ঢাকা ১০:৫৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ১৯ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজঃ
ফেসবুকে অপপ্রচার: জবি শিক্ষককের বিচার চেয়ে ভিসির কাছে ডীনের অভিযোগ কুড়িগ্রামে ছাত্রীনিবাসের সামনে অশ্লীল অঙ্গভঙ্গির ভিডিও ধারণ, যুবকের কারাদণ্ড সাইকেল চালিয়ে টেকনাফ থেকে তেঁতুলিয়া পাড়ি দিয়েছেন “দিদার” টাঙ্গাইলে মেয়ে ও জামাতার বিরুদ্ধে বাবাকে নির্যাতনের অভিযোগ, বৃদ্ধের মৃত্যু আখেরী মোনাজাতের মধ্যে দিয়ে জাকের পার্টির বিশ্ব ইসলামি মহা সম্মেলন ও মহা পবিত্র ফাতেহা শরীফের সমাপ্তি টঙ্গীতে পরিবহনে চাঁদাবাজি, গ্রেফতার ৮ সম্মিলিত প্রচেষ্টায় ন্যায় বিচার প্রতিষ্ঠা সম্ভবঃ প্রধান বিচারপতি  শত কোটি টাকা আত্মসাৎ: দেশত্যাগের সময় বিমানবন্দরে বিশ্বাস ফাউন্ডেশনের চেয়ারম্যান আটক লালপুরে আ,লীগ নেতাকে গুলি করে হত্যা ইবিতে নিরাপত্তা কর্মকর্তা ও আনসার কর্তৃক শিক্ষক হেনস্তার অভিযোগ

ধর্ম অবমাননাকর পোস্ট দেয়ায় যুবকের ৭ বছরের কারাদণ্ড

কামরুল হাসান টিটু, রংপুর
  • Update Time : ০৬:৫৮:৩৫ অপরাহ্ন, সোমবার, ৭ অগাস্ট ২০২৩
  • / ৫২ Time View

ফেসবুকে কোরআন শরীফের ব্যঙ্গ চিত্র এবং মহানবীকে (সা.) নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দেয়ার অভিযোগে করা মামলায় শ্যামল কুমার রায় ওরফে শিমুল (২৩) নামের এক যুবককে সাত বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছে রংপুর সাইবার ট্রাইব্যুনাল আদালত।

রোববার (৬ আগস্ট) বিকেলে ট্রাইব্যুনালের বিচারক ড. আব্দুল মজিদ এই আদেশ দেন।

ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর রুহুল আমীন তালুকদার জানান, কোরআন শরীফের ব্যঙ্গ চিত্র দিয়ে মহানবীকে (সা.) কটুক্তি করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট দেয়ার অভিযোগে ২০১৭ সালের ১৮ অক্টোবর লালমনিরহাটের কালীগঞ্জের হরবানিনগর এলাকার চিত্বরঞ্জণ রায়ের ছেলে শ্যামল কুমার রায় ওরফে শিমুলের বিরুদ্ধে কালীগঞ্জ থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা (নং ২২) করেন স্থানীয় কামরুজ্জামান রাজু।

এ ঘটনায় পুলিশ চার্জশিট দিলে ভার্চুয়াল ও স্বাক্ষীদের স্বাক্ষ্য শেষে রংপুর সাইবার ট্রাইবুনালের বিচারক আব্দুল মজিদ রোববার এই রায় দেন। রায়ে ২০০৬ সালের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনের ৫৭ (২) ধারায় অভিযোগ প্রমাণিত হওয়ায় শ্যামলকে ৭ বছরের সশ্রম কারাদণ্ড ছাড়াও ৫০ হাজার জরিমানা অনাদায়ে আরও ৫ মাসের কারাদণ্ডাদেশ দেয়া হয়।

পিপি রুহুল আমীন তালুকদার জানান, রায়ের সময় দন্ডপ্রাপ্ত শ্যামল আদালতে উপস্থিত ছিলেন। হাজতবাস থেকে দণ্ড কার্যকর হবে। এই রায়ের মাধ্যমে ন্যায়বিচার প্রতিফলিত হয়েছে। যা সামাজিক যোগাযোগমাধ্যমে ধর্ম অবমাননা প্রতিরোধে বার্তা দিবে বলেও জানান পিপি।

মামলায় রাষ্ট্রপক্ষে আরও সহযোগিতা করেছেন এ্যডভোকেট শাম্মী আখতারসহ অন্যান্যরা। আসামিপক্ষের আইনজীবী শিপন সাহা জানান, এই রায়ে ন্যায় বিচার পাইনি। আমরা উচ্চ আদালতে এ নিয়ে আপিল করবো।

Please Share This Post in Your Social Media

ধর্ম অবমাননাকর পোস্ট দেয়ায় যুবকের ৭ বছরের কারাদণ্ড

Update Time : ০৬:৫৮:৩৫ অপরাহ্ন, সোমবার, ৭ অগাস্ট ২০২৩

ফেসবুকে কোরআন শরীফের ব্যঙ্গ চিত্র এবং মহানবীকে (সা.) নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দেয়ার অভিযোগে করা মামলায় শ্যামল কুমার রায় ওরফে শিমুল (২৩) নামের এক যুবককে সাত বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছে রংপুর সাইবার ট্রাইব্যুনাল আদালত।

রোববার (৬ আগস্ট) বিকেলে ট্রাইব্যুনালের বিচারক ড. আব্দুল মজিদ এই আদেশ দেন।

ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর রুহুল আমীন তালুকদার জানান, কোরআন শরীফের ব্যঙ্গ চিত্র দিয়ে মহানবীকে (সা.) কটুক্তি করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট দেয়ার অভিযোগে ২০১৭ সালের ১৮ অক্টোবর লালমনিরহাটের কালীগঞ্জের হরবানিনগর এলাকার চিত্বরঞ্জণ রায়ের ছেলে শ্যামল কুমার রায় ওরফে শিমুলের বিরুদ্ধে কালীগঞ্জ থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা (নং ২২) করেন স্থানীয় কামরুজ্জামান রাজু।

এ ঘটনায় পুলিশ চার্জশিট দিলে ভার্চুয়াল ও স্বাক্ষীদের স্বাক্ষ্য শেষে রংপুর সাইবার ট্রাইবুনালের বিচারক আব্দুল মজিদ রোববার এই রায় দেন। রায়ে ২০০৬ সালের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনের ৫৭ (২) ধারায় অভিযোগ প্রমাণিত হওয়ায় শ্যামলকে ৭ বছরের সশ্রম কারাদণ্ড ছাড়াও ৫০ হাজার জরিমানা অনাদায়ে আরও ৫ মাসের কারাদণ্ডাদেশ দেয়া হয়।

পিপি রুহুল আমীন তালুকদার জানান, রায়ের সময় দন্ডপ্রাপ্ত শ্যামল আদালতে উপস্থিত ছিলেন। হাজতবাস থেকে দণ্ড কার্যকর হবে। এই রায়ের মাধ্যমে ন্যায়বিচার প্রতিফলিত হয়েছে। যা সামাজিক যোগাযোগমাধ্যমে ধর্ম অবমাননা প্রতিরোধে বার্তা দিবে বলেও জানান পিপি।

মামলায় রাষ্ট্রপক্ষে আরও সহযোগিতা করেছেন এ্যডভোকেট শাম্মী আখতারসহ অন্যান্যরা। আসামিপক্ষের আইনজীবী শিপন সাহা জানান, এই রায়ে ন্যায় বিচার পাইনি। আমরা উচ্চ আদালতে এ নিয়ে আপিল করবো।