ঢাকা ০৬:১৯ অপরাহ্ন, বুধবার, ০১ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজঃ
সম্মিলিত প্রচেষ্টায় ন্যায় বিচার প্রতিষ্ঠা সম্ভবঃ প্রধান বিচারপতি  শত কোটি টাকা আত্মসাৎ: দেশত্যাগের সময় বিমানবন্দরে বিশ্বাস ফাউন্ডেশনের চেয়ারম্যান আটক লালপুরে আ,লীগ নেতাকে গুলি করে হত্যা ইবিতে নিরাপত্তা কর্মকর্তা ও আনসার কর্তৃক শিক্ষক হেনস্তার অভিযোগ টেকনাফের বার্মিজ মার্কেটে সাবের হত্যা মামলার ৬ আসামী গ্রেফতার ইবিতে বৃষ্টির আশায় ইসতিসকার নামাজ আদায় সবাইকে সর্বজনীন পেনশনের আওতায় আনা হবে: ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক জমি নিয়ে বিরোধ, ভাতিজার বিরুদ্ধে চাচাকে অপহরণের অভিযোগ মেধা ও মানসিক বিকাশের জন্য বই পড়ার অভ্যাস গড়ে তুলতে হবে বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত

তিন লাখ কৃষক-কৃষাণী নিয়ে মহাসমাবেশ

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : ০৫:৩১:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর ২০২৩
  • / ৫২ Time View

প্রথমবারের মতো আওয়ামী লীগের কর্মসূচির অংশ হিসেবে মহাসমাবেশ করতে যাচ্ছে কৃষক লীগ। প্রায় তিন লাখ কৃষক-কৃষাণী দিয়ে কৃষক মহাসমাবেশ করবে ক্ষমতাসীন দল আওয়ামী লীগের সহযোগী এ সংগঠন।

মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) এ তথ্য নিশ্চিত করেছেন কৃষক লীগের সভাপতি কৃষিবিদ সমীর চন্দ।

তিনি জানান, আগামী ৩০ সেপ্টেম্বর রাজধানীর বায়তুল মোকাররম জামে মসজিদের দক্ষিণ গেইটের সামনে কৃষক মহাসমাবেশ অনুষ্ঠিত হবে।

সূত্রে জানা যায়, কৃষক লীগের মঞ্চে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের শীর্ষ নেতারা অংশ নেবেন।

কৃষক লীগের সভাপতি কৃষিবিদ সমীর চন্দের সভাপতিত্বে মহাসমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

কৃষক মহাসমাবেশে ৩ হাজার কৃষাণীসহ ২৫ হাজার কৃষক নেতাদের সামনের সাড়িতে বসার ব্যবস্থা করবে সংগঠনটি।

সারাদেশ থেকে আসা নেতাকর্মীদের তাৎক্ষনিক চিকিৎসা দিতে ৫০ জন ডাক্তারের একটি টিম গঠন করা হবে। এছাড়া, ২৫ জনের স্বেচ্ছাসেবক টিম থাকবে।

কৃষক লীগের সভাপতি কৃষিবিদ সমীর চন্দ বলেন, ১৯৯৫ ও ২০০৪ সালে বিএনপি-জামায়াত জোট সরকার কর্তৃক নিহত কৃষকদের স্মরণে বিশাল কৃষক মহাসমাবেশ আয়োজন করা হচ্ছে।

এটি আওয়ামী লীগের কর্মসূচির অংশ হিসেবে প্রথম মহাসমাবেশ। সারাদেশ থেকে প্রায় তিন লাখ কৃষক-কৃষাণী মহাসমাবেশে অংশ নেবেন।

তিনি আরও বলেন, মহাসমাবেশ সফল করতে এরই মধ্যে জেলা-উপজেলা পর্যায়ে ৭১টি প্রস্তুতি সভা করা হয়েছে। অনলাইনে শতাধিক সভা করা হয়েছে।

এর আগে গত ১৯ সেপ্টেম্বর ধানমন্ডির আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে এক যৌথসভা শেষে দলের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ জানান, ৩০ সেপ্টেম্বর দুপুর আড়াইটায় কৃষক লীগের উদ্যোগে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হবে।

হানিফের এ ঘোষণার পর সারাদেশের নেতাকর্মীদের সঙ্গে প্রস্তুতি সভা করেছে কৃষক লীগ।

Please Share This Post in Your Social Media

তিন লাখ কৃষক-কৃষাণী নিয়ে মহাসমাবেশ

Update Time : ০৫:৩১:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর ২০২৩

প্রথমবারের মতো আওয়ামী লীগের কর্মসূচির অংশ হিসেবে মহাসমাবেশ করতে যাচ্ছে কৃষক লীগ। প্রায় তিন লাখ কৃষক-কৃষাণী দিয়ে কৃষক মহাসমাবেশ করবে ক্ষমতাসীন দল আওয়ামী লীগের সহযোগী এ সংগঠন।

মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) এ তথ্য নিশ্চিত করেছেন কৃষক লীগের সভাপতি কৃষিবিদ সমীর চন্দ।

তিনি জানান, আগামী ৩০ সেপ্টেম্বর রাজধানীর বায়তুল মোকাররম জামে মসজিদের দক্ষিণ গেইটের সামনে কৃষক মহাসমাবেশ অনুষ্ঠিত হবে।

সূত্রে জানা যায়, কৃষক লীগের মঞ্চে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের শীর্ষ নেতারা অংশ নেবেন।

কৃষক লীগের সভাপতি কৃষিবিদ সমীর চন্দের সভাপতিত্বে মহাসমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

কৃষক মহাসমাবেশে ৩ হাজার কৃষাণীসহ ২৫ হাজার কৃষক নেতাদের সামনের সাড়িতে বসার ব্যবস্থা করবে সংগঠনটি।

সারাদেশ থেকে আসা নেতাকর্মীদের তাৎক্ষনিক চিকিৎসা দিতে ৫০ জন ডাক্তারের একটি টিম গঠন করা হবে। এছাড়া, ২৫ জনের স্বেচ্ছাসেবক টিম থাকবে।

কৃষক লীগের সভাপতি কৃষিবিদ সমীর চন্দ বলেন, ১৯৯৫ ও ২০০৪ সালে বিএনপি-জামায়াত জোট সরকার কর্তৃক নিহত কৃষকদের স্মরণে বিশাল কৃষক মহাসমাবেশ আয়োজন করা হচ্ছে।

এটি আওয়ামী লীগের কর্মসূচির অংশ হিসেবে প্রথম মহাসমাবেশ। সারাদেশ থেকে প্রায় তিন লাখ কৃষক-কৃষাণী মহাসমাবেশে অংশ নেবেন।

তিনি আরও বলেন, মহাসমাবেশ সফল করতে এরই মধ্যে জেলা-উপজেলা পর্যায়ে ৭১টি প্রস্তুতি সভা করা হয়েছে। অনলাইনে শতাধিক সভা করা হয়েছে।

এর আগে গত ১৯ সেপ্টেম্বর ধানমন্ডির আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে এক যৌথসভা শেষে দলের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ জানান, ৩০ সেপ্টেম্বর দুপুর আড়াইটায় কৃষক লীগের উদ্যোগে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হবে।

হানিফের এ ঘোষণার পর সারাদেশের নেতাকর্মীদের সঙ্গে প্রস্তুতি সভা করেছে কৃষক লীগ।