ঢাকা ০৩:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ১৯ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজঃ
ফেসবুকে অপপ্রচার: জবি শিক্ষককের বিচার চেয়ে ভিসির কাছে ডীনের অভিযোগ কুড়িগ্রামে ছাত্রীনিবাসের সামনে অশ্লীল অঙ্গভঙ্গির ভিডিও ধারণ, যুবকের কারাদণ্ড সাইকেল চালিয়ে টেকনাফ থেকে তেঁতুলিয়া পাড়ি দিয়েছেন “দিদার” টাঙ্গাইলে মেয়ে ও জামাতার বিরুদ্ধে বাবাকে নির্যাতনের অভিযোগ, বৃদ্ধের মৃত্যু আখেরী মোনাজাতের মধ্যে দিয়ে জাকের পার্টির বিশ্ব ইসলামি মহা সম্মেলন ও মহা পবিত্র ফাতেহা শরীফের সমাপ্তি টঙ্গীতে পরিবহনে চাঁদাবাজি, গ্রেফতার ৮ সম্মিলিত প্রচেষ্টায় ন্যায় বিচার প্রতিষ্ঠা সম্ভবঃ প্রধান বিচারপতি  শত কোটি টাকা আত্মসাৎ: দেশত্যাগের সময় বিমানবন্দরে বিশ্বাস ফাউন্ডেশনের চেয়ারম্যান আটক লালপুরে আ,লীগ নেতাকে গুলি করে হত্যা ইবিতে নিরাপত্তা কর্মকর্তা ও আনসার কর্তৃক শিক্ষক হেনস্তার অভিযোগ

দুর্দান্ত বেলিংহামে টানা দ্বিতীয় জয় রিয়ালের

নওরোজ স্পোর্টস ডেস্ক
  • Update Time : ০৮:০৬:৪৯ অপরাহ্ন, রবিবার, ২০ অগাস্ট ২০২৩
  • / ৪৪ Time View

ক্রিস্টিয়ানো রোনালদোর স্মৃতি ফিরিয়ে আনলেন জুড বেলিংহাম। রিয়াল মাদ্রিদের হয়ে লিগে অভিষেকে প্রথম দুই ম্যাচেই গোল করেছিলেন রোনালদো।

একই কীর্তির পুনরাবৃত্তি ঘটালেন বেলিংহামও। ইংল্যান্ড তারকার দারুণ নৈপুণ্যে পিছিয়ে পড়েও দারুণ এক জয় পেল রিয়াল মাদ্রিদ। আলমেরিয়ার মাঠ এস্তাদিও মেডিটেরানেওতে গত শনিবার রিয়াল মাদ্রিদ শুরুতে গোল খেয়েও ৩-১ গোলের বড় জয় পেয়েছে। শুরুতেই রিয়ালের সাবেক খেলোয়াড় সার্জিও আরিবাস আলমেরিয়াকে এগিয়ে দিয়েছিল।

কিন্তু জুড বেলিংহামের জোড়া গোলের পর ভিনিসিউস জুনিয়রের গোলে জয় নিশ্চিত হয় রিয়াল মাদ্রিদের। লিগে টানা দ্বিতীয় ম্যাচে জয়ের দেখা পেল কার্লো আনচেলত্তির দল। আলমেরিয়ার মাঠে এদিন আক্রমণ-প্রতিআক্রমণে ম্যাচ জমে উঠেছিল। রিয়ালকে ছেড়ে কথা বলেনি স্বাগতিকরা। শুরুতেই আক্রমণে চমকে দিয়ে গোলও আদায় করে তারা। তৃতীয় মিনিটে সার্জিও আরিবাস গোল করে এগিয়ে দেন আলমেরিয়াকে।

রিয়ালের একাডেমি থেকে উঠে আসা আরিবাস চলতি মৌসুমেই আলমেরিয়ায় যোগ দিয়েছেন। নিজের সাবেক ক্লাবের বিপক্ষে গোল করে তাই উদযাপন করা থেকে বিরত থাকেন। গোল খেয়ে অবশ্য বিচলিত হয়নি রিয়াল। ১৯ মিনিটে সমতা ফেরান বেলিংহাম। অভিষেকে গোল করার পর দ্বিতীয় ম্যাচেও গোলের দেখা পান এই ইংলিশ মিডফিল্ডার। তার পা থেকেই আসে দ্বিতীয় গোলটিও। তবে তার আগেই গোল পেয়ে গিয়েছিল রিয়াল।

টনি ক্রুস দূরপাল্লার শটে গোল করেছিলেন। কিন্তু সে গোলের আগে রাইটব্যাক দানি কার্ভাহাল ফাউল করায় গোল বাতিল হয়ে যায়। ১-১ গোলের সমতা নিয়েই বিরতিতে যায় দুদল। দ্বিতীয়ার্ধে প্রথমার্ধের চেয়ে গোছানো ফুটবল খেলেছে রিয়াল। এই অর্ধে একের পর এক দারুণ আক্রমণ শানাতে থাকে লস বঙ্কোরা। ফলও পায়। ৬০ মিনিটে ব্যক্তিগত দ্বিতীয় গোল করে দলকে এগিয়ে দেন বেলিংহাম। ক্রসের ক্রসে দুর্দান্ত হেডে গোলটি করেন তিনি।

লিগে দুই ম্যাচ খেলেই ৩ গোল করে ফেললেন এই ১৯ বছর বয়সী ইংলিশ তারকা। ৭৩ মিনিটে ফের গোলের দেখা পায় রিয়াল। এবারের গোলদাতা ব্রাজিলিয়ান তারকা ভিনিসিউস। কার্ভাহাল ও বেলিংহাম নিজেদের মধ্যে বল দেওয়া-নেওয়া করে আক্রমণে উঠে আসেন। এরপর বেলিংহামের পাস থেকে টপ কর্নার দিয়ে গোল করেন ভিনি।

সেই সঙ্গে নিশ্চিত হয়ে যায় রিয়ালের জয়। ৮১ মিনিটে ম্যাচের সেরা খেলোয়াড় বেলিংহামকে তুলে হোসেলুকে নামান আনচেলত্তি। বাকি সময় আরও সুযোগ তৈরি করেও গোল আদায় করতে পারেনি রিয়াল। কিন্তু ব্যবধান ধরে রেখে বড় জয় নিয়েই মাঠ ছাড়ে আনচেলত্তির দল।

Please Share This Post in Your Social Media

দুর্দান্ত বেলিংহামে টানা দ্বিতীয় জয় রিয়ালের

Update Time : ০৮:০৬:৪৯ অপরাহ্ন, রবিবার, ২০ অগাস্ট ২০২৩

ক্রিস্টিয়ানো রোনালদোর স্মৃতি ফিরিয়ে আনলেন জুড বেলিংহাম। রিয়াল মাদ্রিদের হয়ে লিগে অভিষেকে প্রথম দুই ম্যাচেই গোল করেছিলেন রোনালদো।

একই কীর্তির পুনরাবৃত্তি ঘটালেন বেলিংহামও। ইংল্যান্ড তারকার দারুণ নৈপুণ্যে পিছিয়ে পড়েও দারুণ এক জয় পেল রিয়াল মাদ্রিদ। আলমেরিয়ার মাঠ এস্তাদিও মেডিটেরানেওতে গত শনিবার রিয়াল মাদ্রিদ শুরুতে গোল খেয়েও ৩-১ গোলের বড় জয় পেয়েছে। শুরুতেই রিয়ালের সাবেক খেলোয়াড় সার্জিও আরিবাস আলমেরিয়াকে এগিয়ে দিয়েছিল।

কিন্তু জুড বেলিংহামের জোড়া গোলের পর ভিনিসিউস জুনিয়রের গোলে জয় নিশ্চিত হয় রিয়াল মাদ্রিদের। লিগে টানা দ্বিতীয় ম্যাচে জয়ের দেখা পেল কার্লো আনচেলত্তির দল। আলমেরিয়ার মাঠে এদিন আক্রমণ-প্রতিআক্রমণে ম্যাচ জমে উঠেছিল। রিয়ালকে ছেড়ে কথা বলেনি স্বাগতিকরা। শুরুতেই আক্রমণে চমকে দিয়ে গোলও আদায় করে তারা। তৃতীয় মিনিটে সার্জিও আরিবাস গোল করে এগিয়ে দেন আলমেরিয়াকে।

রিয়ালের একাডেমি থেকে উঠে আসা আরিবাস চলতি মৌসুমেই আলমেরিয়ায় যোগ দিয়েছেন। নিজের সাবেক ক্লাবের বিপক্ষে গোল করে তাই উদযাপন করা থেকে বিরত থাকেন। গোল খেয়ে অবশ্য বিচলিত হয়নি রিয়াল। ১৯ মিনিটে সমতা ফেরান বেলিংহাম। অভিষেকে গোল করার পর দ্বিতীয় ম্যাচেও গোলের দেখা পান এই ইংলিশ মিডফিল্ডার। তার পা থেকেই আসে দ্বিতীয় গোলটিও। তবে তার আগেই গোল পেয়ে গিয়েছিল রিয়াল।

টনি ক্রুস দূরপাল্লার শটে গোল করেছিলেন। কিন্তু সে গোলের আগে রাইটব্যাক দানি কার্ভাহাল ফাউল করায় গোল বাতিল হয়ে যায়। ১-১ গোলের সমতা নিয়েই বিরতিতে যায় দুদল। দ্বিতীয়ার্ধে প্রথমার্ধের চেয়ে গোছানো ফুটবল খেলেছে রিয়াল। এই অর্ধে একের পর এক দারুণ আক্রমণ শানাতে থাকে লস বঙ্কোরা। ফলও পায়। ৬০ মিনিটে ব্যক্তিগত দ্বিতীয় গোল করে দলকে এগিয়ে দেন বেলিংহাম। ক্রসের ক্রসে দুর্দান্ত হেডে গোলটি করেন তিনি।

লিগে দুই ম্যাচ খেলেই ৩ গোল করে ফেললেন এই ১৯ বছর বয়সী ইংলিশ তারকা। ৭৩ মিনিটে ফের গোলের দেখা পায় রিয়াল। এবারের গোলদাতা ব্রাজিলিয়ান তারকা ভিনিসিউস। কার্ভাহাল ও বেলিংহাম নিজেদের মধ্যে বল দেওয়া-নেওয়া করে আক্রমণে উঠে আসেন। এরপর বেলিংহামের পাস থেকে টপ কর্নার দিয়ে গোল করেন ভিনি।

সেই সঙ্গে নিশ্চিত হয়ে যায় রিয়ালের জয়। ৮১ মিনিটে ম্যাচের সেরা খেলোয়াড় বেলিংহামকে তুলে হোসেলুকে নামান আনচেলত্তি। বাকি সময় আরও সুযোগ তৈরি করেও গোল আদায় করতে পারেনি রিয়াল। কিন্তু ব্যবধান ধরে রেখে বড় জয় নিয়েই মাঠ ছাড়ে আনচেলত্তির দল।