ঢাকা ০২:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজঃ
ইবিতে বৃষ্টির আশায় ইসতিসকার নামাজ আদায় সবাইকে সর্বজনীন পেনশনের আওতায় আনা হবে: ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক জমি নিয়ে বিরোধ, ভাতিজার বিরুদ্ধে চাচাকে অপহরণের অভিযোগ মেধা ও মানসিক বিকাশের জন্য বই পড়ার অভ্যাস গড়ে তুলতে হবে বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত কুষ্টিয়া দৌলতপুরে সাংবাদিকের উপর হামলার এজাহারভুক্ত দুই আসামী গ্রেফতার তীব্র দাবদাহের জন্য ভোটার উপস্থিতি নিয়ে শঙ্কা আছে: ইসি আনিছুর রহমান এক টাকাও বেতন নেন না চিফ হিট অফিসার: ডিএনসিসি মেয়র রাশিয়ার বিরুদ্ধে দূরপাল্লার মার্কিন ক্ষেপণাস্ত্র ব্যবহার করছে ইউক্রেন দেশে টিআইএনধারীর সংখ্যা ১ কোটি ২ লাখ ছাড়িয়ে

জনগণই শেখ হাসিনাকে ক্ষমতা থেকে সরাবে: রিজভী

ফতুল্লা প্রতিনিধি
  • Update Time : ০৭:৩৮:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ অগাস্ট ২০২৩
  • / ৯৭ Time View

বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন,’প্রধানমন্ত্রী বলেছেন তাকে সরানোর নাকি চেষ্টা করা হচ্ছে। আমি প্রধানমন্ত্রীকে বলতে চাই আপনাকে সরাবে জনগণ। জনগণই বেছে নেবে কাকে ক্ষমতায় রাখবে আর কাকে রাখবে না। জনগণ চাইলে যে কাউকে ক্ষমতা থেকে সরাতে পারে। এখানে কোনো ষড়যন্ত্র নেই। ষড়যন্ত্র আপনি করছেন, ভোট চুরি করার ষড়যন্ত্র।’

তিনি বলেন, আমি প্রধানমন্ত্রীকে বলতে চাই, আপনাকে কি সরানোর চেষ্টা করা হচ্ছে? আপনাকেতো সরাবে জনগণ। জনগণতো চাচ্ছেই আপনি পদত্যাগ করুন। নির্দলীয় এক সরকার দেন, যেন জনগণ তার ভোট প্রয়োগ করতে পারে। জনগণইতো দেশের মালিক। এটাকেইতো গণতন্ত্র বলে।

বৃহস্পতিবার (১৭ আগস্ট) দুপুরে পুলিশের গুলিতে আহত ফতুল্লা থানা বিএনপির সভাপতি শহীদুল ইসলাম টিটুকে দেখতে এসে এক ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

রুহুল কবির রিজভী বলেন, সরকারের অন্যায়ের বিরুদ্ধে যেই কথা বলবে তার পরিণতি হবে শহীদুল ইসলাম টিটুর মতো। অন্যায়ভাবে শেখ হাসিনা ক্ষমতায় থাকার পরিণতিই হচ্ছে শহীদুল ইসলাম টিটু। এর চেয়ে হৃদয়বিদারক ঘটনা আর ঘটতে পারে না। তার পরিবার, তার সমাজ, তার দলের লোকজনের সঙ্গে চোখে চোখ মিলিয়ে সে কথা বলতে পারছে না।

প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে তিনি আরও বলেন, নারায়ণগঞ্জে কিছুদিন আগে শাওন নামে এক যুবদল নেতা মারা যায়। সারাদেশে এভাবে ১৮ জনের মতো মারা গেছে। টিটুর মতো অসংখ্য তরুণদের চোখ চলে গেছে পুলিশের গুলিতে। আপনি টিটুদের চোখের আলো নিয়ে যাচ্ছেন। এভাবে গোটা জাতিকে অন্ধকারের মধ্যে রাখতে চাচ্ছেন। দেশের জন্য কারো আত্মত্যাগ কখনো বৃথা যায় না। টিটুর চোখ চলে গেছে। এই ত্যাগ বৃথা যাবে না। এই ত্যাগের বিনিময়ে শেখ হাসিনার বিদায় হবে।

তিনি বলেন, মানুষের অধিকারের জন্য কোনো ত্যাগ বৃথা যায় না। এই ত্যাগের মধ্য দিয়েই শেখ হাসিনার পতন হবে। জনগণ যাকে ভোট দেবে সেই ক্ষমতায় থাকবে। পরে একদফা দাবি আদায়ে বিএনপির পক্ষ থেকে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ফতুল্লায় লিফলেট বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন বিএনপির ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম, সহ-সাংগঠনিক সম্পাদক বেনজির আহমেদ টিটু, সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম আজাদ, বিএনপির নির্বাহী কমিটির সদস্য মোস্তাফিজুর রহমান ভুইঁয়া দিপু ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক গোলাম ফারুক খোকনসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

Please Share This Post in Your Social Media

জনগণই শেখ হাসিনাকে ক্ষমতা থেকে সরাবে: রিজভী

Update Time : ০৭:৩৮:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ অগাস্ট ২০২৩

বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন,’প্রধানমন্ত্রী বলেছেন তাকে সরানোর নাকি চেষ্টা করা হচ্ছে। আমি প্রধানমন্ত্রীকে বলতে চাই আপনাকে সরাবে জনগণ। জনগণই বেছে নেবে কাকে ক্ষমতায় রাখবে আর কাকে রাখবে না। জনগণ চাইলে যে কাউকে ক্ষমতা থেকে সরাতে পারে। এখানে কোনো ষড়যন্ত্র নেই। ষড়যন্ত্র আপনি করছেন, ভোট চুরি করার ষড়যন্ত্র।’

তিনি বলেন, আমি প্রধানমন্ত্রীকে বলতে চাই, আপনাকে কি সরানোর চেষ্টা করা হচ্ছে? আপনাকেতো সরাবে জনগণ। জনগণতো চাচ্ছেই আপনি পদত্যাগ করুন। নির্দলীয় এক সরকার দেন, যেন জনগণ তার ভোট প্রয়োগ করতে পারে। জনগণইতো দেশের মালিক। এটাকেইতো গণতন্ত্র বলে।

বৃহস্পতিবার (১৭ আগস্ট) দুপুরে পুলিশের গুলিতে আহত ফতুল্লা থানা বিএনপির সভাপতি শহীদুল ইসলাম টিটুকে দেখতে এসে এক ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

রুহুল কবির রিজভী বলেন, সরকারের অন্যায়ের বিরুদ্ধে যেই কথা বলবে তার পরিণতি হবে শহীদুল ইসলাম টিটুর মতো। অন্যায়ভাবে শেখ হাসিনা ক্ষমতায় থাকার পরিণতিই হচ্ছে শহীদুল ইসলাম টিটু। এর চেয়ে হৃদয়বিদারক ঘটনা আর ঘটতে পারে না। তার পরিবার, তার সমাজ, তার দলের লোকজনের সঙ্গে চোখে চোখ মিলিয়ে সে কথা বলতে পারছে না।

প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে তিনি আরও বলেন, নারায়ণগঞ্জে কিছুদিন আগে শাওন নামে এক যুবদল নেতা মারা যায়। সারাদেশে এভাবে ১৮ জনের মতো মারা গেছে। টিটুর মতো অসংখ্য তরুণদের চোখ চলে গেছে পুলিশের গুলিতে। আপনি টিটুদের চোখের আলো নিয়ে যাচ্ছেন। এভাবে গোটা জাতিকে অন্ধকারের মধ্যে রাখতে চাচ্ছেন। দেশের জন্য কারো আত্মত্যাগ কখনো বৃথা যায় না। টিটুর চোখ চলে গেছে। এই ত্যাগ বৃথা যাবে না। এই ত্যাগের বিনিময়ে শেখ হাসিনার বিদায় হবে।

তিনি বলেন, মানুষের অধিকারের জন্য কোনো ত্যাগ বৃথা যায় না। এই ত্যাগের মধ্য দিয়েই শেখ হাসিনার পতন হবে। জনগণ যাকে ভোট দেবে সেই ক্ষমতায় থাকবে। পরে একদফা দাবি আদায়ে বিএনপির পক্ষ থেকে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ফতুল্লায় লিফলেট বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন বিএনপির ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম, সহ-সাংগঠনিক সম্পাদক বেনজির আহমেদ টিটু, সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম আজাদ, বিএনপির নির্বাহী কমিটির সদস্য মোস্তাফিজুর রহমান ভুইঁয়া দিপু ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক গোলাম ফারুক খোকনসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।