ঢাকা ১০:০৯ অপরাহ্ন, বুধবার, ০১ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজঃ
সাইকেল চালিয়ে টেকনাফ থেকে তেঁতুলিয়া পাড়ি দিয়েছেন “দিদার” টাঙ্গাইলে মেয়ে ও জামাতার বিরুদ্ধে বাবাকে নির্যাতনের অভিযোগ, বৃদ্ধের মৃত্যু আখেরী মোনাজাতের মধ্যে দিয়ে জাকের পার্টির বিশ্ব ইসলামি মহা সম্মেলন ও মহা পবিত্র ফাতেহা শরীফের সমাপ্তি টঙ্গীতে পরিবহনে চাঁদাবাজি, গ্রেফতার ৮ সম্মিলিত প্রচেষ্টায় ন্যায় বিচার প্রতিষ্ঠা সম্ভবঃ প্রধান বিচারপতি  শত কোটি টাকা আত্মসাৎ: দেশত্যাগের সময় বিমানবন্দরে বিশ্বাস ফাউন্ডেশনের চেয়ারম্যান আটক লালপুরে আ,লীগ নেতাকে গুলি করে হত্যা ইবিতে নিরাপত্তা কর্মকর্তা ও আনসার কর্তৃক শিক্ষক হেনস্তার অভিযোগ টেকনাফের বার্মিজ মার্কেটে সাবের হত্যা মামলার ৬ আসামী গ্রেফতার ইবিতে বৃষ্টির আশায় ইসতিসকার নামাজ আদায়

জাপানে ১০ জনের মধ্যে একজনের বয়স ৮০ বছরের বেশি

নওরোজ আন্তর্জাতিক ডেস্ক
  • Update Time : ০৭:৩১:০০ অপরাহ্ন, সোমবার, ১৮ সেপ্টেম্বর ২০২৩
  • / ১৩৬ Time View

জনসংখ্যা নিয়ে অনেক আগে থেকেই উদ্বিগ্ন জাপান। কারণ দেশটির জনসংখ্যার একটি বড় অংশই বৃদ্ধ। এবার নতুন একটি তথ্য প্রকাশ করেছে দেশটির সরকার। এতে দেখা গেছে, জাপানের জনসংখ্যার ১০ শতাংশের বেশি মানুষের বয়স ৮০ বছর ছাড়িয়েছে।

‘রেসপেক্ট ফর এইজ ডে’-এর আগে রোববার (১৭ সেপ্টেম্বর) এই তথ্য প্রকাশ করেছে দেশটির সরকার। এতে আরও দেখা যায়, জনসংখ্যার ২৯ দশমিক ১ শতাংশের বয়স ৬৫ বছর বা তার চেয়ে বেশি। এক বছর আগে এই হার ছিল ২৯ শতাংশ।

এক্ষেত্রে ২৪ দশমিক ৫ শতাংশ নিয়ে দ্বিতীয় অবস্থানের রয়েছে ইতালি ও ২৩ দশমিক ৬ শতাংশ নিয়ে তৃতীয় অবস্থানে রয়েছে ফিনল্যান্ড।

জাপানের স্বরাষ্ট্রমন্ত্রণালয় জানিয়েছে, দেশটিতে বিশ্বের সবচেয়ে বেশি বয়স্ক জনসংখ্যা রয়েছে।

গত কয়েক দশক ধরেই জাপানে জনসংখ্যা কমছে। এর অন্যতম কারণ হচ্ছে তরুণরা বিয়ে করতে বিলম্ব করছে।

২০২২ সালে জাপানের জনসংখ্যা কমে গেছে প্রায় আট লাখ। এর মধ্যে ইতিহাসে প্রথমবারের মতো দেশটির ৪৭টি অঞ্চলেই একযোগে জনসংখ্যা কমার ঘটনার ঘটেছে।

জনসংখ্যার এই পরিস্থিতিকে সংকট হিসেবে উল্লেখ করে পরিস্থিতি মোকাবিলায় যথাযথ ব্যবস্থা নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন জাপানি প্রধানমন্ত্রী। যদিও এখন পর্যন্ত জনসংখ্যা হ্রাস ঠেকাতে দেশটির সরকার ব্যর্থই বলা চলে।

জাপানে একদিকে শিশুর জন্মহার কমছে, অন্যদিকে বয়স্ক লোকের সংখ্যা বাড়ছে। এই পরিস্থিতি সেখানকার সমাজের প্রায় প্রতিটি দিককেই প্রভাবিত করেছে  ।

Please Share This Post in Your Social Media

জাপানে ১০ জনের মধ্যে একজনের বয়স ৮০ বছরের বেশি

Update Time : ০৭:৩১:০০ অপরাহ্ন, সোমবার, ১৮ সেপ্টেম্বর ২০২৩

জনসংখ্যা নিয়ে অনেক আগে থেকেই উদ্বিগ্ন জাপান। কারণ দেশটির জনসংখ্যার একটি বড় অংশই বৃদ্ধ। এবার নতুন একটি তথ্য প্রকাশ করেছে দেশটির সরকার। এতে দেখা গেছে, জাপানের জনসংখ্যার ১০ শতাংশের বেশি মানুষের বয়স ৮০ বছর ছাড়িয়েছে।

‘রেসপেক্ট ফর এইজ ডে’-এর আগে রোববার (১৭ সেপ্টেম্বর) এই তথ্য প্রকাশ করেছে দেশটির সরকার। এতে আরও দেখা যায়, জনসংখ্যার ২৯ দশমিক ১ শতাংশের বয়স ৬৫ বছর বা তার চেয়ে বেশি। এক বছর আগে এই হার ছিল ২৯ শতাংশ।

এক্ষেত্রে ২৪ দশমিক ৫ শতাংশ নিয়ে দ্বিতীয় অবস্থানের রয়েছে ইতালি ও ২৩ দশমিক ৬ শতাংশ নিয়ে তৃতীয় অবস্থানে রয়েছে ফিনল্যান্ড।

জাপানের স্বরাষ্ট্রমন্ত্রণালয় জানিয়েছে, দেশটিতে বিশ্বের সবচেয়ে বেশি বয়স্ক জনসংখ্যা রয়েছে।

গত কয়েক দশক ধরেই জাপানে জনসংখ্যা কমছে। এর অন্যতম কারণ হচ্ছে তরুণরা বিয়ে করতে বিলম্ব করছে।

২০২২ সালে জাপানের জনসংখ্যা কমে গেছে প্রায় আট লাখ। এর মধ্যে ইতিহাসে প্রথমবারের মতো দেশটির ৪৭টি অঞ্চলেই একযোগে জনসংখ্যা কমার ঘটনার ঘটেছে।

জনসংখ্যার এই পরিস্থিতিকে সংকট হিসেবে উল্লেখ করে পরিস্থিতি মোকাবিলায় যথাযথ ব্যবস্থা নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন জাপানি প্রধানমন্ত্রী। যদিও এখন পর্যন্ত জনসংখ্যা হ্রাস ঠেকাতে দেশটির সরকার ব্যর্থই বলা চলে।

জাপানে একদিকে শিশুর জন্মহার কমছে, অন্যদিকে বয়স্ক লোকের সংখ্যা বাড়ছে। এই পরিস্থিতি সেখানকার সমাজের প্রায় প্রতিটি দিককেই প্রভাবিত করেছে  ।