ঢাকা ০৩:১১ অপরাহ্ন, শুক্রবার, ১৭ মে ২০২৪, ৩ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ

ঢাবির বাইরে ৭ কলেজের কমিটি হওয়ার সুযোগ নেই : সৈকত

জাননাহ, ঢাবি প্রতিনিধি
  • Update Time : ১০:৫৬:৪৭ পূর্বাহ্ন, বুধবার, ১৩ সেপ্টেম্বর ২০২৩
  • / ১২৭ Time View

জাননাহ, ঢাবি প্রতিনিধি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাইরে সাত কলেজের কমিটি হওয়ার কোনো সুযোগ নেই বলে উল্লেখ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকত।

মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) দুপুর ১২টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি মিলনায়তনে সাত কলেজের একাডেমিক সমস্যা নিরসনকল্পে শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় সভা শেষে এ মন্তব্য করেন তিনি।

‘একাডেমিক সংকট নিরসনকল্পে’ ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সাত কলেজের শিক্ষার্থীদের সঙ্গে এ মতবিনিময় সভার আয়োজন করে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ।

শুধু তাই নয়, ৭ কলেজের শিক্ষার্থীদের সমস্যা সমাধানে ঢাবি ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটিতে অধিভুক্ত বিষয়ক সম্পাদকের পদ সংযোজন ও একটি সেল গঠনের ঘোষণা দিয়েছে ঢাবি ছাত্রলীগের শীর্ষ নেতৃবৃন্দ। এসময় ঢাবি শাখা ছাত্রলীগ ও সাত কলেজের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

মতবিনিময় সভায় ঢাবি শাখা ছাত্রলীগের সভাপতি মাজহারুল কবির শয়ন বলেন, শোষণ, নিপীড়ন ও বৈষম্যের বিরুদ্ধে লড়াই করে আমরা একটি জায়গায় এসেছি। আমাদের ছাত্র আন্দোলনের যে ইতিহাস তা সারা পৃথিবীতে পথ দেখায়৷ যুগে যুগে আমরা দেখেছি, যখন ছাত্ররা কোনো বৈষম্যের শিকার হয়েছে তখনি ছাত্রসমাজের নেতৃবৃন্দ আন্দোলনে ঝাপিয়ে পড়েছেন৷ কিন্তু আমরা দেখছি, সাত কলেজের পক্ষে আমাদের কোনো ছাত্রসমাজ বা আমরা যারা ছাত্র রাজনীতি করি তারা কখনো কথা বলি না৷ এটি আমাদের ব্যর্থতা। আমরা চাই সাত কলেজের যে সমস্যা, পরীক্ষা নিয়ে সমস্যা, সিলেবাস নিয়ে সমস্যা ইত্যাদি সব শৃঙ্খলার মধ্যে নিয়ে আসা।

মাজহারুল কবির শয়ন আরও বলেন, আজকে যেভাবে ঢাবি ছাত্রলীগ আপনাদের কথা শুনেছে, ভবিষ্যতেও আপনাদের কথা শুনবে। আপনাদের দাবি কর্তৃপক্ষের নিকট পৌঁছে দেবে ছাত্রলীগ। ঢাবি ছাত্রলীগ সবসময় সাত কলেজের শিক্ষার্থীদের পাশে রয়েছে।

ঢাবি ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকত বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ অধিভুক্ত শিক্ষার্থীদের সমস্যা সমাধান করেই ঘরে ফিরবে। প্রয়োজনে সাধারণ শিক্ষার্থীদের সমস্যা সমাধানে ঢাবি প্রশাসনের সঙ্গে বাকবিতণ্ডায় জড়াবেন বলেও শিক্ষার্থীদের আশ্বাস দেন।

ঢাবি ছাত্রলীগের সাধারণ সম্পাদক বলেন, শিক্ষার্থীরা বলছেন, তাদের দাবি আদায়ের সঙ্গে কেউ নেই। তাদের কোনো অভিভাবক নেই। আমি তাদের বলতে চাই, তাদের সঙ্গে কেউ না থাকলেও ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ সবসময় আছে। এসময় তিনি অধিভুক্ত কলেজের শিক্ষার্থীদের সমস্যা সমাধানে সেল গঠন এবং ছাত্রলীগ পূর্নাঙ্গ কমিটিতে অধিভুক্ত বিষয়ক সম্পাদকের পদ সংযোজন করবেন বলেও জানান।

ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ আয়োজিত ঢাবি অধিভুক্ত সরকারি সাত কলেজের শিক্ষার্থীদের সংকট নিরসনে আলোচনা সভায় সাত কলেজের শিক্ষার্থীরা তাদের সমস্যা এবং সমাধানের বিষয়গুলো তুলে ধরেন।

তাদের দাবিগুলো হলো–২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের অন্তত তিন বিষয়ে মানোন্নয়ন, সাত কলেজের শিক্ষক সংকট ও ক্লাস সংকট সমাধান, একই শিক্ষকের অধীনে ক্লাস নেওয়া, প্রশ্ন করা এবং পরীক্ষার খাতা মূল্যায়ন করা, সাত কলেজ শিক্ষার্থীদের জন্য ছাত্র সংসদ নির্বাচনের ব্যবস্থা করা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো প্রত্যেক বিভাগে সেমিস্টার পদ্ধতিতে পরীক্ষা নেওয়া ইত্যাদি।

পরে মতবিনিময় সভা শেষে বেরিয়ে সাংবাদিকদের উদ্দেশ্যে তানভীর হাসান সৈকত বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাইরে সাত কলেজের কমিটি হওয়ার কোনো সুযোগ নেই। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো সাত কলেজের একাডেমিক উন্নয়ন তখনই হবে, যখন সেখানে রাজনৈতিক স্থিতিশীলতা বিরাজ করবে।

৭ কলেজের রাজনীতিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে এনে বিশ্ববিদ্যালয়ের রাজনীতির মতো সুশৃঙ্খল ও সুন্দর করতে চান বলেও এসময় উল্লেখ করেন তানভীর হাসান সৈকত ।

Please Share This Post in Your Social Media

ঢাবির বাইরে ৭ কলেজের কমিটি হওয়ার সুযোগ নেই : সৈকত

Update Time : ১০:৫৬:৪৭ পূর্বাহ্ন, বুধবার, ১৩ সেপ্টেম্বর ২০২৩

জাননাহ, ঢাবি প্রতিনিধি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাইরে সাত কলেজের কমিটি হওয়ার কোনো সুযোগ নেই বলে উল্লেখ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকত।

মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) দুপুর ১২টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি মিলনায়তনে সাত কলেজের একাডেমিক সমস্যা নিরসনকল্পে শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় সভা শেষে এ মন্তব্য করেন তিনি।

‘একাডেমিক সংকট নিরসনকল্পে’ ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সাত কলেজের শিক্ষার্থীদের সঙ্গে এ মতবিনিময় সভার আয়োজন করে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ।

শুধু তাই নয়, ৭ কলেজের শিক্ষার্থীদের সমস্যা সমাধানে ঢাবি ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটিতে অধিভুক্ত বিষয়ক সম্পাদকের পদ সংযোজন ও একটি সেল গঠনের ঘোষণা দিয়েছে ঢাবি ছাত্রলীগের শীর্ষ নেতৃবৃন্দ। এসময় ঢাবি শাখা ছাত্রলীগ ও সাত কলেজের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

মতবিনিময় সভায় ঢাবি শাখা ছাত্রলীগের সভাপতি মাজহারুল কবির শয়ন বলেন, শোষণ, নিপীড়ন ও বৈষম্যের বিরুদ্ধে লড়াই করে আমরা একটি জায়গায় এসেছি। আমাদের ছাত্র আন্দোলনের যে ইতিহাস তা সারা পৃথিবীতে পথ দেখায়৷ যুগে যুগে আমরা দেখেছি, যখন ছাত্ররা কোনো বৈষম্যের শিকার হয়েছে তখনি ছাত্রসমাজের নেতৃবৃন্দ আন্দোলনে ঝাপিয়ে পড়েছেন৷ কিন্তু আমরা দেখছি, সাত কলেজের পক্ষে আমাদের কোনো ছাত্রসমাজ বা আমরা যারা ছাত্র রাজনীতি করি তারা কখনো কথা বলি না৷ এটি আমাদের ব্যর্থতা। আমরা চাই সাত কলেজের যে সমস্যা, পরীক্ষা নিয়ে সমস্যা, সিলেবাস নিয়ে সমস্যা ইত্যাদি সব শৃঙ্খলার মধ্যে নিয়ে আসা।

মাজহারুল কবির শয়ন আরও বলেন, আজকে যেভাবে ঢাবি ছাত্রলীগ আপনাদের কথা শুনেছে, ভবিষ্যতেও আপনাদের কথা শুনবে। আপনাদের দাবি কর্তৃপক্ষের নিকট পৌঁছে দেবে ছাত্রলীগ। ঢাবি ছাত্রলীগ সবসময় সাত কলেজের শিক্ষার্থীদের পাশে রয়েছে।

ঢাবি ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকত বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ অধিভুক্ত শিক্ষার্থীদের সমস্যা সমাধান করেই ঘরে ফিরবে। প্রয়োজনে সাধারণ শিক্ষার্থীদের সমস্যা সমাধানে ঢাবি প্রশাসনের সঙ্গে বাকবিতণ্ডায় জড়াবেন বলেও শিক্ষার্থীদের আশ্বাস দেন।

ঢাবি ছাত্রলীগের সাধারণ সম্পাদক বলেন, শিক্ষার্থীরা বলছেন, তাদের দাবি আদায়ের সঙ্গে কেউ নেই। তাদের কোনো অভিভাবক নেই। আমি তাদের বলতে চাই, তাদের সঙ্গে কেউ না থাকলেও ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ সবসময় আছে। এসময় তিনি অধিভুক্ত কলেজের শিক্ষার্থীদের সমস্যা সমাধানে সেল গঠন এবং ছাত্রলীগ পূর্নাঙ্গ কমিটিতে অধিভুক্ত বিষয়ক সম্পাদকের পদ সংযোজন করবেন বলেও জানান।

ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ আয়োজিত ঢাবি অধিভুক্ত সরকারি সাত কলেজের শিক্ষার্থীদের সংকট নিরসনে আলোচনা সভায় সাত কলেজের শিক্ষার্থীরা তাদের সমস্যা এবং সমাধানের বিষয়গুলো তুলে ধরেন।

তাদের দাবিগুলো হলো–২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের অন্তত তিন বিষয়ে মানোন্নয়ন, সাত কলেজের শিক্ষক সংকট ও ক্লাস সংকট সমাধান, একই শিক্ষকের অধীনে ক্লাস নেওয়া, প্রশ্ন করা এবং পরীক্ষার খাতা মূল্যায়ন করা, সাত কলেজ শিক্ষার্থীদের জন্য ছাত্র সংসদ নির্বাচনের ব্যবস্থা করা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো প্রত্যেক বিভাগে সেমিস্টার পদ্ধতিতে পরীক্ষা নেওয়া ইত্যাদি।

পরে মতবিনিময় সভা শেষে বেরিয়ে সাংবাদিকদের উদ্দেশ্যে তানভীর হাসান সৈকত বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাইরে সাত কলেজের কমিটি হওয়ার কোনো সুযোগ নেই। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো সাত কলেজের একাডেমিক উন্নয়ন তখনই হবে, যখন সেখানে রাজনৈতিক স্থিতিশীলতা বিরাজ করবে।

৭ কলেজের রাজনীতিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে এনে বিশ্ববিদ্যালয়ের রাজনীতির মতো সুশৃঙ্খল ও সুন্দর করতে চান বলেও এসময় উল্লেখ করেন তানভীর হাসান সৈকত ।