাজার টাকা মূল্যের সম্পদ অর্জনের তথ্য গোপন এবং এক কোটি ১৯ লাখ ৬১ হাজার ৫৩৩ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে।

আরেক মামলায় আসামি করা হয়েছে রফিকুল ইসলামের স্ত্রী শাহিদা বেগমকে। তার বিরুদ্ধে ৫০ লাখ টাকা মূল্যের সম্পদ অর্জনের তথ্য প্রদর্শন না করার অভিযোগ আনা হয়েছে।

এছাড়া ৫৮ লাখ ৭৮ হাজার ৯০০ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে।

সব মিলিয়ে এ দুজনের বিরুদ্ধে এক কোটি ৭৮ লাখ ৪০ হাজার ৪৩৩ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে আনা হয়েছে।

এর আগে দুর্নীতির অভিযোগ অনুসন্ধানে চলতি বছরের ২৯ মার্চ রফিকুল ইসলামকে তলব করে দুদক। বর্তমানে তিনি পিআরএল বা অবসরোত্তর ছুটিতে আছেন।