ঢাকা ০৬:০৯ অপরাহ্ন, শুক্রবার, ১৭ মে ২০২৪, ৩ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ

দুই অভিজ্ঞ তারকাকে নিয়ে বিশ্বকাপে যাচ্ছে নেদারল্যান্ডস

নওরোজ স্পোর্টস ডেস্ক
  • Update Time : ০৪:১৫:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ সেপ্টেম্বর ২০২৩
  • / ৬৫ Time View

অনেকটা চমক জাগিয়েই আসন্ন ওয়ানডে বিশ্বকাপের মূলপর্বে জায়গা করে নিয়েছিল নেদারল্যান্ডস। সেই যাত্রায় তারা বিশ্বকাপ থেকে প্রথমবারের মতো ছিটকে দেয় দুইবারের বিশ্বচ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজকে। তবে দারুণ দলীয় নৈপুণ্য দেখানো ডাচদের বাছাইপর্বের দলে ছিলেন না অভিজ্ঞ দুই তারকা রোলফ ফন দার মারউই ও কলিন আকারম্যান। তাদের নিয়েই ডাচরা ভারত বিশ্বকাপে খেলতে যাচ্ছে।

আজ (বৃহস্পতিবার) ১৫ জনের বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা করেছে নেদারল্যান্ডস। গত ৬ জুলাই ১০ জনের লড়াইয়ে দ্বিতীয় হয়ে ডাচরা বিশ্বকাপের টিকিট কাটে। অথচ সেই দৌড়ে ক্যারিবীয় দল ছাড়াও সফল হতে পারেনি দারুণ খেলতে থাকা জিম্বাবুয়ে ও স্কটল্যান্ড। এর মধ্য দিয়ে সবাইকে চমকে দিয়ে ১২ বছর পর বিশ্বকাপে ওঠে নেদারল্যান্ডস। সর্বশেষ ২০১১ সালে তারা আইসিসির এই মেগা আসরে অংশ নিয়েছিল।

ইংল্যান্ডের কাউন্টি ক্রিকেটের ব্যস্ততা দেখিয়ে বাছাইপর্বের মতো গুরুত্বপূর্ণ প্রতিযোগিতায় অংশ নেননি দলের অভিজ্ঞ কয়েকজন খেলোয়াড়। তবে তাদের ছাড়াই বিশ্বকাপ নিশ্চিত করে ফেলে ডাচ দলটি। স্কট এডওয়ার্ডের নেতৃত্বে বিশ্বকাপ দলে আছেন ওপেনার ম্যাক্স ও’ডাউড। এই আগ্রাসী ব্যাটারের ওপর অনেক আস্থা দলের।

আইসিসির সহযোগী সদস্য দেশটির স্কোয়াডে স্বাভাবিকভাবেই আছেন বাছাইয়ে দুর্দান্ত ফর্ম দেখানো অভিজ্ঞ অলরাউন্ডার বাস ডি লিড, বিক্রম সিং, তেজা নিদামানারু ও লোগান ফন ভিকের মতো ক্রিকেটাররা। তবে ৩৮ বছর বয়সী অভিজ্ঞ অলরাউন্ডার মারউইকে দলে রাখাটা চমকের মতো।

গত টি-টোয়েন্টি বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার ডেভিড মিলারের দুর্দান্ত এক ক্যাচ নিয়েছিলেন মারউই। তাদের কাছে ম্যাচটিতে পরাজিত হয়ে টুর্নামেন্ট থেকে বিদায় হয়েছিল প্রোটিয়াদের। সেই আসরে দলের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ রান করেন ৩২ বছর বয়সী আকারম্যান। এবার ওয়ানডেতেও তিনি দলটির ভরসা হয়ে থাকবেন ভারতে।

আগামী ৬ অক্টোবর হায়দরাবাদে নেদারল্যান্ডস পাকিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করবে। বিশ্বকাপের আগে ৩০ সেপ্টেম্বর অস্ট্রেলিয়া ও ৩ অক্টোবর ভারতের বিপক্ষে দুটি প্রস্তুতি ম্যাচও খেলবে ডাচরা।

নেদারল্যান্ডসের বিশ্বকাপ স্কোয়াড : স্কট এডওয়ার্ড (অধিনায়ক), ম্যাক্স ও’ডাউড, বাস ডি লিড, বিক্রম সিং, তেজা নিদামানারু, পল ভ্যান মিক্রিন, কলিন আকারম্যান, রোলফ ফন ডার মারউই, লোগান ফন ভিক, আরিয়ান দত্ত, রায়ান ক্লেইন, ওয়েসলি বারেসি, সাকিব জুলফিকার, শারিজ আহমদ, সায়ব্র্যান্ড এঙ্গেলব্রেচট।

Please Share This Post in Your Social Media

দুই অভিজ্ঞ তারকাকে নিয়ে বিশ্বকাপে যাচ্ছে নেদারল্যান্ডস

Update Time : ০৪:১৫:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ সেপ্টেম্বর ২০২৩

অনেকটা চমক জাগিয়েই আসন্ন ওয়ানডে বিশ্বকাপের মূলপর্বে জায়গা করে নিয়েছিল নেদারল্যান্ডস। সেই যাত্রায় তারা বিশ্বকাপ থেকে প্রথমবারের মতো ছিটকে দেয় দুইবারের বিশ্বচ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজকে। তবে দারুণ দলীয় নৈপুণ্য দেখানো ডাচদের বাছাইপর্বের দলে ছিলেন না অভিজ্ঞ দুই তারকা রোলফ ফন দার মারউই ও কলিন আকারম্যান। তাদের নিয়েই ডাচরা ভারত বিশ্বকাপে খেলতে যাচ্ছে।

আজ (বৃহস্পতিবার) ১৫ জনের বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা করেছে নেদারল্যান্ডস। গত ৬ জুলাই ১০ জনের লড়াইয়ে দ্বিতীয় হয়ে ডাচরা বিশ্বকাপের টিকিট কাটে। অথচ সেই দৌড়ে ক্যারিবীয় দল ছাড়াও সফল হতে পারেনি দারুণ খেলতে থাকা জিম্বাবুয়ে ও স্কটল্যান্ড। এর মধ্য দিয়ে সবাইকে চমকে দিয়ে ১২ বছর পর বিশ্বকাপে ওঠে নেদারল্যান্ডস। সর্বশেষ ২০১১ সালে তারা আইসিসির এই মেগা আসরে অংশ নিয়েছিল।

ইংল্যান্ডের কাউন্টি ক্রিকেটের ব্যস্ততা দেখিয়ে বাছাইপর্বের মতো গুরুত্বপূর্ণ প্রতিযোগিতায় অংশ নেননি দলের অভিজ্ঞ কয়েকজন খেলোয়াড়। তবে তাদের ছাড়াই বিশ্বকাপ নিশ্চিত করে ফেলে ডাচ দলটি। স্কট এডওয়ার্ডের নেতৃত্বে বিশ্বকাপ দলে আছেন ওপেনার ম্যাক্স ও’ডাউড। এই আগ্রাসী ব্যাটারের ওপর অনেক আস্থা দলের।

আইসিসির সহযোগী সদস্য দেশটির স্কোয়াডে স্বাভাবিকভাবেই আছেন বাছাইয়ে দুর্দান্ত ফর্ম দেখানো অভিজ্ঞ অলরাউন্ডার বাস ডি লিড, বিক্রম সিং, তেজা নিদামানারু ও লোগান ফন ভিকের মতো ক্রিকেটাররা। তবে ৩৮ বছর বয়সী অভিজ্ঞ অলরাউন্ডার মারউইকে দলে রাখাটা চমকের মতো।

গত টি-টোয়েন্টি বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার ডেভিড মিলারের দুর্দান্ত এক ক্যাচ নিয়েছিলেন মারউই। তাদের কাছে ম্যাচটিতে পরাজিত হয়ে টুর্নামেন্ট থেকে বিদায় হয়েছিল প্রোটিয়াদের। সেই আসরে দলের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ রান করেন ৩২ বছর বয়সী আকারম্যান। এবার ওয়ানডেতেও তিনি দলটির ভরসা হয়ে থাকবেন ভারতে।

আগামী ৬ অক্টোবর হায়দরাবাদে নেদারল্যান্ডস পাকিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করবে। বিশ্বকাপের আগে ৩০ সেপ্টেম্বর অস্ট্রেলিয়া ও ৩ অক্টোবর ভারতের বিপক্ষে দুটি প্রস্তুতি ম্যাচও খেলবে ডাচরা।

নেদারল্যান্ডসের বিশ্বকাপ স্কোয়াড : স্কট এডওয়ার্ড (অধিনায়ক), ম্যাক্স ও’ডাউড, বাস ডি লিড, বিক্রম সিং, তেজা নিদামানারু, পল ভ্যান মিক্রিন, কলিন আকারম্যান, রোলফ ফন ডার মারউই, লোগান ফন ভিক, আরিয়ান দত্ত, রায়ান ক্লেইন, ওয়েসলি বারেসি, সাকিব জুলফিকার, শারিজ আহমদ, সায়ব্র্যান্ড এঙ্গেলব্রেচট।