ঢাকা ১০:০৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ১৯ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজঃ
ফেসবুকে অপপ্রচার: জবি শিক্ষককের বিচার চেয়ে ভিসির কাছে ডীনের অভিযোগ কুড়িগ্রামে ছাত্রীনিবাসের সামনে অশ্লীল অঙ্গভঙ্গির ভিডিও ধারণ, যুবকের কারাদণ্ড সাইকেল চালিয়ে টেকনাফ থেকে তেঁতুলিয়া পাড়ি দিয়েছেন “দিদার” টাঙ্গাইলে মেয়ে ও জামাতার বিরুদ্ধে বাবাকে নির্যাতনের অভিযোগ, বৃদ্ধের মৃত্যু আখেরী মোনাজাতের মধ্যে দিয়ে জাকের পার্টির বিশ্ব ইসলামি মহা সম্মেলন ও মহা পবিত্র ফাতেহা শরীফের সমাপ্তি টঙ্গীতে পরিবহনে চাঁদাবাজি, গ্রেফতার ৮ সম্মিলিত প্রচেষ্টায় ন্যায় বিচার প্রতিষ্ঠা সম্ভবঃ প্রধান বিচারপতি  শত কোটি টাকা আত্মসাৎ: দেশত্যাগের সময় বিমানবন্দরে বিশ্বাস ফাউন্ডেশনের চেয়ারম্যান আটক লালপুরে আ,লীগ নেতাকে গুলি করে হত্যা ইবিতে নিরাপত্তা কর্মকর্তা ও আনসার কর্তৃক শিক্ষক হেনস্তার অভিযোগ

‘ওপেনাররা সুস্থ থাকলে আমি ওপেন করতাম না’

স্টাফ রিপোর্টার
  • Update Time : ০৪:০৭:৫৭ অপরাহ্ন, শনিবার, ১৬ সেপ্টেম্বর ২০২৩
  • / ৭৩ Time View

ছবিঃ- সংগৃহীত

বড় কিছুর প্রত্যাশা নিয়েই এশিয়া কাপ খেলতে গিয়েছিল বাংলাদেশ। সুপার ফোর থেকে বিদায় নিতে হয়েছে।

শেষ ম্যাচে ভারতের বিপক্ষে দারুণ এক জয়ও এসেছে, তবে টাইগারদের দলগত পারফর্ম্যান্স মন ভরাতে পারেনি সমর্থকদের।

ওপেনারদের ব্যর্থতা, সাত নাম্বারে একের পর এক পরীক্ষানিরীক্ষা বাংলাদেশকে কিছুটা ব্যাকফুটেই ঠেলে দিয়েছে।

এর মাঝেও অবশ্য কিছুটা আলো হয়ে ছিলেন মেহেদী হাসান মিরাজ। আফগানদের বিপক্ষে সেঞ্চুরি করেছেন।

মেইক শিফট ওপেনার হয়ে দলকে ভাল শুরু এনে দেওয়ার চেষ্টাও করেছেন। আবার ভারতের বিপক্ষে ম্যাচে খেলেছেন মিডল অর্ডার ব্যাটার হিসেবে।

দেশে ফেরার পর মিরাজের কাছে জানতে চাওয়া হলো তার এমন ভিন্ন ভিন্ন রোল প্রসঙ্গে।

শনিবার শ্রীলঙ্কা থেকে দেশে ফেরার পর গণমাধ্যমের মুখেমুখি হয়ে নিজের পারফরম্যান্স প্রসঙ্গে মিরাজ বলেন, ‘এবার এশিয়া কাপে আমাকে বিভিন্ন রোল দেওয়া হয়েছে। এটা মূলত দলের সমন্বয়ের জন্যই হয়েছে।

আমাদের ওপেনাররা যদি শুরু থেকে সুস্থ থাকত, তাহলে কিন্তু আমি ওপেন করতাম না। যারা ওপেনার ছিল, তারাই করত। এক দিন খুব ভালো হয়েছে। পরে ভিন্ন দায়িত্ব দেওয়া হয়েছে।

মাঝখানে খেলেছি, মুশফিক ভাই ছিলেন না। তবে বিশ্বকাপের আগে আশা করি, সবাই খুব দ্রুত সবকিছু পুষিয়ে ওঠার চেষ্টা করবে।’

পুরো টুর্নামেন্টে বাংলাদেশের প্রাপ্তি কী ছিল, এমন প্রশ্নের উত্তরে মিরাজ বলেছেন, ‘অবশ্যই দুটি জয়। আফগানিস্তান ও ভারতের বিপক্ষে।’

এছাড়া নতুন ক্রিকেটারদের নিয়ে মিরাজ বলেন, ‘যেভাবে ক্রিকেট খেলেছে, তরুণেরা যেভাবে খেলেছে, যেমন সাকিব অভিষেকে ভালো করেছে, হৃদয় সাকিব ভাইয়ের সঙ্গে ভালো জুটি করেছে।

এই ম্যাচে লোয়ার অর্ডার থেকেও রান এসেছে। এটা আমাদের দলের জন্য অনেক ইতিবাচক দিক।’

Please Share This Post in Your Social Media

‘ওপেনাররা সুস্থ থাকলে আমি ওপেন করতাম না’

Update Time : ০৪:০৭:৫৭ অপরাহ্ন, শনিবার, ১৬ সেপ্টেম্বর ২০২৩

বড় কিছুর প্রত্যাশা নিয়েই এশিয়া কাপ খেলতে গিয়েছিল বাংলাদেশ। সুপার ফোর থেকে বিদায় নিতে হয়েছে।

শেষ ম্যাচে ভারতের বিপক্ষে দারুণ এক জয়ও এসেছে, তবে টাইগারদের দলগত পারফর্ম্যান্স মন ভরাতে পারেনি সমর্থকদের।

ওপেনারদের ব্যর্থতা, সাত নাম্বারে একের পর এক পরীক্ষানিরীক্ষা বাংলাদেশকে কিছুটা ব্যাকফুটেই ঠেলে দিয়েছে।

এর মাঝেও অবশ্য কিছুটা আলো হয়ে ছিলেন মেহেদী হাসান মিরাজ। আফগানদের বিপক্ষে সেঞ্চুরি করেছেন।

মেইক শিফট ওপেনার হয়ে দলকে ভাল শুরু এনে দেওয়ার চেষ্টাও করেছেন। আবার ভারতের বিপক্ষে ম্যাচে খেলেছেন মিডল অর্ডার ব্যাটার হিসেবে।

দেশে ফেরার পর মিরাজের কাছে জানতে চাওয়া হলো তার এমন ভিন্ন ভিন্ন রোল প্রসঙ্গে।

শনিবার শ্রীলঙ্কা থেকে দেশে ফেরার পর গণমাধ্যমের মুখেমুখি হয়ে নিজের পারফরম্যান্স প্রসঙ্গে মিরাজ বলেন, ‘এবার এশিয়া কাপে আমাকে বিভিন্ন রোল দেওয়া হয়েছে। এটা মূলত দলের সমন্বয়ের জন্যই হয়েছে।

আমাদের ওপেনাররা যদি শুরু থেকে সুস্থ থাকত, তাহলে কিন্তু আমি ওপেন করতাম না। যারা ওপেনার ছিল, তারাই করত। এক দিন খুব ভালো হয়েছে। পরে ভিন্ন দায়িত্ব দেওয়া হয়েছে।

মাঝখানে খেলেছি, মুশফিক ভাই ছিলেন না। তবে বিশ্বকাপের আগে আশা করি, সবাই খুব দ্রুত সবকিছু পুষিয়ে ওঠার চেষ্টা করবে।’

পুরো টুর্নামেন্টে বাংলাদেশের প্রাপ্তি কী ছিল, এমন প্রশ্নের উত্তরে মিরাজ বলেছেন, ‘অবশ্যই দুটি জয়। আফগানিস্তান ও ভারতের বিপক্ষে।’

এছাড়া নতুন ক্রিকেটারদের নিয়ে মিরাজ বলেন, ‘যেভাবে ক্রিকেট খেলেছে, তরুণেরা যেভাবে খেলেছে, যেমন সাকিব অভিষেকে ভালো করেছে, হৃদয় সাকিব ভাইয়ের সঙ্গে ভালো জুটি করেছে।

এই ম্যাচে লোয়ার অর্ডার থেকেও রান এসেছে। এটা আমাদের দলের জন্য অনেক ইতিবাচক দিক।’