ঢাকা ০৩:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ১৯ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজঃ
ফেসবুকে অপপ্রচার: জবি শিক্ষককের বিচার চেয়ে ভিসির কাছে ডীনের অভিযোগ কুড়িগ্রামে ছাত্রীনিবাসের সামনে অশ্লীল অঙ্গভঙ্গির ভিডিও ধারণ, যুবকের কারাদণ্ড সাইকেল চালিয়ে টেকনাফ থেকে তেঁতুলিয়া পাড়ি দিয়েছেন “দিদার” টাঙ্গাইলে মেয়ে ও জামাতার বিরুদ্ধে বাবাকে নির্যাতনের অভিযোগ, বৃদ্ধের মৃত্যু আখেরী মোনাজাতের মধ্যে দিয়ে জাকের পার্টির বিশ্ব ইসলামি মহা সম্মেলন ও মহা পবিত্র ফাতেহা শরীফের সমাপ্তি টঙ্গীতে পরিবহনে চাঁদাবাজি, গ্রেফতার ৮ সম্মিলিত প্রচেষ্টায় ন্যায় বিচার প্রতিষ্ঠা সম্ভবঃ প্রধান বিচারপতি  শত কোটি টাকা আত্মসাৎ: দেশত্যাগের সময় বিমানবন্দরে বিশ্বাস ফাউন্ডেশনের চেয়ারম্যান আটক লালপুরে আ,লীগ নেতাকে গুলি করে হত্যা ইবিতে নিরাপত্তা কর্মকর্তা ও আনসার কর্তৃক শিক্ষক হেনস্তার অভিযোগ

ডাম্বুলাকে হারিয়ে এলপিএল চ্যাম্পিয়ন ক্যান্ডি

নওরোজ স্পোর্টস ডেস্ক
  • Update Time : ০৮:৪৫:০৪ অপরাহ্ন, সোমবার, ২১ অগাস্ট ২০২৩
  • / ৫৬ Time View

পেসার প্রামোদ মাদুশানের বাউন্সার ঠিকমতো খেলতে পারলেন না লাহিরু মাদুশানকা। তবে বল ব্যাটের কানায় লেগে কিপারের মাথায় পর দিয়ে চলে গেল বাউন্ডারিতে। মাদুশানকা ছুটে গিয়ে আলিঙ্গনে বাঁধলেন উইকেটের সতীর্থ অ্যাঞ্জেলো ম্যাথিউসকে। ডাগআউট থেকে ছুটে এসে তাদের সঙ্গে উৎসবে মেতে উঠলেন দলের অন্য ক্রিকেটাররা।

চেয়ার ছেড়ে ড্রেসিংরুমের সিঁড়ি বেয়ে নিচে নেমে এলেন ওয়ানিন্দু হাসারাঙ্গা। চোটের কারণে তিনি খেলতে পারেননি ফাইনালে। তবে টুর্নামেন্টের নায়ক তো তিনিই! রুদ্ধশ্বাস ফাইনালে ডাম্বুলা অরাকে ৫ উইকেটে হারিয়ে প্রথমবারের মতো লঙ্কা প্রিমিয়ার লিগে (এলপিএল) চ্যাম্পিয়ন হলো বি লাভ ক্যান্ডি। কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে রোববার শিরোপা লড়াইয়ে ডাম্বুলা করতে পারে ১৪৭ রান। এলপিএলের চার আসর মিলিয়ে ফাইনালে আগে ব্যাটিং করে সর্বনিম্ন স্কোর এটিই।

জবাবে ১ উইকেটে ৯৪ রানের শক্ত অবস্থানে থেকেও দ্রæত কয়েকটি উইকেট হারিয়ে পথ হারাতে বসেছিল ক্যান্ডি। তবে আসিফ আলির ১০ বলে ১৯ রানের ক্যামিও এবং ভারপ্রাপ্ত অধিনায়ক ম্যাথিউসের ২১ বলে অপরাজিত ২৫ রানের ইনিংসে ১ বল বাকি থাকতে লক্ষ্যে পৌঁছে যায় দলটি। এলিমিনেটর ও দ্বিতীয় কোয়ালিফায়ারে জিতে ফাইনালে আসা ক্যান্ডিই শেষ পর্যন্ত জিতল ট্রফি। এলপিএল পেল নতুন চ্যাম্পিয়ন। প্রথম তিন আসরে শিরোপা জিতেছিল জাফনা ফ্র্যাঞ্চাইজি। প্লে অফে আগের দুই ম্যাচে জয়ের নায়ক ও ক্যান্ডির নিয়মিত অধিনায়ক হাসারাঙ্গা ফাইনালে খেলতে পারেননি হ্যামস্ট্রিং চোটের কারণে। তবু আসরের সর্বোচ্চ স্কোরার ও সর্বোচ্চ উইকেট শিকারি এই লেগ স্পিনিং অলরাউন্ডার। ১০ ম্যাচের ৯ ইনিংসে ব্যাটিং করে ১৮৯.৭৯ স্ট্রাইক রেটে হাসারাঙ্গা করেন ২৭৯ রান। সবচেয়ে বেশি ১৪টি ছক্কা মারেন তিনিই।

হাত ঘুরিয়ে ১০ ইনিংসে ওভারপ্রতি ¯্রফে ৫.৫১ করে রান দিয়ে তার প্রাপ্তি ১৯ উইকেট। এলিমিনেটর ম্যাচে ¯্রফে ৯ রান দিয়ে নেন ৬ উইকেট। আসরে ১৫ উইকেটও নেই আর কারও। দ্বিতীয় সর্বোচ্চ ১৪ উইকেট নিতে পেরেছেন হাসারাঙ্গারই সতীর্থ পেসার নুয়ান প্রাদিপ। টস জিতে ব্যাটিংয়ে নেমে শুরুতেই আভিশকা ফার্নান্দোকে হারায় ডাম্বুলা। দ্বিতীয় উইকেটে ৪৭ বলে ৫৭ রানের জুটিতে দলকে টানেন কুসাল মেন্ডিস ও সাদিরা সামারাউইক্রামা।

তবে চাতুরাঙ্গা ডি সিলভার একই ওভারে দুই থিতু ব্যাটসম্যান আউট হয়ে গেলে কমে যায় রানের গতিও। অধিনায়ক মেন্ডিস ২৩ বলে ২২ ও সামারাবিক্রমা ৩০ বলে করেন ৩৬ রান। মাঝে ৩৫ বলে আসেনি কোনো বাউন্ডারি। মোহাম্মদ হাসনাইনকে টানা দুই ছক্কায় সেই খরা কাটান ধানাঞ্জায়া ডি সিলভা। চতুর্থ উইকেটে কুসাল পেরেরার সঙ্গে তিনি গড়েন ৪৬ বলে ৬৩ রানের ইনিংস সেরা জুটি। ৩ ছক্কায় ২৯ বলে ৪০ রান করে আউট হন ধানাঞ্জায়া। পেরেরা অপরাজিত রয়ে যান ২৫ বলে ২ চার ও এক ছক্কায় ৩১ রান করে। রান তাড়ায় পাওয়ার প্লেতে ৪৭ রান তুলে ফেলেন ক্যান্ডির দুই উদ্বোধনী ব্যাটসম্যান মোহাম্মদ হারিস ও কামিন্দু মেন্ডিস। পরের ওভারে হারিসের (২২ বলে ২৬) বিদায়ে ভাঙে ৪৯ রানের শুরুর জুটি।

একটা পর্যায়ে ৯ উইকেট হাতে রেখে ক্যান্ডির প্রয়োজন ছিল ৪৫ বলে ৫৪ রান। এরপরই ২১ বলের মধ্যে ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে যায় তারা। মেন্ডিস ৩৭ বলে করেন ৪৪ রান, দিনেশ চান্দিমাল ২২ বলে ২৪, চাতুরাঙ্গা খুলতে পারেননি রানের খাতা। শেষ চার ওভারে দরকার ছিল ৩৭ রান। আসিফের ২ চার ও এক ছক্কায় ১০ বলে ১৯ রানের ছোট্ট ঝড়ো ইনিংসে কমে আসে ব্যবধান। শেষের আগের ওভারে চতুর্থ ও পঞ্চম বলে চার মেরে শেষ ওভারে সমীকরণ ৬ রানে নামিয়ে আনেন ম্যাথিউস। সেখানে প্রথম চার বলে আসে ৫ রান। এরপর মাদুশানকার ওই বাউন্ডারি এবং ক্যান্ডির শিরোপা জয়।

সংক্ষিপ্ত স্কোর:
ডাম্বুলা অরা: ২০ ওভারে ১৪৭/৪ (আভিশকা ৫, কুসাল মেন্ডিস ২২, সামারাউইক্রামা ৩৬, কুসাল পেরেরা ৩১*, ধনাঞ্জয়া ৪০, রস ২*, ম্যাথিউস ২-০-১১-০, মুজিব ৪-০-২৪-০, প্রদিপ ৪-০-৩০-১, চাতুরাঙ্গা ৪-০-২৫-২, হাসনাইন ৪-০-৩৮-১, কামিন্দু মেন্ডিস ২-০-১৬-০)
বি লাভ ক্যান্ডি: ১৯.৫ ওভারে ১৫১/৫ (হারিস ২৬, কামিন্দু মেন্ডিস ৪৪, চান্দিমাল ২৪, ম্যাথিউস ২৫*, চাতুরাঙ্গা ০, আসিফ ১৯, মাদুশঙ্কা ৫*; বিনুরা ৪-০-৩১-২, ধানাঞ্জায়া ৩-০-১৬-০, মাদুশান ২.৫-০-৩০-০, হেইডেন ৩-০-৩০-০, নুর ৪-০-২৭-৩, হেমান্থ ৩-০-২১-০)
ফল: বি লাভ ক্যান্ডি ৫ উইকেটে জিতে চ্যাম্পিয়ন
ম্যান অব দা ম্যাচ: অ্যাঞ্জেলো ম্যাথিউস
ম্যান অব দা টুর্নামেন্ট: ওয়ানিন্দু হাসারাঙ্গা

Please Share This Post in Your Social Media

ডাম্বুলাকে হারিয়ে এলপিএল চ্যাম্পিয়ন ক্যান্ডি

Update Time : ০৮:৪৫:০৪ অপরাহ্ন, সোমবার, ২১ অগাস্ট ২০২৩

পেসার প্রামোদ মাদুশানের বাউন্সার ঠিকমতো খেলতে পারলেন না লাহিরু মাদুশানকা। তবে বল ব্যাটের কানায় লেগে কিপারের মাথায় পর দিয়ে চলে গেল বাউন্ডারিতে। মাদুশানকা ছুটে গিয়ে আলিঙ্গনে বাঁধলেন উইকেটের সতীর্থ অ্যাঞ্জেলো ম্যাথিউসকে। ডাগআউট থেকে ছুটে এসে তাদের সঙ্গে উৎসবে মেতে উঠলেন দলের অন্য ক্রিকেটাররা।

চেয়ার ছেড়ে ড্রেসিংরুমের সিঁড়ি বেয়ে নিচে নেমে এলেন ওয়ানিন্দু হাসারাঙ্গা। চোটের কারণে তিনি খেলতে পারেননি ফাইনালে। তবে টুর্নামেন্টের নায়ক তো তিনিই! রুদ্ধশ্বাস ফাইনালে ডাম্বুলা অরাকে ৫ উইকেটে হারিয়ে প্রথমবারের মতো লঙ্কা প্রিমিয়ার লিগে (এলপিএল) চ্যাম্পিয়ন হলো বি লাভ ক্যান্ডি। কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে রোববার শিরোপা লড়াইয়ে ডাম্বুলা করতে পারে ১৪৭ রান। এলপিএলের চার আসর মিলিয়ে ফাইনালে আগে ব্যাটিং করে সর্বনিম্ন স্কোর এটিই।

জবাবে ১ উইকেটে ৯৪ রানের শক্ত অবস্থানে থেকেও দ্রæত কয়েকটি উইকেট হারিয়ে পথ হারাতে বসেছিল ক্যান্ডি। তবে আসিফ আলির ১০ বলে ১৯ রানের ক্যামিও এবং ভারপ্রাপ্ত অধিনায়ক ম্যাথিউসের ২১ বলে অপরাজিত ২৫ রানের ইনিংসে ১ বল বাকি থাকতে লক্ষ্যে পৌঁছে যায় দলটি। এলিমিনেটর ও দ্বিতীয় কোয়ালিফায়ারে জিতে ফাইনালে আসা ক্যান্ডিই শেষ পর্যন্ত জিতল ট্রফি। এলপিএল পেল নতুন চ্যাম্পিয়ন। প্রথম তিন আসরে শিরোপা জিতেছিল জাফনা ফ্র্যাঞ্চাইজি। প্লে অফে আগের দুই ম্যাচে জয়ের নায়ক ও ক্যান্ডির নিয়মিত অধিনায়ক হাসারাঙ্গা ফাইনালে খেলতে পারেননি হ্যামস্ট্রিং চোটের কারণে। তবু আসরের সর্বোচ্চ স্কোরার ও সর্বোচ্চ উইকেট শিকারি এই লেগ স্পিনিং অলরাউন্ডার। ১০ ম্যাচের ৯ ইনিংসে ব্যাটিং করে ১৮৯.৭৯ স্ট্রাইক রেটে হাসারাঙ্গা করেন ২৭৯ রান। সবচেয়ে বেশি ১৪টি ছক্কা মারেন তিনিই।

হাত ঘুরিয়ে ১০ ইনিংসে ওভারপ্রতি ¯্রফে ৫.৫১ করে রান দিয়ে তার প্রাপ্তি ১৯ উইকেট। এলিমিনেটর ম্যাচে ¯্রফে ৯ রান দিয়ে নেন ৬ উইকেট। আসরে ১৫ উইকেটও নেই আর কারও। দ্বিতীয় সর্বোচ্চ ১৪ উইকেট নিতে পেরেছেন হাসারাঙ্গারই সতীর্থ পেসার নুয়ান প্রাদিপ। টস জিতে ব্যাটিংয়ে নেমে শুরুতেই আভিশকা ফার্নান্দোকে হারায় ডাম্বুলা। দ্বিতীয় উইকেটে ৪৭ বলে ৫৭ রানের জুটিতে দলকে টানেন কুসাল মেন্ডিস ও সাদিরা সামারাউইক্রামা।

তবে চাতুরাঙ্গা ডি সিলভার একই ওভারে দুই থিতু ব্যাটসম্যান আউট হয়ে গেলে কমে যায় রানের গতিও। অধিনায়ক মেন্ডিস ২৩ বলে ২২ ও সামারাবিক্রমা ৩০ বলে করেন ৩৬ রান। মাঝে ৩৫ বলে আসেনি কোনো বাউন্ডারি। মোহাম্মদ হাসনাইনকে টানা দুই ছক্কায় সেই খরা কাটান ধানাঞ্জায়া ডি সিলভা। চতুর্থ উইকেটে কুসাল পেরেরার সঙ্গে তিনি গড়েন ৪৬ বলে ৬৩ রানের ইনিংস সেরা জুটি। ৩ ছক্কায় ২৯ বলে ৪০ রান করে আউট হন ধানাঞ্জায়া। পেরেরা অপরাজিত রয়ে যান ২৫ বলে ২ চার ও এক ছক্কায় ৩১ রান করে। রান তাড়ায় পাওয়ার প্লেতে ৪৭ রান তুলে ফেলেন ক্যান্ডির দুই উদ্বোধনী ব্যাটসম্যান মোহাম্মদ হারিস ও কামিন্দু মেন্ডিস। পরের ওভারে হারিসের (২২ বলে ২৬) বিদায়ে ভাঙে ৪৯ রানের শুরুর জুটি।

একটা পর্যায়ে ৯ উইকেট হাতে রেখে ক্যান্ডির প্রয়োজন ছিল ৪৫ বলে ৫৪ রান। এরপরই ২১ বলের মধ্যে ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে যায় তারা। মেন্ডিস ৩৭ বলে করেন ৪৪ রান, দিনেশ চান্দিমাল ২২ বলে ২৪, চাতুরাঙ্গা খুলতে পারেননি রানের খাতা। শেষ চার ওভারে দরকার ছিল ৩৭ রান। আসিফের ২ চার ও এক ছক্কায় ১০ বলে ১৯ রানের ছোট্ট ঝড়ো ইনিংসে কমে আসে ব্যবধান। শেষের আগের ওভারে চতুর্থ ও পঞ্চম বলে চার মেরে শেষ ওভারে সমীকরণ ৬ রানে নামিয়ে আনেন ম্যাথিউস। সেখানে প্রথম চার বলে আসে ৫ রান। এরপর মাদুশানকার ওই বাউন্ডারি এবং ক্যান্ডির শিরোপা জয়।

সংক্ষিপ্ত স্কোর:
ডাম্বুলা অরা: ২০ ওভারে ১৪৭/৪ (আভিশকা ৫, কুসাল মেন্ডিস ২২, সামারাউইক্রামা ৩৬, কুসাল পেরেরা ৩১*, ধনাঞ্জয়া ৪০, রস ২*, ম্যাথিউস ২-০-১১-০, মুজিব ৪-০-২৪-০, প্রদিপ ৪-০-৩০-১, চাতুরাঙ্গা ৪-০-২৫-২, হাসনাইন ৪-০-৩৮-১, কামিন্দু মেন্ডিস ২-০-১৬-০)
বি লাভ ক্যান্ডি: ১৯.৫ ওভারে ১৫১/৫ (হারিস ২৬, কামিন্দু মেন্ডিস ৪৪, চান্দিমাল ২৪, ম্যাথিউস ২৫*, চাতুরাঙ্গা ০, আসিফ ১৯, মাদুশঙ্কা ৫*; বিনুরা ৪-০-৩১-২, ধানাঞ্জায়া ৩-০-১৬-০, মাদুশান ২.৫-০-৩০-০, হেইডেন ৩-০-৩০-০, নুর ৪-০-২৭-৩, হেমান্থ ৩-০-২১-০)
ফল: বি লাভ ক্যান্ডি ৫ উইকেটে জিতে চ্যাম্পিয়ন
ম্যান অব দা ম্যাচ: অ্যাঞ্জেলো ম্যাথিউস
ম্যান অব দা টুর্নামেন্ট: ওয়ানিন্দু হাসারাঙ্গা