ঢাকা ১১:৪৩ অপরাহ্ন, বুধবার, ০১ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজঃ
ফেসবুকে অপপ্রচার: জবি শিক্ষককের বিচার চেয়ে ভিসির কাছে ডীনের অভিযোগ কুড়িগ্রামে ছাত্রীনিবাসের সামনে অশ্লীল অঙ্গভঙ্গির ভিডিও ধারণ, যুবকের কারাদণ্ড সাইকেল চালিয়ে টেকনাফ থেকে তেঁতুলিয়া পাড়ি দিয়েছেন “দিদার” টাঙ্গাইলে মেয়ে ও জামাতার বিরুদ্ধে বাবাকে নির্যাতনের অভিযোগ, বৃদ্ধের মৃত্যু আখেরী মোনাজাতের মধ্যে দিয়ে জাকের পার্টির বিশ্ব ইসলামি মহা সম্মেলন ও মহা পবিত্র ফাতেহা শরীফের সমাপ্তি টঙ্গীতে পরিবহনে চাঁদাবাজি, গ্রেফতার ৮ সম্মিলিত প্রচেষ্টায় ন্যায় বিচার প্রতিষ্ঠা সম্ভবঃ প্রধান বিচারপতি  শত কোটি টাকা আত্মসাৎ: দেশত্যাগের সময় বিমানবন্দরে বিশ্বাস ফাউন্ডেশনের চেয়ারম্যান আটক লালপুরে আ,লীগ নেতাকে গুলি করে হত্যা ইবিতে নিরাপত্তা কর্মকর্তা ও আনসার কর্তৃক শিক্ষক হেনস্তার অভিযোগ

টঙ্গীতে স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের উপর হামলা

জাহাঙ্গীর আকন্দ
  • Update Time : ১০:০০:০৩ অপরাহ্ন, শুক্রবার, ২৯ ডিসেম্বর ২০২৩
  • / ৫৮ Time View

গাজীপুরের টঙ্গীতে ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থী আ‌লিম উ‌দ্দিন বু‌দ্দিন সমর্থকদের উপর হামলা হয়েছে।

শুক্রবার দুপুর আড়াইটায় হাজী মাজার ব‌স্তি‌ এলাকায় এঘটনা ঘটে। এঘটনায় টঙ্গী প‌শ্চিম থানায় পৃথক দুই‌টি সাধারণ ডায়ে‌রি হয়।

জানা যায়, শুক্রবার জুমার জামাজের পর স্বতন্ত্র প্রার্থী সমর্থকরা নির্বাচনী প্রচারণার লিফলেট বি‌লি করছিলো। এসময় আ‌মিরুল ইসলাম স্বপন, ইসমাইল হোসেন, খোকন , রুবেল, ম‌নির হোসেন, ইমান আলী, মো‌মিন ও র‌বিউল ইসলাম বাবু স্বতন্ত্র প্রার্থীর সমর্থক বোরহান উ‌দ্দিন ও নুরে আলমের সাথে কথা কাটাকা‌টির এক পর্যায় মারামা‌রি হয়। এসময় বোরহান উ‌দ্দিন ও নুরে আলম গুরতর আহত হয়। তাদের দুইজনকে শ‌হিদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।

অ‌ভি‌যুক্ত আ‌মিরুল ইসলাম স্বপন বলেন, নির্বচানী পোস্টার লাগানো নিয়ে তর্ক বির্তকের এক পর্যায় হাতা‌হা‌তি হ‌য়। এসময় আ‌মিসহ দুই‌ তিনজন আহত হয়ে‌ছি। এঘটনায় টঙ্গী প‌শ্চিম থানায় সাধারণ ডয়ে‌রি করা হয়েছে।

আহত বোরহান উ‌দ্দিন বলেন, আমরা ট্রাকের লিফলেট বি‌লি করতে‌ছি। পরে আ‌মিরুল ইসলাম স্বপন, ম‌নির, ইসমাইল ও খোকনসহ আরও অনেকে আমাকে ও নুরে আলমকে মারধর করেছে। তারা নুরে আলমের হাত ভেঙ্গে ফেলেছে। এঘটনায় থানায় জি‌ডি করা হয়েছে।

টঙ্গী প‌শিচম থানা ও‌সি মো, সাখাওয়াত হোসেন বলেন, এঘটনায় থানায় দুই‌টি জি‌ডি নেওয়া হয়েছে। বিজ্ঞ আদালতের মাধ্যমে বিষয়‌টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

এঘটনায় ৫৭ নম্বর ওয়ার্ডের ট্রাক প্রতীকের নির্বাচন ক‌মি‌টির আহবায়ক শেখ মো, নজরুল ইসলাম সংবাদ সম্মেলন করে বলেন, জুমার নামাজের পর হাজী মাজার ব‌স্তি এলাকায় ট্রাক প্রতীকের কর্মী সমর্থক লিফলেট বিলি করতে যায়। পরে নৌকার সমর্থকরা তাদের উপর হামলা করে। বোরহান ও নুরে আলমকে মারধর করে আহত করে। ম‌হিলা সমর্থকদেরও হুম‌কি ও ভয়রভী‌তি দেখায়।

ট্রাক প্রতীকের সমর্থক মনোয়ারা বেগম বলেন, লিফলেট বি‌লি করার সময় নৌকার লোকজন আমাকে বলেন তু‌মি ট্রাকের প্রচারণ করতে পারবেনা। নৌকার প্রচারণা করলে ১ হাজার টাকা করে দেওয়া হবে। না হয় প্রচারণা করতে করতে দেওয়া হবেনা।

Please Share This Post in Your Social Media

টঙ্গীতে স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের উপর হামলা

Update Time : ১০:০০:০৩ অপরাহ্ন, শুক্রবার, ২৯ ডিসেম্বর ২০২৩

গাজীপুরের টঙ্গীতে ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থী আ‌লিম উ‌দ্দিন বু‌দ্দিন সমর্থকদের উপর হামলা হয়েছে।

শুক্রবার দুপুর আড়াইটায় হাজী মাজার ব‌স্তি‌ এলাকায় এঘটনা ঘটে। এঘটনায় টঙ্গী প‌শ্চিম থানায় পৃথক দুই‌টি সাধারণ ডায়ে‌রি হয়।

জানা যায়, শুক্রবার জুমার জামাজের পর স্বতন্ত্র প্রার্থী সমর্থকরা নির্বাচনী প্রচারণার লিফলেট বি‌লি করছিলো। এসময় আ‌মিরুল ইসলাম স্বপন, ইসমাইল হোসেন, খোকন , রুবেল, ম‌নির হোসেন, ইমান আলী, মো‌মিন ও র‌বিউল ইসলাম বাবু স্বতন্ত্র প্রার্থীর সমর্থক বোরহান উ‌দ্দিন ও নুরে আলমের সাথে কথা কাটাকা‌টির এক পর্যায় মারামা‌রি হয়। এসময় বোরহান উ‌দ্দিন ও নুরে আলম গুরতর আহত হয়। তাদের দুইজনকে শ‌হিদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।

অ‌ভি‌যুক্ত আ‌মিরুল ইসলাম স্বপন বলেন, নির্বচানী পোস্টার লাগানো নিয়ে তর্ক বির্তকের এক পর্যায় হাতা‌হা‌তি হ‌য়। এসময় আ‌মিসহ দুই‌ তিনজন আহত হয়ে‌ছি। এঘটনায় টঙ্গী প‌শ্চিম থানায় সাধারণ ডয়ে‌রি করা হয়েছে।

আহত বোরহান উ‌দ্দিন বলেন, আমরা ট্রাকের লিফলেট বি‌লি করতে‌ছি। পরে আ‌মিরুল ইসলাম স্বপন, ম‌নির, ইসমাইল ও খোকনসহ আরও অনেকে আমাকে ও নুরে আলমকে মারধর করেছে। তারা নুরে আলমের হাত ভেঙ্গে ফেলেছে। এঘটনায় থানায় জি‌ডি করা হয়েছে।

টঙ্গী প‌শিচম থানা ও‌সি মো, সাখাওয়াত হোসেন বলেন, এঘটনায় থানায় দুই‌টি জি‌ডি নেওয়া হয়েছে। বিজ্ঞ আদালতের মাধ্যমে বিষয়‌টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

এঘটনায় ৫৭ নম্বর ওয়ার্ডের ট্রাক প্রতীকের নির্বাচন ক‌মি‌টির আহবায়ক শেখ মো, নজরুল ইসলাম সংবাদ সম্মেলন করে বলেন, জুমার নামাজের পর হাজী মাজার ব‌স্তি এলাকায় ট্রাক প্রতীকের কর্মী সমর্থক লিফলেট বিলি করতে যায়। পরে নৌকার সমর্থকরা তাদের উপর হামলা করে। বোরহান ও নুরে আলমকে মারধর করে আহত করে। ম‌হিলা সমর্থকদেরও হুম‌কি ও ভয়রভী‌তি দেখায়।

ট্রাক প্রতীকের সমর্থক মনোয়ারা বেগম বলেন, লিফলেট বি‌লি করার সময় নৌকার লোকজন আমাকে বলেন তু‌মি ট্রাকের প্রচারণ করতে পারবেনা। নৌকার প্রচারণা করলে ১ হাজার টাকা করে দেওয়া হবে। না হয় প্রচারণা করতে করতে দেওয়া হবেনা।