ঢাকা ০২:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ১৯ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজঃ
ফেসবুকে অপপ্রচার: জবি শিক্ষককের বিচার চেয়ে ভিসির কাছে ডীনের অভিযোগ কুড়িগ্রামে ছাত্রীনিবাসের সামনে অশ্লীল অঙ্গভঙ্গির ভিডিও ধারণ, যুবকের কারাদণ্ড সাইকেল চালিয়ে টেকনাফ থেকে তেঁতুলিয়া পাড়ি দিয়েছেন “দিদার” টাঙ্গাইলে মেয়ে ও জামাতার বিরুদ্ধে বাবাকে নির্যাতনের অভিযোগ, বৃদ্ধের মৃত্যু আখেরী মোনাজাতের মধ্যে দিয়ে জাকের পার্টির বিশ্ব ইসলামি মহা সম্মেলন ও মহা পবিত্র ফাতেহা শরীফের সমাপ্তি টঙ্গীতে পরিবহনে চাঁদাবাজি, গ্রেফতার ৮ সম্মিলিত প্রচেষ্টায় ন্যায় বিচার প্রতিষ্ঠা সম্ভবঃ প্রধান বিচারপতি  শত কোটি টাকা আত্মসাৎ: দেশত্যাগের সময় বিমানবন্দরে বিশ্বাস ফাউন্ডেশনের চেয়ারম্যান আটক লালপুরে আ,লীগ নেতাকে গুলি করে হত্যা ইবিতে নিরাপত্তা কর্মকর্তা ও আনসার কর্তৃক শিক্ষক হেনস্তার অভিযোগ

দৌলতপুরের কুখ্যাত মাদক ব্যবসায়ী দেশীয় অস্ত্র ও মাদকসহ আটক

আব্দুস সবুর, কুষ্টিয়া
  • Update Time : ০৭:০৭:০২ অপরাহ্ন, বুধবার, ২১ জুন ২০২৩
  • / ৩৪০ Time View

কুষ্টিয়া দৌলতপুরে ধরাছোঁয়ার বাইরে থাকা ৯ টি মাদক মামলার আসামী কুখ্যাত মাদক ব্যবসায়ী ল্যাংড়া ফারুককে ফেনসিডিল সহ আটক করেছে দৌলতপুর থানা পুলিশের অভিযানিক দল।

এ বিষয় ধর্মদহ ও আদাবাড়ীয়া ইউনিয়নের একাধিক জনপ্রতিনিধি ও সু-শীল সমাজের ব্যক্তিরা জানান, ফারুক ল্যাংড়া একজন বড়মাপের মাদক ব্যবসায়ী ও ভারত হতে আমদানীকারক মাদকের ডিলার।

প্রতি রাতে ধর্মদহ বর্ডার তারকাটা ভারত সীমানা হতে ল্যাংড়া ফারুকের মাদক ঢুকলেও সে পুলিশের হাতে আটক হয় না।

ল্যংড়া ফারুকের মাদক ব্যবসার পিছনে স্থানীয় ক্ষমতাসীন বেশ কিছু নেতাদের ইন্ধন রয়েছে।

দীর্ঘদিন ধরে ল্যংড়া ফারুক স্থানীয় প্রশাসনদের কথিত সোর্স পরিচয় দিয়ে,নাম ভাঙিয়ে মাদকের রমরমা ব্যবসা করছিলো ও স্থানীয় প্রশাসনদের ধরাছোঁয়ার বাইরে ছিলো। হঠাৎ অবৈধ দেশীয় অস্ত্র ও মাদকসহ আটক হয় মাদকের ডিলার ল্যংড়া ফারুক।

তবে স্থানীয়দের তথ্যমতে,ফারুক যে কয়দিন সে জেলের ভিতর থাকবে সেই কয়দিন এলাকার কিছুটা মাদক ব্যবসা কমবে।তবে বের হয়ে আবারো সিন্ডিকেট করে মাদকের ব্যবসা করবে ল্যংড়া ফারুক, যা পূর্বে এমন নজির আছে।

স্থানীয়রা আরো বলেন-আমরা চাইযে মাদক ব্যবসায়ী, ডিলার, ল্যংড়া ফারুকের মত ধর্মদহ পূর্ব ও পশ্চিম ও নতুন বিজিবি ক্যম্পপাড়াতে অনেকেই ভারত থেকে অবৈধ মাদক আমদানি করে, তাদের লেবার সহ সকল মাদক ব্যবসায়ীরা আটক হোক।

এ বিষয়ে দৌলতপুর থানা অফিসার ইনচার্জ মজিবুর রহমান কাছে জানতে চাওয়া হলে তিনি নওরোজকে বলেন, দৌলতপুর থানা পুলিশের একটি অভিযানিক দল দৌলতপুর ভেড়ামারা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মহসীন আল মুরাদ স্যারের নির্দেশক্রমে ও আমার দিক নির্দেশনায় এস আই মাসুম বিল্লাহ, এ এস আই নজরুল ইসলাম, কনস্টেবল আব্দুল আওয়াল , থানা এলাকায় ওয়ারেন্ট তামিল, অবৈধ মাদকদ্রব্য ও অবৈধ অস্ত্র উদ্ধার অভিযান পরিচালনা করাকালীন সময়ে,গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে ধর্মদহ পশ্চিম পাড়া গ্রামের রুস্তম ফকির এর ছেলে ফারুক হোসেনের বাড়িত অবৈধ মাদকদ্রব্য ফেন্সিডিল ক্রয়বিক্রয় এর জন্য কিছু ব্যক্তি অবস্থান করছে।

এমন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার দিবাগত ভোর রাত অনুমানিক ৪ টার পরে অভিযান পরিচালনা করে ফারুক হোসেন ওরফে ল্যংড়া ফারুককে আটক করে।

ফারুক হোসেন ওরফে ল্যংড়া ফারুকের দেওয়া তথ্য মতে তাদের রান্না ঘরের চুলার পাশে থাকা ৫১(একান্ন)বোতল ভারতীয় অবৈধ ফেন্সিডিল উদ্ধার হয় ।

এ সময় তার বাড়ি থেকে হাত কুড়াল, চাপাতি সহ বিপুল পরিমান দেশীয় তৈরি অস্ত্র উদ্ধার হয়। ফারুকের নামে দৌলতপুর থানা সহ বিভিন্ন জায়গাতে ৯ টি মাদকের মামলা আছে। দৌলতপুর থানায় এ বিষয়ে একটি মামলা হয়েছে। পরে ফারুক হোসেন ওরফে ল্যংড়া ফারুককে জেল হাজতে পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

দৌলতপুরের কুখ্যাত মাদক ব্যবসায়ী দেশীয় অস্ত্র ও মাদকসহ আটক

Update Time : ০৭:০৭:০২ অপরাহ্ন, বুধবার, ২১ জুন ২০২৩

কুষ্টিয়া দৌলতপুরে ধরাছোঁয়ার বাইরে থাকা ৯ টি মাদক মামলার আসামী কুখ্যাত মাদক ব্যবসায়ী ল্যাংড়া ফারুককে ফেনসিডিল সহ আটক করেছে দৌলতপুর থানা পুলিশের অভিযানিক দল।

এ বিষয় ধর্মদহ ও আদাবাড়ীয়া ইউনিয়নের একাধিক জনপ্রতিনিধি ও সু-শীল সমাজের ব্যক্তিরা জানান, ফারুক ল্যাংড়া একজন বড়মাপের মাদক ব্যবসায়ী ও ভারত হতে আমদানীকারক মাদকের ডিলার।

প্রতি রাতে ধর্মদহ বর্ডার তারকাটা ভারত সীমানা হতে ল্যাংড়া ফারুকের মাদক ঢুকলেও সে পুলিশের হাতে আটক হয় না।

ল্যংড়া ফারুকের মাদক ব্যবসার পিছনে স্থানীয় ক্ষমতাসীন বেশ কিছু নেতাদের ইন্ধন রয়েছে।

দীর্ঘদিন ধরে ল্যংড়া ফারুক স্থানীয় প্রশাসনদের কথিত সোর্স পরিচয় দিয়ে,নাম ভাঙিয়ে মাদকের রমরমা ব্যবসা করছিলো ও স্থানীয় প্রশাসনদের ধরাছোঁয়ার বাইরে ছিলো। হঠাৎ অবৈধ দেশীয় অস্ত্র ও মাদকসহ আটক হয় মাদকের ডিলার ল্যংড়া ফারুক।

তবে স্থানীয়দের তথ্যমতে,ফারুক যে কয়দিন সে জেলের ভিতর থাকবে সেই কয়দিন এলাকার কিছুটা মাদক ব্যবসা কমবে।তবে বের হয়ে আবারো সিন্ডিকেট করে মাদকের ব্যবসা করবে ল্যংড়া ফারুক, যা পূর্বে এমন নজির আছে।

স্থানীয়রা আরো বলেন-আমরা চাইযে মাদক ব্যবসায়ী, ডিলার, ল্যংড়া ফারুকের মত ধর্মদহ পূর্ব ও পশ্চিম ও নতুন বিজিবি ক্যম্পপাড়াতে অনেকেই ভারত থেকে অবৈধ মাদক আমদানি করে, তাদের লেবার সহ সকল মাদক ব্যবসায়ীরা আটক হোক।

এ বিষয়ে দৌলতপুর থানা অফিসার ইনচার্জ মজিবুর রহমান কাছে জানতে চাওয়া হলে তিনি নওরোজকে বলেন, দৌলতপুর থানা পুলিশের একটি অভিযানিক দল দৌলতপুর ভেড়ামারা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মহসীন আল মুরাদ স্যারের নির্দেশক্রমে ও আমার দিক নির্দেশনায় এস আই মাসুম বিল্লাহ, এ এস আই নজরুল ইসলাম, কনস্টেবল আব্দুল আওয়াল , থানা এলাকায় ওয়ারেন্ট তামিল, অবৈধ মাদকদ্রব্য ও অবৈধ অস্ত্র উদ্ধার অভিযান পরিচালনা করাকালীন সময়ে,গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে ধর্মদহ পশ্চিম পাড়া গ্রামের রুস্তম ফকির এর ছেলে ফারুক হোসেনের বাড়িত অবৈধ মাদকদ্রব্য ফেন্সিডিল ক্রয়বিক্রয় এর জন্য কিছু ব্যক্তি অবস্থান করছে।

এমন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার দিবাগত ভোর রাত অনুমানিক ৪ টার পরে অভিযান পরিচালনা করে ফারুক হোসেন ওরফে ল্যংড়া ফারুককে আটক করে।

ফারুক হোসেন ওরফে ল্যংড়া ফারুকের দেওয়া তথ্য মতে তাদের রান্না ঘরের চুলার পাশে থাকা ৫১(একান্ন)বোতল ভারতীয় অবৈধ ফেন্সিডিল উদ্ধার হয় ।

এ সময় তার বাড়ি থেকে হাত কুড়াল, চাপাতি সহ বিপুল পরিমান দেশীয় তৈরি অস্ত্র উদ্ধার হয়। ফারুকের নামে দৌলতপুর থানা সহ বিভিন্ন জায়গাতে ৯ টি মাদকের মামলা আছে। দৌলতপুর থানায় এ বিষয়ে একটি মামলা হয়েছে। পরে ফারুক হোসেন ওরফে ল্যংড়া ফারুককে জেল হাজতে পাঠানো হয়েছে।