ঢাকা ০৫:০৬ পূর্বাহ্ন, শুক্রবার, ০৩ মে ২০২৪, ১৯ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজঃ
অবিলম্বে ১০ম ওয়েজবোর্ড গঠন করুন: বিএফইউজে ও ডিইউজে নেতৃবৃন্দ অজ্ঞান করে স্বর্ণ ও টাকা চুরির রহস্য উদঘাটন ও চোরাই মালামালসহ গ্রেফতার ১ কয়েন প্রতারণার ফাঁদে ফেলে কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়া চক্রের দুই সদস্য গ্রেফতার ফেসবুকে অপপ্রচার: জবি শিক্ষককের বিচার চেয়ে ভিসির কাছে ডীনের অভিযোগ কুড়িগ্রামে ছাত্রীনিবাসের সামনে অশ্লীল অঙ্গভঙ্গির ভিডিও ধারণ, যুবকের কারাদণ্ড সাইকেল চালিয়ে টেকনাফ থেকে তেঁতুলিয়া পাড়ি দিয়েছেন “দিদার” টাঙ্গাইলে মেয়ে ও জামাতার বিরুদ্ধে বাবাকে নির্যাতনের অভিযোগ, বৃদ্ধের মৃত্যু আখেরী মোনাজাতের মধ্যে দিয়ে জাকের পার্টির বিশ্ব ইসলামি মহা সম্মেলন ও মহা পবিত্র ফাতেহা শরীফের সমাপ্তি টঙ্গীতে পরিবহনে চাঁদাবাজি, গ্রেফতার ৮ সম্মিলিত প্রচেষ্টায় ন্যায় বিচার প্রতিষ্ঠা সম্ভবঃ প্রধান বিচারপতি 

চুরির অভিযোগে রাতভর নির্যাতন করে কিশোরকে হত্যা

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : ০২:১৬:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ সেপ্টেম্বর ২০২৩
  • / ৫৬ Time View

রাজধানীর মোহাম্মদপুরে রড চুরির অভিযোগ এনে এক কিশোরকে রাতভর নির্যাতন করে হত্যার অভিযোগ উঠেছে। নিহত কিশোরের নাম আকাশ (১৪)। বাবার নাম রহমত আলী। সে মোহাম্মদপুরে একটি স্কুলের ৬ষ্ঠ শ্রেণির শিক্ষার্থী ছিল।

বুধবার দিবাগতে রাতে মোহাম্মদপুর থানার আজিজ মহল্লা এলাকায় নির্মাণাধীন ভবনের রড চুরির অভিযোগে ওই কিশোরকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে।

মোহাম্মদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহফুজুল হক বলেন, এক কিশোরকে হত্যার অভিযোগ পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য সোহরাওয়ার্দী হাসপাতালে পাঠিয়েছি। এই ঘটনায় ভুক্তভোগী পরিবার মামলা করলে জড়িতদের গ্রেপ্তার করা হবে।

তিনি আরও বলেন, নির্মাণাধীন ভবনটি একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবন। এই ভবনে কয়েকজন শ্রমিক থাকতেন। তারাই এই ঘটনা ঘটিয়েছে বলে পরিবারের অভিযোগ।

নিহতের স্বজনরা বলছেন— আকাশ চুরির সঙ্গে জড়িত নয়। বন্ধুদের সঙ্গে সে ওইদিকে আড্ডা দিত। গতকাল রাতে আকাশ বাসায় ফেরেনি। আজ ভোরে একজন ফোন করে জানায়, আকাশ অসুস্থ। পরে আমরা তাকে বাসায় নিয়ে গেলে সে আরও অসুস্থ হয়ে পড়ে। পানি খেতে চাইলে তাকে পানি দেওয়া হয়৷ এরপরই সে মারা যায়।

ওই কিশোরের পরিবার ও স্থানীয়দের অভিযোগ, রাতভর মারধরের পর ভোরে পরিবারকে জানানো হয়। বাসায় নেওয়ার পরেই মৃত্যু হয়। নির্যাতনের ঘটনায় জড়িতরা সবাই নির্মাণাধীন ভবনের শ্রমিক। রাতে যখন আকাশকে মারধর করা হয় তখন অনেকে বাধা দিলেও তাতে কর্ণপাত করেননি শ্রমিকরা। তারা সারা শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। আর, ঘটনার পর থেকেই পলাতক নির্মাণাধীন ভবনের সবাই।

Please Share This Post in Your Social Media

চুরির অভিযোগে রাতভর নির্যাতন করে কিশোরকে হত্যা

Update Time : ০২:১৬:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ সেপ্টেম্বর ২০২৩

রাজধানীর মোহাম্মদপুরে রড চুরির অভিযোগ এনে এক কিশোরকে রাতভর নির্যাতন করে হত্যার অভিযোগ উঠেছে। নিহত কিশোরের নাম আকাশ (১৪)। বাবার নাম রহমত আলী। সে মোহাম্মদপুরে একটি স্কুলের ৬ষ্ঠ শ্রেণির শিক্ষার্থী ছিল।

বুধবার দিবাগতে রাতে মোহাম্মদপুর থানার আজিজ মহল্লা এলাকায় নির্মাণাধীন ভবনের রড চুরির অভিযোগে ওই কিশোরকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে।

মোহাম্মদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহফুজুল হক বলেন, এক কিশোরকে হত্যার অভিযোগ পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য সোহরাওয়ার্দী হাসপাতালে পাঠিয়েছি। এই ঘটনায় ভুক্তভোগী পরিবার মামলা করলে জড়িতদের গ্রেপ্তার করা হবে।

তিনি আরও বলেন, নির্মাণাধীন ভবনটি একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবন। এই ভবনে কয়েকজন শ্রমিক থাকতেন। তারাই এই ঘটনা ঘটিয়েছে বলে পরিবারের অভিযোগ।

নিহতের স্বজনরা বলছেন— আকাশ চুরির সঙ্গে জড়িত নয়। বন্ধুদের সঙ্গে সে ওইদিকে আড্ডা দিত। গতকাল রাতে আকাশ বাসায় ফেরেনি। আজ ভোরে একজন ফোন করে জানায়, আকাশ অসুস্থ। পরে আমরা তাকে বাসায় নিয়ে গেলে সে আরও অসুস্থ হয়ে পড়ে। পানি খেতে চাইলে তাকে পানি দেওয়া হয়৷ এরপরই সে মারা যায়।

ওই কিশোরের পরিবার ও স্থানীয়দের অভিযোগ, রাতভর মারধরের পর ভোরে পরিবারকে জানানো হয়। বাসায় নেওয়ার পরেই মৃত্যু হয়। নির্যাতনের ঘটনায় জড়িতরা সবাই নির্মাণাধীন ভবনের শ্রমিক। রাতে যখন আকাশকে মারধর করা হয় তখন অনেকে বাধা দিলেও তাতে কর্ণপাত করেননি শ্রমিকরা। তারা সারা শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। আর, ঘটনার পর থেকেই পলাতক নির্মাণাধীন ভবনের সবাই।